08/09/2024
বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। নানাকর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য”কোমর ব্যাথ্যায় ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা”।
স্ট্রোক, জন্মগত ত্রুটি, ডায়াবেটিস, সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে শারীরিক বৈকল্যের শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিজিওথেরাপিস্টরা পুনর্বাসন চিকিৎসায় মানবদেহের কার্যক্ষমতা, শারীরিক সঞ্চালন, চলনব্যাপ্তির নিয়ন্ত্রণ, সর্বোচ্চ শারীরিক ক্ষমতার উন্নতি, ব্যথাজনিত উপসর্গ নিরাময় এবং শারীরিক ব্যাধি, অক্ষমতা এবং প্রতিবন্ধিতার চিকিৎসা ও প্রতিরোধ করে থাকেন। ফিজিওথেরাপিস্টরা মাস্কুলোস্কেলেটাল এন্ড অর্থোপেডিক, নিউরোলজিক্যাল, পেডিয়েট্রিক এবং নিউরোডেভলপমেন্টাল, স্পোর্টস, জেরিয়াট্রিক, গাইনিকোলজিক্যাল, কার্ডিওপালমোনারি রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করে থাকেন।
দেশে রয়েছে ফিজিওথেরাপি শিক্ষার বেশ কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ফিজিওথেরাপি বিভাগ। কিন্তু সরকারি পর্যায়ে তাদের চাকরি খুবই কম। সকল সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি ফিজিওথেরাপি এসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের।
১৯৫১ সালের ৮ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিকাল থেরাপি’ বর্তমান "ওয়ার্ল্ড ফিজিওথেরাপি" তাদের যাত্রা শুরু করে। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ২০০৭ সাল থেকে প্রতিবছর এ দিবসটি পালন করে আসেছে। এবারেও তার ব্যাতিক্রম নয়।
ফিজিওথেরাপিস্টদের সরকারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। যেখানে বিভিন্ন ধরনের বাত, ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধকতার ঝুঁকিতে থাকা ব্যক্তির সমস্যার সমাধান ও প্রতিবন্ধকতা প্রতিরোধ করে স্বাস্থ্যের উন্নতি সাধন করেন ফিজিওথেরাপিস্ট।
বিশ্বের ১২৮ টি দেশে একযোগে এই দিনে ফিজিওথেরাপি দিবস পালন করা হয়।
চিকিৎসাব্যবস্থায় ফিজিওথেরাপির গুরুত্ব, ফিজিওথেরাপিস্টদের ভূমিকা ও অবদান চিকিৎসাসংশ্লিষ্ট ও সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর লক্ষ্যে প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়।
ফিজিওথেরাপি গবেষণালব্ধ ও স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, যা বিভিন্ন শারীরিক সমস্যা বা রোগে সব বয়সী মানুষের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এবং পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন চিকিৎসা।