12/10/2025
🌞 প্রভাতের প্রথম আলোয়... যোগে সংযোগ, সৃষ্টিকর্তায় কৃতজ্ঞতা 🌿
৩ অক্টোবর ২০২৫ সকালটি ছিল সত্যিই বিশেষ!
ঢাকা হাতিরঝিলের ভোরের সাথী প্রভাতী সংঘের সহযোগিতায়
মাহা ইয়োগা ফাউন্ডেশন আয়োজন করেছিল
একটি অনন্য ইয়োগা ও ন্যাচারাল হিলিং ওয়ার্কশপ।
প্রকৃতির কোলে, বৃক্ষের ছায়ায় —
আমরা একসাথে শিখেছি দেহ, মন ও আত্মার সংযোগের অনন্য রহস্য।
✨ স্রষ্টার প্রতি কৃতজ্ঞতার মাধ্যমে শুরু,
🧘♂️ আসন প্র্যাকটিসে শরীরের জাগরণ,
🌬️ প্রানায়ামে শ্বাসের প্রশান্তি,
🕊️ মোরাকাবায় মনসংযোগ ও আত্মশুদ্ধির যাত্রা —
সব মিলিয়ে যেন শান্তির এক পরিপূর্ণ সকাল।
> “لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ”
যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের অনুগ্রহ বৃদ্ধি করব। (সূরা ইব্রাহিম: ৭)
আমরা কৃতজ্ঞ সেই মহান সৃষ্টিকর্তার প্রতি —
যিনি যোগের মাধ্যমে আমাদের আত্মাকে স্বাস্থ্য ও সচেতনতায় জাগিয়ে তোলেন।
🌺 আগামী নভেম্বর থেকে মাহা ইয়োগা ফাউন্ডেশনের
নিয়মিত সাপ্তাহিক অনলাইন ও অফলাইন ইয়োগা সেশন শুরু হতে যাচ্ছে —
যেখানে থাকবে কর্পোরেট ইয়োগা, চাইল্ড ইয়োগা, এবং সেলফ হিলিং সেশন।
📅 শুরু: ৭ নভেম্বর
📍 অনলাইন + অফলাইন
🪷 যোগ দিন আমাদের সঙ্গে — শরীর, মন ও আত্মার পবিত্র যাত্রায়।
আপনার এলাকায় এমন একটি আয়োজন চাইলে👇
👉 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/qScWysqfAEfUgrCD8
🌐 ওয়েবসাইট: www.mahayogafoundation.com
Photo Credit -Rohan Ahmed Sanat, Rohan's Family Vlog