Ziaur Rahman Al-Amin

Ziaur Rahman Al-Amin 🔴নিয়মিত স্বাস্থ্য বিষয়ে পরামর্শ পেতে আমার পেজে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন!

🔴শ্বাস নিতে দেরি হওয়ায় দাদীর কথা মতো আগুনের শেক দেয় বাচ্চাটাকে,এরপর বাচ্চাটার এই অবস্থা।এই ঘটনা থেকে শিক্ষা নিন। বাচ্চাদ...
22/09/2025

🔴শ্বাস নিতে দেরি হওয়ায় দাদীর কথা মতো আগুনের শেক দেয় বাচ্চাটাকে,এরপর বাচ্চাটার এই অবস্থা।
এই ঘটনা থেকে শিক্ষা নিন। বাচ্চাদের ব্যাপারে সচেতন হোন। গ্রামের দাদী-নানীদের উল্টাপাল্টা কথা শুনে নিজের সন্তানের কোনোরকম ক্ষতি করবেন না।

🔴কি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স!ছেলেটার বয়স মাত্র 12, অথচ সাধারনভাবে ব্যবহার করা সব এন্টিবায়োটি...
20/09/2025

🔴কি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স!
ছেলেটার বয়স মাত্র 12, অথচ সাধারনভাবে ব্যবহার করা সব এন্টিবায়োটিক অলরেডি রেজিস্টান্স করে ফেলছে। এখন ছেলের জ্বর ভালো হয় না, ইনফেকশন ধুমধাম হয়েই যাচ্ছে কিছুদিন পরপর।

সিরিয়াস কেস এ ব্যবহার করা Meropenem পর্যন্ত কাজ করবে না ওর ক্ষেত্রে।
অনেকে নিজে নিজেই সামান্য জ্বরেও ফার্মেসি থেকে এন্টিবায়োটিক কিনে খেয়ে পেলে।
আর গ্রামের ফার্মেসীর হাতুড়ে ডাক্তার আর গরুর ডাক্তারগুলো ইচ্ছামত এন্টিবায়োটিক ব্যবহার করে ভবিষ্যত প্রজন্মকে ভয়াবহ বিপদের সামনে ঠেলে দিচ্ছে।

সামান্য জ্বরের কারনেও মৃত্য হবে কিছুদিন পরে মানুষের।

Stop Using unrequired Antibiotic.

সাপে কামড়ায় গ্রামেএন্টিভেনম থাকে শহরে!!😭🇧🇩এই বাচ্চা টা সাপের কামড়ে মারা গেছে,সাপে কামড়ানোর পর তাকে ভেদরগঞ্জ উপজেলা হাসপা...
17/09/2025

সাপে কামড়ায় গ্রামে
এন্টিভেনম থাকে শহরে!!😭🇧🇩

এই বাচ্চা টা সাপের কামড়ে মারা গেছে,সাপে কামড়ানোর পর তাকে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে,তারা জানায় তাদের কাছে এন্টিভেনম নেই।এন্টিভেনম না থাকাটা শুধু ব্যর্থতা না রীতিমতো অন্যায়,,এটার প্রতিবাদে সবাইকে এগিয়ে আসা উচিত।যারা চর অঞ্চলের মানুষ ক্ষেত খামারে ফসল উৎপাদন করে খেতে হয়,তাদের সাপে কাটার রিক্স অন্যান্যদের তুলনায় অনেক বেশি।এর জন্য এন্টি ভেনম খুবই প্রয়োজন,,প্রতিবছরই সাপের কামড় খায় মানুষ,মারা ও যায় অনেকেই।সবার জায়গা থেকেই এই বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ করা উচিত।😭😭

©

🔴Dengue যেন মরণ ফাদ⁉️--------------------------------------------------৭ দিন আগেও ভাল ছিলো, সাজানো গোছানো সংসার ছিলো। কি...
17/09/2025

🔴Dengue যেন মরণ ফাদ⁉️

--------------------------------------------------

৭ দিন আগেও ভাল ছিলো, সাজানো গোছানো সংসার ছিলো। কিন্তু Dengue 5 দিনের মাথায় পাঠায়ে দিলো ICU তে। যেখান থেকে ফেরার আশা খুবই ক্ষীণ।
কিছু রোগ আছে যেগুলো একবার হলে ,সাধারণত দ্বিতীয় বার হয় না। যেমন : POX , Hepatitis A etc.
কিন্তু Dengue যেন ঠিক বিপরীত মেরুর এক রোগ।
কারো যদি একবার Dengue এর এক viral strain দিয়ে infection হয়।
পরবর্তীতে তার অন্য Viral strain দিয়ে জীবন ঘাতি Dengue হবার সম্ভবনা আরো বেড়ে যায়। এই Dengue কে আমরা বলি Dengue Haemorrhagic Fever বা Dengue Shock syndrome.
এই Dengue তে মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়। সারা শরীরে রক্তসঞ্চালন কমে যায়। যার ফলাফল মৃত্যু।
অর্থাৎ যাদের Dengue হয়েছে আপনারা আরো বেশি ঝুকিতে। গতবার হয়তো কমের উপর ছাড়া পেয়েছেন।
এবার কিন্তু নিস্তার নেই।
তাই সবাই মশারী টাংগিয়ে ঘুমান, Mosquito repellent ব্যবহার করেন। এবং জ্বর হলে অবশ্যই সেটা কে অবহেলা করবেন না। জ্বর হলে প্রচুর পরিমান পানি খান। এবং ডাক্তারের পরামর্শ নিন।
আর যারা ছাদ বাগান করতেছেন , দয়া করে সেগুলো তে পানি জমছে কিনা লক্ষ রাখুন। কেউ যদি এটা মেইনটেইন করতে না পারেন তাহলে ছাদ বাগান করার দরকার নাই। আপনার ভুলের খেসারত অবশ্যই নগরবাসী নিবে না।
সবাই সুস্থ থাকুন। সবার পরিবার সাজানো গোছানো থাকুক।

©

🔴কবিরাজ প্লাস্টারের উপর তেল মালিশ করতে বলেছে 😁😁🥱🙂এসব অপচিকিৎসা এই দেশেই সম্ভব 😪
14/09/2025

🔴কবিরাজ প্লাস্টারের উপর তেল মালিশ করতে বলেছে 😁😁🥱🙂
এসব অপচিকিৎসা এই দেশেই সম্ভব 😪

🔴বাংলাদেশের চিকিৎসকদের উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বের উন্নত দেশেও এই চিকিৎসা হতো কি না সন্দেহ আছে।।
06/09/2025

🔴বাংলাদেশের চিকিৎসকদের উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বের উন্নত দেশেও এই চিকিৎসা হতো কি না সন্দেহ আছে।।

🔴 Appendicectomy (এপেনডিক্স) অপারেশন করতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরের খাদ্যনালী থেকে অসংখ্য কৃমি বের করেন সার্জারী বিশেষ...
05/09/2025

🔴 Appendicectomy (এপেনডিক্স) অপারেশন করতে গিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরের খাদ্যনালী থেকে অসংখ্য কৃমি বের করেন সার্জারী বিশেষজ্ঞ ডা: তানভীর আহমেদ সনেট। সাইজ ছোট নয়, যেমনটা দেখছেন এমনই, আর এগুলো কোনো AI বা অবাস্তব কিছু নয়। এদের নাম Ascaris lumbricoides, একটু কষ্ট করে গুগল করলেই বিস্তারিত জানতে পারবেন। এরা ১৪০-১৫০ টি একত্রে জমা হয়ে Intestinal obstruction পর্যন্ত করতে পারে। এমনকি একটামাত্র Ascaris lumbricoide পিত্তনালী ব্লক করে Obstructive jaundice করতে পারে। খাদ্যনালী দিয়ে উঠে এসে শ্বাসনালী দিয়ে ফুসফুসে যেয়ে Eosinophilic pneumonia মতো জটিলতা তৈরি করতে পারে।

সুতরাং, প্লিজ আপনি নিজে , এবং আপনার পরিবারের সকল সদস্যকে প্রতি ৩ থেকে ৪ মাস পর পর বাধ্যতামূলকভাবে কৃমিনাশক ঔষধ খাওয়ান।

🔴কানাডার চিকিৎসা ব্যবস্থা: ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল।ছোটবেলায় ইংরেজি টেন্স শিখতে গিয়ে একটা বাক্য খুব বিখ্যাত ...
05/09/2025

🔴কানাডার চিকিৎসা ব্যবস্থা: ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল।

ছোটবেলায় ইংরেজি টেন্স শিখতে গিয়ে একটা বাক্য খুব বিখ্যাত ছিলো।
“ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল।”

আমরা গদগদ হয়ে মুখস্থ করতাম, পরীক্ষায় লিখতাম। তখন কে জানতো একদিন বাস্তবে এসে এরকম একটা বাক্য আমার জীবনেও খাটবে!

এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কানাডার চিকিৎসা কেমন? আমি গম্ভীর মুখে শুধু একটি উত্তর দিই-
“ডাক্তার দেখিবার পূর্বেই রোগীটি মারা গেল।”

প্রহসনের শুরুঃ

ঘটনা আজ থেকে দশ বছর আগের। পেটে অদ্ভুত সমস্যা। যাই খাই, তাতেই ঢেকুর ওঠে! পানি খেলেও ঢেকুর। প্রথমে ভেবেছিলাম নরমাল গ্যাসট্রিক। গ্যাসট্রিকের ওষুধ খাইলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু না! ওষুধ খেয়ে গ্যাস না কমে, বরং সন্দেহ জাগলো, আমার শরীরে হয়তো নতুন কোনো বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হচ্ছে।

তারপর শুরু হলো টেস্টের স্তুপ।
ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, এমনকি এমআরআই পর্যন্ত।
সবখানেই এক এবং অভিন্ন রেজাল্ট- নেগেটিভ।
আমি মনে মনে বললাম, “পজিটিভ হলে অন্তত আমার দুঃখ কমতো। এই নেগেটিভই আসলে আমার জীবনের সবচেয়ে বড় পজিটিভ বিপদ।”

হাসপাতালে গেলেই ডাক্তাররা রহস্যময় ভঙ্গিতে বলে,
“আপনার কিছু হয়নি। এই নিন কিছু গ্যাসের ওষুধ।”
আমি বলি, “ডাক্তার সাহেব, পানি খেলেও গ্যাস হয়!”
ডাক্তার রহস্যময় হাসি দিয়ে বলেন, “তাহলে পানি খাবেন না।”

এক মাসের লড়াইঃ

এক মাস ধরে শুধু দৌড়ঝাঁপ। ইমারজেন্সি ঘুরলাম, স্পেশালিস্ট ঘুরলাম। ডাক্তাররা একেকজন এসে Sherlock Holmes-এর মতো আমার পেট নিয়ে গবেষণা করলেন।
শেষ পর্যন্ত একজন বললেন, “আপনার লিভারের পাশে ব্যাকটেরিয়া।”
আরেকজন বললেন, “না না, এগুলো মনের সমস্যা।”
অবশেষে ধরা পড়লো, এইচ পাইলোরি।

অ্যান্টিবায়োটিক খেলাম, আর আলহামদুলিল্লাহ, কিছুটা ভালো হলাম। তবে গ্যাস থেকে গেল। বলতে গেলে গ্যাস আর আমি রুমমেট হয়ে গেলাম, সদা সর্বদা সঙ্গী।

১০ বছরের পূর্তি উৎসবঃ

গ্যাসট্রিকের দশ বছর পূর্তি হতে না হতেই শুরু হলো ভয়ংকর পেইন। এতই তীব্র যে, সারারাত বিছানায় কাতরাই, ঘুম আসে না।

আবারো টেস্ট, আবারো নেগেটিভ।
ডাক্তাররা এবার নতুন গল্প শোনালেন, “আপনার ক্রস্টিপেশন হয়েছে।”
আমি বললাম, “ডাক্তার, ক্রস্টিপেশন থাকলেও কি এতটা ব্যথা হয় যে মানুষ ঘুমাতে পারে না?”
ডাক্তার নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, “পারে।”
এবং প্রেসক্রিপশনে দিলেন- ল্যাক্সেটিভ।

কিন্তু ব্যথা কমলো না। দিন গড়াল, রাত গড়াল, ব্যথা রইল।

সত্য প্রকাশঃ

অবশেষে আমার ফ্যামিলি ডাক্তার সন্দেহ করলেন, গলব্লাডারে স্টোন।
পাঠালেন আল্ট্রাসোনোগ্রাফি করতে। চারদিন পর রেজাল্ট এলো- হ্যাঁ, সত্যিই স্টোন আছে।

এবার আমাকে রেফার করা হলো সার্জনের কাছে।

ট্র্যাজেডির শুরুঃ

সার্জনের অফিস থেকে ফোন এলো শুক্রবার দুপুরে, যখন আমি মসজিদে জুমার নামাজ পড়ছি।
ফোন ধরতে পারলাম না। ভয়েসমেইল রেখে গেল।
নামাজ শেষে ফোন করলাম, কেউ ধরলো না।
এভাবেই কেটে গেল দুই দিন।

সোমবার অফিস আওয়ারে কল করতেই ধরলো। খুশি হয়ে ভেবেছিলাম, এবার বুঝি অপারেশন হবে।
কিন্তু শুনলাম-
“আপনাকে দুই-আড়াই মাস অপেক্ষা করতে হবে। তারপর ডাক্তার দেখবেন, তারপর সার্জারির দিন ঠিক করবেন।”

আমি তখন গম্ভীর মুখে মনে মনে উচ্চারণ করলাম
“ডাক্তার দেখিবার পূর্বেই রোগীটি মারা গেল।”

উপসংহারঃ

বাংলাদেশকে খুব মিস করলাম। ওখানে টাকা থাকলে অন্তত চিকিৎসা পাওয়া যায়। কিন্তু কানাডায় আজকাল খুব সহজেই চিকিৎসা মেলে না, মেলে শুধু অপেক্ষা, অপেক্ষা আর অপেক্ষা।

এ দেশে ডাক্তারদের দেখা পেতে পেতে অনেক সময় রোগীর দেখা মিলেই যায় না।

(সংগৃহীত)

🔴সোহরাওয়ার্দী হাসপাতালের একটা নাইট ডিউটির কথা খুব মনে পড়ে। ওয়ার্ডে ৫ জন শ্বাসকষ্টের রোগী, অক্সিজেন সিলিন্ডার মাত্র ১ টা।...
04/09/2025

🔴সোহরাওয়ার্দী হাসপাতালের একটা নাইট ডিউটির কথা খুব মনে পড়ে। ওয়ার্ডে ৫ জন শ্বাসকষ্টের রোগী, অক্সিজেন সিলিন্ডার মাত্র ১ টা।

আবার পড়েন - শ্বাসকষ্টের রোগী কয়টা? ৫ টা। আর অক্সিজেন?? মাত্র ১ টা।

শ্বাসকষ্টে একেকজনের চেহারা নীল হয়ে যাচ্ছে, কিছু করার নাই।ওয়ার্ডে ডিউটি ডাক্তার আমি একজন। তখন অনেক ইয়ং বয়স, ২০১৬ সাল।

সেই বয়সের বুদ্ধিতে যা কুলালো তাই করলাম।সবাই কে ১৫ মিনিট করে অক্সিজেন ভাগ করে দিলাম।

অর্থাৎ কি দাড়ালো??১৫ মিনিট রহিমা শ্বাস নিবে বুক ভরে, তারপর মাস্ক খুলে দিয়ে দিবে আরেকজন কে। এরপর রহিমা বাকি ৬০ মিনিট শ্বাসকষ্ট নিয়ে অপেক্ষা করবেন। ৬০ মিনিট পর আবার ঘুরে তার পালা আসবে বুক ভরে নিশ্বাস নেবার..

কি ভয়ংকর অমানবিক!!!

এর মাঝে একজন মহিলা ছিলেন লাংস ক্যান্সার, শেষ স্টেজ। প্রচন্ড শ্বাসকষ্ট।তার একমাত্র ছেলে, ভার্সিটি স্টুডেন্ট, মায়ের পাশে বসে দিশেহারা। কি করবে বুঝতেসে না!! বাবা নাই, আর তার এত টাকা ও নাই যে প্রাইভেটে নিয়ে যাবে।নার্সদের কাছে কান্নাকাটি করে.. নার্স দের কিছু করার নাই।আমার রুমে এসে বলে "স্যার, কিছু একটা করেন, মা মরে যাবে।"

আমিও ভ্যাবলার মত তাকায় থাকি।পাশের পুরুষ ওয়ার্ডে খোজ নিলাম, ওখানেও সেইম। ১ টাই সিলন্ডার, যা একজন কিডনী রোগীর কাজে লাগছে। তার ও খারাপ অবস্থা। অক্সিজেন মাস্ক খুললেই ঐ ব্যাটা মারা যাবে।

রাত কেটে যাচ্ছে..

ভোর রাতের দিকে কিছটা সমাধান হলো।পুরুষ ওয়ার্ডের কিডনী রোগী টা প্রাইভেটে চলে গেলো, ঐ সিলিন্ডার টা ঝগড়া করে আমার রোগীদের জন্য আনালাম।আমার ওয়ার্ডে ২ জনের শ্বাসকষ্ট কমে গেলো।আর ঐ ক্যান্সারের মহিলাটা, উনার ১৫ মিনিটের দাবী ছেড়ে দিয়ে মারা গেলেন।

তার ছেলেটা শোকে পাথর হয়ে বসে রইলো মায়ের পাশে। শেষ মুহুর্তে মা কে সামান্য বাতাস জোগাড় করে পারেনি, এটা বোধহয় সারাজীবন তাকে দু:স্বপ্ন দেখাবে।

একবার ভাবলাম গিয়ে বলি, "আপনার মা এমনিতেই মারা যেতেন ১-২ দিনের মাঝে। কারো কিছু করার ছিলো না অসুখ অনেকদুর চলে গিয়েছিলো। আপনি বেশী কষ্ট নিয়েন না"পরে আর বলি নি। থাক, কিছু রাগ পুষে রাখুক দেশের প্রতি।এভাবেই কোনরকমে সো কলড গরীব দেশের হাসপাতালে ৫ টা শ্বাসকষ্টের রোগীর কষ্টের সমাধান হলো।

আজকে একটি শিশুদের হাসপাতালের এই চিরকুট টা দেখুন।

একজন মা সই করেছে এই মর্মে- "আমার বাচ্চা কে আপনারা অক্সিজেন দিতে পারবেন না আমি জানি, মরে গেলে মরে যাক। কি আর করার!! আপনাদের দোষ দিবো না।" বুঝেন অবস্থা!!©

🔴১৮ মাসের আগে বাচ্চাদের গরুর দুধ খাওয়ালে কী সমস্যা হতে পারে?--------------------------------✅ ১. আয়রনের ঘাটতি ও রক্তশূন্...
04/09/2025

🔴১৮ মাসের আগে বাচ্চাদের গরুর দুধ খাওয়ালে কী সমস্যা হতে পারে?

--------------------------------

✅ ১. আয়রনের ঘাটতি ও রক্তশূন্যতা (Anemia):
গরুর দুধে আয়রনের পরিমাণ কম এবং এটি শরীরে আয়রনের শোষণে বাধা দেয়। এতে করে বাচ্চার রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে।

✅ ২. অ্যালার্জি ও গ্যাসট্রোইনটেস্টিনাল সমস্যা:
বাচ্চার অন্ত্র এই বয়সে এখনো পরিপূর্ণভাবে গরুর দুধ হজম করার উপযোগী হয় না। এতে ডায়েরিয়া, পেটে গ্যাস, অথবা দুধে থাকা প্রোটিনের কারণে এলার্জি হতে পারে।

✅ ৩. কিডনির উপর বাড়তি চাপ:
গরুর দুধে সোডিয়াম ও প্রোটিনের পরিমাণ বেশি। এগুলো ছোট বাচ্চার কিডনি ঠিকমতো ফিল্টার করতে পারে না, ফলে কিডনির উপর বাড়তি চাপ পড়ে।

✅ ৪. ক্ষুদ্রান্ত্রে রক্তক্ষরণ:
গরুর দুধ অনেক বাচ্চার অন্ত্রে সামান্য রক্তক্ষরণ ঘটাতে পারে, যা দীর্ঘমেয়াদে আয়রন লসের কারণ হতে পারে।

✅ ৫. প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি:
গরুর দুধে শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় আয়রন, জিঙ্ক, ভিটামিন C ও E এর পরিমাণ খুবই কম। তাই শুধুমাত্র গরুর দুধ দিয়ে বাচ্চার প্রয়োজনীয় পুষ্টি মেটানো সম্ভব না।

✅৬.বাচ্চাদের টাইপ-১ ডায়াবেটিস ও হতে পারে।

🔴হাত একটু বাকাঁ মনে হওয়ার কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছিল। আজ তার হাতের এই অবস্থা দেখে বুকটা কেঁপে উঠলো। ব্যান্ডেজের কার...
03/09/2025

🔴হাত একটু বাকাঁ মনে হওয়ার কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছিল। আজ তার হাতের এই অবস্থা দেখে বুকটা কেঁপে উঠলো। ব্যান্ডেজের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে এই অবস্থা হয়েছে,
মেয়েটির বয়স ১৬ বছর, জীবন পুরোটাই বাকি। এখন হাত কেটে ফেলা ছাড়া আর কিছু করার নেই। কবিরাজি চিকিৎসার ৭ দিন পর ফলাফল।

পোস্টটি জনসচেতনতায় শেয়ার করার অনুরোধ রইল।
✅ হাড়-জোড়ার সমস্যা হলে অবশ্যই অর্থোপেডিক চিকিৎসকের কাছে যান।
❌ ভুল চিকিৎসা = আজীবনের ক্ষতি।

🔴কষ্ট করলে কেস্ট মিলে🙂🙂" কত রকমের জা*রামি চিকিৎসা যে আছে এইদেশে"" 😂😂কবিরাজের কাছ থেকে বিশেষ উদ্দেশ্যে আংটি নিয়ে গোপনাঙ্গ...
02/09/2025

🔴কষ্ট করলে কেস্ট মিলে🙂🙂

" কত রকমের জা*রামি চিকিৎসা যে আছে এইদেশে"" 😂😂কবিরাজের কাছ থেকে বিশেষ উদ্দেশ্যে আংটি নিয়ে গোপনাঙ্গের গোড়ায় পরে রাখে। যখন সেটি পঁচে ফুলতে শুরু করে সে ভাবে আংটি কাজ করা শুরু করেছে।(মোটা হচ্ছে 🤣🤣))
কিন্তু ব্যাথা ছিল অনেক৷ কবিরাজ বুঝিয়েছে, "কষ্ট করলে কেস্ট মেলে"। অবশেষে যখন সেটি পঁচে গোপনাঙ্গ কেটে ভেতরে ঢুকে যাচ্ছিল তখন ডাক্তারের কাছে আসে। সব চেষ্টা ব্যার্থ হলে এই হেক্সো ব্লেড দিয়ে সতর্কতার সাথে আংটি কেটে বের করে আনে ডাক্তার সাহেব।আশা করছি গোপনাঙ্গ রক্ষা পাবে।

কবিরাজি অপচিকিৎসা বন্ধ করুন। সমস্যা যত গোপনই হোক না কেন, ডাক্তারি পরামর্শ নিন।
Dr- Sohanur Rahman

এদেশ যাদুর দেশ সব হয়,আসলেই এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি😂🤣🤣🤣

Address

বাবর
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ziaur Rahman Al-Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category