লং লাইফ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • লং লাইফ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র।

লং লাইফ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র। "আলোকিত মানুষ গড়াই আমাদের লক্ষ্য "

07/04/2025
ইয়াবা সেবনে :১.স্মরনশক্তি ও মনযোগ দেয়ার ক্ষমতা হ্রাস পায় ।২.হাত পা কাঁপা ও খিচুনি দেখা দেয় ।৩.পুরুষত্বহীনতা ও বন্ধ্যাত্ব...
01/03/2021

ইয়াবা সেবনে :
১.স্মরনশক্তি ও মনযোগ দেয়ার ক্ষমতা হ্রাস পায় ।
২.হাত পা কাঁপা ও খিচুনি দেখা দেয় ।
৩.পুরুষত্বহীনতা ও বন্ধ্যাত্ব দেখা দেয় ।
৪.মষ্তিকের রক্তক্ষরন হয় ।
৫.লিভার ও কিডনির ক্ষতি হয় ।

ফেনসিডিল ও ইয়াবা সেবন :
১.হার্ট এটাক ও স্ট্রোক হয়।
২.ফুসফুস ও হার্টে প্রদাহ হয় ।
৩.স্বাস্হ্যের দ্রুত অবনতি হয় ।
৪.ফুসফুসে ক্ন্যাসার হয় ।

মধ্যপানে:
১.গ্রাস্টিক ও আলসার হয় ।
২.লিভারে সিরোসিস ও ক্যান্সার হয় ।

গাঁজা সেবনে :
১.ভালো মন্দ বিচার করার ক্ষমতা হ্রাস পায় ।
২.দৃষ্টি ভ্রম ও মতি ভ্রম হয় ।
৩. স্মৃতিশক্তি হ্রাস পায় ও পাগল হওয়া সম্ভবনা থাকে ।

তাই মাদক পরিহার করুন ,
সুস্হ থাকুন ভালো থাকুন ,

ইন্টারনেট ও স্মার্টফোন আসক্তি : অনেকেই প্রতিদিন নিজের অজান্তেই অনেক সময় ব্যয় করে থাকেন ইন্টারনেটে ! আপনি জেনে অবাক হবে...
11/02/2021

ইন্টারনেট ও স্মার্টফোন আসক্তি : অনেকেই প্রতিদিন নিজের অজান্তেই অনেক সময় ব্যয় করে থাকেন ইন্টারনেটে ! আপনি জেনে অবাক হবেন এটিও এক ধরনের এডিকশন , যেটিকে ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার বা IAD বলা হয় । এই আইএডিকে কয়েকটা ভাগে ভাগ করা যায় । যেমন : গেইমিং , সােসাল নেটওয়ার্কিং , ব্লগিং , ইমেইল , ইন্টারনেট পর্নোগ্রাফি , ইন্টারনেট শপিং , ইত্যাদি । এখন আসা যাক এই আসক্তির পেছনে কি কি লক্ষণ থাকতে পারে ..
১. মানসিক লক্ষণ : নিজেকে দোষী ভাবা , ডিপ্রেশন বা হতাশা , উদ্বিগ্নতা , অসততা , কাজের সিডিউল বজায়ে রাখতে না পারা , সময়ের ব্যাপারে উপলব্ধি লােপ পাওয়া , একাকীত্ব , আত্মপক্ষ সমর্থনে আক্রমণাত্মক মনােভাব , কাজ এড়িয়ে চলা
২. শারীরিক লক্ষণ : মাথাব্যথা , ওজন বাড়া বা কমা , ঘুমে ব্যাঘাত ঘটা , অস্পষ্ট দৃষ্টি , দেখতে কষ্ট হওয়া।
৩ . স্বল্পমেয়াদী : কাজ অসমাপ্ত রাখা , ভুলে যাওয়া , দায়িত্ব নিতে না পারা
৪ . দীর্ঘমেয়াদী : ব্যাকপেইন , ঘাড়ব্যথা , Carpal Tunnel Syndrome ( নার্ভের ক্ষতি থেকে হাতের আঙুলে তীব্র ব্যথা ) , একটানা তাকিয়ে থাকা থেকে হওয়া দৃষ্টির সমস্যা।
এইসব আসক্তির জন্য জীবনযাপনের মান অনেকক্ষেত্রেই ক্ষতিগ্রস্থ হয়ে থাকে । পারস্পরিক স্নেহ ভালবাসা হ্রাস , ভুল বােঝাবুঝি সৃষ্টি এমনকি ডিভাের্স পর্যন্ত গড়ায় । এছাড়াও সব সময় স্মার্টফোন বা পিসির মনিটরে তাকিয়ে থাকতে থাকতে আমাদের বিভিন্ন ধরণের নার্ভও ক্ষতিগ্রস্ত হয় । ব্যক্তি হাইপার একটিভ হয়ে পড়ে সব সময় , যা তার নিজের , পারিবারিক , সামাজিক সব ধরণের ক্ষেত্রেই নেগেটিভ প্রতিফলন ঘটায় !

অনেকেই সাধারনত Nomophobia রােগে ( মােবাইল ফোন ছাড়া থাকার আতংক ) আক্রান্ত হন । অযথা ফোন নিয়ে নাড়াচাড়া , অপশন বা নেটওয়ার্ক চেকিং , অনলাইন হওয়া চাই ! বুঝতেই পারেন না । এটিও যে এক ধরণের আসক্তি । বিভিন্ন ধরণের কারণও রয়েছে এটির জন্য । যেমন : যদি ব্যক্তি পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে আইসােলেশনে ( একাকীত্ব ) থাকেন বহুদিন , যদি তিনি ভাবেন তার জীবনে কেউ নেই , যদি মনের ভেতর কাউকে বা কোন কিছু হারাবার ভয় জন্মে , কখনও অতিমাত্রায় এনজাইটি বা প্যানিক ( উদ্বেগআতঙ্ক ) ফিল করেন ।

অতিমাত্রায় স্মার্ট ফোন ব্যবহারের ফলে আমাদের বাস্তব জগতের লােনলিনেস ও ডিপ্রেশন বেড়ে যেতে পারে । এ্যাংজাইটি , ওরিডনেস , স্ট্রে মানসিক চাপ , কনসেনট্রেট করার ক্ষমতা ও সৃজনশীলতা নষ্ট হওয়া , ঘুমের ব্যাঘাত হওয়া , বিভিন্ন ধরণের সে অবজারভেশন যার জন্য নেগেটিভ পারসােনালিটি , আত্মকেন্দ্রিকতা , রেস্টলেস অবস্থা , অতিরিক্ত রাগ , বিরক্তি , মনােযােগের অভাব , নারসিসিজম ইত্যাদি হতে পারে ।

লং লাইফ মাদকাসক্তি চিকিৎসাওপরামর্শ কেন্দ্র
ঠিকানাঃ ইকুরিয়া কবরস্থান রোড, মিরেরবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ,ঢাকা।
WhatsApp : 01742547435
Mobile No :01961606652

নেশার নাম যখন ড্যান্ডিঃড্যান্ডি হল এক প্রকার গ্লু গাম বা আঠা জাতীয় উদ্বায়ী পদার্থ বা সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্পে বা ধ...
07/02/2021

নেশার নাম যখন ড্যান্ডিঃ
ড্যান্ডি হল এক প্রকার গ্লু গাম বা আঠা জাতীয় উদ্বায়ী পদার্থ বা সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্পে বা ধূম্রে পরিণত হয়। সাধারণত চার প্রকার জৈব যৌগ যথা- টলুইন, বেনজিন, অ্যাসিটোন ও কার্বন ট্রাই ক্লোরাইড এই গাম জাতীয় পদার্থে বিদ্যমান থাকে। বিভিন্ন প্রকার বাবার ও চামড়া জাতীয় পদার্থ যেমন- জুতা, চাকার রাবার-টিউব প্রভৃতির মেরামতকল্পে সংযোজক কারক হিসেবে এর বহুল ব্যবহার বিদ্যমান। এই প্রকার উদ্বায়ী গাম জাতীয় পদার্থ বাষ্প বা ধূম্রাকারে গন্ধ শুকা বা শ্বাস গ্রহণের মাধ্যমে শ্বসনতন্ত্র হয়ে রক্তের মাধ্যমে মানব মস্কিষ্কে প্রবেশ করে, প্রথমে জাগায় আনন্দের শিহরশ আর অনিয়ন্ত্রিত উম্মাদনা, পরবর্তীতে তাহা দেহে আনে এক শিথীলতার ভাব। ফলে দীর্ঘমেয়াদে এই পদার্থের অপব্যবহারের ফলে এর প্রতি সৃষ্টি হয় এক চরম আসক্তি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ‘গ্লু স্নিফিং’ বা বাংলায় ‘গ্লু গাম শুকা’ নামে পরিচিত। আর সাধারণ মানুষ ও নেশাগ্রস্তদের নিকট ইহা ড্যান্ডি নামে পরিচিত।

এই নেশার প্রতি ঝুঁকিপূর্ণ কারা?
√ সমাজের সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর কিশোর-কিশোরী ও সদ্য বয়োপ্রাপ্ত শ্রেণী।
√ অন্য প্রকার নেশায় আসক্ত ব্যক্তিবর্গ।
√ শারীরিক ও যৌন নির্যাতনের স্বীকার অল্প বয়স্ক জনগোষ্ঠী।
√ আচরণগত সমস্যায় আক্রান্ত শিশু।
√ অতি চঞ্চল ও অমনযোগী শিশু।
√ হতাশা, উদ্বিগ্নতা, অত্যধিক মানসিক চাপে থাকা জনগোষ্ঠী।
√ এই প্রকার নেশার প্রতি কৌতুহল প্রবণ কিশোর-কিশোরী।
√ অসৎ সঙ্গ,তীব্র শারীরিক ও মানসিক আঘাত পরবর্তী মানসিক চাপ ও এন্টি সোস্যাল পার্সনালিটি সমস্যায় আক্রান্ত ব্যক্তিবর্গ।

সুস্থতা ও চিকিৎসা সহায়তাঃ
আমাদেরকে বিষয়টি মনে রাখতে হবে যে , তারা অসুস্থ ও মানসিক ভাবে অসহায় । তাদের সঠিক ভালবাসা ও পরিচর্যার মাধ্যমে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব । তাদেরকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখে সঠিক পরামর্শ ও সহায়তার মাধ্যমে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব ।

লং লাইফ মাদকাসক্তি চিকিৎসাওপরামর্শ কেন্দ্র
ঠিকানাঃ ইকুরিয়া কবরস্থান রোড, মিরেরবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ,ঢাকা।
WhatsApp : 01742547435
Mobile No :01961606652

"বাবা"।এই শব্দটার আর কোন প্রতিশব্দ নেই। ছায়া মায়া ভালবাসা আর নিজেকে উজাড় করে দিয়ে সন্তানকে প্রতিপালন করেন।সেই বাবাকে আমর...
07/02/2021

"বাবা"।
এই শব্দটার আর কোন প্রতিশব্দ নেই। ছায়া মায়া ভালবাসা আর নিজেকে উজাড় করে দিয়ে সন্তানকে প্রতিপালন করেন।
সেই বাবাকে আমরা কতটুকু অনুভব করি?
মাদকের নেশায় সেই অনুভুতিটা নষ্ট করবেন না দয়া করে!

লং লাইফ মাদকাসক্তি চিকিৎসাওপরামর্শ কেন্দ্র
ঠিকানাঃ ইকুরিয়া কবরস্থান রোড, মিরেরবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ,ঢাকা।
WhatsApp : 01742547435
Mobile No :01961606652

ঘুমের ওষুধ: ঘুমের ওষুধ বা বারবিচুরেটস প্রথমে তৈরি হয়েছিলাে অদ্রি , দুশ্চিন্তা ও মৃগীরােগেরে চিকিৎসার জন্য । ক্যাপসুল বা...
07/02/2021

ঘুমের ওষুধ: ঘুমের ওষুধ বা বারবিচুরেটস প্রথমে তৈরি হয়েছিলাে অদ্রি , দুশ্চিন্তা ও মৃগীরােগেরে চিকিৎসার জন্য । ক্যাপসুল বা তরল আকারেও পাওয়া যায় । ট্রাংকুলাইজার ও সমগােত্রীয় ড্রাগ । এগুলাে শরীরকে নির্জীব ও অবসাদ করে দেয় ।

ব্যবহারের প্রতিক্রিয়া: ক্ষুধার অভাব দেখা দেয় । মাথা ঘােরা ও দুর্বলতার উপসর্গ দেখা দেয় । অধিক মাত্রায় ব্যবহার চোখের মনি কিছুটা সংকুচিত করে । সময় , স্থানজ্ঞান ও স্মৃতিশক্তি লােপ পায় । শ্বাস - প্রশ্বাস ক্ষীণ হয়ে আসে । আসক্ত মায়েদের গর্ভের সন্তান ক্ষীণ শ্বাস , খাদ্যগ্রহণ ও নিদ্ৰাসংক্রান্ত জটিলতা নিয়ে জন্ম নেয় ।

ব্যবহার বন্ধ করে দিলে: দীর্ঘদিন সেবনের পর হঠাৎ করে বন্ধ করে দিলে বিষন্নতা , অনিদ্রা , সর্দি ও নাক দিয়ে পানি পড়া দেখা দেয় । দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায় । কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে । হতােদ্যম হওয়াসহ নানা প্রকার লক্ষণ দেখা দেয় । তবে এ প্রতিক্রিয়া সাধারণত এক সপ্তাহের বেশি স্থায়ী হয় না ।

লং লাইফ মাদকাসক্তি চিকিৎসাওপরামর্শ কেন্দ্র
ঠিকানাঃ ইকুরিয়া কবরস্থান রোড, মিরেরবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ,ঢাকা।
WhatsApp : 01742547435
Mobile No :01961606652

Address

Dhaka
1311

Telephone

+8801961606652

Website

Alerts

Be the first to know and let us send you an email when লং লাইফ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to লং লাইফ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র।:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram