Zubayer Islam Alif

Zubayer Islam Alif Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zubayer Islam Alif, Medical and health, Dhaka.

No gain no pain,Always speak truth.. 🪷

*The good physician treats the disease, But the great physician treats the patient who have disease
( Sir William Osler)

৭ বছর বয়সে র বাচ্চার পেটের ভিতর পায়খানা জমে শক্ত হয়ে এনাকোন্ডা (এক ধরনের বড় সাপ) র মতো হয়ে আছে। বাচ্চাকে অপারেশন করে এই ...
22/02/2025

৭ বছর বয়সে র বাচ্চার পেটের ভিতর পায়খানা জমে শক্ত হয়ে এনাকোন্ডা (এক ধরনের বড় সাপ) র মতো হয়ে আছে। বাচ্চাকে অপারেশন করে এই পায়খানা পরিষ্কার করতে হয়েছে।
বাচ্চা ২/৩ দিন কম খেলে সমস্যা নাই, কিন্তু প্রতিদিন পায়খানা না করলে অবশ্যই সমস্যা।
বাবা মা র জন্য উপদেশ -
১। বাচ্চাকে পানি ও তরল খাবার বেশি দিবেন।
২। দুধ ও দুধ জাতীয় খাবার কম দিবেন।
৩। বাইরের খাবার কম দিবেন।
৪। শাক সব্জি ও সিজনাল ফল খাওয়াবেন।
৫। ব্লেন্ড করা খাবার কম দিবেন, বাচ্চাকে খাবার চিবিয়ে খেতে দিবেন..

 #টপিক- ওসিফিকেশন(Ossification)ধীরে ধীরে মাটির শরীরটা পাথর হয়ে যেতে শুরু করে!  জ্বি, আসলেই এই disease এ মানুষের Muscle, ...
12/02/2025

#টপিক- ওসিফিকেশন(Ossification)
ধীরে ধীরে মাটির শরীরটা পাথর হয়ে যেতে শুরু করে!
জ্বি, আসলেই এই disease এ মানুষের Muscle, Fat, Tendon, Ligament, Fascia সব ধীরে ধীরে Bones এ convert হতে শুরু করে। শুধু ছোট্ট একটা Gene এ problem হলেই এটা হতে পারে।
**ACVR 1 gene (Activin A receptor type 1).
এটা 2 no. Chromosome এর long arm এ থাকে।

অসুস্থ হওয়াটাই স্বাভাবিক ছিল। সুস্থ থাকাটাই তো রবের সবচেয়ে বড় কুদরত।

 #টপিক এন্টিবায়োটিক..এন্টিবায়োটিক রেজিস্টেন্স - ভবিষ্যত ভয়াবহ!!  এখানে যে জীবাণু দ্বারা সংক্রমন হয়েছে, সেটার বিরুদ্ধে এক...
08/02/2025

#টপিক এন্টিবায়োটিক..
এন্টিবায়োটিক রেজিস্টেন্স - ভবিষ্যত ভয়াবহ!!

এখানে যে জীবাণু দ্বারা সংক্রমন হয়েছে, সেটার বিরুদ্ধে একমাত্র কার্যকর বা sensitive ওষুধ -- cotrim- যেটা ১৯৬০/৬২ সালের ঔষধ, এখন এই ঔষধ ব্যবহার হয় না বললেই চলে।
এই এক দাদার আমলের ঔষধ বাদে সকল নতুন এবং আপডেটেড জেনারেশন-এর এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বা অকার্যকর হয়ে গেছে এই জীবানুর বিরুদ্ধে।
হয়তো এই ঔষধ টাও যদি এভেইলেবল থাকতো সেটাকেও ইচ্ছে মতো খেয়ে রেজিস্ট্যান্ট করা হয়ে যেত!

*আমার এমনও রোগীর অবস্থা জানা আছে -- যার সকল এন্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে পেশাবের রাস্তা দিয়ে পুঁজ বের হতে হতে মারা গেছে। কোন ওষুধই কাজ করেনি..

*ইচ্ছে মতো অপ্রয়োজনে বিশেষজ্ঞ / অভিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ক্রয়বিক্রয় বন্ধ করতেই হবে, মেনে চলতেই হবে।
*আর এন্টিবায়োটিক দরকার হলে - সময়মতো, নিয়মিত ডোজ কমপ্লিট করে খেতে হবে...

 #টপিক-ঘাড় ব্যাথা #কারণ- ১.দীর্ঘ সময় মাথা নিচু করে কোন কাজ করলে বা দীর্ঘসময় মাথা নিচু করে ফোন দেখলে, স্বাভাবিকের তুলনা...
30/01/2025

#টপিক-ঘাড় ব্যাথা

#কারণ-
১.দীর্ঘ সময় মাথা নিচু করে কোন কাজ করলে বা দীর্ঘসময় মাথা নিচু করে ফোন দেখলে, স্বাভাবিকের তুলনায় একটু উঁচু বালিশে মাথা দিয়ে ঘুমালে
২.আর্থ্রাইটিস, টিউমার, ট্রমা, স্পন্ডাইলোসিস,ঘাড়ের,
মাসেল স্পাজম,ঘাড়ের নার্ভ চাপ পড়লে

#চিকিৎসা -ঘাড়ের মাসেল রিলাক্স, ফিজিক্যাল থেরাপি, হিট দেওয়া,নিচু বালিশে ঘুমানো, ঘাড়ের সারভাইকল বেল্ট পড়া পেইন কিলার, ট্রাকশন, ইনজেকশন, সার্জারি

প্রতিরোধ -নিয়মিত ব্যায়াম করা, শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা, ঘাড় সঠিক পজিশনে রাখা, ভারী বস্তু না তোলা

 #টপিক - ব্যাক পেইন ( Back pain)- কোমড়ে ব্যাথা বা পিঠে ব্যাথা. শতকরা ৯০% মানুষ জীবনের কোনো না কোনো সময় এই ব্যাক পেইন অনু...
24/01/2025

#টপিক - ব্যাক পেইন ( Back pain)- কোমড়ে ব্যাথা বা পিঠে ব্যাথা.
শতকরা ৯০% মানুষ জীবনের কোনো না কোনো সময় এই ব্যাক পেইন অনুভব করেছে.

#কারণ- Trauma, Stenosis, Arthritis, PLID,Infection, Ankylosis, Bad posture and more

#চিকিৎসা - সঠিক posture, pain killer, ফিজিক্যাল থেরাপি,সার্জারী, কোনো সময় Lminectomy,

 #টপিক-অর্থোপেডিক্স সার্জারী ১.আর্থোপ্লাস্টি- এইটা হচ্ছে একটা সার্জারী যার মাধ্যমে একটা জয়েন্টের মুভমেন্ট রিস্টোর করা,য...
21/01/2025

#টপিক-অর্থোপেডিক্স সার্জারী

১.আর্থোপ্লাস্টি- এইটা হচ্ছে একটা সার্জারী যার মাধ্যমে একটা জয়েন্টের মুভমেন্ট রিস্টোর করা,যাতে পেসেন্ট আবার হাটাচলা করতে পারে স্বাভাবিকভাবে, এখানে কেটে ফেলানো হয় এবং আর্টিফিশিয়াল জয়েন্ট রিপ্লেসমেন্ট করা হয়
২.আর্থোডেসিস-এটা হচ্ছে একটা জয়েন্ট কে ফিউজ করে দেওয়া,যাতে পেশেন্ট তার কিছু প্রয়োজনীয় কাজ করতে পারে
৩.আর্থোসকপি-এটা হচ্ছে এক ধরনের যেখানে জয়েন্ট এর ভিতরে অবস্থা দেখা হয়. যার মাধ্যমে একটি জয়েন্টের ভিতরে সমস্যা বোঝা যায়
৪.অস্টিওটমি- এইটা হচ্ছে বিভিন্ন জায়গার হাড় কেটে তার পজিশন ঠিক করা হয়, অনেক সময় হাড় বড় হয়ে যেতে পারে,তখন হাড় সঠিক মাফে কেটে ঠিক করা হয়, বা হাড় বাকা কেটে সোজা করা হয়,,আরো ইত্যাদি

 #টপিক Sprain( মচকানো),Strain(টান) : Sprain আমাদের লিগামেন্ট ইঞ্জুরি বুজায়  : Strain হচ্ছে আমাদের টেনডন এবং পেশি ইঞ্জুরি...
20/01/2025

#টপিক Sprain( মচকানো),Strain(টান)

: Sprain আমাদের লিগামেন্ট ইঞ্জুরি বুজায়

: Strain হচ্ছে আমাদের টেনডন এবং পেশি ইঞ্জুরি বুজায়.

তবে বেশিরভাগ সময় আমরা sprain এর পেসেন্ট পায়.. সব থেকে বেশি পায় Knee injury ( হাটুতে ইঞ্জুরি) এবং Ankle injury ( পায়ের গোড়ালি).

  Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে।🔹 এটি Sarcoptes scabiei না...
18/01/2025


Scabies (বাংলায় খোশ/পাচড়া) বর্তমানে বাংলাদেশে একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছে।

🔹 এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র পরজীবি দ্বারা সৃষ্ট, যা শরীরের তীব্র চুলকানি, জ্বালাপোড়া, অস্বস্তি, এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটায়।
🔹 রোগটি খুব দ্রুত একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকেও সংক্রমিত হয়।
Scabies-এর ভয়াবহতা:
১.রাতে সুন্দরভাবে ঘুমাতে পারে না

২ এটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে ।

যদিও চিকিৎসার খরচ কম, তবে পদ্ধতিটি অনেকের জন্য জটিল।

আপনার করণীয়:
১. ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
২. আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক, বিছানার চাদর ইত্যাদি আলাদা রাখুন।
৩.একই পোশাক একদিনের বেশি প্ড়বেন না.
৪.গোসলের সময় পানিতে হালকা সেভলন দিয়ে নিন।
৫. চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিন।

জাতীয় পর্যায়ে প্রয়োজন:
* সরকারিভাবে জনগণকে সচেতন করা।
* আক্রান্ত পরিবারগুলোকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান।

Scabies প্রতিরোধে আমরা সবাই একসাথে সচেতন হই এবং অন্যদের সহযোগিতা করি।

অনেকের হাতের ডানপাশ বামপাশ বা হাতের কব্জি তে ব্যাথা করে এবং কব্জি অনেকে আর উচু করতে পারে না,,এই সমস্যাগুলা যে যে স্নায়ু ...
17/01/2025

অনেকের হাতের ডানপাশ বামপাশ বা হাতের কব্জি তে ব্যাথা করে এবং কব্জি অনেকে আর উচু করতে পারে না,,
এই সমস্যাগুলা যে যে স্নায়ু সমস্যার জন্য হয়ে থাকে. নিজে দেখানো হয়েছে..

চিকিৎসা - ফিজিক্যাল থেরাপি,পেইন কিলার, ইনজেকশন এবং সার্জারী

 #টপিক : Frozen Shoulder ( Adhensive capsulitis)  shoulder এটা হচ্ছে  এমন একটা অবস্থা,যেখানে হাতের ডানায় প্রচন্ড ব্যথা ...
16/01/2025

#টপিক : Frozen Shoulder ( Adhensive capsulitis)
shoulder এটা হচ্ছে এমন একটা অবস্থা,যেখানে হাতের ডানায় প্রচন্ড ব্যথা থাকে এবং হাত উচু করা যায় না, এই ব্যথা বেশ কিছুদিন থাকে

#রোগের কারণ -ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম
বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের এই সমস্যা বেশি দেখা যায়।
রোগী এসে বলে সে পড়ে যায়নি বা কোন আঘাত পায়নি তাও ব্যথা হচ্ছে দীর্ঘদিন ধরে
#চিকিৎসা -NSAIDs drug, Physical therapy, Injection, Surgery..
তবে থেরাপি বেশ ফলদায়ক এই সমস্যায়
#বি.দ্র- শরীরচর্চা আমাদের শারিরীক এবং মানসিক স্বাস্থ্যকে উন্নতি করে,তাই নিয়মিত শরীরচর্চা করা উচিত

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zubayer Islam Alif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram