Dr. Hamidur Rahman

Dr. Hamidur Rahman Physician
(1)

24/04/2024
সবার ঈদ আনন্দে কাটুক এই প্রত্যাশা ও দোয়া করি.... 🤗
11/04/2024

সবার ঈদ আনন্দে কাটুক এই প্রত্যাশা ও দোয়া করি.... 🤗

10/04/2024

ঈদ মোবারক

17/03/2024

রমজান মাসে ২বেলা ইনসুলিন নিলে সেক্ষেত্রে সকালের সমপরিমাণ ডোজ ইফতারে নিতে হবে এবং রাতের ডোজ টা কমিয়ে সেহরীতে নিতে হবে।

11/03/2024

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

11/03/2024

রমজানে সকালের ডায়াবেটিসের ঔষধ ইফতারে খেতে হয় এবং কিছু ঔষধের ডোজ পরিবর্তন করে এডজাস্ট করার প্রয়োজন হয়।

08/03/2024

ব্যস্ততার কারণে আজকের লাইভটি করা সম্ভব হচ্ছে না।আন্তরিকভাবে দুঃখিত।

07/03/2024

আগামীকাল (০৮/০৩/২৪) রাত ৯টায় ফেসবুক লাইভ।
টপিক: রমজান মাসে স্বাস্থ্য সচেতনতা।
সবাইকে আমন্ত্রণ।

04/03/2024

রমজান মাসে ডায়াবেটিক রোগীরা রোজা রাখলে মুখে খাওয়ার ঔষধ ও ইনসুলিনের ডোজে পরিবর্তন করা দরকার হয়।

01/03/2024

⭕ আজকের লাইভের টপিক : মাইগ্রেন
⭕সময়: রাত ৯টা

✅ মাইগ্রেন সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে :
👉 মাইগ্রেন কি?
👉কাদের বেশি হয়?
👉কেন হয়?
👉 মাইগ্রেন ডায়াগনসিস কিভাবে করা হয়?
👉 প্রতিকারের উপায়
👉চিকিৎসা পদ্ধতি
👉গর্ভাবস্থায় মাইগ্রেন

🎉🎉 সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ রইলো। সবার মতামত বা প্রশ্ন কাম্য।

29/02/2024

আগামীকাল ফেসবুক লাইভ
টপিক : মাইগ্রেন
তারিখ : ০১/০৩/২৪(শুক্রবার)
সময় : রাত ৯টা।

25/02/2024

মাইগ্রেনে ব্যাথা মাথার দুপাশেই হতে পারে। আর সাথে বমিভাব, আলো- শব্দতে অসহ্যভাব থাকতে পারে। ব্যথা ৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

21/02/2024

পান বা তামাক বা গুলজাতীয় জিনিসের কারণে খাদ্যনালীতে ঘা হতে পারে, এমনকি এই ঘা থেকে ক্যান্সার হওয়ারও ঝুঁকি থাকে অনেক বেশি।

21/02/2024

আজকে রাত ৯টায় ফেসবুক লাইভ করবো ইনশাআল্লাহ।
টপিক : ডায়াবেটিসে করণীয় ও প্রতিকার।
আপনার উপস্থিতি একান্ত কাম্য।

19/02/2024

এই সপ্তাহে একটা ফেসবুক লাইভ করতে চাই।

আপনাদের কোন বিষয়ে জানার আছে কমেন্ট করতে পারেন। সেখান থেকে টপিক সিলেক্ট করে আলোচনা করবো ইনশাআল্লাহ।

15/02/2024

ভিটামিন বি১,বি৬,বি১২, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতির কারণে শরীরে জ্বালাপোড়া, বিভিন্ন স্থানে কামড়ানো বা সূচের মতো অনুভুত হওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। এছাড়াও বেশ কিছু দীর্ঘমেয়াদী রোগের জটিলতা হিসেবেও এমন হতে পারে।

31/01/2024

পেট,বুক জালাপোড়া করা, খাবার হজমে সমস্যা হওয়া, টক ঢেঁকুর উঠা এসকল লক্ষ্মণ যদি ৫৫ বছর বয়সের পরে শুরু হয় তাহলে সেক্ষেত্রে কারণ নির্ণয়ে এন্ডোসকপি পরীক্ষা করা জরুরি।

21/01/2024

মাথা ব্যাথার সাথে চোখে ঝাপশা দেখা, শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া,মুখের এক পাশ বাঁকা হয়ে যাওয়া, বমি হওয়া - এগুলো মাথা ব্যাথার বিপদজনক লক্ষ্মণ। এরকম লক্ষ্মণ থাকলে অবশ্যই ডাক্তার দেখিয়ে সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা নেওয়া উচিত।

19/01/2024

উচ্চরক্তচাপের ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনভাবেই বাদ দেওয়া উচিত নয়। এতে করে উচ্চরক্তচাপজনিত জটিলতা হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।

31/12/2023

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা
🎉❣️

আল্লাহ আমাদের নেক ইচ্ছাগুলো পূরণ করুন, আমিন।

25/12/2023

হাপানি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারনা।

😥😥 অতিরিক্ত চর্বির সমস্যার লক্ষ্মণ হিসেবে চোখের নীচে, আঙুলের জয়েন্টে বা শরীরের আরো বিভিন্ন জায়গায় চর্বি জমে ফুলে গিয়ে হল...
24/12/2023

😥😥 অতিরিক্ত চর্বির সমস্যার লক্ষ্মণ হিসেবে চোখের নীচে, আঙুলের জয়েন্টে বা শরীরের আরো বিভিন্ন জায়গায় চর্বি জমে ফুলে গিয়ে হলুদ রঙের আবরণ তৈরি করতে পারে।

👇👇পোস্টের ছবিতে দেখে আইডিয়া করতে পারবেন।

🥼⛑️ এরকম থাকলে অবশ্যই চর্বির পরীক্ষা করা উচিত এবং একজন ডাক্তার দেখিয়ে পরামর্শ নেওয়া উচিত।

23/12/2023

আর্থাইটিসের ব্যাথার চিকিৎসা করেন একজন রিউমাটোলজিস্ট বা বাতরোগের চিকিৎসক। অর্থোপেডিক্স ডাক্তাররা সাধারণত হাড় বা জয়েন্ট ভেঙে গেলে, মচকে গেলে বা আঘাতজনিত সমস্যার চিকিৎসা করে থাকেন।

22/12/2023

ভাইরাল জ্বর সাধারণত ৩-৪ দিনের মধ্যে সেরে যায় এবং জ্বরের তীব্রতা শুরু থেকেই বেশি থাকে। তাই জ্বর ৩-৪ দিনের মধ্যে সেরে না গেলে এবং জ্বরের সাথে অন্য লক্ষ্মণ থাকলে অবশ্যই একজন ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন।

খেজুরের রস খাওয়ার সময়ে সবাই সাবধান থাকি...
21/12/2023

খেজুরের রস খাওয়ার সময়ে সবাই সাবধান থাকি...

18/12/2023

স্থুলতার কারণে শরীরে নানারকম ভয়ংকর রোগ বাসা বাঁধে। তাই স্থুলতা প্রতিকারে কঠোর ডায়েট কন্ট্রোল ও নিয়মিত ব্যায়াম নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

16/12/2023

রক্তে চর্বি (TG level) অনেক বেশি থাকলে প্যানক্রিয়াটাইটিস বা অগ্ন্যাশয়ের প্রদাহের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।

15/12/2023

ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের মাধ্যমে প্রি-ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস হওয়ার আগের অবস্থা থেকে পুরোপুরি সুস্থ হওয়া যায়।

13/12/2023

অ্যাজমা বা হাপানি রোগীদের ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাক্সিন নেয়া দরকার, এতে বারবার ইনফেকশন হওয়ার ঝুঁকি কমে। আর ইনফেকশন হলেও জটিলতা কম হয় ভ্যাক্সিন নেয়া থাকলে।

Address

5B, Abrar Tower, Shahidnagar, Ghatarchar, Atibazar
Dhaka
1312

Telephone

+8801737101632

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Hamidur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Hamidur Rahman:

Videos

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category