sHaDow of SYrious

sHaDow of SYrious Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sHaDow of SYrious, Mental Health Service, Dhaka.

05/11/2024
17/06/2024

Alhamdullillah

19/02/2024

কাউকে তীব্রভাবে ভালোবেসেও ঠকে গেছেন বলে কখনোই আফসোস করবেন না।
হ্যাঁ খারাপ লাগবে,মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট হবে,
বারবার মনে হবে আপনার সাথে এমনটা কেন হলো,এরকম না হলেও তো পারতো।
কিন্তু একবার ভেবে দেখুন একজন মুখোশধারী মানুষের আসল চেহারাটা যত দেরিতে আপনার সামনে আসতো ক্ষতিটা ততো বেশি আপনারই হতো।
দীর্ঘমেয়াদে পালাক্রমে ঠকে আসার চেয়ে সাময়িক ঠকে যাওয়াটা ঢের বেশি ভালো।

আর সত্যি বলতে যারা অন্যকে ঠকিয়ে নিজে জেতার আশা করে তারা আজীবন মানুষের কাছে ঠকে যায়।
অন্যের ক্ষতি করে কেউ কখনো সুখী হতে পারেনা।
প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না।
যে যার কর্মফল একদিন না একদিন ভোগ করবেই এটাই নিয়তি।

তাই নিজে সৎ থাকুন এবং সৎ পথে চলুন।
সাময়িক ঠকে যাওয়া মুহূর্ত থেকে নিজেকে বের করে আনুন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এই বলে যে,আপনাকে সারা জীবন ঠকতে হয়নি।
আর হাসি মুখে ধন্যবাদ দিন সেই ঠকবাজকে,
যে আপনাকে তার চরিত্র চেনাতে সাহায্য করেছে।

~ সিরাজাম মুনিরা

📷 Razia Sultana Piya

30/12/2023

মানুষের মধ্যে 'ফ্রিজিং পয়েন্ট' বলে একটা ব্যাপার থাকে। যে পয়েন্টে গেলে মানুষ খায়-দায়,ঘুমায়,টিভি দেখে,ফেসবুকিং করে। ক্লাস করতে যায়,আড্ডা দেয়। কিন্তু সে ভিতরে জমে আছে,বরফের মতো।

মন খারাপ?
-না।
হতাশ?
-না।
কিছু চাইছো?
-না।
খারাপ লাগছে?
-না।
ভালো লাগে?
-তাও না।

অথচ সে পরীক্ষায় ফেল করে নি। তাকে কেউ ভালোবাসায় তীক্ষ্ম প্রত্যাখান করে নি। সে ক্ষুধার্ত হয়ে রাস্তায় চট বিছিয়ে শুয়ে নেই। সে শুধু জমে আছে,শুকিয়ে আছে। ঝরা পাতার মতো।

যে প্রশ্নটা তখন সবচেয়ে বেশি কানে বাজে,'হোয়াট'স রং উইথ মি?' আমি চলছি,সুস্থ-স্বাভাবিক। কিন্তু এই প্রকৃতি,এই কোলাহল,এই শহর,এই মায়াজাল,এই একঘেয়ে আবেগ কোনোকিছুই আমাকে টানে না। আমাকে কিছু স্পর্শ করছে না। কিংবা আমিই হয়তো স্পর্শের বাইরে আছি। হয়তো!

আমাদের সবারই কখনো কোথাও একটা ফ্রিজিং পয়েন্ট ছিল। বরফখন্ডের মতো ভেসে ছিলাম প্রশান্ত কিংবা অাটলান্টিকে। ভেঙ্গেছি,চুরমার হয়েছি,ভাগ্য প্রসন্ন হলে গলতে পেরেছি। একটু উত্তাপের আশায় অপেক্ষা করেছি দিন,মাস,বছর কিংবা একটা জীবন...©️

30/12/2023

আজ সাদনিম এর ১৩ বছর হতো ll

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when sHaDow of SYrious posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share