Jhinuk Sarkar - Physiotherapist

Jhinuk Sarkar - Physiotherapist To develop awareness about Physiotherapy treatment. Physiotherapy is only one treatment that have no side effect.

Physiotherapy is a very effective treatment for chronic pain.

আসছে ৮ সেপ্টেম্বর, ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’। বিশ্বের ১২৫টি দেশে একযোগে এই দিনে ফিজিওথেরাপি দিবস পালন করা হয়। ১৯৫১ সালের ...
03/09/2025

আসছে ৮ সেপ্টেম্বর, ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’। বিশ্বের ১২৫টি দেশে একযোগে এই দিনে ফিজিওথেরাপি দিবস পালন করা হয়।

১৯৫১ সালের ৮ সেপ্টেম্বরে ‘ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিকাল থেরাপি’ বর্তমান "ওয়ার্ল্ড ফিজিওথেরাপি" তাদের যাত্রা শুরু করে। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ২০০৭ সাল থেকে প্রতিবছর এ দিবসটি পালন করে আসেছে।

চিকিৎসাব্যবস্থায় ফিজিওথেরাপির গুরুত্ব, ফিজিওথেরাপিস্টদের ভূমিকা ও অবদান চিকিৎসাসংশ্লিষ্ট ও সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর লক্ষ্যে প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে।

ফিজিওথেরাপি গবেষণালব্ধ ও স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, যা বিভিন্ন শারীরিক সমস্যা বা রোগে সব বয়সী মানুষের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এবং পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন চিকিৎসা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিজিওথেরাপিস্টরা পুনর্বাসন চিকিৎসায় মানবদেহের কার্যক্ষমতা, শারীরিক সঞ্চালন, চলনব্যাপ্তির নিয়ন্ত্রণ, সর্বোচ্চ শারীরিক ক্ষমতার উন্নতি, ব্যথাজনিত উপসর্গ নিরাময় এবং শারীরিক ব্যাধি, অক্ষমতা এবং প্রতিবন্ধিতার চিকিৎসা ও প্রতিরোধ করে থাকেন। ফিজিওথেরাপিস্টরা মাস্কুলোস্কেলেটাল এন্ড অর্থোপেডিক, নিউরোলজিক্যাল, পেডিয়েট্রিক এবং নিউরোডেভলপমেন্টাল, স্পোর্টস, জেরিয়াট্রিক, গাইনিকোলজিক্যাল, কার্ডিওপালমোনারি রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করে থাকেন।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস -২০২৫ সফল হোক।

Thank you 😊
01/09/2025

Thank you 😊

Arup's Traveling, Tour, Hoby, Travel Bangladesh. 64 distric traveling etc

08/08/2025

ভর্তি চলছে.....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি চলছে।
2024-2025 শিক্ষাবর্ষে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক কলেজ অব ফিজিওথেরাপি ও হেলথ সায়েন্স এ ব্যাচেলর অফ সাইন্স ইন ফিজিওথেরাপিতে ভর্তি চলছে।

12/07/2025
https://www.kalerkantho.com/online/dhaka/2025/07/12/1545395?fbclid=IwY2xjawLfKJ5leHRuA2FlbQIxMQABHqRg8JBj5Z7GwR7uTjNwbTP...
12/07/2025

https://www.kalerkantho.com/online/dhaka/2025/07/12/1545395?fbclid=IwY2xjawLfKJ5leHRuA2FlbQIxMQABHqRg8JBj5Z7GwR7uTjNwbTPn4wvTwYuEUudhczxZgiYV88LmTs-_6mtE_07b_aem_fBgjlhv17KHmsONODGomaQ

ফিজিওথেরাপি সেন্টারে অবৈধ অভিযান ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশে ফিজিওথেরাপি প....

একজন ফিজিওথেরাপিস্ট এর ডাক-ক্যাডারে প্রথম হবার গল্প: আজকের পত্রিকা এর জেলি খাতুন এর লিখাঅভিনন্দন ও শুভ কামনা রইলো ❤️❤️বি...
09/07/2025

একজন ফিজিওথেরাপিস্ট এর ডাক-ক্যাডারে প্রথম হবার গল্প: আজকের পত্রিকা এর জেলি খাতুন এর লিখা

অভিনন্দন ও শুভ কামনা রইলো ❤️❤️

বিসিএস এর অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে তিনি ক্লিনিক্যাল প্র‍্যাকটিসের পাশাপাশি ২০১৯ সালে ডাক বিভাগে প্রথমে তৃতীয় শ্রেণীতে চাকুরি পান। ৪১ ও ৪৩ তম বিসিএস এ জনতা ব্যাংক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নন-ক্যাডার পদে চাকুরি পান। অবশেষে ৪৪তম বিসিএস এ পোস্টাল ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে স্বপ্ন পূরণ করেন।

ঈদ মোবারক🌙। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার ঈদ পরিবারের সাথে আনন্দের মাধ্যমে কাটুক।❤️
31/03/2025

ঈদ মোবারক🌙। সবাইকে ঈদের শুভেচ্ছা।
সবার ঈদ পরিবারের সাথে আনন্দের মাধ্যমে কাটুক।❤️

08/09/2024

বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। নানাকর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য”কোমর ব্যাথ্যায় ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা”।

স্ট্রোক, জন্মগত ত্রুটি, ডায়াবেটিস, সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে শারীরিক বৈকল্যের শিকার হওয়া ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিজিওথেরাপিস্টরা পুনর্বাসন চিকিৎসায় মানবদেহের কার্যক্ষমতা, শারীরিক সঞ্চালন, চলনব্যাপ্তির নিয়ন্ত্রণ, সর্বোচ্চ শারীরিক ক্ষমতার উন্নতি, ব্যথাজনিত উপসর্গ নিরাময় এবং শারীরিক ব্যাধি, অক্ষমতা এবং প্রতিবন্ধিতার চিকিৎসা ও প্রতিরোধ করে থাকেন। ফিজিওথেরাপিস্টরা মাস্কুলোস্কেলেটাল এন্ড অর্থোপেডিক, নিউরোলজিক্যাল, পেডিয়েট্রিক এবং নিউরোডেভলপমেন্টাল, স্পোর্টস, জেরিয়াট্রিক, গাইনিকোলজিক্যাল, কার্ডিওপালমোনারি রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করে থাকেন।

দেশে রয়েছে ফিজিওথেরাপি শিক্ষার বেশ কয়েকটি প্রতিষ্ঠান। একাধিক বিশ্ববিদ্যালয়ে রয়েছে ফিজিওথেরাপি বিভাগ। কিন্তু সরকারি পর্যায়ে তাদের চাকরি খুবই কম। সকল সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবি ফিজিওথেরাপি এসোসিয়েশনসহ সংশ্লিষ্টদের।

১৯৫১ সালের ৮ সেপ্টেম্বর ‘ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিকাল থেরাপি’ বর্তমান "ওয়ার্ল্ড ফিজিওথেরাপি" তাদের যাত্রা শুরু করে। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ২০০৭ সাল থেকে প্রতিবছর এ দিবসটি পালন করে আসেছে। এবারেও তার ব্যাতিক্রম নয়।

ফিজিওথেরাপিস্টদের সরকারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, ফিজিওথেরাপি আধুনিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। যেখানে বিভিন্ন ধরনের বাত, ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধকতার ঝুঁকিতে থাকা ব্যক্তির সমস্যার সমাধান ও প্রতিবন্ধকতা প্রতিরোধ করে স্বাস্থ্যের উন্নতি সাধন করেন ফিজিওথেরাপিস্ট।

বিশ্বের ১২৮ টি দেশে একযোগে এই দিনে ফিজিওথেরাপি দিবস পালন করা হয়।

চিকিৎসাব্যবস্থায় ফিজিওথেরাপির গুরুত্ব, ফিজিওথেরাপিস্টদের ভূমিকা ও অবদান চিকিৎসাসংশ্লিষ্ট ও সাধারণ মানুষের মাঝে পৌঁছানোর লক্ষ্যে প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়।

ফিজিওথেরাপি গবেষণালব্ধ ও স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, যা বিভিন্ন শারীরিক সমস্যা বা রোগে সব বয়সী মানুষের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এবং পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন চিকিৎসা।

Beauty of nature
18/05/2024

Beauty of nature

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ১০ অক্টোবর, ২০২৩খ্রিঃ, দৈনিক প্রথম আলো, শেষ পাতায় এ প্রেক্ষিতে বিপিএ গণবিজ্ঞপ্তি ...
10/10/2023

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) ১০ অক্টোবর, ২০২৩খ্রিঃ, দৈনিক প্রথম আলো, শেষ পাতায় এ প্রেক্ষিতে বিপিএ গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে যে-

১. মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট ডিভিশনের রীট পিটিশন নম্বর ২০১১ এর ১০৯৯৮ এর আদেশ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রীধারী ফিজিওথেরাপিস্টগণ (ডাঃ) পদবী ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ প্রযোজ্য হবে না।

২. বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন (২০১৮ সনের ৭১ নং আইন) এর ধারা ১ এর (১২) অনুযায়ী ফিজিওথেরাপিস্টগণ লাইসেন্সধারী “রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার”, যার অর্থ তাঁরা স্বাধীন ও স্বতন্ত্রভাবে ফিজিওথেরাপি ব্যবস্থাপত্র প্রদান এবং প্র্যাকটিসের অধিকার সংরক্ষণ করেন।

৩. বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের ধারা ৬ এর (ক) থেকে (ব) অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসকগণের নিবন্ধন, চিকিৎসা প্রদানের লাইসেন্স প্রদান, শিক্ষা কার্যক্রমের অনুমোদন এবং ইনডোর বা/এবং আউটডোর ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র স্থাপনের অনুমতি ও চিকিৎসা কার্যক্রম নিয়ন্ত্রণ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের দায়িত্ব।
৪. লাইসেন্সধারী ফিজিওথেরাপি প্র্যাকটিশনার ব্যতীত অন্য কোন পেশাজীবী বা ব্যক্তি ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করলে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের ধারা ১৫ এর (৪) অনুযায়ী অর্থদন্ড বা/এবং কারাদণ্ডে দণ্ডিত হবেন।

অতএব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “এলোকেশন অব রুলস অব বিজনেস” অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সংবিধিবদ্ধ সংস্থা ব্যতীত অন্য সবাইকে ফিজিওথেরাপি চিকিৎসকগণের চিকিৎসা, শিক্ষা ও চিকিৎসাকেন্দ্র বিষয়ে হয়রানী বা বিরূপ প্রচারণা না করার আহবান জানানো যাচ্ছে।

Thanks BPA
12/07/2023

Thanks BPA

Address

Uttora 18, RAJUK Apartment
Dhaka

Telephone

+8801858152825

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhinuk Sarkar - Physiotherapist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram