14/10/2025
#ইনশাহ্আল্লাহ্ ❤️
সেন্টমার্টিন ভ্রমণের প্রস্তুতি
১) ১৬ থেকে ১৮ আমরা ৪রাত ৩ দিনের জন্য ঢাকা চাড়বো এর মধ্যে ২ রাত গাড়িতে থাকবো। সেভাবে মানসিক প্রস্তৃতি নিবেন।
২) মনে রাখতে হবে, যেখানে যাচ্ছি- সেখানে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকবেনা। তাই- আবহাওয়া খারাপ হলে যাত্রা পরিবর্তন হতে পারে।
৩) আমরা সরকারী বিশেষ অনুমতি নিয়ে যাচ্ছি। যেখানে টেকনাফের লোকেরা বর্তমানে যেতে পারে না। তাই আমাদের সকল নিয়ম মেনে চলতে হবে।
8) সবাইকে এনআইডি কার্ডের ফটোকপি সংগে রাখতে হবে। এছাড়া পেশাগত ও শিক্ষার্থী হলে ছবিযুক্ত আইডিকার্ড সাথে রাখতে পারেন।
5) ২ দিন কমপক্ষে ৩ ঘন্টা করে ময়লা পরিষ্কার করার মানসিকতা থাকতে হবে। নিজেরা যত প্লাস্টিক মোড়কীপণ্য ব্যবহার করবো যেমন পানির বোতল, চিপসের প্যাকেট, চায়ের কাপ এগুলো রাখার জন্য নিজের ব্যাগে জায়গা রাখতে হবে।
৬) আমরা ট্রলারে যাবো সেখানে লাইফ জ্যাকেট থাকবে। আবহাওয়া স্বাভাবিক থাকলে তাতে কোনো ঝুঁকি নেই। সারা বছর এমনকি বিগত ৩শ বছর ধরে স্থানীয় লোকেরা এভাবে যাতায়াত করে। কিন্তু রোদের প্রকোপ থেকে বাঁচতে ছাতা, গামছা, ক্যাপ, সান-ক্রিম, পাতলা জামা, নিজস্ব পানির বোতল ইত্যাদি সাথে রাখবেন।
৭) ৪ দিনের জন্য প্রয়োজনীয় জামাকাপড় নেবেন, সমুদ্রে নামা ও ঘোরার জন্য গরম উপযোগী কাপড় নিতে পারেন।
৮) খাবার স্যালাইন, প্যারাসিটামল, শরবত পাউডার এসব নিতে পারেন। তবে আশা করছি অনেকদিন যেহেতু ট্যুরিস্ট যাচ্ছে না, আমরা প্রথম বছর (২০১৭) এর মতো এবার ভাল ডাব পাবো।
৯) মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ ও পাওয়ার ব্যাংক থাকলে চার্জ দিয়ে নেবেন। নিজের খরচের জন্য বাড়তি টাকা নিবেন। কোনো কারণে আমরা পৌছানোর পর আবহাওয়া খারাপ হলে সেখানে ২/৪দিন থাকা লাগতে পারে তার একটা মানসিক প্রস্তুতি রাখবেন।
১১) ভ্রমনের শুরু থেকে শেষ পর্যন্ত কিছু নিয়ম কানুন থাকবে যেমন- সময়মতো ঘুম থেকে উঠা, ডাইনিং রুমে হাজির হওয়া, মাঠে হাজির হওয়া। ইত্যাদি মেনে চলতে হবে। কমপক্ষে ২টি সেশন পাবেন নিজেদের ইচ্ছেমতা ঘোরাঘোরি করার জন্য।
১২) বাস যেখান থেকে ছাড়া হবে। সেখানে সময়মতো পৌছার জন্য রাস্তায় যতটা সময় দরকার। তারচেয়ে ১ ঘন্টা আগে বের হতে ভুলবেন না।
Volunteer Bangladesh Trust
এমএম সুমন হুসাইন মুনা @