18/10/2024
Napa 500 mg = paracetamol 500 mg
Napa Extra = paracetamol 500 mg + 65 mg caffeine
Napa extend= Paracetamol 665 mg
কখন কোন টা দিবেন?
১... plane paracetamol 500 mg, এইটার Anti Pyretic action আছে
কারো জ্বর উঠছে, জ্বরে শরীর পুড়ে, তবে তেমন একটা ব্যাথা নাই৷ তাকে Plane Paracetamol 500 mg or 665 mg দিতে পারেন,
Napa 500 and Napa 665 এর মধ্যে কেবল ডোজের পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই,
এখন মনে করুন, কারো Painful febrile condition, তাকে কি দিবেন?
পেশেন্ট এসে বললো,
আমার জ্বর, সাথে সর্ব অঙ্গে ব্যাথা
তখন জ্বরের জন্য প্যারাসিট্যামল ৫০০ আর ব্যাথার জন্য Ketorolac দিবেন?
কখনোই না,
কারণ Febrile condition এ এমনিতে GIT irritated হয়ে থাকে, NSAID দিলে acute PUD হতে পারে,
তাহলে কি করবেন?
জ্বর + সারা শরীর ব্যাথা....
Option-1:.
Analgesic dose of paracetamol
Paracetamol 500 mg For Adult =
এইটা প্যারাসিটামল এর Anti pyretic dose,
তাহলে what is Analgesic dose of paracetamol?
Paracetamol 1 gm 6 hourly.
তাহলে জ্বর + সারা শরীর ব্যাথা থাকলে আলাদা NSAID লাগবেনা,
কেবল প্যারাসিটামল এর ডোজ বাড়িয়ে দিলেই হবে,
Rx- Tab: Napa 500 mg
2+2+2+2
Option -2..
২... Napa Extra = Paracetamol + Caffaine থাকে,
Caffeine এর কাজ কি?
আমাদের ক্লান্তি অবসাদ লাগলে আমরা কি করি? কফি বানিয়ে খাই,
হঠাৎ লঞ্চ ভ্রমণ করতেছেন, ক্লান্তি আসলো, রাত কি দিন, সেই চিন্তা না করে আমরা ক্লান্তি দূর করার জন্য মাঝ রাতেও লঞ্চের বারান্দায় কফি তৈরি করে খাই, যেনো ক্লান্তি দূর হয়,
আবার আমাদের মাথা ব্যাথা হলেও আমরা কফি খাই,
এক কাফ কফি তে 100 mg caffeine থাকে, আর একটা Napa extra তে৷ 65 mg Caffeine থাকে,
Caffeine এর স্বাভাবিক কাজ হচ্ছে Increase alertness, Remove tiredness, Stimulate CNS to feel environment. .
তাই জ্বরে যদি কারো মধ্যে অতিরিক্ত ক্লান্তি অবসাদ লাগে, কিংবা মাথা ব্যাথা থাকে, কিংবা mild body ache থাকে, তাহলে তাকে Napa Extra দিবেন, paracetamol + caffeine,
Paracetamol জ্বর কমাবে, caffeine ম্যাথা ব্যাথা, শরীর ম্যাজম্যাজ করা কিংবা ক্লান্তি অবসাদ দূর করবে,
দৈনিক কয়টা Napa extra খাওয়া যাবে?
দৈনিক ৬ টা,
কারণ caffeine এর FDA recommended dose 400 mg/Daily
Collected -