01/11/2022
#হিজামা_হোম_সার্ভিস
শুধু মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট হোম সার্ভিস দিবেন।
হিজামা করানোর ফলে -
শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ব্লাড সার্কুলেশন বাড়বে।
টক্সিন দূর হবে।
এনার্জি লেভেল বেড়ে যাবে।
যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে।
এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে।
নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে।
উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা কমবে।
হিজামা সম্পর্কে কয়েকটি হাদিস -
1. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিবরাঈল (আ.) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামাই হলো সর্বোত্তম । (আল-হাকিম : ৭৪৭০)
2. হযরত আনাস (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন ।” (সুনানে তিরমিযী হাদীছ : ২০৫৩)
3. হযরত জাবির (রা.) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে ।” (সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫)
4. হযরত আব্দু্ল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্নিত : রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হিজামাকারী কতই উত্তম লোক । সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে । (সুনানে তিরমিযী,২০৫৩)
5. হযরত আনাস (রা.) হতে বর্নিত, রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, গরম বৃদ্ধি পেলে হিজামার সাহায্য নাও। কারন, কারো রক্তচাপ বৃদ্ধি পেলে তার মৃত্যু হতে পারে । (আল- হাকিম :৭৪৮২)
6. হযরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত আছে যে রাসূল (সাঃ) মাথা ব্যথার জন্য ইহরাম অবস্থায় হিজামা করিয়েছেন । (বুখারী : 5698। ইবনে মাজাহ : 2082)
7. হযরত সালমা (রা.) বর্ণনা করেছেন, যখন কেউ রাসূলুল্লাহ (সা.) এর কাছে এসে মাথাব্যাথার কথা বলত, তখন তিনি তাদের হিজামা করার কথা বলতেন। (আবু দাউদ : 3858)
☎️হটলাইন+8801886-063592
হোয়াটসঅ্যাপ-+8801723-063592