
07/04/2025
#মেছতা 👨🦱 কেন হয়!!
➤হোমিও চিকিৎসায় দূর হয় মেছতার দাগ➤➤
✪পরিস্কার উজ্জ্বল দাগবিহীন ত্বক সবাই চায়।
✪কিন্তু অনেক সময় মুখে ছোপ ছোপ দাগ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
✪মুখে, গালে মেছতার কালো দাগ নিয়ে বিব্রত বোধ করেন অনেকেই।
➤➤মেছতা কি?
✪মেলাসমা বা মেছতা হলো ত্বকের একটি পিগমেন্টেশন ডিসঅর্ডার।
✪বেশিরভাগ সময় নারীরাই আক্রান্ত হয়।
✪সাধারণত শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে গেলে গালে এবং মুখে হালকা বা গাড় বাদামী রঙের দাগ দেখা দেয়।
✪এক্ষেত্রে মুখে কালচে ছোপ বা প্যাচ পড়ে, যা মুখের সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দেয়।
✪অনেক ক্ষেত্রে মুখ-কপালসহ বুকেও হতে পারে মেছতা।
➤➤মেছতা কেনো হয়?
★সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির প্রভাব, বংশগত কারণ, গর্ভধারণ, হরমোনজনিত সমস্যা ইত্যাদি।
★সাধারণত ত্বকের কোন অংশ যদি দীর্ঘসময় রোদের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে আসে সেখানে মেছতা দেখা দেয়।
★মুখে, গলায়, ঘাড়ে, পিঠে একধরনের মেছতার মতো কালো দাগ হয়, একে বলে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স।
★স্থূলতা থাকলে বা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকলে এই ধরনের কালো দাগ পড়তে পারে।
★এ ছাড়া বেশি কসমেটিক্স, রাসায়নিক দেওয়া ক্রিম মুখে ব্যবহার করলে একধরনের গুটি গুটি কালো দাগ হয় সারা মুখে।
★একে বলে পিগমেন্টেড কনট্যাক্ট ডার্মাটাইটিস। বিশেষ করে প্রসাধনী থেকে এমন ত্বকের সমস্যা দেখা দেয়।
★হাই ব্লাড প্রেসারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ বা বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও অনেক সময় মেছতার মত এমন দাগ হতে পারে।
➤➤মেছতা দূর করার উপায়-
✪✪জেনে রাখা ভালো মেছতার দাগ দ্রুত যায় না।
✪এর পেছনে সময় দিতে হবে এবং ধৈর্য রাখতে হবে।
★প্রথমেই মেছতার কারণ খুঁজতে হবে।
★কোন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হলে সে ওষুধ বন্ধ করতে হবে বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।
★এ ছাড়া হরমোনজনিত সমস্যা হলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
★মেছতার দাগ কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ ব্যবহার করা যেতে পারে।
➤➤অপকারীতাঃ
✪ডাক্তারের পরামর্শ ব্যাতীত ঔষধ সেবন করে কোন সমস্যা হলে কতৃপক্ষ দায়ী থাকিবে না।
✪হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন।
**ডাক্তার এবং ঔষধের জন্য যোগাযোগ :01408402001
ডা:সৌমেন পান্ডে
(কন্সালটেন্ট হোমিওপ্যাথিক)
ডি.এইস.এম.এস.(উ:হো:মে:ক),ফার্মেসী (নিটা),ডি:ই:এম:এস:(ইলেকট্র ন্যাচারোপ্যাথি,ইন্ডিয়া)
★★দেশী বিদেশি সকল প্রকার হোমিওপ্যাথি ঔষধ পাওয়ায় যায়।