Doctor Khoj- ডাক্তার খোঁজ

  • Home
  • Doctor Khoj- ডাক্তার খোঁজ

Doctor Khoj- ডাক্তার খোঁজ Through our Company We will provide Health information & Doctor Information in Bangladesh.

প্রচন্ড ঠান্ডা হলেও ইলেক্ট্রিক হীটারে পানি গরম করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পানি বিদ্যুৎ পরিবাহী বিধায় দ...
06/01/2023

প্রচন্ড ঠান্ডা হলেও ইলেক্ট্রিক হীটারে পানি গরম করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পানি বিদ্যুৎ পরিবাহী বিধায় দুর্ঘটনার সম্ভাবনা বেশি। চুলায় গরম করাই মনেহয় বেশি সেফ।
(ছবিঃ বালতি হীটারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর একসাথে মৃত্যু। )

🇦🇷 ARGENTINA ARE   CHAMPIONS
18/12/2022

🇦🇷 ARGENTINA ARE CHAMPIONS



 #ক্যান্সার_সচেতনতাঃওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছ...
28/05/2022

#ক্যান্সার_সচেতনতাঃ
ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।
তার মতে, মাত্র দুটি উপায় অনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-
১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।
২. এরপর এক গ্লাস গরম জলে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম জল পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।
মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।
৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।
চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।
উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।
সংগৃহীত

Happy Mother's Day
08/05/2022

Happy Mother's Day

🚨উচ্চ-রক্তচাপ নিয়ন্ত্রনের উপায়🚨👉 ওজন নিয়ন্ত্রন করুন।👉সপ্তাহে অন্তত ৫ দিন ৩০-৪০ মিনিট বেশ জোরে হাটুন🏃‍♂️ যাতে শরীরের ঘ...
27/04/2022

🚨উচ্চ-রক্তচাপ নিয়ন্ত্রনের উপায়🚨

👉 ওজন নিয়ন্ত্রন করুন।
👉সপ্তাহে অন্তত ৫ দিন ৩০-৪০ মিনিট বেশ জোরে হাটুন🏃‍♂️ যাতে শরীরের ঘাম ঝরে।
👉 প্রচুর🥦🥕 শাকসবজি ও ফলমূল খান।
👉 কার্বোহাইড্রেট কম খাবেন।
👉 টকদই খেতে পারেন।
👉 ধুমপানের অভ্যাস ত্যাগ করুন।
👉 খাবারে আলাদা লবন খাওয়ার অভ্যাস বাদ দিন।
👉 🍾 🍸এলকোহল পরিত্যাগ করুন।
👉 অতিরিক্ত ☕চা- কফির অভ্যাস ত্যাগ করুন।
👉 দুশ্চিন্তা মুক্ত থাকার অভ্যাস করুন।
👉 নিয়মিত রক্তচাপ মেপে লিখে রাখুন।
👉 চিকিৎসক এর পরামর্শ মেনে চলুন এবং নিয়মিত ফলোআপে যান।

🚨ইউরিন ইনফেকশন🚨(প্রস্রাবে জ্বালাপোড়া,তলপেটে ব্যাথা)ইউরিন ইনফেকশন হচ্ছে এমন একটা ইনফেকশন, যা আমাদের শরীরের কিডনি,ইউরেটর,...
19/04/2022

🚨ইউরিন ইনফেকশন🚨
(প্রস্রাবে জ্বালাপোড়া,তলপেটে ব্যাথা)

ইউরিন ইনফেকশন হচ্ছে এমন একটা ইনফেকশন, যা আমাদের শরীরের কিডনি,ইউরেটর,মূত্রথলি,মূত্রনালী যেকোনো অংগের ইনফেকশনের কারণেই হতে পারে। এটা সাধারণত মূত্রাশয় এবং মূত্রনালীতে ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্যই হয়ে থাকে।

👧 ইউরিন ইনফেকশনের ঝুকি নারীদের বেশি কেন?

👉 প্রথম এবং প্রধান কারণ হলো নারী জননাঙ্গের অবস্থান ।নারীদের যোনিপথ এবং পায়ুপথের দূরত্ব কম হওয়ার কারনে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়া সহজ।আর মেয়েদের মূত্রনালীর দৈর্ঘ্য ছেলেদের তুলনায় কম হওয়ার কারনে ব্যাকটেরিয়া দ্রুত উপরে উঠে যেতে পারে এবং সংক্রমন ছড়াতে পারে।
তবুও পুরুষদের ইউরিন ইনফেকশনে আক্রান্ত হওয়ার হার নিতান্তই কম নয়।

🗣️ কেনো হয় ইউরিন ইনফেকশন?

👉ব্যাকটেরিয়ার সংক্রমণ,
👉লম্বা সময় প্রস্রাব আটকে রাখলে প্রস্রাবের ইউরিয়া এবং এমাইনো এসিডের মতো দূষিত পদার্থ থেকে ব্লাডারে জীবাণু জন্মায় এবং ইনফেকশন ছড়ায়।
👉ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে।
👉দীর্ঘমেয়াদে ক্যাথেটার ব্যাবহার করলে।
👉পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হলে,
👉কিডনিতে পাথর হলে,
👉কিডনি বা মুত্রনালীর অপারেশনে।
👉মহিলাদের মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে গেলে।

🗣️ লক্ষন বা কিভাবে বুঝবো?

👉বার বার প্রস্রাবের বেগ আসা,কিন্তু অল্প পরিমানে প্রস্রাব হওয়া।
👉প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হওয়া।
👉ঘোলা/রক্তবর্ন/কড়া হলুদ বর্নের প্রস্রাব হতে পারে।
👉জ্বর জ্বর ভাব বা কাপুনি দিয়ে জ্বর আসতে পারে।
👉বমি বমি ভাব বা বমি হওয়া।
👉তীব্র ঝাঝালো গন্ধযুক্ত প্রস্রাব হতে পারে।
👉তলপেটের নীচের দিকে ব্যাথা অথবা পিঠের নিচের অংশে ব্যাথা হতে পারে।

🗣️ প্রতিকার কিভাবে?
👉বেশি বেশি পানি পান করতে হবে, যাতে ব্যাকটেরিয়া জন্ম নেওয়ার আগেই প্রস্রাবের সাথে বেরিয়ে আসতে পারে।
👉৪/৫ ঘন্টার বেশি প্রস্রাব আটকে রাখা যাবেনা।
👉হালকা লবনাক্ত কুসুম গরিম পানিতে ভ্যাজাইনাল এরিয়া পরিস্কার করতে হবে।
👉শৌচকার্যের সময় সামনে থেকে পেছনের দিকে পরিস্কার করতে হবে।
👉যৌনমিলনের পরপরই প্রস্রাব করে ব্লাডার খালি করতে হবে এবং ১ গ্লাস পানি খেতে হবে।
👉নিয়মিত ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে।

🗣️ কি কি জটিলতা দেখা দিতে পারে?

ইউরিন ইনফেকশন হলে দ্রুত চিকিৎসক দেখিয়ে সম্পূর্ণ চিকিৎসা নিলে পরে আর জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা কম।কিন্তু চিকিৎসা না করালে-
👉 প্রতি বছর ৪ - ৬ মাস পর পর ই ইউরিন ইনফেকশন হতে পারে।
👉কিডনি নস্ট হয়ে যেতে পারে।
👉গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন হলে সমস্যা আরও বেশি হতে পারে। এতে কম ওজনের বাচ্চা এবং প্রিম্যাচিউর বাচ্চা জন্মের হার বেড়ে যায় বহুগুন।

তাই সময়মতো ডাক্তারের পরামর্শ নিন।
সুস্থ জীবন যাপন করুন।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

❌ঘুম ভেঙে তাড়াহুড়ো করে বাথরুমে যাবেন না❌যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি ...
17/04/2022

❌ঘুম ভেঙে তাড়াহুড়ো করে বাথরুমে যাবেন না❌

যারা রাত্রে বা ভোরে বাথরুমে যাবার জন্য ঘুম থেকে ওঠেন তাদের জন্য ডাক্তারদের একটি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ:

আমরা প্রায়ই শুনতে পাই একেবারে সুস্থ একজন মানুষ রাতের বেলা হঠাৎ মারা গেছেন। এটার একটা কারন হচ্ছে রাতে বাথরুমে যাবার জন্য ঘুম ভেঙ্গে গেলে আমরা তাড়াহুড়ো করে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ি, যা ব্রেইনে রক্তের প্রবাহ হঠাত কমিয়ে দেয়। এটা আপনার ইসিজি প্যাটার্নও বদলে দেয়।

হুট্ করে ঘুম থেকে উঠেই দাঁড়িয়ে পড়ার দরুন আপনার ব্রেইনে সঠিক ভাবে অক্সিজেন পৌছাতে পারেনা, যার ফলে হতে পারে হার্ট এ্যাটাকের মত ঘটনাও।

ডাক্তাররা ঘুম থেকে উঠে বাথরুমে যাবার আগে সবাইকে 'দেড় মিনিট' সময় নেয়ার একটি ফর্মুলা দিয়েছেন।

এই দেড় মিনিট সময় নেয়াটা জরুরি কারন এটা কমিয়ে আনবে আপনার আকস্মিক মৃত্যুর সম্ভাবনা।

হঠাৎ এই উঠে পড়ার সময়ে এই দেড় মিনিটের ফর্মুলা বাঁচিয়ে দিতে পারে আমাদের জীবন।

১। যখন ঘুম থেকে উঠবেন, হুট করে না উঠে মিনিমাম তিরিশ সেকেন্ড বিছানায় শুয়ে থাকুন।

২। এরপর উঠে বিছানায় বসে থাকুন তিরিশ সেকেন্ড।

৩। শেষ তিরিশ সেকেন্ড বিছানা থেকে পা নামিয়ে বসুন।

এই দেড় মিনিটের কাজ শেষ হবার পর আপনার ব্রেইনে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন পৌছাবে যা আপনার হার্ট এ্যাটাকের ঝুঁকি একদম কমিয়ে আনবে।

খুবই গুরুত্তপুর্ন এই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যটি‌ ছড়িয়ে দিন আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত লোকজনের মাঝে। নিজে এই ফর্মুলাটি মেনে চলুন এবং অন্যদেরকেও মানতে বলুন।

মনে রাখবেন যেকোন বয়সের মানুষের ক্ষেত্রেই এমন দুর্ঘটনা ঘটে। সুতরাং সবাই নিয়মটি মানতে চেষ্টা করবেন প্লিজ।
বিদ্রঃ সংগৃহীত, জনসচেতনতার জন্যে প্রচারিত, শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন।

Happy World Health Day! The theme for the World Health Day 2022 is “Our Planet Our Health “ which focus global attention...
07/04/2022

Happy World Health Day! The theme for the World Health Day 2022 is “Our Planet Our Health “ which focus global attention on urgent actions needed to keep humans and the planet healthy and foster a movement to create societies focused on well-being!

ইফতারের পর হার্ট এটাক বাড়ছে :সতর্ক হতে হবে:ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়...
06/04/2022

ইফতারের পর হার্ট এটাক বাড়ছে :
সতর্ক হতে হবে:
ইফতারের পর হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হওয়ার হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।অনেকে হার্ট এটাকের ব্যাথা কে ভুল করে এসিডিটির পেইন মনে করে এন্টাসিড বা ইনো খেয়ে আরো বেশী অসুস্থ হয়ে বা তীব্র বুকের ব্যাথা নিয়ে রমজান মাসে সন্ধ্যা বেলা ইফতারির পর চিকিৎসক এর চেম্বারে বা হসপিটালের ইমারজেন্সী বিভাগে চলে আসেন। ইসিজি করার পর প্রতীয়মান হয় যে উনার হার্ট এটাক হয়েছে এবং ততক্ষণে জটিলতা বেড়ে যায়।

যেকোনো ভারী খাবার দাবারের পর হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। প্রচুর খাবার একসাথে গেলে সেগুলোকে সামাল দেয়ার জন্য পাকস্থলীকে তার কাজ অনেক বেশি বাড়িয়ে দিতে হয়। বেশি কাজ মানেই বেশি শক্তি। এই অতিরিক্ত শক্তির জন্য তার রক্তও দরকার হয় বেশি। কিন্তু এই রক্ত সে পাবে কই?
পাকস্থলীর মোটামোটি কাছের প্রতিবেশী যেহেতু হার্ট, তখন হার্টকে স্যাক্রিফায়েস করতে হয় বেশ খানিকটা রক্ত। আর ঠিক তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা।

রোজায় সারাদিন না খেয়ে আমরা স্বাভাবিকভাবেই বেশ ক্ষুধার্ত থাকি। ব্রেইন বারবার সিগনাল পাঠাতে থাকে - খাবার দাও, খাবার দাও।
টেবিলে সাজানো সুস্বাদু সব খাবার আর ব্রেইনের সিগনালের ফাঁদে আমরা খুব সহজেই ধরা পড়ে যাই। গোগ্রাসে প্রচুর খাবার গিলতে থাকি।
তারপর আমাদের অজান্তেই শরীরের মধ্যে চলতে থাকে আন্তঃপ্রতিবেশী রক্ত আদান-প্রদান। কখনো কখনো হজম প্রক্রিয়াকে তরান্বিত করতে শরীরের বিভিন্ন অর্গান বা অংগ থেকে পাকস্থলী বা স্টম্যাক এর দিকে রক্তের ডাইভারসন হয়, এর মাঝে হৃদপিন্ড বা হার্ট অন্যতম যেখানে রক্ত চলাচলে স্বল্পতা ঘটে।ফলশ্রুতিতে ভারী খাবার দাবারের ২ ঘন্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় চারগুণ।

তাই, ইফতারে খাবার কম খান। দরকার হলে অল্প অল্প করে ২/৩ বারে খান।
নিজের স্বজনদের খাবারের দিকেও খেয়াল রাখুন।

Collected

যশোর হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার লিস্ট_১. যশোর ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারবাড়ী নং-৬৮, জেল রোড, দড়াটানা...
28/03/2022

যশোর হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার লিস্ট_

১. যশোর ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার
বাড়ী নং-৬৮, জেল রোড, দড়াটানা, ঘোপ, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 042160070 , 042160071
মোবাইলঃ 01706363640 , 01706363641 , 01929454545

২. কুইন্স হসপিটাল (প্রাঃ) লিমিটেড
জেল রোড, যশোর, বাংলাদেশ
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-68355, 0421-68388
মোবাইলঃ 01716-016650, 01919-016650

৩. মডার্ণ হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) সামনে, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-66575
মোবাইলঃ 01711-359639, 01766-779800

৪. দড়াটানা হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ( সদর হাসপাতাল ) রোড, দড়াটানা, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-61393, 0421-68970
মোবাইলঃ 01711-826860

৫. একতা হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেড
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) সামনে,যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-68366
মোবাইলঃ 01716-518814

৬. রেনেসাঁ হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ( সদর হাসপাতাল ), দড়াটানা, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-61725, 0421-61726
মোবাইলঃ 01926-434343, 01977-248387, 01729-248387

৭. যশোর ডায়াগনস্টিক সেন্টার
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) মেইন গেটের সামনে (আণ্ডারগ্রাউণ্ড) , যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-71481
মোবাইলঃ 01953-840080, 01792-781234

৮. অসীম ডায়াগনস্টিক সেন্টার এণ্ড হসপিটাল
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) মেইন গেটের সামনে ,যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-71756
মোবাইলঃ 01971-246475, 01711-246475

৯. কম-টেক ডায়াগনস্টিক সেন্টার এণ্ড হসপিটাল
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) মেইন গেটের সামনে ,যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-62743
মোবাইলঃ 01936-612701, 01920-010101

১০. পপুলার ডায়াগনস্টিক সেন্টার
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) মেইন গেটের সামনে ,যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-60844
মোবাইলঃ 01919-752075, 01730-973898
১১. ল্যাবজোন স্পেশালাইজড হসপিটাল
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) মেইন গেটের সামনে ,যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01782-830692

১২. অর্থোপেডিক ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক সেন্টার
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) মেইন গেটের সামনে ,যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01960-465431, 01710-818001

১৩. দেশ ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক সেন্টার
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) ৩নং গেটের সামনে ,যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01977-904310, 01730-904310

১৪. কিংস মেডিকেল সার্ভিসেস এণ্ড হসপিটাল
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) ৩নং গেটের সামনে ,যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-71112
মোবাইলঃ 01978-028747

১৫. আল্ট্রাভিশন ডায়াগনস্টিক সেন্টার
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ( সদর হাসপাতালের ) ও কিংস হাসপাতালের পশ্চিম পার্শ্বে ,যশোর।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-71800
মোবাইলঃ 01916-688032, 01726-506076

১৬. প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ( সদর হাসপাতাল ) রোড, দড়াটানা, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-66277
মোবাইলঃ 01716-007024

১৭. গ্রীণহার্ট ডায়াগনস্টিক এণ্ড কনসালটেশন সেন্টার
২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ( সদর হাসপাতাল ) রোড, দড়াটানা, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01757-514485

১৮. ল্যাবএইড লিঃ ( ডায়াগনস্টিক ), যশোর
জেল রোড, দড়াটানা, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-72091, 0421-72092, 0421-72093, 0421-72094
মোবাইলঃ 01766-662005

১৯. সেন্ট্রাল হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স
জেল রোড, দড়াটানা, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-60760
মোবাইলঃ 01919-757080

২০. ফেমাস ডেন্টাল সার্জারী
কুইন্স হসপিটাল এর সামনে , জেল রোড, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01715-854905, 01718-448878

২১. বন্ধন হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার
কুইন্স হসপিটাল এর সামনে , জেল রোড, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01945-886907

২২. আলী ডেন্টাল কেয়ার এণ্ড অর্থডন্টিকস
কুইন্স হসপিটাল এর পূর্ব পাশে, জেল রোড,যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01718-364580

২৩. পদ্মা নার্সিং হোম
কুইন্স হসপিটাল এর পূর্ব পাশে, জেল রোড,যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01792-289757, 01721-515717, 01918-701388

২৪. ন্যাশনাল হেয়ারিং কেয়ার সেন্টার
কুইন্স হসপিটাল এর পূর্ব পাশে, জেল রোড,যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01941-910722, 01725-316020, 01955-265855

২৫. ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এণ্ড হসপিটাল এণ্ড হেয়ারিং কেয়ার
ঘোপ, জেল রোড, যশোর ।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-60404
মোবাইলঃ 01716-561396, 01721-588400, 01918-205205

২৬. মাতৃসেবা ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিক সেন্টার
১০০ ঘোপ, জেল রোড, যশোর ।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01727-921296, 01919-277335

২৭. ইউনাইটেড আই এণ্ড জেনারেল হসপিটাল
৫৭ জেল রোড, যশোর, বাংলাদেশ
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-66737
মোবাইলঃ 01781-900900

২৮. জনতা হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার
১৩১, জেল রোড, যশোর ।
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-68144, 0421-68155
মোবাইলঃ 01712-540054

২৯. উত্তরা প্রাইভেট হাসপাতাল
৫৩, জেল রোড, ঘোপ, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-66347
মোবাইলঃ 01711-453780, 01711-188880

৩০. আলিফ ট্রমা সেন্টার
৫১৬, ঘোপ সেন্ট্রাল রোড, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01734-862625, 01936-347159

৩১. জারা ডায়াগনস্টিক কনসালটেশন এণ্ড ট্রেনিং সেন্টার
৫১৬, ঘোপ সেন্ট্রাল রোড, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01889-669187, 01728-258847

৩২. সিটি হসপিটাল লিঃ
ঘোপ সেন্ট্রাল রোড, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01774-769335, 01774-769336

৩৩. যশোর আধুনিক হাসপাতাল
ঘোপ সেন্ট্রাল রোড, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
মোবাইলঃ 01908-668800, 01792-286463

৩৪. জেনেসিস হসপিটাল
১৬২/১ হযরত গরিব শাহ রোড, যশোর ( ফাতিমা হসপিটাল এর সামনে , চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড )
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-71900
মোবাইলঃ 01795-255552

৩৫. হাসিনা ক্লিনিক এণ্ড নার্সিং হোম
পালবাড়ি, নতুন খয়ের তলা, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-65737
মোবাইলঃ 01711-237078

৩৬. ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস লিঃ
এম এম আলী রোড, মাইকপট্টি, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-67733, 0421-67744
মোবাইলঃ 01712-550099, 01615-227226, 01842-287226

৩৭. নোভা মেডিকেল সেন্টার হসপিটাল
হরিনাথ দত্ত লেন, নিরালা রোড, মাইকপট্টি, যশোর
ডাক্তার সিরিয়াল ও তথ্যের জন্য
ফোনঃ 0421-68789
মোবাইলঃ 01911-451121


©jeshore doctor's information

“আপনার কিডনীঃ নিজের,পরিবারের ও দেশের জীবন শক্তি”- সবার জন্য সুস্থ কিডনী, অজানাকে জানুন ও কিডনী ভাল রাখুন। Today is The W...
10/03/2022

“আপনার কিডনীঃ নিজের,পরিবারের ও দেশের জীবন শক্তি”- সবার জন্য সুস্থ কিডনী,

অজানাকে জানুন ও কিডনী ভাল রাখুন।

Today is The World Kidney Day 2022 “Kidney Health for All”. বাংলাদেশে কোটি কোটি মানুষ কিডনী রোগে ভুগছেন তা অনেকেরই ও নিজের অজানা।

জীবন রক্ষার জন্যঃ

❌ ধুমপান বন্ধ করুন,
❌ ডায়েবেটিস নিয়ন্ত্রণে রাখুন ও
❌উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে হবে।
🥑🥦🥕খাদ্যাভাস পরিবর্তন জরুরী ও
🏃‍♂️🤾‍🏋️‍♂️ শারীরিক/মানষিক পরিশ্রমই কেবল সকলের সুস্থ কিডনী ও সুস্থ জীবন বয়ে আনতে সহায়তা করতে পারে।

আপনিই পারেন নিজের, পরিবারের ও সবার জন্য সুস্থ কিডনী ভাল রাখতে ভুমিকা রাখতে।

"International Women's Day"Gender equality Today for a sustainable Tomorrow.
08/03/2022

"International Women's Day"
Gender equality Today for a sustainable Tomorrow.

05/03/2022

Informative post🙂

ধরুন আপনার বাবার রক্তশূন্যতা। হিমোগ্লোবিন কমে গেছে। জরুরী রক্ত পরিসঞ্চালন করতে হবে। আপনার বাবা আর আপনি দুজনেই একই রক্তের গ্রুপ।

ধরা যাক বি" পজিটিভ। তাহলে নিশ্চয়ই আপনি বাবার জন্য রক্ত দেবেন। এবং সেটা করাই স্বাভাবিক।

আপনি বাবাকে রক্ত দিলেন। বাবা একটু সুস্থ। আপনার বেশ ভাল লাগছে। নিজেকে পরিতৃপ্ত মনে হচ্ছে।

১০-১৪ দিন পর আপনার বাবার জ্বর এলো। সাথে আবার রক্ত শূন্যতা, জন্ডিস,ডায়রিয়া,ত্বকে ফোস্কা।
ডাক্তারের কাছে নিয়ে গেলেন। চিকিৎসা চলছে। কিন্তু তাঁকে বাঁচানো গেলো না।

হঠাৎ এমন অসুস্থ হবার কারণটাও খুঁজে পাওয়া গেলো না।

বিষয়টি ভাবুন....

আপনজনের রক্ত পরিসঞ্চালন করার পর TA-GVHD হতে পারে। খুব কম সংখ্যক হয় কিন্তু হলে শতকরা ৯৫ ভাগ মৃত্যু হার। রোগীকে ফিরিয়ে আনা যায় না।

তবে ইরেডিয়েটেড করে রক্ত দিলে এই পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। কিন্তু আমাদের দেশে এই ব্যবস্থা সবখানে নেই।

অতএব আপনজন ডোনার না হওয়াটাই শ্রেয়। যেমন বাবা,মা, ভাই,বোন,ছেলে,মেয়ে।

-------

স্ত্রীর রক্তশূন্যতা। রক্ত লাগবে। আপনি স্বামী। খুব ভালবাসেন স্ত্রীকে। যেহেতু রক্তের গ্রুপ এক,তাই আপনিই রক্ত দিলেন।

এবার আপনার স্ত্রী সন্তানসম্ভবা। বাচ্চাটা বেড়ে উঠছে জঠরে।

আপনি জানেনও না আপনার দেওয়া রক্তের অন্য কোনো এন্টিজেনের বিরূদ্ধে এন্টিবডি তৈরী হয়ে আছে আপনার স্ত্রীর শরীরে। প্লাসেন্টা দিয়ে সেই এন্টিবডি বাচ্চার শরীরে যাচ্ছে এবং লোহিত রক্ত কণিকা ভাঙছে।
এটা হিমোলাইটিক ডিজিজ অব নিউবর্ন।

বাচ্চা প্রসবের পর তার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন লাগছে। বাচ্চাটাকে নিয়ে টানাটানি চলছে।

অতএব প্রজনন বয়সে স্বামী স্ত্রীকে রক্ত দেওয়া থেকে বিরত থাকাই উপায়।

-----
আপনি জানেনও না আপনার শরীরে থ্যলাসেমিয়া নামক অসুখের জিন আছে। কারণ আপনি মাইনর বা ট্রেইট। আপনার বিয়ের সময় অবশ্যই যার সাথে বিয়ে তার থ্যালাসেমিয়া আছে কিনা জেনে নিন। কারণ আপনার একটু রক্তশূন্যতা হওয়ায় পরীক্ষায় পাওয়া গেছে আপনি এই জিন বহন করছেন।

বিপদটা কোথায়?

আপনি এবং আপনার স্ত্রী দুজনই যদি এই জিন বহন করেন তবে বংশধরেরা এটা পাবে। এবং কেউ না কেউ হয়তো রোগটাকে নিয়ে জন্মগ্রহণ করবে।
তাকে ৩/৪ মাস পর পর রক্ত পরিসঞ্চালন করতে হবে। তার সাথে আরো কত বিষয় জড়িত!

-----
রক্তপরিসঞ্চালন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা জরুরী। এটা কোনো টনিক নয়, স্যালাইনও নয়।
শরীরের জীবিত কোষ প্রতিস্থাপন।

নানানরকম পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। প্রয়োজন ছাড়া রক্ত পরিসঞ্চালন থেকে বিরত থাকাই শ্রেয়। আরো অনেকভাবে চিকিৎসা করা যায়।

ফারহানা ইসলাম
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
মহাখালী, ঢাকা
ডিএমসি কে -৪১

আলহামদুলিল্লাহ..বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে Mechanical Heart Transplant করেছে ডা: জাহাঙ্গীর কবির স্যার। রাজধানীর ই...
03/03/2022

আলহামদুলিল্লাহ..

বাংলাদেশে প্রথমবারের মতো মানবদেহে Mechanical Heart Transplant করেছে ডা: জাহাঙ্গীর কবির স্যার। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে স্যারের নেতৃত্তে অপারেশনটি সম্পন্ন হয়।

অভিনন্দন স্যার..❤️❤️

Address

House-46,Road-02#Block -B,Model Town,Keraniganj ,Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Khoj- ডাক্তার খোঁজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram