27/06/2025
বরকতের (بَرَكَة) মূল উৎসগুলো: এগুলো সেই আমল, গুণ বা অবস্থা যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনে বরকত দান করেন।
🌟 বরকতের মূল উৎস (أسباب البركة):
১. ঈমান (ইমান) ও তাকওয়া
> وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰ آمَنُوا وَٱتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَـٰتٍۢ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ
(সূরা আল-আ’রাফ ৭:৯৬)
✅ যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য আল্লাহ আকাশ ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দেন।
২. আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করা
> بِسْمِ اللَّهِ
— আল্লাহর নামে শুরু করলে বরকত আসে।
৩. সকালে কাজ শুরু করা (বুকুর)
> اللهم بارك لأمتي في بكورها
— হে আল্লাহ, আমার উম্মতের সকালের সময়কে বরকতময় করুন।
📘 (তিরমিযী: ১২১২)
৪. রিযিকে বরকতের দোআ করা
> اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيمَا رَزَقْتَنَا
✅ খাওয়ার সময়, ব্যবসা বা জীবনের অন্যান্য ক্ষেত্রে বরকতের জন্য দোআ করা উচিত।
৫. কুরআন তিলাওয়াত ও তার উপর আমল
> هَـٰذَا كِتَـٰبٌ أَنزَلْنَـٰهُ مُبَارَكٌ
— এটা এমন এক কিতাব, যা আমি বরকতময় করে নাজিল করেছি (সূরা ছাদ ৩৮:২৯)
✅ কুরআন পড়া, শেখা, বোঝা ও জীবনে বাস্তবায়ন করলে বরকত নাজিল হয়।
৬. আত্মীয়তার সম্পর্ক রক্ষা (صلة الرحم)
> مَن سَرَّهُ أَن يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ
— যে চায় তার রিজিক বৃদ্ধি পাবে এবং আয়ু বৃদ্ধি হবে, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুক।
📘 (বুখারী, ৫৯৮৬)
✅ আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করলে রিজিকে বরকত হয়।
৭. সদকাহ ও দান
> مَا نَقَصَ مَالٌ مِنْ صَدَقَةٍ
— সদকা করার দ্বারা সম্পদ কমে না বরং বরকত বৃদ্ধি পায়।
📘 (মুসলিম: ২৫৮৮)
✅ দান-সদকা করলে অর্থে বরকত আসে।
৮. নবীজীর প্রতি দুরুদ পাঠ
> من صلى علي واحدة صلى الله عليه بها عشرا
— যে আমার ওপর একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর দশবার রহমত ও বরকত নাজিল করেন।
📘 (মুসলিম: ৪০৮)