Dr. Mahadi Hassan

Dr. Mahadi Hassan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mahadi Hassan, Doctor, B. A. V. S Maternity Hospital , 7/5/1, Borobagh Main Road, Mirpur-2, Beside Thana, Dhaka.

MBBS, CCD
®️Registered Doctor : BM&DC (A-90091)

প্রতিটি খতনা যত্ন, অভিজ্ঞতা ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়। এভাবেই, দেশজুড়ে প্রায় ৪০০০ এর বেশি খতনা সম্পন্ন করেছি আমরা।

☎️ 01934440025
চেম্বার : ঢাকা, চাঁদপুর ও সিলেট
#মুসলমানী

শিশুর ক্ষতিকারক ও কষ্টদায়ক রোগ এলার্জি ও স্ক্যাবিস।করণীয়:১. ডাক্তারের সাথে যোগাযোগ করুন: শিশুর যদি তীব্র চুলকানি এবং ল...
23/09/2025

শিশুর ক্ষতিকারক ও কষ্টদায়ক রোগ এলার্জি ও স্ক্যাবিস।

করণীয়:

১. ডাক্তারের সাথে যোগাযোগ করুন: শিশুর যদি তীব্র চুলকানি এবং লালচে ফুসকুড়ি থাকে, তাহলে দ্রুত একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীকে কল করুন।
রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, কারণ অ্যালার্জি ও স্ক্যাবিসের লক্ষণগুলো প্রায় একই রকম হতে পারে।

২. স্ক্যাবিসের চিকিৎসা: পারমেথ্রিন ক্রিম - ২ মাস থেকে বেশি বয়সী শিশুদের স্ক্যাবিসের চিকিৎসার জন্য পারমেথ্রিন ক্রিম একটি নিরাপদ ও কার্যকর উপায়।
প্রয়োগ পদ্ধতি: সাধারণত, রাতে ঘুমানোর আগে ঘাড় থেকে শুরু করে শরীরের প্রতিটি অংশে ক্রিমটি ভালোভাবে প্রয়োগ করা হয়।

প্রয়োগের সময়: ক্রিমটি ৮ থেকে ১৪ ঘণ্টা পর ধুয়ে ফেলা হয়।
সবার চিকিৎসা: স্ক্যাবিস সংক্রামক, তাই আক্রান্ত শিশুর পরিবারের সব সদস্যদের একসাথে চিকিৎসা করানো প্রয়োজন।

৩. অ্যালার্জির ক্ষেত্রে করণীয়: অ্যালার্জির ক্ষেত্রে কারণ অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে।
ক্রোটামিটন লোশন: এটি এক ধরনের লোশন যা রোদে পোড়া, একজিমা, অ্যালার্জিক ফুসকুড়ি বা পোকামাকড়ের কামড়ে সৃষ্ট চুলকানি ও ত্বকের জ্বালাপোড়ার জন্য নির্দেশিত হতে পারে।

তবে, কোন অ্যালার্জির জন্য কোন চিকিৎসা উপযুক্ত, তা শুধুমাত্র ডাক্তারই বলতে পারবেন।

৪. পরিচ্ছন্নতা ও প্রতিরোধ: গোসলের পর শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
জনাকীর্ণ স্থানে বা যেখানে অনেকে একসাথে থাকেন, সেখানে স্ক্যাবিস ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে।
ত্বকের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।

সুস্থ শিশু, শক্তিশালী আগামী। নিরাপদ সার্কামসিশনের জন্য এখনই যোগাযোগ করুন। #খতনা         #ডা_মাহাদী_হাসান                ...
20/09/2025

সুস্থ শিশু, শক্তিশালী আগামী। নিরাপদ সার্কামসিশনের জন্য এখনই যোগাযোগ করুন।
#খতনা
#ডা_মাহাদী_হাসান


#খতনার_সঠিক_সময়

শিশুদের ভাইরাল জ্বর ও ঠান্ডা কাঁশির প্রকোপ বাড়ছে এতে করণীয় !শিশুদের ভাইরাল জ্বর ও ঠান্ডা-কাশি হলে প্রথমে শিশুকে পর্যাপ...
20/09/2025

শিশুদের ভাইরাল জ্বর ও ঠান্ডা কাঁশির প্রকোপ বাড়ছে এতে করণীয় !

