08/06/2025
গ্রামীণ পরিবেশে দৌড়ানোর মজাই আলাদা। শরীর চর্চা এবং প্রকৃতি দেখা একই সাথে হয়। আজ সকালে আমাদের গ্রাম শ্রীপুর থেকে শুরু করে বড়দাহ, রানীনগর, মির্জাপুর, মোহাম্মদপুর, চরিয়ার বিল বাজার, চড়িয়া-রাজনগর, চর গোলকনগর, আলমডাঙ্গা-ফুলহরি ব্রীজ পর্যন্ত দৌড়ালাম। দীর্ঘ সময় সাথে ছিল বন্ধু রাজু আহমেদ। বেশি না মাত্র ১৩.৫ কিমি দৌড়েছি।