Monotomo Galpo Medical Services Ltd.

Monotomo Galpo Medical Services Ltd. Infertility Care & Women's Health Center

20/10/2023

শুভ শারদীয়া

Workshop On TVS With Basic DopplerOnly 12 Female Delegates to be EnrolledDate: 28 August & 4 September 2023 (3.00 Pm to ...
05/08/2023

Workshop On TVS With Basic Doppler

Only 12 Female Delegates to be Enrolled

Date: 28 August & 4 September 2023 (3.00 Pm to 6.00 Pm)

Theory Classes ( 8 Hours) / Unlimited Practical Demonstration

Course Fee: 20000/-
20% Discount For First Batch Only



For More Information / Registration
01325661895



Venue:
Monotomo Galpo Medical Services Ltd.

Address:
Adil Famous Tower, 2/2/A, K.P Ghosh Street, Armanitola, Dhaka – 1100

IUI OFFLINE Whole Day Training Course  👉 Course Fees 7000/-bdt👉 Date:  12 May 2023 👉 Time : 10:00 am to 8:00 pm  Registe...
02/05/2023

IUI OFFLINE Whole Day Training Course
👉 Course Fees 7000/-bdt
👉 Date: 12 May 2023
👉 Time : 10:00 am to 8:00 pm

Register Now: 01980342653

21/04/2023

মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ🌙 আপনার ও পরিবারের জন্য বয়ে আনুক অনিঃশেষ আনন্দ ও প্রশান্তি। ঈদ মোবারক।

মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস এর পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। আপনার স্বপ্ন সত্য হোক এবংআপনার হৃদয...
14/04/2023

মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস এর পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার স্বপ্ন সত্য হোক এবং
আপনার হৃদয় আনন্দে পূর্ণ হোক।

পুরাতন ঢাকার সুনাম প্রাপ্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সনোলজিষ্ট ডাঃ গৌতম কুমার পাল এখন প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত  ৮ ...
13/04/2023

পুরাতন ঢাকার সুনাম প্রাপ্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সনোলজিষ্ট ডাঃ গৌতম কুমার পাল এখন প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস লিঃ এ আল্ট্রাসনোগ্রাফী করছেন।
মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস।

সিরিয়ালের জন্য যোগাযোগ
০১৯১৯৪৩৮৮৭৯
০১৮১১৬৭৯৬৮৬

ঠিকানাঃ আদিল ফেমাস টাওয়ার, ২/২/এ, কেপি ঘোষ স্ট্রিট আরমানিটোলা,
ঢাকা-1100, ঢাকা, বাংলাদেশ।

প্রথম দফায় ১০০% successful IUI (Alternate away ) রুগী আমার primary infertility তে ভুগছে। সমস্যা তারনয় তার স্বামীর Oligos...
26/03/2023

প্রথম দফায় ১০০% successful IUI (Alternate away )

রুগী আমার primary infertility তে ভুগছে। সমস্যা তারনয় তার স্বামীর Oligospermia । যেহেতু অনেক ডাক্তার পূর্বের দেখানো হয়েছে তাই আর দেরী নয় সরাসরি IUI প্রক্রিয়ায় গেলাম। তার আগে অবশ্যই HSG করলাম কারন IUI করানোর জন্য Tube patent থাকতে হবে। HSG report normal কিন্তু ঝামেলায় পরলাম IUI করাতে গিয়ে। প্রমাদ গুনলাম কিছুতেই successful হচ্ছেনা, কারন কি ? HSG করানোর সময় কোন সমস্যা হলো না এখন হচ্ছে কেন । যা হোক IUI এর পরবর্তী ধাপ ধরলাম যদি cervix এ প্রবেশ করাতে না পারে তবে Va**na তে semen ফেলে আসবে । অতঃপর আর কি তাই করলাম ইতিমধ্যে রুগীর complain অর্থাৎ যে বাসায় উঠেছে সেই বাসার খালার উক্তি ‘ যাও কোথায় ? টাকা পয়সা ঢালছো, ফল না পেলে সেই ডাক্তার কে ধরবো। বুঝলাম আমাকে ধরার সময় এসেছে , যুদ্ধক্ষেত্র প্রস্তুত রাখলাম – হাহাহা । রুগীকে খালার বাসায় বিশ্রামে রেখে স্বামী তার কর্মস্থলে গ্রামে চলে গেল। সাধারনতো আমরা একবার IUI করারপর রোগীকে উপেদেশ দেই ঔদিন, পরদিন…. স্বামী সহবাস করতে । কারন Onetime IUI 100% success rate নেই । আমাকে অবাক
করে দিয়ে পরের মাসেই pregnancy test positive. Pregnancy Successful করার জন্য অন্যান্য ঔষধ শুরু করলাম । রুগীর সাথে কথোপকথোনে জানালাম অবশ্যই বাচ্চা টিকলে পরবর্তীতে LUCS হবে। কারন এত যত্নের বাচ্চা কোন রকম Risk নিবোনা। রুগী প্রচন্ড ভীতূ ”আমি কোন ভাবেই অপারেশন করাবো না বাড়ীতেই NVD করাবে।” যাহোক রুগীর আর কোন হদিস পাইনি। কিন্তু রুগীযে আমাকে রুগী পাঠাচ্ছে তা নতুন রুগীদের কথাবার্তায় বুঝে যেতাম । একজনের উদাহরন দেই নতুন রুগী নতুন বিয়ে, লোটা কম্বল নিয়ে হোটেলে উঠেছে কারন গ্রাম থেকে শালিশ দরবারে গ্রামে ছেরেছে রুগীর (স্বামী) Azospermia. বলতে লাগলো ঐ যে আপনি একটা ঢুশ মারেননা (S***m deport in va**na) সেটাই করবেন । বাপ বনে বাড়ী যাব নাহলে সহায় সম্পত্তি অন্যে হাতে যাবে। হাসিই পেল। আমার IUI Successful রুগীকে চাচ্ছিলাম দেখার জন্য, সুদীর্ঘ কয়েক বছর পর সে ফেরত এসেছে দ্বিতীয় বাচ্চা চায়, হচ্ছেনা। মাত্র হাতে সময় ১ মাস, স্বামী বিদেশ যাবে মনে মনে ভাবলাম – ফকির কবিরাজ এর মত । ফু ফা দিয়েই হবে না হলে নাই , ঝড়ে বক মারার মতো কিন্তু এবার তো তা হবে না স্বামী বিদেশ যাবে
সে Normospermic , স্ত্রীর অন্যান্য Report normal দেখা যাক কি হয় – ভগবান ভরসা।
IUI রুগীর সরাসরি ছবি দিলাম সম্মতি নিয়ে।

পৃথিবীর সবাই সুখী হোকfertilitytreatment বন্তু
শুভেচ্ছান্তে
ডাঃ প্রতিমা রানী বিশ্বাস

মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস।
আদিল ফেমাস টাওয়ার, ২/২/এ, কেপি ঘোষ স্ট্রিট আরমানিটোলা,
ঢাকা-1100, ঢাকা, বাংলাদেশ।

এই রমজানে মহান “আল্লাহ” আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন ।সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শু...
23/03/2023

এই রমজানে মহান “আল্লাহ” আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন ।
সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা

Primary infertility (Ovulation induction)------------------------------------------------------------রুগীর স্বামী আমার খ...
10/03/2023

Primary infertility (Ovulation induction)
------------------------------------------------------------
রুগীর স্বামী আমার খুব ভক্ত। রুগীর স্বামী প্রায়শই রুগী নিয়ে আসে। নিন্মবিত্ত মানুষ। লুঙ্গি পরা থাকলে কখনোই ভিতরে ঢুকে বিব্রত করে না। এবার রোগী নিয়ে আসলে আমার পি.এ লিপিকে জিজ্ঞেস করলাম
ছেলেটা কে ? প্রায়ই আসে। ডাক ওকে ভিতরে"।
ভেতরে এসে লিপি বললো - “আপনার চিকিৎসায় ওর 5 বছর পর বাচ্চা হয়েছে” ।
- কই মনেতো পড়ছেনা । ওকেইতো বাচ্চা লাগছে। তার আবার 5 বছরের Infertility. এই বিয়ে করেছো কত বছর বয়সে ? ছবি দাও মা এবং বাচ্চার ।
জুনিয়রদের বলছি মোটামুটি দুজনের সব রিপোর্ট নরমাল হলে, বয়স কম থাকলে Only ovulation induction drug যেমন - Prof. Dr. T A Chowdhury উনার পছন্দ Clomid, রাশিদা আপার পছন্দ Letrol, স্বাতী আপার পছন্দ Ovulet, বারডেম এ 5 বছর চাকুরী করার কল্যানে Clomid এর দৌরাত্ন দেখেছি । যাহোক রুগীর স্বামী ভিতরে ঢুকে বললো-
“আমি আপনাকে আল্লাহ মানি”
আরে বোকা আল্লাহকে দেখা যায় না কিন্তু ডাক্তারকে দেখা যায়। খুশীর আতিশায্যে কি বলতে কি বলছে নিজেই জানেনা। বললাম -
“কিন্তু বাচ্চাতো আমার হাতে Delivery হয়নি”
বললো - “করোনা ম্যাডাম তাই বের হয়নি”
করোনা একটা সুন্দর অজুহাত। অধিকাংশ রুগীর বাচ্চা conceive করার পরে লাপাত্তা । হয়তবা যাতায়াতের দুর্ভোগ বা অর্থ নৈতিক সমস্যা । কিন্তু যা হোক ভগবান সবার মনের আশা পূর্ন করুক। রুগী নিজে এসে ছবি দিয়ে গেছে ।

পৃথিবীর সবাই সুখী হোক।
সর্বে সুখীনু ভবন্তু
শুভেচ্ছান্তে
ডাঃ প্রতিমা রানী বিশ্বাস

মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস।
আদিল ফেমাস টাওয়ার, ২/২/এ, কেপি ঘোষ স্ট্রিট আরমানিটোলা,
ঢাকা-1100, ঢাকা, বাংলাদেশ।

#

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূরআমার একমাত্র সন্তান গৌরব গল্প ১৮ বৎসর অতিক্রম করে আজ এক যুবক। ১৮ বৎসর পূর্বে আমার ৩ ট...
03/03/2023

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর

আমার একমাত্র সন্তান গৌরব গল্প ১৮ বৎসর অতিক্রম করে আজ এক যুবক। ১৮ বৎসর পূর্বে আমার ৩ টি Abortion এর পরে প্রফেসর শ্রদ্ধেয় টি.এ চৌধুরী তত্ত্ববধানে গৌরবের জন্ম। পূর্বেই লিখেছিলাম বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আবার ০১লা মে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো । আমার রুগী যার পরপর ৩টা Miscarriage এর History আছে। এবার সে এসেছে আর বাচ্চা হচ্ছে না, আমার চিকিৎসাধীন থাকতে চায়। আমাদের মিটফোডের এক ক্ষমতাসীন স্টাফের কন্যা। তার বিশ্বাস আমার চিকিৎসায় থাকলে সে মা হতে পারবে। কি করে সে এই বিশ্বাস অর্জন করল। কারন আমি ০৩ বৎসর এর অধীক সময় মিটফোডের আর.এস ছিলাম। এই সময়টা আমি গর্ব করে বলতে পারি আমি স্বাধীনতা উত্তর আর.এস যে একটা রোগী ও হাসপাতাল থেকে বাইরে নিয়ে ভর্তি করেনি। আমার সততা আমাকে তাদের বিশ্বাসের র্শীষস্থানে নিয়ে গেছে। যাই হোক, চিকিৎসা শুরু করলাম, সে পুনরায় গভবর্তী হলো। এখন শুরু হলো আঠারো বৎসর পূর্বের স্যারের চিকিৎসা এবং সাথে আমার নতুন কিছু পদ্ধতি । পুস্তকে পাওয়া যাবে না। অত্যান্ত সাফল্যের সাথে তার ৩৭ সপ্তাহ পূরন করলাম আগমিী ০৪ মে তার Elective c/s হওয়ার কথা ছিল কিন্তু বিধিবাম। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। গত ০১ মে রাত ১২টার পর তার উপর পেটে ব্যাথা রাতটা কোন রকম পার করার জন্য conservative Treatment চালালাম। কিন্তু না অবশেষে তার সন্তানের জন্য রাত ১টার পর বাসা থেকে বেরুলাম, সাথে আমার প্রান-প্রিয় স্বামী। নিস্তব্ধ নগরী। আমাদের Ambulance নষ্ট হয়ে গেছে। একটা স্কুটারে চড়ে বসলাম। আমার সহযোগী ডাক্তার মিনাকে হাজারো ফোন করে পাচ্ছিলাম না। অবশেষে পেলাম ধন্যবাদ ভগবানকে এই বরতমান জটিল বিশ্বে এই রকম একটি ভাল মানুষের সন্ধান আমি পেয়েছি। ডাক্তার মিনা নিজেই স্টাফ নিয়ে O.T রেডি করে ফেলল। ধন্যবাদ ডাক্তার আলমগীর (Anesthesiologist) ধন্যবাদ ডাক্তার শামীম (Paediatric)যারা জীবনের ঝুকি নিয়ে রাত ২টায় আমার আহবানে মেডিসান হাসপাতালে এসেছেন। অবশেষে LUCS (Due to very BOH and gross CPD) আমার রোগী ০৩ কোজ ওজনের বাচ্চা উপহার দিল রাত ৩টায় বাসায় ফিরতে ফিরতে ভোর। ধন্যবাদ সেই অদৃশ্য ভগবানকে যে আমার মান রেখেছেন আর রোগীর বিশ্বাসের ও অমর্যাদা হয়নি। সর্বপরি ধন্যবাদ অনন্তকে। সবাইকে ধন্যবাদ।

সিনেমাটিক নাম তার টুম্পা। আমি যখন তাকে প্রথম দেখি মোটাসোটা মিষ্টি একটি মুখ । সে এসেছে 2 infertility এ ভুগছে। কোন রকম পরী...
01/03/2023

সিনেমাটিক
নাম তার টুম্পা। আমি যখন তাকে প্রথম দেখি মোটাসোটা মিষ্টি একটি মুখ । সে এসেছে 2 infertility এ ভুগছে। কোন রকম পরীক্ষা করা ছাড়াই বুলেট ছোড়া হলো। অব্যর্থ নিশানা, সে পুনরায় মা হলো।স্বাভাবিক ANC এবং Routine পরীক্ষা করা হল। মোটামুটি ভালই চলছিল । 14-15 weeks pregnancy এ প্রথম Congenital anomaly করি, আগের U.S.G Report ভালই ছিল। সে এলো 16 Weeks এ যাহোক U.S.G করা হল । U.S.G রুম থেকেই দুঃসংবাদ এলো । এই দুঃসংবাদ তাকে জানাই কেমনে। সে এলো মুখ শুকানো, মনে হয় জেনে গিয়েছে তবুও আমার মুখ থেকে যদি কোন আশার বাণী শোন যায়। স্বামীসহ বসতে বললাম, বসলোনা তারপর দুংসংবাদ দিলাম । চোখের সামনেই মাথা ঘুরে পড়ে গেল।। আমি দৌড়ায়ে ওর স্বামীসহ উঠালাম। পরবর্তী Procedure জানালাম সে যেখানেই করাক না কেন। সে চলে গেল আবার কিছুদিন পর ফেরত আসল, আমার হাত দিয়েই D & C করাবে কিন্তু সম্পূর্ন ব্যাথামুক্ত হতে হবে। প্রথম D & C করেছিল 14 weeks missed abortion - সেই ব্যাথা এবং তিক্ত অভিজ্ঞতার কথা সে ভুলতে পারছেনা । জুনিয়র ডাক্তারদের বলছি কখনই কোন রুগীকে ব্যাথা দিবেনা, এমনিতেই সে ভাগ্য বিড়ম্বনায় পড়ছে, তাকে সুখ দেয়া ডাক্তার হিসেবে আমাদের দায়িত্ব। পরে Council এ হল এরপর Pregnancy নিবে, সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর এবং তিন মাসের পূর্ব প্রস্তুতি নিয়ে। কে শোনে কার কথা, করোনার মধ্যে সে Pregnant হয়ে এসেছে। এমনিতেই corona এর মধ্যে কাউকেই আমি Pregnant হতে দিচ্ছি না, IUI সম্পূর্নরূপে বন্ধ, infertility চিকিৎসাও বন্ধ, কারন এই রোগটার আগামাথা যা কিছুই বুঝে উঠতে পারছিনা। ওর স্বামী বিদেশ থাকে তাই বকা দিলামনা। শুরু করলাম চিকিৎসা এবারও অনেক জটিল রোগের investigation ছাড়াই - কারন পরীক্ষা করতে দিলেই ও বিব্রতবোধ করবে এবং আমাকেও বিব্রত করিয়ে ছাড়বে, পৃথিবীর কেউই নিজের দোষ খোজেঁ না। এবারের লেখাগুলো Junior Doctor এর জন্য Antenatal drug এর সাথে Add হলো tab. Bigmet (500mg) 1/2+1/2+ 1/2 যেহেতু ওর মায়ের এবং পুরো Family DM তে আক্রান্ত, তাছাড়া পূর্বের দুটো missed Abortion আছে তাই শুরু হলো tab. Aspirin (75mg)0+1+0 না এটা 16 সপ্তাহ পর্যন্ত নয়, আমি পুরো pregnancy জুড়ে দিয়ে থাকি। এখন দেখি এটা দুটো করেও দেয়া যায়, তোমাদের ইচ্ছা, Tab Magnox (365mg) 1+0+1, Novista ই এই ঔষুধটা এখন ব্যবহার করছি, ফলও হাতেনাতে পাচ্ছি, এটা Preeclampsia প্রতিরোধ করে, আরো অসংখ্য এর কার্যকারীতা আছে। Ing. HPC (250mg)১টা করে প্রতিসপ্তাহে Upto 36 weeks পর্যন্ত আমি ব্যবহার করি। এটা এখন সর্বস্বীকৃত Recurrent miscarriage, preterm labor prevent করে। আর 22 weeks আরেকবার Congenital anomaly করাবে। Pregnancy তে কোন complication না হলে Upto 37 weeks complete করাবে।37 weeks complete হলো এবার ভর্তির পালা এবং Elective CS এর দিনক্ষন । হঠাৎ মনে পড়লো রুগী Aspirin খায়, PA লিপিকে দিয়ে ফোন করলাম এটা বন্ধ করে দিতে, ইচ্ছে হলে অনান্য ঔষধ আপাতত বন্ধ করে দিতে পারে।আর যায় কোথায় কিছুক্ষন পরপরই লিপিকে ফোন বাচ্চা কমনড়ছে বা কখনও নড়ছেনা। বারবার বিরক্ত না করে শীঘ্রই Hospital এ ভর্তি হতে বল। ভর্তি হলো, গভীররাতে ডাঃ প্রনয় কে দিয়ে Doppler করলাম Report ভাল । রুগী মনে হয় এই গভীররাতের পর্যবেক্ষনে নিশ্চিন্ত হলো । ধন্যবাদ ডাঃ প্রনয়কে। পরের দিন সে Pressure উঠায়ে ফেলছে। দিনটি ছিল শুক্রবার আমি স্বামী পুনরায় গেল Doppler এর জন্য বিশেষত Ductus venosus এর condition এর জন্য Report ভাল তারপরও বললো মানিকগঞ্জের Duty শেষ করেই LUCS করে দাও। টুম্পা যখন LFM নিয়ে ভর্তি হয় তখন আমাদের Hospital এ রাত 12 টা অব্দি OT চলছে, OT র sister Nazma বলছে রুগীর বাচ্চা কম নড়ছে এখনই ওদরে কাউকে দিয়ে LUCS করাবে কিনা। কারন ও জানে আমার মনোভাব। আমার প্রতিবছর একটা Target থাকে, এবার ছিল টুম্পা, কাজেই নিজেই Risk নিলাম। পরেরদিন Anti-hypertensive যুক্ত হওয়ায় পুনরায় Fetal movement ফিরে পেল। শনিবার 4 টায় OT করলাম, বিশাল এক বাচ্চা বেরুলো যার ওজন 4.6 কেজি, কিভাবে আমিসহ বাকী sonologist ভুল করল সবার কাছেই 3.5kg. বাচ্চাকে মায়ের কাছে নেয়া হলো দেখার জন্য - হা হা করে কান্না, আমি জানতাম এমনটা হবে। বললাম বাচ্চার আত্নীয়স্বজনদের দেখাও সেখানেও কান্নার রোল পরে গেল। OT boy Rubel কে বললাম Video করো, মুহুর্তে সবাই ভোল পাল্টিয়ে আমার প্রশংসায় পঞ্চমুখ, এই Maxlife Hospital আমি জুন মাস থেকে বসছি Coronar জন্য দেরী। এখানে একই ধরনের BOH 2টা পূর্বে করেছি এরা রবাহত। কিন্তু টুম্পা ছিল আমার হাতে 2nd missed abortion। আমার এ বছরের টার্গেট fulfill হয়েছে । জুনিয়রদের বলছি রুগীর প্রতি দয়ালু হবে, আর সবসময় বই পড়বে নিজেকে Advance রাখার জন্য । ভগবানকে দেখা যায়না কিন্তু ডাক্তারকে দেখা যায় - বর্তমানে আমরা ডাক্তাররা নানাবিধ প্রশ্নবানে বিদ্ধ। তুমি মানুষকে দেখ - ভগবান তোমায় দেখবেন।

