Nursing Help Care Center

Nursing Help Care Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nursing Help Care Center, Dhaka.

আসসালামু আলাইকুম নার্সিং হেল্প কেয়ার সেন্টার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের পেইজের মাধ্যমে নার্সিং সম্পর্কিত সকল সমস্যার সমাধান এবং নার্সিং শিক্ষা শিক্ষার্থীদের কাছে সহজ ভাবে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সবাই আমাদের সহযোগিতা করবেন

ধন্যবাদ

Metronidazole
05/12/2024

Metronidazole

18/10/2024

Napa 500 mg = paracetamol 500 mg
Napa Extra = paracetamol 500 mg + 65 mg caffeine

Napa extend= Paracetamol 665 mg

কখন কোন টা দিবেন?

১... plane paracetamol 500 mg, এইটার Anti Pyretic action আছে

কারো জ্বর উঠছে, জ্বরে শরীর পুড়ে, তবে তেমন একটা ব্যাথা নাই৷ তাকে Plane Paracetamol 500 mg or 665 mg দিতে পারেন,

Napa 500 and Napa 665 এর মধ্যে কেবল ডোজের পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই,

এখন মনে করুন, কারো Painful febrile condition, তাকে কি দিবেন?

পেশেন্ট এসে বললো,
আমার জ্বর, সাথে সর্ব অঙ্গে ব্যাথা

তখন জ্বরের জন্য প্যারাসিট্যামল ৫০০ আর ব্যাথার জন্য Ketorolac দিবেন?

কখনোই না,
কারণ Febrile condition এ এমনিতে GIT irritated হয়ে থাকে, NSAID দিলে acute PUD হতে পারে,

তাহলে কি করবেন?

জ্বর + সারা শরীর ব্যাথা....

Option-1:.

Analgesic dose of paracetamol

Paracetamol 500 mg For Adult =
এইটা প্যারাসিটামল এর Anti pyretic dose,

তাহলে what is Analgesic dose of paracetamol?

Paracetamol 1 gm 6 hourly.

তাহলে জ্বর + সারা শরীর ব্যাথা থাকলে আলাদা NSAID লাগবেনা,
কেবল প্যারাসিটামল এর ডোজ বাড়িয়ে দিলেই হবে,

Rx- Tab: Napa 500 mg
2+2+2+2

Option -2..
২... Napa Extra = Paracetamol + Caffaine থাকে,

Caffeine এর কাজ কি?

আমাদের ক্লান্তি অবসাদ লাগলে আমরা কি করি? কফি বানিয়ে খাই,
হঠাৎ লঞ্চ ভ্রমণ করতেছেন, ক্লান্তি আসলো, রাত কি দিন, সেই চিন্তা না করে আমরা ক্লান্তি দূর করার জন্য মাঝ রাতেও লঞ্চের বারান্দায় কফি তৈরি করে খাই, যেনো ক্লান্তি দূর হয়,

আবার আমাদের মাথা ব্যাথা হলেও আমরা কফি খাই,

এক কাফ কফি তে 100 mg caffeine থাকে, আর একটা Napa extra তে৷ 65 mg Caffeine থাকে,


Caffeine এর স্বাভাবিক কাজ হচ্ছে Increase alertness, Remove tiredness, Stimulate CNS to feel environment. .

তাই জ্বরে যদি কারো মধ্যে অতিরিক্ত ক্লান্তি অবসাদ লাগে, কিংবা মাথা ব্যাথা থাকে, কিংবা mild body ache থাকে, তাহলে তাকে Napa Extra দিবেন, paracetamol + caffeine,

Paracetamol জ্বর কমাবে, caffeine ম্যাথা ব্যাথা, শরীর ম্যাজম্যাজ করা কিংবা ক্লান্তি অবসাদ দূর করবে,

দৈনিক কয়টা Napa extra খাওয়া যাবে?

দৈনিক ৬ টা,
কারণ caffeine এর FDA recommended dose 400 mg/Daily

Collected -

শীঘ্রই যাত্রা শুরু হবে "বাংলাদেশ ইয়ুথ নার্সেস সোসাইটি-BYNS" নামক সংগঠনের।
17/10/2024

শীঘ্রই যাত্রা শুরু হবে "বাংলাদেশ ইয়ুথ নার্সেস সোসাইটি-BYNS" নামক সংগঠনের।

16/10/2024

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে (চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট) শুরু হতে যাচ্ছে।

⚠ এইচপিভি টিকা কি❓
✅ হিউমান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে।
✅ এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর।
✅ বাংলাদেশ সরকারের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা বিনামুল্যে প্রদান করা হবে।
✅ এছাড়াও কিশোরীরা তাদের নিকটস্থ টিকাকেন্দ্রে যেয়ে এইচপিভি টিকা নিতে পারবে।

টিকা নেওয়ার জন্য নিবন্ধন করুন 👇
www.vaxepi.gov.bd

ঢাকা নার্সিং কলেজে হোস্টেল দখল নিয়ে কর্মচারী-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৫ঢাকা নার্সিং কলেজে হোস্টেল দখলকে কেন্দ্র করে কর্মচ...
05/10/2024

ঢাকা নার্সিং কলেজে হোস্টেল দখল নিয়ে কর্মচারী-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৫

ঢাকা নার্সিং কলেজে হোস্টেল দখলকে কেন্দ্র করে কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ শিক্ষার্থী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতরা হলো– বিএসসি ইন নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিনথিয়া ও চূড়ান্ত বর্ষের নাঈমা জান্নাত এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফাইরির প্রথম বর্ষের শিক্ষার্থী সাম্মি, নিপুণ ও রাভিনা।

সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও নার্সিং কলেজ কর্তৃপক্ষের সভা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ অক্টোবরের মধ্যে কর্মচারীদের হোস্টেল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘এই নার্স হোস্টেলটি আমাদের। নার্সিং কলেজে যারা চাকরি করে, তারা দীর্ঘদিন যাবত হোস্টেলটি দখল করে রেখেছে। এর আগে হাসপাতালের পরিচালকসহ সকলের সিদ্ধান্তে স্টাফদের (কর্মচারী) হোস্টেল ছাড়তে এক মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা একমাসের জায়গায় দেড় মাস হয়ে গেলেও হোস্টেলটি ছাড়েনি। আজ তাদের হোস্টেল ছাড়তে বলা হলে ধাক্কাধাক্কির একপর্যায়ে গরম পানি পড়ে আমাদের ৫ শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক নার্সিং কলেজের এক কর্মচারী বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত নার্সিং কলেজের হোস্টেলে থাকি। কিন্তু এতদিন এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা না হলেও গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর তারা এখন তাদের এই হোস্টেল দাবি করছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়া জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ নার্সিং কলেজে শিক্ষার্থী ও স্টাফসহ মিটিং করেছি। এর আগে তাদের এক মাসের সময় দেওয়া হয়েছিল হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তারা ছাড়েনি। আজ তাদের আগামী ১৯ তারিখের মধ্যে উভয়পক্ষ আলোচনা সাপেক্ষে হোস্টেল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে শিক্ষার্থীরা থাকবে।’

ইন্ডিপেন্ডেন্ট নিউজ

Let's start strike for our one time demands......Nursing Help Care Center
01/10/2024

Let's start strike for our one time demands......

Nursing Help Care Center

29/09/2024

নার্সদের আগামী ৩ দিনের কর্মসূচি
৩০/০৯/২০২৪=প্রতিকি কর্মবিরতি (লাল বেজ ধারণ)
১/১০/২০২৪=৩ঘণ্টা(সকাল ৯-১২)
২/১০/২০২৪=৫ঘণ্টা(সকাল ৯-২)

আমি মনে প্রানে বিশ্বাস করি
আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে অবস্থান করছি।

মনে রাখবেন আমাদের হারানোর কিছু নাই তবে অর্জনের অনেক কিছু বাকি রয়েছে 😊

আমাদের একতাই বিজয়ের চাবিকাঠি ✊

28/09/2024

লাইসেন্স পরীক্ষার এডমিট কার্ড সোমবার থেকে পাওয়া যাবে, কলেজের মাধ্যমে সংগ্রহ করত হবে।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সাবেক ডেপুটি রেজিস্টার রাশিদা আক্তার ম্যাডামের লাইসেন্স পরীক্ষা নিয়ে মন্তব্য...
25/09/2024

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সাবেক ডেপুটি রেজিস্টার রাশিদা আক্তার ম্যাডামের লাইসেন্স পরীক্ষা নিয়ে মন্তব্য।

লাইসেন্স পরীক্ষা আগামী ৪ অক্টোবর রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
25/09/2024

লাইসেন্স পরীক্ষা আগামী ৪ অক্টোবর রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।

25/09/2024

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত লাইসেন্স পরীক্ষা না দেওয়ার জন্য, অটো পাস ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে
কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশকৃত পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরা কিছু সংখ্যক ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফাই কাউন্সিলকে অবরুদ্ধ করেছে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

তাদের চিহ্নিত করে আগামী ১২ বছর পর্যন্ত যেন কোনভাবেই নিবন্ধন /লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে অনতিবিলম্বে বিজ্ঞপ্তি জারি করা প্রয়োজন...

Source:- গোলাম মোর্শেদ, সভাপতি বিএনএ।

Address

Dhaka
2330

Telephone

+8801857755151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Help Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nursing Help Care Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram