
05/09/2025
আমার লেখা বই পড়ার আমন্ত্রণ সবাইকে –
কখনো চিন্তা করে দেখেছেন কেন আমরা জাতি হিসেবে এত নিম্নস্তরের? কখনো চিন্তা করে দেখেছেন কেন জাতি হিসেবে আমাদের অবস্থান এত নিচে? কখনো চিন্তা করে দেখেছেন কেন বিশ্ব সভ্যতায় আমাদের কোন অবদান নেই? কখনো চিন্তা করে দেখেছেন কেন মানব সভ্যতার বিকাশে আমাদের কোন অবদান নেই? কখনো চিন্তা করে দেখেছেন কেন মহৎ কোন ব্যক্তি এই জাতিতে জন্মগ্রহণ করেনি? কখনো চিন্তা করে দেখেছেন কেন বিশ্ববিখ্যাত কোন দার্শনিক, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী বা খেলোয়াড় এই জাতিতে কখনো জন্মগ্রহণ করেনি? কখনো চিন্তা করে দেখেছেন কেন এখানকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো এত নিম্নমানের? কখনো চিন্তা করে দেখেছেন কেন বাইরে থেকে বৃটিশরা এসে আমাদের উপর রাজত্ব করে গেছে? কখনো চিন্তা করে দেখেছেন কেন আমরা সবসময় শোষণের শিকার হয়েছি? কখনো চিন্তা করে দেখেছেন কেন সমগ্র পৃথিবীর মধ্যে দুর্নীতিতে আমরা শীর্ষে? কখনো চিন্তা করে দেখেছেন কেন লক্ষ লক্ষ মানুষ মেথর, ঝাড়ুদার, চাকর আর মিস্ত্রি হিসেবে কাজ করতে এই দেশ ছেড়ে চলে যায়? কখনো চিন্তা করে দেখেছেন কীভাবে কোটি কোটি স্ত্রী স্বামী ছাড়া বা বাচ্চারা বাবা ছাড়া বছরযাপন করে? কখনো চিন্তা করে দেখেছেন কেন অশিক্ষিত অল্পশিক্ষিত লুটেরা নিকৃষ্ট সব মানুষেরা আমাদের নেতা হয়? কখনো চিন্তা করে দেখেছেন কেন আমরা কৃতদাসের জীবন যাপন করি?
এই বিষয়গুলো নিয়ে দীর্ঘসময় চিন্তা-ভাবনা করেছি। বুঝার চেষ্টা করেছি এর পেছনের কারণগুলো কী কী, সমাধান কোন পথে। চিন্তা-ভাবনাগুলোকে গুছিয়ে বই আকারে রেখে দিলাম। মাথায় রাখবেন এটি মনোবিজ্ঞানের বই না। এটি রাজনৈতিক দর্শনের বই – বইয়ের বিষয়বস্তু রাষ্ট্র, দেশ, জাতি, মানুষ, মানবজীবন, জীবন, নৈতিকতা, আইন,দাসত্ব, বিপ্লব।
বইয়ের নাম দিয়েছি নীল বই। আপনাদেরকে নীল বই পড়ার আমন্ত্রণ।
দারাজ থেকে নীল বই সংগ্রহের লিংক
https://bit.ly/4lM443J