পৃথিবীর সবাই সুখী হোক।
সর্বে সুখীনু ভবন্তু
শুভেচ্ছান্তে
ডাঃ প্রতিমা রানী বিশ্বাস

মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস।
আদিল ফেমাস টাওয়ার, ২/২/এ, কেপি ঘোষ স্ট্রিট আরমানিটোলা,
ঢাকা-1100, ঢাকা, বাংলাদেশ।

#

পূরণ হবে এবার, মাতৃত্বেরআবদারআজই যোগাযোগ করুন মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস।আদিল ফেমাস টাওয়ার, ২/২/এ, কেপি ঘোষ স্ট্রিট আ...
15/01/2023

পূরণ হবে এবার, মাতৃত্বের
আবদার
আজই যোগাযোগ করুন

মনোতম গল্প মেডিকেল সার্ভিসেস।
আদিল ফেমাস টাওয়ার, ২/২/এ, কেপি ঘোষ স্ট্রিট আরমানিটোলা,
ঢাকা-1100, ঢাকা, বাংলাদেশ।

#

WISHING YOU A VERY HAPPY NEW YEAR.
31/12/2022

WISHING YOU A VERY HAPPY NEW YEAR.

শুভ উদ্বোধন !  শুভ উদ্বোধন !  শুভ উদ্বোধন ! আর বিদেশ নয়লাল সবুজের দেশেই আন্তর্জাতিক মানের বন্ধ্যাত্ব চিকিৎসা। মনোতম গল্প...
27/12/2022

শুভ উদ্বোধন ! শুভ উদ্বোধন ! শুভ উদ্বোধন !
আর বিদেশ নয়
লাল সবুজের দেশেই আন্তর্জাতিক মানের বন্ধ্যাত্ব চিকিৎসা।
মনোতম গল্প (ইনফার্টিলিটি কেয়ার ও উইমেন্স হেলথ সেন্টার)
পুরাতন ঢাকায় সর্ব প্রথম IUI * IVF * ICSI সেন্টার।

27/12/2022

Address

Adil Famous Tower, 2/2/A, K. P Ghosh Street Armanitola
Dhaka
1100

Telephone

+8801746753996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monotomo Galpo Medical Services Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Monotomo Galpo Medical Services Ltd.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram