Ruhan health care

  • Home
  • Ruhan health care

Ruhan health care ইন্ডিয়ান মেডিকেল কনসালটেন্সি

 বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কিভাবে  করা হয়?-ব্লাড ক্যান্সার ও  রক্ত-সম্পর্কিত সাধারণ কিছু কিছু রোগের অত্যাধুনিক চিকিৎ...
12/09/2023

 বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন কিভাবে করা হয়?
-
ব্লাড ক্যান্সার ও রক্ত-সম্পর্কিত সাধারণ কিছু কিছু রোগের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। যেমন - লিউকেমিয়া, এপ্লাসটিক আনেমিয়া, মাল্টিপল মায়েলোমা।
-
বেশির ভাগ বোন ম্যারো ট্রান্সপ্লাণ্টেশণ এলোজেনিক টাইপ (Allogenic Type) এর হয় ।তার মানে ডোনার বা দাতা হলো অন্য মানুষ । আমাদের অনেকের মধ্যে এই ধারনা বর্তমান যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে রোগীর হাড়ের মধ্যে ভালো হাড় ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনা আসলে তা নয়।
-
১) গ্রহীতা রোগী কে স্টেরাইল ভাবে কোনো এক রুমে রাখা হয় । এরপর হাই ডোজ কেমোথেরাপি, রেডিওথেরাপি উভয় দিয়ে সাড়া শরীরের সব ব্লাড সেল ও বোন ম্যারো ধ্বংস করে দেওয়া হয় ।তখন কৃত্রিমভাবে তাকে বাঁচিয়ে রাখা হয়
-
২) রক্ত কোষ শূন্য শরীরে নতুন রক্ত ঢুকানো হয় ।আর এটি অন্যের শরীর থেকে নেওয়া তাজা ও নীরোগ রক্ত
-
৩) পূর্ব থেকেই সংগ্রহ করা দাতার কাছ থেকে স্টিম সেল, গ্রহীতার নতুন রক্তে প্রবেশ করানো হয়।
-
৪) স্টিম সেল গুলো তার নিজ ধর্ম গুণে খুঁজে নেয় তার আপন ঠিকানা হাড়ের মজ্জাস্থল । ধীরে ধীরে ভরে ওঠে সব শরীরের হাড়, বোন ম্যারোর নতুন জিবন ও তাদের স্থায়ী আবাসস্থল।
-
৫) সম্পূর্ণ প্রক্রিয়া হতে প্রায় দুই মাস সময় লাগে।

WhatsApp/IMO/Viber: 8801618896774
E-mail: ruhanhealthcare@gmail.com
Website:

বিদেশে চিকিৎসা সংক্রান্ত আমরা যেসব সেবা দিয়ে থাকি:-

27/08/2023

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।
©

27/08/2023

লিভার সিরোসিস হল লিভারের রোগের চূড়ান্ত পর্যায় যেখানে লিভারের ব্যর্থতার আগে লিভারে দাগ দেখা দেয়। ফ্যাটি লিভার, হেপাটাইটিস এবং দীর্ঘস্থায়ী মদ্যপানের মতো অবস্থার কারণে লিভারের দীর্ঘমেয়াদী ক্ষতির পরে লিভারের কার্যকারিতা হ্রাসের কারণে এটি ঘটে। সুতরাং, এখানে একজন ব্যক্তির লিভার দীর্ঘমেয়াদী ক্ষতির কারণে সঠিকভাবে কাজ করে না।

যখন লিভার আহত হয়; অন্য যেকোনো অঙ্গের মতোই, ক্ষতিপূরণমূলক প্রক্রিয়াগুলি কার্যকর হয় এবং এটি মেরামত করার চেষ্টা করে। এই প্রক্রিয়ার সময়, দাগ টিস্যু গঠিত হয়। সিরোসিসের অগ্রগতির সাথে সাথে দাগযুক্ত টিস্যুর পরিমাণ বৃদ্ধি পায়। লিভারের রোগের প্রাথমিক পর্যায়ে, যদি লিভারের ক্ষতির কারণ সংশোধন করা হয়, তবে লিভার এই দাগের টিস্যুগুলি গঠন করে এবং সুস্থ লিভারের টিস্যু দিয়ে তাদের প্রতিস্থাপন করে। কিন্তু সিরোসিসের অগ্রগতির সাথে সাথে তৈরি হওয়া দাগের টিস্যু লিভারে রক্ত ​​প্রবাহে হস্তক্ষেপ করে এবং লিভারের কার্যকারিতাকে প্রভাবিত করে। এটি ডিকম্পেনসেটেড সিরোসিস হওয়ার ঝুঁকি বাড়ায় যেখানে লিভারের কার্যকারিতা ব্যাপকভাবে হ্রাস পায়। সুতরাং, লিভার সিরোসিস জীবন-হুমকি হতে পারে।

একবার সিরোসিস হয়ে গেলে লিভারের যে ক্ষতি হয়েছে তা আর পূর্বাবস্থায় ফেরানো যাবে না। কিন্তু রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার পর প্রাথমিক হস্তক্ষেপ ক্ষতির পরিমাণ সীমিত করতে পারে।

27/08/2023

১/ কিডনি কি ?
> শীম এর বিচি আকৃতি দুটি অঙ্গ ( লম্বায় ৪/৫ ইন্চি ,চওড়া ২/৩ ইন্চি এবং পুরত্ব ১ ইন্চি, ওজন ১১৫ থেকে ১৭৫ গ্রাম) যা পেটের ঠিক পেছনে অবস্থিত।

২/ কিডনির কাজ কি ?
> এটি দেহের ছাঁকনি যন্ত্র। দুটি কিডনিতে প্রায় ২০ লাখ ছাঁকনি (নেফ্রন) রয়েছে।এ দুটি কিডনি ২৪ ঘন্টায় প্রায় ৩০ বার দেহ রক্তের পরিেশোধন করে।যার পরিমান প্রায় ১৮০ লিটার।

> দেহের বর্জ অপসারন এর প্রধান কাজ।একটি প্রধান বর্জ ক্রিয়াটিনিন।
> পানির ভারসাম্য রক্ষা করা
> খনিজ উপাদানের (সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়ামম , ক্লোরিন) ভারসাম্য রক্ষার মাধ্যমে দেহের এসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা।
> দেহের জন্য অতি প্রয়োজনীয় হরমোন তৈরি।যেমন সেক্স হরমোন, রক্তচাপ নিয়ন্ত্রন হরমোন, রেড ব্লাড উৎপাদনকারী হরমোন, দেহকে সর্তককারী হরমোন, প্রদাহ বিরোধী হরমোন।

৩/ ক্রিয়াটিনিন কি ?
> ক্রিয়াটিনিন দেহ কোষে তৈরি একটি রাসায়নিক বর্জ যা ১০০ ট্রিলিয়ন জীবিত কোষের প্রানরাসায়নিক কাজের ফলাফল।

৪/ দেহে ক্রিয়াটিনিন বেড়ে যায় কেন ?
> দেহে তৈরি ক্রিয়াটিনিন এর ৯৯ ভাগ কিডনি দিয়ে অপসারিত হয়।কিডনি দূর্বল হলে তা বেড় হতে পারে না।

৫/ দেহে ক্রিয়াটিনিন তৈরি বন্ধ হলে কি হয় ?
> দেহের মৃত্যু ঘটে।

৬/ দেহে ক্রিয়াটিনিন বাড়তি হলে কি হয় ?
> কিডনির অকার্যকারীতা নির্দেশ করে।

৭/ চিকিৎসা দিতে হবে কিসে । কিডনিতে ? ক্রিয়াটিনিন কমাতে ?
> কিডনিতে।

৮/ এখন চিকিৎসা হয় কিসে ?
> ক্রিয়াটিনিন কমানোতে।

৯/ ক্রিয়াটিনিন কমালে কিডনির কি চিকিৎসা হয় ?
> কোন চিকিৎসা হয় না। ক্রিয়াটিনিন তৈরি হবেই স্বুস্থ্য কিডনি তা বেড় করবেই এটিই নিয়ম।

১০/ আধুনিক চিকিৎসায় ড্রাগের কাজ কি ?
> অসুস্থ্য কিডনিকে দিয়ে জোড় করে কাজ করানোই ড্রাগের কাজ।

১১/ ডায়ালাইসিস এর কাজ কি ?
> ড্রাগ ব্যর্থ হওয়ার পর দেহের বর্জ অপসারনের কৃত্রিম যান্ত্রিক ব্যবস্থাপনায়ই হচ্ছে ডায়ালাইসিস।

১২/ কিডনি স্বুস্থ্য থাকে কিসে ?
> সঠিক প্রাকৃতিক খাদ্যে।

১৩/ প্রানিজ প্রোটিন (মাছ, মাংশ, ডিম) ও চর্বি কিডনির ক্ষতিকর কি ?
> হ্যাঁ । কারন এদের থেকে তৈরি বর্জ (শক্তিশালী এসিড) কিডনি দিয়ে বেড় হয়।

১৪/ উদ্ভিজ খাদ্য ( ভাত, রুটি, শাকশবজি, ফলমূল ) কিডনির উপকারী কি ?
> শতভাগ উপকারী । কারন এদের থেকে তৈরি বর্জ (কার্বন ডাই অক্সাইড ) ফুসফুস দিয়ে বেড় হয়।

১৫/ কিডনি রোগীর কি খাওয়া উচিত নয় ?
> সব ধরনের প্রানিজ প্রোটিন, চর্বি।
> ভাজা পোড়া তৈলাক্ত খাবার।
> ধুমপান , এলকোহল, জদ্দা , সাদাপাতা।

১৬/ ক্রিয়াটিনিন বাড়তে থাকলে কি বুঝায় ?
> কিডনির কার্যকারীতা কমা বুঝায়।

১৭/ কিডনি ক্ষতির ঝুঁকি কি ?
> ডায়বেটিস, উচ্চরক্তচাপ ও অপ্রাকৃত খাদ্য।

১৮/ ক্রিয়াটিনিন বাড়তে থাকলে কি করা উচিত ?
> ডায়ালাইসিস এর সিদ্ধান্ত নেয়া উচিত।

১৯/ কি খেলে কিডনি স্বুস্থ্য থাকে ?
> প্রতিদিন পরিমানমত প্রাকৃতিক পুষ্টিতে কিডনি স্বুস্থ্য থাকে।

২০/ কার চিকিৎসা দিতে হবে ? ক্রিয়াটিনিন না কিডনির ?
> উত্তর আপনি খঁজুন।

 কোন রোগে কোন চিকিৎসকের  প্রয়োজন ?কোন রোগের ক্ষেত্রে কোন চিকিৎসকের প্রোয়জন, এটা নিয়ে আমরা অনেকেই  বিভভ্রান্তের মধ্যে থ...
27/08/2023

 কোন রোগে কোন চিকিৎসকের প্রয়োজন ?
কোন রোগের ক্ষেত্রে কোন চিকিৎসকের প্রোয়জন, এটা নিয়ে আমরা অনেকেই বিভভ্রান্তের মধ্যে থাকি। পেটে ব্যথা আর পায়ের ব্যথা এক্ষেত্রে চিকিৎসকও আলাদা হয়ে যায় । দেখা যায়, অনেকেই এক রোগের জন্য তিনজন চিকিৎসক দেখাচ্ছেন। তখন আমাদের শুধু অর্থের অপচয় হয়, এর সঠিক নিরাময় হয় না।
বিভিন্ন রোগের বিভিন্ন রকম উপসর্গ থাকে। উপসর্গ শোনার পর রোগটা কী, তা প্রাথমিকভাবে ধারণা করতে পারেন চিকিৎসকেরা।
কোনো অসুখ ধরা পড়লেই প্রথমেই আমরা সাধারণ চিকিৎসকে অর্থাৎ (জেনারেল ফিজিশিয়ান) পরামর্শ নিয়ে থাকি। সেই চিকিৎসক ভালোভাবে উপসর্গ দেখে সেই রোগের বিশেষজ্ঞের কাছে পাঠান। এখন বাংলাদেশ বা অন্যান্য অনেক দেশ আছে যেখানে এই নিয়মের চর্চা সেভাবে নেই বললেই চলে।
বর্তমান বাংলাদেশে এখন জনগণের তুলনায় বিশেষজ্ঞের সংখ্যা অনেক কম। তাই স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা নানান চাপে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যার কারণে তাঁদের সিরিয়াল পেতে দেরি হয় এবং বিভিন্ন ভোগান্তিতে পড়েন রোগী।
ধরা যাক, কারও ডায়রিয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রথমে একজন জেনারেল ফিজিশিয়ানের (জিপি) কাছে যাওয়া দরকার। তিনি উপসর্গ বিবেচনা করে প্রাথমিক ওষুধ দেবেন। প্রয়োজনে স্যালাইন দেবেন অথবা কোনো পরীক্ষা দেবেন। এরপর ওই চিকিৎসক যদি মনে করেন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ দেখানো দরকার, তাহলে রোগীকে সেখানে পাঠাতে পারেন।
বেশির ভাগ ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ প্রায় দরকার পড়ে না। সরাসরি বিশেষজ্ঞ দেখাতে গিয়ে অনেক সময় ভুল চিকিৎসক দেখানোর আশঙ্কা থাকে। যেমন কারও রাতের বেলা শ্বাসকষ্ট বা কাশি হচ্ছে। এর কারণ হতে পারে হাঁপানি বা ব্রংকাইটিস। হৃদ্‌রোগের কারণেও এমন হতে পারে। রোগী এখন বক্ষব্যাধির বিশেষজ্ঞের কাছে যাবেন, না হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন? একজন জেনারেল ফিজিশিয়ান উপসর্গ শুনে বুকে একটা স্টেথিসকোপ লাগিয়ে বলে দিতে পারেন, কার কাছে যাওয়া উচিত। হাসপাতালের জরুরি বিভাগ বা বহির্বিভাগে গেলেও প্রাথমিক পরামর্শ পাওয়া যেতে পারে।
তবে কিছু ব্যতিক্রমও আছে। রোগী যদি শিশু হয়, তবে তার যেকোনো সমস্যায় শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই ভালো। কারণ, শিশুদের ওষুধের মাত্রা ভিন্ন হয়। রোগের উপসর্গও অনেক সময় বড়দের মতো হয় না। আবার কেউ যদি অন্তঃসত্ত্বা হন, তিনিও সরাসরি স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। ক্রনিক বা দীর্ঘমেয়াদি রোগের ক্ষেত্রে, যেমন: আপনি যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, বাতরোগে আগে থেকেই ভোগেন, তাহলে সংশ্লিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে পারেন। ক্রনিক রোগের ক্ষেত্রে একজন চিকিৎসকের তত্ত্বাবধানেই থাকা ভালো। কারণ, ওই চিকিৎসক রোগীর সব ইতিহাস জানেন। রোগীর কোন ওষুধে ভালো কাজ হয়, কোনটাতে অ্যালার্জি আছে, আগে কখন কী জটিলতা হয়েছিল, এসব বিষয় চিকিৎসক জানেন। রোগীর যদি পরিচিত পারিবারিক চিকিৎসক থাকেন, তাহলে তিনিই বলে দেবেন, কোন সমস্যায় কার কাছে যাওয়া দরকার।
কিছু কিছু উপসর্গ থাকে, যেগুলোর জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার। এসব বিষয়ে কখনোই বিশেষজ্ঞের সিরিয়ালের জন্য অপেক্ষা করা যাবে না। যেমন বুকে ব্যথা হলে দ্রুত যেতে হবে হৃদ্‌রোগের চিকিৎসা হয় এমন হাসপাতালে। সরাসরি জরুরি বিভাগে দেখা করাই ভালো। হঠাৎ শ্বাসকষ্ট, জ্বরের সঙ্গে খিঁচুনি, ভুল বা অসংলগ্ন কথাবার্তা, হঠাৎ জ্ঞান হারানো, কোনো অঙ্গ অবশ হয়ে পড়া, প্রচুর বমি বা ডায়রিয়া, আঘাত পাওয়া বা হাড় ভাঙা, বমি, মল বা কাশির সঙ্গে রক্তপাত, প্রচণ্ড পেটব্যথা, বিষক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে হাসপাতালের জরুরি বিভাগের শরণাপন্ন হতে হবে। এসব ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা শুরু হয়ে যাওয়াটা জরুরি। পরে বিশেষজ্ঞের কাছে যাওয়া যেতে পারে। সংশ্লিষ্ট হাসপাতালেরই দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো।
WhatsApp: +8801618896774 Whatsapp
E-mail: ruhanhealthcare@gmail.com
Web:

বিদেশে চিকিৎসা সংক্রান্ত আমরা যেসব সেবা দিয়ে থাকি:-

Ruhan health care হল অন্যতম মেডিকেল ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার যা রোগীদের সঠিক স্বাস্থ্যসেবা সরবরাহকারী এবং ডাক্তারদের ...
08/07/2023

Ruhan health care হল অন্যতম মেডিকেল ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার যা রোগীদের সঠিক স্বাস্থ্যসেবা সরবরাহকারী এবং ডাক্তারদের সাথে সংযুক্ত করে। India, Thailand, ruhan health care- ভারতের শীর্ষ হাসপাতালের সাথে যুক্ত। আমরা সারা ভারতের ১৩৯টি ( চেন্নাই, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ) হসপিটালের চেইন এর সাথে যুক্ত।আমাদের পরিসেবা ( ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, মেডিকেল ভিসা সহায়তা, একাধিক হসপিটাল থেকে খরচের ধারণা প্রদান, পিকআপ এবং ড্রপ, স্থানীয় সহায়তা, হসপিটালের সহায়তা, হোটেল বা গেস্ট হাউস ও Air Ticket, Hotel etc ) আমরা সকল সহযোগিতা করি । হাসপাতাল থেকে সরাসরি খরচ জানুন (কোন লুকানো খরচ নেই)। স্বচ্ছ এবং ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা।ডাক্তার এপয়েন্টমেন্ট & এডমিশন সহ চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সেবা গ্রহণে সহায়তা প্রদান সম্পর্কে বিস্তারিত সহযোগিতা পেতে আপনার মোবাইল / ইমেইল টি আমাদের ইনবক্সে লিখুন।আমরা বিভিন্ন রোগের চিকিৎসার জন্য তথ্য সংগঠিত করেছি যেমন: ক্যান্সারের চিকিৎসা (পেটের ক্যান্সার, মুখের ক্যান্সার, স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি), লিভারের চিকিৎসা (লিভার ক্যান্সারের চিকিৎসা, সিরোসিসের চিকিৎসা ইত্যাদি) হার্ট (সি এ বি জি , ভি এস ডি চিকিৎসা, এ এস ডি চিকিৎসা ইত্যাদি), হাড় এবং জয়েন্টের চিকিৎসা, গ্যাস্ট্রোএন্টেরোলজি (অগ্ন্যাশয়, খাদ্যনালীর ক্যান্সার অস্ত্রোপচার .ইত্যাদি।এছাড়া ইন্ডিয়ান ডাক্তার সাথে টেলি কন্সাল্ট্যান্ট এর মাধ্যমে সহজে বাংলাদেশে একজন কেয়ার ম্যানেজার আপনার প্রশ্নের উত্তর দিতে বা আপনি যদি কথা বলতে চান তবে আপনার সাথে যোগাযোগ করবেন।For Inquiry, +881618896774 WhatsappVisit our Hospital Lists :

বিদেশে চিকিৎসা সংক্রান্ত আমরা যেসব সেবা দিয়ে থাকি:-

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801618896774

Alerts

Be the first to know and let us send you an email when Ruhan health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruhan health care:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram