Asmaul Husna Academy

Asmaul Husna Academy আল্লাহ্‌র সুন্দরতম নাম ও গুণাবলী (Asmaul Husna Therapy) মানসিক ও আত্মিক সুস্থতা অর্জনের সেরা উপায়।

08/07/2025

🌧️ বৃষ্টির দোয়া — رحمة من الله 🌧️

"اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا"

উচ্চারণ: Allāhumma ṣay-yiban nāfiʿan
অর্থ: “হে আল্লাহ! এটিকে উপকারী বৃষ্টি বানিয়ে দিন।”

📜 যখন বৃষ্টি নামে, তখন তা শুধু প্রকৃতির জন্য নয় — আমাদের আত্মার জন্যও এক বিশেষ রহমত। এই সময় দোয়া কবুল হয়, আর বৃষ্টির প্রতিটি ফোঁটায় লুকিয়ে থাকে বরকতের বার্তা।

✨ নবী ﷺ বলেছেন:
“দোয়া করা হয় যখন বৃষ্টি নামে।”
(সহীহ আবু দাউদ: ২৫৪০)

🖋️ আপনি চাইলে এই দোয়াটি ক্যালিগ্রাফি আকারে আপনার ঘরের দেয়ালে রাখতে পারেন — যেন প্রতিবার বৃষ্টি নামার সময় হৃদয় থেকে একটি দোয়া বেরিয়ে আসে।

#দোয়া #বৃষ্টি #আসমাহুল_হুসনা

07/07/2025

বিক্রি বৃদ্ধির কৌশল...
আমল বৃদ্ধির ক্ষেত্রেও প্রযোজ্য ...

04/07/2025
03/07/2025
আবূ আলি দাক্কাক বলেছেন , আল্লাহর ওপর ভরসা করার তিনটি স্তর রয়েছে : ১. তাওয়াক্কুল , ২. তাসলীম বা মেনে নেওয়া ,৩. তাফবীয ...
01/07/2025

আবূ আলি দাক্কাক বলেছেন , আল্লাহর ওপর ভরসা করার তিনটি স্তর রয়েছে :
১. তাওয়াক্কুল ,

২. তাসলীম বা মেনে নেওয়া ,

৩. তাফবীয বা আত্মসমর্পণ করা ।

তাওয়াক্কুলের অধিকারী ব্যক্তি আল্লাহর প্রতিশ্রুতির ওপর নিশ্চিন্ত থাকে ,

তাসলীমের অধিকারী ব্যক্তি তার সম্পর্কে আল্লাহ যে ইলম রাখেন , একেই যথেষ্ট মনে করে এবং

তাফবীযের অধিকারী ব্যক্তি আল্লাহ তাআলার ফায়সালায় সন্তুষ্ট থাকে ।

তাওয়াক্কুল হলো সূচনা , তাসলীম হলো মধ্যম অবস্থা , আর তাফবীয হলো শেষ ধাপ ।

--ইমাম গাযালী, ইহইয়াউ উলূমিদ দ্বীন: ৪/২৬৫

বরকতের (بَرَكَة) মূল উৎসগুলো: এগুলো সেই আমল, গুণ বা অবস্থা যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনে বরকত দান করেন।🌟 বর...
27/06/2025

বরকতের (بَرَكَة) মূল উৎসগুলো: এগুলো সেই আমল, গুণ বা অবস্থা যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনে বরকত দান করেন।

🌟 বরকতের মূল উৎস (أسباب البركة):

১. ঈমান (ইমান) ও তাকওয়া

> وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰ آمَنُوا وَٱتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَـٰتٍۢ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ
(সূরা আল-আ’রাফ ৭:৯৬)

✅ যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য আল্লাহ আকাশ ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দেন।

২. আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করা

> بِسْمِ اللَّهِ
— আল্লাহর নামে শুরু করলে বরকত আসে।

৩. সকালে কাজ শুরু করা (বুকুর)

> اللهم بارك لأمتي في بكورها
— হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়কে বরকতময় করুন।
📘 (তিরমিযী: ১২১২)

৪. রিযিকে বরকতের দোআ করা

> اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيمَا رَزَقْتَنَا

✅ খাওয়ার সময়, ব্যবসা বা জীবনের অন্যান্য ক্ষেত্রে বরকতের জন্য দোআ করা উচিত।

৫. কুরআন তিলাওয়াত ও তার উপর আমল

> هَـٰذَا كِتَـٰبٌ أَنزَلْنَـٰهُ مُبَارَكٌ
— এটা এমন এক কিতাব, যা আমি বরকতময় করে নাজিল করেছি (সূরা ছাদ ৩৮:২৯)

✅ কুরআন পড়া, শেখা, বোঝা ও জীবনে বাস্তবায়ন করলে বরকত নাজিল হয়।

৬. আত্মীয়তার সম্পর্ক রক্ষা (صلة الرحم)

> مَن سَرَّهُ أَن يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ
— যে চায় তার রিজিক বৃদ্ধি পাবে এবং আয়ু বৃদ্ধি হবে, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুক।
📘 (বুখারী, ৫৯৮৬)

✅ আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করলে রিজিকে বরকত হয়।

৭. সদকাহ ও দান

> مَا نَقَصَ مَالٌ مِنْ صَدَقَةٍ
— সদকা করার দ্বারা সম্পদ কমে না বরং বরকত বৃদ্ধি পায়।
📘 (মুসলিম: ২৫৮৮)

✅ দান-সদকা করলে অর্থে বরকত আসে।

৮. নবীজীর প্রতি দুরুদ পাঠ

> من صلى علي واحدة صلى الله عليه بها عشرا
— যে আমার ওপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর দশবার রহমত ও বরকত নাজিল করেন।
📘 (মুসলিম: ৪০৮)

যিনি সত্য জানেন এবং তা অনুযায়ী কাজ করেন, তিনিই  "আনআমতা আলাইহিম"  বা “অনুগ্রহপ্রাপ্ত”। তিনি হলেন সেই ব্যক্তি যিনি উপকারী...
25/06/2025

যিনি সত্য জানেন এবং তা অনুযায়ী কাজ করেন, তিনিই "আনআমতা আলাইহিম" বা “অনুগ্রহপ্রাপ্ত”। তিনি হলেন সেই ব্যক্তি যিনি উপকারী জ্ঞান ও সৎকর্মের মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, এবং তিনিই সফল । আর যিনি সত্য জানেন কিন্তু নিজের খেয়ালখুশি অনুসরণ করেন—তিনি হলেন “গযবপ্রাপ্ত”। আর সত্য সম্পর্কে অজ্ঞ ব্যক্তি হলো “পথভ্রষ্ট”।

যে ব্যক্তি সত্য জেনে তাতে আমল করে না, সে গযবপ্রাপ্ত হওয়ায় অধিক হকদার। এ কারণেই ইহুদিরা এই গযবের অধিক উপযুক্ত।

সিরাতুল মুস্তাকিম—কোনো সাধারণ রাস্তা নয়। বরং সেটিকে ‘সিরাত’ তখনই বলা যায় যখন:১. সেটি সোজা ও সঠিক হয়,২. এটি লক্ষ্যে পৌঁছে...
25/06/2025

সিরাতুল মুস্তাকিম—কোনো সাধারণ রাস্তা নয়। বরং সেটিকে ‘সিরাত’ তখনই বলা যায় যখন:

১. সেটি সোজা ও সঠিক হয়,
২. এটি লক্ষ্যে পৌঁছে দেয়,
৩. লক্ষ্যস্থলের কাছাকাছি হয়,
৪. এতে চলার মতো প্রশস্ততা থাকে,
৫. এবং সেটিই একমাত্র নির্ধারিত পথ হয় লক্ষ্য অর্জনের জন্য।

🔹 আর আল্লাহর নির্ধারিত সরল পথ (الصراط المستقيم)—যা কুরআন ও সুন্নাহর ওপর প্রতিষ্ঠিত—তা এই পাঁচটি গুণেই পরিপূর্ণ।

25/06/2025

যেহেতু আল্লাহ রব্বুল ‘আলামীন, তাই রাসূলদের প্রেরণ করা তাঁর রুবুবিয়তের দাবী।

তিনি হচ্ছেন সকল জগতের পালনকর্তা — সুতরাং এটা তাঁর মর্যাদার সাথে মানানসই নয় যে, তিনি মানুষকে অযত্নে, লক্ষ্যহীন অবস্থায় ছেড়ে দেবেন, যাতে তারা নিজেদের দুনিয়া ও আখিরাতের উপকার-অপকার সম্পর্কে জানতে না পারে। এটা প্রতিপালকত্বের মর্যাদাকে খর্ব করা এবং আল্লাহর সাথে এমন কিছু আরোপ করা, যা তাঁর শানে অশোভন। যে ব্যক্তি তাঁকে এভাবে ধারণা করে, সে আল্লাহকে যথাযথ মর্যাদায় চিনতে পারেনি।

যেহেতু আল্লাহ রব্বুল ‘আলামীন, তাই রাসূলদের প্রেরণ করা তাঁর রুবুবিয়তের দাবী।

25/06/2025

BREAKING | Israeli media confirm: 7 Israeli soldiers killed in Khan Younis by unidentified bombers

Dua : word by word
25/06/2025

Dua : word by word

আল্লাহ তোমাদেরকে গাজাবাসীর দুঃখ বোঝার তৌফিক দান করুন
24/06/2025

আল্লাহ তোমাদেরকে গাজাবাসীর দুঃখ বোঝার তৌফিক দান করুন

Address

Mirpur 60 Feet
Dhaka
1216

Telephone

+8801971970960

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asmaul Husna Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asmaul Husna Academy:

Share