
15/06/2025
হিমোগ্লোবিন এ১ সি টেস্ট কি??
Glycosylated Haemoglobin or HbA1c.
আসুন জানার চেষ্টা করি :.........................................
আমাদের রক্তের লোহিত কণিকায় রয়েছে হিমোগ্লোবিন নামক একটি রাসায়নিক উপাদান। এই হিমোগ্লোবিনের গ্লোবিন নামক প্রোটিনের সাথে রক্তের কিছু গ্লুকোজ ধীরে ধীরে সংযুক্ত হয়। এই ভাবে যে স্থায়ী পদার্থটি তৈরি হয়, তার নাম Glycosylated Haemoglobin or HbA1C.। রক্তে এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের পরিমাণ নির্ভর করে রক্তে গ্লুকোজের মত্রার উপর। সুতরাং ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রনে না থাকলে গ্লুকোজ বেড়ে যায় এবং সাথে সাথে বেড়ে যায় হিমোগ্লোবিন এ১সি(HbA1C)। আর একটা গুরুত্ব পূর্ণ বিষয় হলো রক্তের লোহিত কণিকাগুলো যেহেতু গড়ে ১২০ দিন বেচে থাকে, সেই জন্য HbA1C আমাদেরকে বিগত ৩-৪ মাসের রক্তের গ্লুকোজের মত্রার গড় হিসাব বলে দেয়। সাধারণত : HbA1C ৭.০% বা তার কম থাকলে ডায়াবেটিস সাভাবিক আছে বলে ধরে নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে বর্তমানে চিকিৎসা সঠিক কিনা বা চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করা লাগবে কিনা Decision নেয়া যায়।
Normal Values :
Nondiabetic Adult : 2.2-5.0%
Diabetic Adult : 4.5-6.3 or 7 %...........................................
ডা. মোহাম্মদ ইমরান
বি.এইচ.এম.এস(ঢাকা বিশ্ববিদ্যালয়)
এম.পি.এইচ ইন নিউট্রিশন (ইবি)
(হোমিওপ্যাথিক চিকিৎসক)