শিশুদের ভাইরাল জ্বর ও ঠান্ডা-কাশি হলে প্রথমে শিশুকে পর্যাপ্ত বিশ্রাম দিন, প্রচুর তরল খাবার খাওয়ান এবং জ্বর কমাতে প্যারাসিটামল দিন। যদি জ্বর বেশি থাকে বা বমি, শ্বাসকষ্ট, বা ডিহাইড্রেশনের মতো কোনো গুরুতর উপসর্গ দেখা যায়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

১. শিশুকে আরামদায়ক ও শান্ত পরিবেশে বিশ্রাম নিতে দিন।

২. ডিহাইড্রেশন রোধ করতে শিশুকে প্রচুর পরিমাণে পানি, ফলের রস, এবং পাতলা স্যুপ খাওয়ান।

৩. শিশুর তাপমাত্রা 100.4°F (38°C) এর উপরে গেলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল ব্যবহার করতে পারেন।

৪. গরম পানিতে লবণ দিয়ে কুলি করা: বড়দের ক্ষেত্রে গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করলে গলা আরামদায়ক হয়।

৫. কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে শিশুর কপালে রাখলে আরাম পেতে পারে।

৬. শিশুর পর্যাপ্ত ঘুম হওয়া জরুরি।

৭. জ্বর অতিরিক্ত হয় বা সহজে না কমে।

শিশুর শ্বাসকষ্ট হয় বা ঘন ঘন শ্বাস নেয়।
ডিহাইড্রেশনের লক্ষণ দেখা যায় (যেমন - প্রস্রাব কমে যাওয়া, মুখ ও ঠোঁট শুকিয়ে যাওয়া)।
শিশু খুব বেশি দুর্বল বা নিস্তেজ হয়ে পড়ে।
বমি বা ডায়রিয়া হয়।

কিছু সাধারণ ভুল এড়িয়ে চলুন : শিশুকে জোর করে বেশি খাবার খাওয়াবেন না।
ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিক কাজ করে না, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না।

সর্বোপরি শিশুর যথাযথ যত্ন নিন।

স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সামনে পূজা ও পূর্ণিমার ছুটি!এই ছুটিতে আপনার সোনামণির খতনা সেড়ে ফেলতে কল করু...
20/09/2025

স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সামনে পূজা ও পূর্ণিমার ছুটি!

এই ছুটিতে আপনার সোনামণির খতনা সেড়ে ফেলতে কল করুন : 01934-440025

🔥অগ্রীম বুক করলেই পাচ্ছেন এক্সট্রা ১০% ছাড়🔥

✅ প্রাপ্ত বয়স্কদের খতনা করানো হয়।
✅ অটিজম সহ বিশেষ শিশুদের খতনা করানো হয়।

#ডিভাইসকসমেটিকস #খতনা #মুসলমানী #ডামাহাদীহাসান

19/09/2025

সুন্নাহ-ভিত্তিক আধুনিক ও নিরাপদ খতনা❤️
কল করুন - 01934-440025

✅ তুর্কির এই আধুনিক কসমেটিক খৎনার সুবিধা সমূহ হলাে -

* কোন প্রকার সেলাই লাগেনা। ফলে, খতনা শেষেও স্বাভাবিক চলাফেরা করতে পারে।
* এক দিনের শিশু থেকে সকল বয়সে করা যায়
* ব্যান্ডেজ লাগেনা
* খতনার প্রথম দিন থেকে প্যান্ট পড়তে পারবে
* র*ক্তপাত হয় না
* গ্ল্যান্ড পে*নিস কে নিরাপদ রাখতে বিশেষ টেকনিক প্রয়ােগ করা হয় বিশ্রামের প্রয়ােজন নাই
* এই খত্না পদ্ধতি শতভাগ নিরাপদ
* প্রতিদিন গােসল করতে পারবে

🏥 আমাদের সবগুলো চেম্বারের ঠিকানা :

✅ ঢাকা’র চেম্বারসমূহ :

📍মিরপুর - ১
সনি সিনেমা হলের, রাস্তার অপর পাশে, রূপায়ন ভবনের লিফটের সাত।
📍মিরপুর-২
বি.এ.ভি.এস ম্যাটারনিটি হাসপাতাল
📍উত্তরা
সেক্টর-১৩, গরীবে নেওয়াজ এভিনিউ, লুভানা হাসপাতালের অপর পাশে, নাম্বার-১২ লিফটের-২.. (ME21)
📍মোহাম্মদপুর
সূচনা কমিউনিটি সেন্টারের পাশের গলি, সালামা কেয়ার সেন্টারের দ্বিতীয় তলা।
📍রাজার-বাগ
রাজার বাগ, পুলিশ লাইন (৩) নম্বর গেটের রাস্তার ওপর পাশে আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল।
📍ধানমন্ডি-১৫
নর্দান মেডিকেল কলেজ এবং হাসপাতাল
ধানমন্ডি ১৫

✅ চাঁদপুরের চেম্বারসমূহ

📍চেয়ারম্যান ঘাট
বি.এ.ভি.এস ক্লিনিক চাঁদপুর ২৭২, কাজী কানন, কুমিল্লা রোড (দক্ষিণ পাশে), চেয়ারম্যান ঘাট, চাঁদপুর সদর, চাঁদপুর।
📍মেরিন হাসপাতাল
ইলিশ চত্বরের সামনে, আব্দুল করিম পাটোয়ারী সড়ক, তালতলা, চাঁদপুর।

অ্যাপয়েন্টমেন্ট/বিস্তারিত কথা বলতে কল করুন
০১৯৩৪৪৪০০২৫

#ডামাহাদীহাসান #সুন্নতেখতনা #খতনা #মুসলমানী

19/09/2025

আপনার সন্তানদের মাথায় হাত বুলিয়ে দিন, ছোট ছোট করনীয় বিষয় বুঝিয়ে হাসি মুখে বলুন।

✨ কৈশোরের তিন ধাপ ✨কৈশোর মানে শুধু শরীরের পরিবর্তন নয়, বরং চিন্তা, মানসিকতা, পরিবারে ভূমিকা এবং যৌন সচেতনতার বড় পরিবর্...
18/09/2025

✨ কৈশোরের তিন ধাপ ✨

কৈশোর মানে শুধু শরীরের পরিবর্তন নয়, বরং চিন্তা, মানসিকতা, পরিবারে ভূমিকা এবং যৌন সচেতনতার বড় পরিবর্তন।

👉 প্রারম্ভিক কৈশোর (১০–১২ বছর)

শরীরে গোপন অঙ্গের পরিবর্তন শুরু

হঠাৎ দ্রুত লম্বা হওয়া

কনক্রিট চিন্তাভাবনা

শরীরের চেহারা নিয়ে ব্যস্ততা

প্রথম বীর্যপাত, আত্ম-অনুসন্ধান

👉 মধ্য কৈশোর (১৩–১৫ বছর)

প্রায় পূর্ণবয়স্ক আকৃতি অর্জন

বিমূর্ত চিন্তা শুরু

স্বপ্ন ও কল্পনায় ডুবে থাকা

পরিবারের সাথে নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব

বন্ধুদের মাধ্যমে নিজেকে পরিচয় করানো

প্রেম ও আকর্ষণে ব্যস্ততা

👉 পরিণত কৈশোর (১৬–১৯ বছর)

পুরোপুরি শারীরিক পরিপক্বতা

ভবিষ্যতভিত্তিক চিন্তাভাবনা

সুস্পষ্ট বুদ্ধিবৃত্তিক পরিচয়

পরিবারের সাথে সম্পর্ক পরিবর্তন

ব্যক্তিগত বন্ধুত্বে গুরুত্ব

ভবিষ্যতের পরিকল্পনা

✅ কৈশোরের প্রতিটি ধাপেই রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। শিশুদের সঠিকভাবে বুঝে, তাদের পাশে থেকে দিকনির্দেশনা দেওয়াই সবচেয়ে বড় সহায়তা।

#খতনা
#ডা_মাহাদী_হাসান


#খতনার_সঠিক_সময়

খতনা কি শুধুই ধর্মীয় কারণেই করা হয়???না, খৎনা শুধু ধর্মীয় কারণে করা হয় না, বরং এটি সাংস্কৃতিক, চিকিৎসা ও স্বাস্থ্যগত...
16/09/2025

খতনা কি শুধুই ধর্মীয় কারণেই করা হয়???

না, খৎনা শুধু ধর্মীয় কারণে করা হয় না, বরং এটি সাংস্কৃতিক, চিকিৎসা ও স্বাস্থ্যগত কারণেও করা হয়ে থাকে। যদিও এটি ইসলাম ও ইহুদি ধর্মে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রথা হিসেবে পালিত হয়, তবে অনেক অ-ধর্মীয় সম্প্রদায়ও স্বাস্থ্যগত সুবিধা, ব্যক্তিগত পছন্দ বা সাংস্কৃতিক কারণে খৎনা করিয়ে থাকে।

ইসলামে খৎনা একটি সুন্নাহ, যা হযরত ইব্রাহিম (আ.)-এর সময় থেকে প্রচলিত। এটি মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়।

এটি ঈশ্বর ও ইহুদি জনগণের মধ্যে একটি চিরন্তন চুক্তির বাহ্যিক চিহ্ন হিসেবে কাজ করে।

সাংস্কৃতিক কারণ বিভিন্ন সমাজে, বিশেষত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে খৎনা একটি সাংস্কৃতিক প্রথা।

চিকিৎসা ও স্বাস্থ্যগত কারণ স্বাস্থ্য সুরক্ষা: খৎনার মাধ্যমে লিঙ্গের অগ্রভাগের চামড়া অপসারণ করা হয়, যা পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে এবং কিছু সংক্রমণ বা রোগের ঝুঁকি কমাতে পারে।

কিছু গবেষণায় দেখা গেছে যে, খৎনা এইচআইভি এবং অন্যান্য যৌনবাহিত রোগ (STIs) থেকে সুরক্ষা দিতে পারে।

বিশ্বব্যাপী প্রচলন খৎনা শুধু ধর্মীয় দেশগুলিতেই সীমাবদ্ধ নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইউরোপ এবং এশিয়ার অনেক অঞ্চলেও এর প্রচলন দেখা যায়, যেখানে এটি ধর্মীয় ও অ-ধর্মীয় উভয় কারণে করা হয়।

খৎনা একটি বহু-মাত্রিক প্রথা যা ধর্মীয়, স্বাস্থ্যগত এবং সাংস্কৃতিক বিভিন্ন কারণে বিশ্বজুড়ে পালিত হয়।

"প্রতিদিন একটি ফল শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে।" #খতনা         #ডা_মাহাদী_হাসান                             #খতন...
16/09/2025

"প্রতিদিন একটি ফল শিশুর শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে।"
#খতনা
#ডা_মাহাদী_হাসান


#খতনার_সঠিক_সময়

কোন বয়সে খৎনা করানো উচিত??খৎনা করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই; এটি যেকোনো বয়সেই করা যেতে পারে, তবে শিশুদের জন্য...
16/09/2025

কোন বয়সে খৎনা করানো উচিত??

খৎনা করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই; এটি যেকোনো বয়সেই করা যেতে পারে, তবে শিশুদের জন্য ৪ থেকে ১০ বছর বয়সকে সবচেয়ে কম সমস্যাযুক্ত সময় হিসাবে বিবেচনা করা হয়।

পশ্চিমা দেশগুলিতে সাধারণত জন্মের পরপরই খৎনা করা হয়, কিন্তু বাংলাদেশে এটি প্রায়শই পরে করা হয়, যখন শিশুরা একটু বড় হয়।

জন্মের পর অনেক পশ্চিমা দেশে জন্মের পরপরই খৎনা করা হয়।

বাংলাদেশে প্রচলিত খৎনার বয়স সাধারণত ৪-৭ বছর বয়সের মধ্যেই। তার আগে পরেও করা হয়। অনেকে এর চেয়ে কম বয়সেও করে থাকেন। শিশুকে সুস্থ রাখার এবং চিকিৎসা শাস্ত্রে খৎনা শিশুর জন্য পজিটিভ প্রভাব ফেলে।

এই বয়সসীমায় খৎনা করলে শিশুদের জন্য সবচেয়ে কম সমস্যা হতে পারে। ছোট শিশুরা খৎনা করার সময় ভয় পেতে পারে এবং বেশি কান্নাকাটি করতে পারে, তাই একটু বড় হলে তাদের জন্য কাজটি সহজ হয়।

"সুস্থ ভবিষ্যতের জন্য শিশুর খতনা আধুনিক, ব্যথাহীন পদ্ধতিতে করান। নিরাপদ সার্ভিস পেতে যোগাযোগ করুন।" #খতনা         #ডা_মা...
14/09/2025

"সুস্থ ভবিষ্যতের জন্য শিশুর খতনা আধুনিক, ব্যথাহীন পদ্ধতিতে করান। নিরাপদ সার্ভিস পেতে যোগাযোগ করুন।"
#খতনা
#ডা_মাহাদী_হাসান


#খতনার_সঠিক_সময়

🔸🔹দেশের সবচেয়ে নিরাপদ ও অত্যাধুনিক ডিভাইস কসমেটিকস খতনা চাঁদপুরে।প্রায় ৪০০০ এর বেশি খতনা সফলভাবে সম্পন্ন করা অভিজ্ঞ ডাক্...
12/09/2025

🔸🔹দেশের সবচেয়ে নিরাপদ ও অত্যাধুনিক ডিভাইস কসমেটিকস খতনা চাঁদপুরে।

প্রায় ৪০০০ এর বেশি খতনা সফলভাবে সম্পন্ন করা অভিজ্ঞ ডাক্তার মাহাদী হাসান থাকছেন প্রতি রবিবার।

📍 বিস্তারিত ঠিকানা :

চেম্বার ১:
মেরিন হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টার, ইলিশ চত্বর, আবদুল করিম পাটোয়ারী সড়ক, তালতলা, চাঁদপুর

চেম্বার ২:
বি এ ভি এস চাঁদপুর, কাজী কানন, কুমিল্লা রোড(দক্ষিণ পাশে), চেয়ারম্যান ঘাট, চাঁদপুর সদর

📞 এপয়েনমেন্ট নিতে অথবা যেকোনো প্রশ্ন থাকলে
ফোন করুন : 01934-440025

#মুসলমানী #খতনা #সুন্নতেখতনা #চাঁদপুর #ডামাহাদীহাসান

Address

B. A. V. S Maternity Hospital , 7/5/1, Borobagh Main Road, Mirpur-2, Beside Thana
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mahadi Hassan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category