Mainul Islam

Mainul Islam Compassionate psychologist helping you navigate depression, anxiety, overthinking, anger, stress & sleep issues.

I create a safe space where you feel heard, supported & empowered to heal and grow.

এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
19/10/2025

এই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, আসুন নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হই।  সময় মতো মানসিক স্বাস্থ্য সহায়তা নিতে এগিয়ে আ...
10/10/2025

আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস,
আসুন নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হই।
সময় মতো মানসিক স্বাস্থ্য সহায়তা নিতে এগিয়ে আসুন।

২০২৫ সালের মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হলো, বিপর্যয়কর ও জরুরী পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরন।

# WorldMentalHealthDay2025



#

🌿 Your Mental Health Matters! 🌿Life in Dhaka, especially for private job holders, can feel overwhelming. Many silently s...
04/09/2025

🌿 Your Mental Health Matters! 🌿

Life in Dhaka, especially for private job holders, can feel overwhelming. Many silently suffer from anxiety and stress. But remember — your wellbeing is in your hands. 💚

✅ Build stronger family bonding
✅ Stay connected with parents, spouse & children
✅ Reduce your stress triggers
✅ Take care of your physical health too

Because mental health and physical health are always connected. ✨

👉 Take the first step today to be okay — your happiness starts with you!

🌿 সাইকোথেরাপি কী?সাইকোথেরাপি (Psychotherapy) হলো একটি মানসিক চিকিৎসা পদ্ধতি যেখানে পেশাদার কাউন্সেলর বা সাইকোলজিস্ট কথোপ...
05/06/2025

🌿 সাইকোথেরাপি কী?
সাইকোথেরাপি (Psychotherapy) হলো একটি মানসিক চিকিৎসা পদ্ধতি যেখানে পেশাদার কাউন্সেলর বা সাইকোলজিস্ট কথোপকথনের মাধ্যমে ক্লায়েন্টের মানসিক সমস্যা, আবেগ, আচরণ ও চিন্তার ধরণ বুঝে সমস্যার সমাধান করতে সাহায্য করে থাকে।
🧠 সাইকোথেরাপির উদ্দেশ্য:
• মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্নতা কাটানো
• ট্রমা বা অতীতের কোনো কষ্টকর অভিজ্ঞতা মোকাবিলা করা
• আচরণগত পরিবর্তন আনা
• আত্মসমঝোতা ও আত্মনিয়ন্ত্রণ বাড়ানো
• সম্পর্ক উন্নয়ন করা
🛠️ সাইকোথেরাপির ধরন:
• CBT (Cognitive Behavioral Therapy)
• Psychodynamic Therapy
• Humanistic Therapy
• Family Therapy
• Group Therapy
সাইকোথেরাপির বৈজ্ঞানিক ভিত্তি (Scientific Basis of Psychotherapy) অনেক গবেষণা ও তত্ত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এটি নিছক “পরামর্শ” বা “কথা বলা” নয়—
🧪 ১. সাইকোথেরাপির বৈজ্ঞানিক ভিত্তি: মূল উপাদানসমূহ
🧠 ক. মনোবিজ্ঞানের তত্ত্ব
সাইকোথেরাপি গড়ে উঠেছে মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের ভিত্তিতে, যেমন: Freud-এর Psychoanalytic Theory অনুযায়ী অবচেতন মনের মানসিক দ্বন্দ্ব মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে। Skinner-এর Behaviorism এ আচরণ শেখা এবং বদলানো নিয়ে কাজ করে।Beck-এর Cognitive Theory চিন্তা ও বিশ্বাস আমাদের আবেগ ও আচরণ পরিবর্তন এ কাজ করে CBT (Cognitive Behavioral Therapy). Carl Rogers-এর Humanistic Theory মানুষের আত্মউন্নয়ন ও আত্ম-উপলব্ধির সাহায্যে ব্যক্তি নানা রকম মানসিক সমস্যা সমাধান করার ক্ষমতা অর্জন করে, এটা Person centered Therapy.

🔬 খ. নিউরোসায়েন্স ও মস্তিষ্কে প্রভাব
গবেষণায় দেখা গেছে, সাইকোথেরাপি মস্তিষ্কের গঠন ও কার্যকারিতায় পরিবর্তন আনতে পারে, ঠিক যেমনটি ওষুধ করে।
fMRI ও PET scan গবেষণায় দেখা গেছে:
• CBT ডিপ্রেশনের ক্ষেত্রে amygdala ও prefrontal cortex-এ কার্যকরী পরিবর্তন আনে
• OCD রোগীদের ক্ষেত্রে CBT মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুপথে সক্রিয়তা কমাতে পারে
এগুলো প্রমাণ করে যে সাইকোথেরাপি কেবল মানসিক অনুভূতিতে নয়, মস্তিষ্কের জৈবিক প্রক্রিয়ায়ও কাজ করে।
📊 গ. এভিডেন্স-বেইসড (প্রমাণভিত্তিক) থেরাপি
বিশ্বজুড়ে বহু গবেষণায় প্রমাণিত হয়েছে যে:
• CBT: উদ্বেগ, বিষণ্নতা, PTSD, OCD-এর জন্য অত্যন্ত কার্যকর
• DBT (Dialectical Behavior Therapy): আত্মহত্যা প্রবণতা, BPD-এর জন্য কার্যকর
• EMDR (Eye Movement Desensitization and Reprocessing): ট্রমা নিরসনে ব্যবহৃত হয়
👉 আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন (APA), NICE (UK), WHO ইত্যাদি সংস্থা সাইকোথেরাপিকে মানসিক চিকিৎসার বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

🔄 ২. সাইকোথেরাপির কাজ করার উপায় (Mechanisms of Action)

Cognitive restructuring নেতিবাচক চিন্তা ধরিয়ে দিয়ে তা বাস্তবভিত্তিক চিন্তায় রূপান্তর করা। Emotional processing দুঃখ, রাগ, ভয় ইত্যাদি আবেগগুলো স্বীকার করে তা সুস্থভাবে প্রকাশের সুযোগ. Exposure techniques ভয় বা ট্রমার উৎসের মুখোমুখি হয়ে ভয় কাটানো (উদাহরণ: phobia, PTSD). Skill building যোগাযোগ দক্ষতা, স্ট্রেস ম্যানেজমেন্ট, রিলাক্সেশন কৌশল শেখানো. Neuroplasticity নিয়মিত থেরাপির মাধ্যমে মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয়
✅ ৩. গবেষণালব্ধ কার্যকারিতা
বিশ্বের শীর্ষ মানের জার্নাল ও মেটা-অ্যানালাইসিসে দেখা গেছে:
• CBT-এর সাফল্যের হার: 60–80% (depression ও anxiety disorder)
• Psychodynamic therapy: দীর্ঘমেয়াদে ব্যক্তিত্ব ও সম্পর্ক উন্নয়নে কার্যকর
• Combined therapy (Medication + Psychotherapy): অনেক ক্ষেত্রে একক ওষুধ বা থেরাপির চেয়ে ভালো ফল দেয়

📌 সাইকোথেরাপি কখন প্রয়োজন হয়।
• দীর্ঘ সময় ধরে দুঃখবোধ, হতাশা বা উদ্বেগ অনুভব করলে
• ঘুমের সমস্যা, খাওয়ার অভ্যাসে পরিবর্তন
• আত্মবিশ্বাসের অভাব বা আত্মহত্যার চিন্তা থাকলে
• সম্পর্কজনিত সমস্যা থাকলে
• অতীতের কোনো ট্রমা বা শিশু বয়সের অভিজ্ঞতা বিরক্ত করলে।
চলুন আমরা সবাই মানসিক স্বাস্থ্যের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতন হই। নিজে মানসিক ভাবে সুস্থ থাকার চেষ্টা করি এবং আমাদের আশে পাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করি।

Written By
Mainul Islam
Bsc in Psychology from Jnu

#মানসিকস্বাস্থ্য
#সাইকোথেরাপি
#মনোবিজ্ঞান











#মানসিকচিকিৎসা
#স্ট্রেসমুক্তজীবন
#আত্মউন্নয়ন

#মনেরখবর

23/10/2024

রাগ কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়! Anger Management Techniques.

রাগ খুব অনিয়ন্ত্রিত হবার কারনে আপনার জীবনের সবার সাথেই দিনে দিনে সম্পর্ক খারাপ হতে থাকবে।

তাই আমাদেরকে সবার আগে নিজের রাগ কিভাবে কন্ট্রোল করতে পারি সে সব বিষয়ে জ্ঞান রাখাটা খুব জরুরী।




সোর্স: চালায়দেন।
16/08/2024

সোর্স:
চালায়দেন।

ড.আফম খালিদ হাসান আলেম সমাজের প্রতিনিধি হিসেবে অন্তর্বতিকালীন সরকারের আলেম সমাজের প্রতিনিধি হিসেবে মনোনিত হয়েছেন। ছাত্রর...
08/08/2024

ড.আফম খালিদ হাসান
আলেম সমাজের প্রতিনিধি হিসেবে অন্তর্বতিকালীন সরকারের আলেম সমাজের প্রতিনিধি হিসেবে মনোনিত হয়েছেন। ছাত্ররা আহমদ উল্লাহ হুজুরকে প্রস্তাপ করেছিলো। কিন্তু হযরত রাজী না হলেও একজন সর্বজন গ্রহনযোগ্য আলেমের নাম প্রস্তাপ করেছেন।
আফম খালিদ হাসান, হেফাজত,চরমোনাই পীরের দলের উপদেষ্টা ছিলেন। এবং ওনি জামাতে ইসলামের কাছেও গ্রহন যোগ্য আলেম।
নতুন সরকারে আলেম সমাজের উপস্থিতি খুবই দারুন ব্যপার।আল্লাহ ওনাদ দায়িত্ব সহজ করে দিক।

#নতুন_বাংলাদেশ

06/08/2024

দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার থেকেই শুরু হোক।
১. আগামীকাল থেকে কোন ট্রাফিক সিগনাল ভাঙবো না।
২. আগামীকাল থেকে দেশের কোন সরকারি অফিসে কাজের জন্য অনৈতিকভাবে এক টাকাও দিব না।
৩. আগামীকাল থেকে রাস্তায় কোন ময়লা ফেলবো না।
৪. আগামীকাল থেকে চোখের সামনে কোন অন্যায় হলে সাথে সাথে রুখে দাঁড়াবো।
৫. আগামীকাল থেকে প্রত্যেকটা বান্দার হক নিশ্চিত করব।
_ইনশাআল্লাহ।

©unknown

কজনকে এভাবে থামাবেন?
31/07/2024

কজনকে এভাবে থামাবেন?

২৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ। ঢাকায় আজ বন্যা প্রায় অবস্থা। রাস্তায় নেমে দেখি পানিতে টইটুম্বুর অবস্থা। বেহাল দশা নিয়ে পানিতে পা ...
12/07/2024

২৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ।
ঢাকায় আজ বন্যা প্রায় অবস্থা। রাস্তায় নেমে দেখি পানিতে টইটুম্বুর অবস্থা। বেহাল দশা নিয়ে পানিতে পা গলিয়ে চলতে শুরু করলাম। সোনারগাঁও যেতে হবে আজ। অলস বসে থেকে সময় কাটছে না। ভালো ও লাগছে না৷ পথের অনেকেই রিক্সার জন্য অপেক্ষা করছে৷ আমি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম মামা যাবেন কাঠেরপুল মোড়।রিক্সাওয়ালা অসহায় গলায় জানালো তার রিক্সা নাকি নষ্ট। আমি যে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছি ভাই যাবেন নাকি, সে অনুরোধ পাশে থাকা এক ভদ্রলোক সম্ভবত খেয়াল করেছেন৷ আমি রিক্সা না পেয়ে পচা পানিতে পা গলিয়ে চুপ চুপ করে পা চালাতে লাগলাম।
পিছন থেকে একটা রিক্সাওয়ালা থামলো, রিক্সায় বসে থাকা লোকটা বললো ভাই, কোথায় যাবেন? উঠেন রিক্সায় দুজন মিলেই যাই।
আমি কিছু না বুঝেই লোকটাকে ধন্যবাদ দিয়ে রিক্সায় উঠে বসলাম।লোকটা ধূপখোলা বাজারে নেমে, একরকম জোড় করেই ভাড়া দিয়ে গেলো। আমি বললাম ভাই ভাড়া আমি দেই, দিতে দিলো না।
রিক্সাওয়ালাকে বললো ভাইকে মোড়ে নামায় দিয়েন। আমি হাত নেড়ে সর্বোচ্চ কৃতজ্ঞতার ভাষা প্রকাশের চেষ্টা করলাম।
কারো থেকে খানিক উপকার পেয়ে এই বর্ষায় আমি দারুণ অনুভূতি পেলাম।

Farabi Hafiz ভাইয়ের থেকে ছবি সংগৃহীত। ছবির সাথে গল্পের মিল খুইজেন না। 😶

লালসালু যোগেযোগে,,
28/06/2024

লালসালু
যোগেযোগে,,

26/06/2024

How People Manipulate You || Dark Psychology || Book Review

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mainul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mainul Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram