Health service Blood Bank

Health service Blood Bank Blood Bank

23/08/2024

দেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত। চলুন এই কঠিন সময়ে আমরা সবাই আশেপাশের বিপদগ্রস্থ মানুষেকে সাহায্য করতে এগিয়ে আসি। মহান রাব্বুল আলামিন আমাদের কে বন্যার মতো বিপদ থেকে হেফাজত করুক, আমীন।

নেক্সট টাইম কেউ ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ✌😊ডোনারের যাতায়াত খরচ,যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার ...
13/01/2023

নেক্সট টাইম কেউ ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। ✌😊

ডোনারের যাতায়াত খরচ,যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ,ডাব,স্যালাইন পানি কিনে দেওয়ার খরচ এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখতে হবে।✌❤

এই শহরে যারা ব্লাড দেয় তারা বেশিরভাগ স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে।তারা প্রতিনিয়ত ব্লাড দেয়।অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম তাও ব্লাড দেয়।✌❤

আবার, যারা ব্লাড খুজে দেয় আমরা জানি ১ব্যাগ ব্লাড খুজে বের করা কতটা কষ্টের।সময়, শ্রম দিয়ে আমরা ডোনারকে খুজে বের করি।আপনারা তো সেগুলা জানেন ই না।এগুলা হাইড স্টোরি থাকে।❤✌

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়।কোনো খোজ খবর ই নিতে চায়না।একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার।নিজের সম্মান রক্ষার জন্য হলেও ডোনারকে কেয়ার করে।❤✌✌

আমরাও স্টুডেন্ট, জব করিনা।হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত,নতুবা মানবতার জন্য আপনাদের বিপদে এগিয়ে যাই।কিন্তু আপনারা যে হারে কামলা বা আপনাদের দুলাভাই ভেবে বসে থাকেন ঐ হারে আপনাদের পাশে থাকাটাই আমাদের জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে।❤❤✌

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ২/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন।কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর থাকবেনা, তা হতে পারেনা।❤✌

যে দেশে ২৫০মিলি গ্রা পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রা রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।😍

Collected.

13/01/2023

কারা রক্ত দিতে পারবেন?

চিকিৎসকদের মতে প্রাপ্তবয়স্ক সুস্থ নারী-পুরুষ চাইলেই নির্দিষ্ট সময় পরপর রক্ত দিতে পারেন।

রক্ত নেয়ার আগে এর সঠিক পরীক্ষা নীরিক্ষা জরুরি।
রক্ত নেয়ার আগে এর সঠিক পরীক্ষা নীরিক্ষা জরুরি।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের প্রধান ড. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে শারীরিকভাবে সুস্থ নারী ও পুরুষ রক্ত দিতে সক্ষম।

এক্ষেত্রে পুরুষের ওজন থাকতে হবে অন্তত ৪৮ কেজি এবং নারীর অন্তত ৪৫ কেজি।

এছাড়া রক্তদানের সময় রক্তদাতার তাপমাত্রা ৯৯.৫ ফারেনহাইটের নিচে এবং নাড়ির গতি ৭০ থেকে ৯০ এর মধ্যে এবং রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে।

পুরুষদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন প্রতি ডেসিলিটারে ১৫ গ্রাম এবং নারীদের ক্ষেত্রে ১৪ গ্রাম হওয়া দরকার।

রক্তদাতাকে অবশ্যই ভাইরাসজনিত রোগ, শ্বাসযন্ত্রের রোগ এবং চর্মরোগ মুক্ত থাকতে হবে।

সাধারণত ৯০ দিন পর পর, অর্থাৎ তিন মাস পর পর রক্ত দেওয়া যাবে।

রক্ত দেয়ার সময় শরীর থেকে ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায়।
রক্ত দেয়ার সময় শরীর থেকে ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায়।

সাধারণত প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের শরীরে ৪ থেকে ৬ লিটার পরিমাণ রক্ত থাকে। প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।

এ কারণে রক্ত দিলে ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই নেই।

রক্ত দেয়ার পর কী হয়?

রক্ত দেয়ার পর কিছুটা মাথা ঘোরাতে পারে। এটা স্বাভাবিক।

তবে এ সময় হাঁটাহাঁটি না করে অন্তত এক থেকে দুই ঘণ্টা বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ড. সিরাজুল ইসলাম।

রক্তদাতা যদি ঘামতে থাকেন এবং অস্থিরতা হয়, তবে তাকে স্যালাইন খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

সাধারণত প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।
সাধারণত প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দেয়া হয়।

রক্ত দেয়ার পর লোহিত রক্তকণিকার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে অন্তত এক থেকে দেড় মাস সময় লাগে বলে উল্লেখ করেন ড. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, রক্ত দেয়ার সময় শরীর থেকে রক্তের পাশাপাশি ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায় তাই তার ক্ষয়পূরণে আয়রন ও প্রোটিনযুক্ত খাবার বেশি বেশি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Address

109 Moghbazar
Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health service Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category