Hello Doctor Zone

Hello Doctor Zone দেশ সেরা ডাক্তারদের সন্ধানে.
হা‌তের মু‌ঠোয় সকল মেডিঃ সেবা।
24X7 Best Doctors Services in Bangladesh.

নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞজঃ শামীমা ইয়াসমীন---------------------------এমবিবিএস, এফসিপিএস (শিশু)সহযোগী অধ্যাপকঢাকা ...
26/11/2025

নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ
জঃ শামীমা ইয়াসমীন
---------------------------
এমবিবিএস, এফসিপিএস (শিশু)
সহযোগী অধ্যাপক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

চেম্বার: মাইটোসিস ল্যাব লিমিটেড
মা প্লাজা (৩য় তলা) মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে, বাড়ী নং-সি-২, রোড-১, মিরপুর-১, ঢাকা-১২১৬।
রোগী দেখার দিন ও সময়: শনিবার থে‌কে শুক্রবার-
বিকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
✅অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01949605525
Visit: https://www.hellodoctorzone.com/dr-shamima-yasmin/
-----------------------

জেনারেল ফিজিশিয়ানডাঃ ইসরাত তাবাস্সুম---------------------------এমবিবিএস (ডিইউ), ডিএমইউ (সিএমইউডি)বিএমডিসি রেজি. নম্বর-এ:...
23/11/2025

জেনারেল ফিজিশিয়ান
ডাঃ ইসরাত তাবাস্সুম
---------------------------

এমবিবিএস (ডিইউ), ডিএমইউ (সিএমইউডি)

বিএমডিসি রেজি. নম্বর-এ: ১৩৬৩৮৫

চেম্বার: মাইটোসিস ল্যাব লিমিটেড
মা প্লাজা (৩য় তলা) মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের সামনে, বাড়ী নং-সি-২, রোড-১, মিরপুর-১, ঢাকা-১২১৬
সময়: শনিবার থে‌কে বৃহস্পতিবার
সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। (শুক্রবার বন্ধ)
✅অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01949605525
Visit: https://www.hellodoctorzone.com/dr-israt-tabassum/
-----------------------





#মাইটোসিস




ইউরোলজি বিশেষজ্ঞসহকারী অধ্যাপক ডাঃ খান নজরুল ইসলাম---------------------------- এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমএস...
25/09/2025

ইউরোলজি বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক ডাঃ খান নজরুল ইসলাম
----------------------------

এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমএস (ইউরোলজি)

সহকারী অধ্যাপক (ইউরোলজি) কিডনি, মূত্রনালী, মূত্রথলী, প্রোস্টেট ও পুরুষ প্রজননতন্ত্ররোগ বিশেষজ্ঞ ও সার্জন

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেজ এন্ড ইউরোজি

শেরে-ই-বাংলা নগর, ঢাকা।

চেম্বার: সারা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসএন সেন্টার, প্লট নং-১/১৫-১৮, রোড-০৬, ব্লক-ডি, নকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।
সময়: শনি-বৃহস্পতিবার
সন্ধ্যা ৬ টা থেকে রাত ৭ টা পর্যন্ত। (শুক্রবার বন্ধ)
✅অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01949605525
Visit: www.hellodoctorzone.com/dr-khan-nazrul-islam/
-----------------------










হাড়জোড়া, বাত-ব্যথা, পঙ্গু ও আঘাতজনিত রোগ বিশেষজ্ঞসহকারী অধ্যাপক ডাঃ অরুন কুমার সরকারএমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য),...
17/09/2025

হাড়জোড়া, বাত-ব্যথা, পঙ্গু ও আঘাতজনিত রোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক ডাঃ অরুন কুমার সরকার

এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোঃ) এফএসিএস (আমেরিকা)

অ্যাডভান্সড ট্রমা কোর্স সার্টিফাইড (তুলেন বিশ্ববিদ্যালয় আমেরিকা) ফেলো, রাশিয়ান ইলিজারভ সায়েন্টিফিক সেন্টার কুরগান, রাশিয়া

হাড়জোড়া, বাত-ব্যথা, পঙ্গু ও আঘাতজনিত রোগ বিশেষজ্ঞ এবং অর্থোপেডিক ও ইলিজারভ সার্জন

সহকারী অধ্যাপক (অর্থোঃ/ইলিজারভ সার্জারী)

নিটোর (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান/পঙ্গু হাসপাতাল), ঢাকা

এক্স-কনসালটেন্ট, মিনিস্ট্রি অব হেলথ (মালদ্বীপ ও সৌদিআরব)
-------------------------------------------
চেম্বার: সারা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (পুরাতন কালাপানি গার্মেন্টস বিল্ডিং) এসএন সেন্টার, প্লট নং-১/১৫-১৮, রোড-০৬, ব্লক-ডি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।
সময়: সন্ধ্যা ৭.৩০ টা থেকে রাত- ৯.০০টা পর্যন্ত। (শনি ও বৃহস্পতিবার)
অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে ☎️কল করুন: 01949605525
Visit:www.hellodoctorzone.com/assistant-professor-dr-arun-kumar-sarkar/

#হ‌্যা‌লোডাক্তারজোন #নবজাতকের_যত্ন
#পা_অবশ
#নবজাতক #শিশুর_জন্ডিস #গ #ল #শ #ম #‌লো

প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞডাঃ তামান্না হাসান-----------------------------এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) এমএস (অবস...
17/09/2025

প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ
ডাঃ তামান্না হাসান
-----------------------------
এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) এমএস (অবস এন্ড গাইনী) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
-----------------------
চেম্বার: সারা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এসএন সেন্টার, প্লট নং-১/১৫-১৮, রোড-০৬, ব্লক-ডি, নকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।
সময়: শনি-বৃহস্পতিবার
রাত ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)
✅অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01949605525
Visit: www.hellodoctorzone.com/dr-tamanna-hassan/
-----------------------















বিষয় : টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন 2025ইংআগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল ...
30/08/2025

বিষয় : টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন 2025ইং
আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
✅ মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।
✅ ► ► vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
✅ ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা।
✅তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন।
যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন। না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন। শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।
Visit: www.hellodoctorzone.com

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচ...
16/08/2025

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:

পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচেয়ে উপকারী।

জলসমৃদ্ধ ফল (তরমুজ, বাঙ্গি, আঙুর) ২০–৩০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খান।

অম্লীয় ফল (কমলা, আনারস, কিউই) ৩০–৪০ মিনিটে হজম হয়। সকালে বা স্ন্যাক্স টাইমে ভালো, তবে খাবারের পরপর খেলে গ্যাস হতে পারে।

আপেল, নাশপাতি, পেঁপে ৪০–৫০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খেলে ভালো।

কাঁচা শাকসবজি (শসা, গাজর, সালাদ) ৩০–৪০ মিনিটে হজম হয়। দুপুর বা রাতের খাবারের আগে খেলে উপকারি।

রান্না করা সবজি ৪০–৫০ মিনিট লাগে। দুপুর বা রাতে খাওয়া যায়।

ভাত, রুটি, আলু প্রায় ১.৫–২ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

ডাল, ছোলা, সয়াবিন ২–৩ ঘণ্টা লাগে। দুপুর বা বিকেলের দিকে খেলে হজম সহজ হয়।

দুধ ও দই ৩-৪ ঘণ্টা লাগে। সকালে বা রাতে খাওয়া ভালো।

সেদ্ধ ডিম ১ ঘণ্টা ৪৫ মিনিট লাগে, ভাজা ডিমে সময় বেশি লাগে। সকাল বা দুপুরে ভালো।

মাছ ১ ঘণ্টায় হজম হয়। দুপুর বা রাতে উপযোগী।

মুরগি ২-৩ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

গরু/খাসি মাংস ৩–৪ ঘণ্টা লাগে। দুপুরে খাওয়া উত্তম, রাতে খেলে হজম ধীর হয়।

বাদাম ও বীজ ২–৩ ঘণ্টা লাগে। সকালে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো।

ফাস্টফুড ও তেলেভাজা ৩–৪+ ঘণ্টা লাগে। যতটা সম্ভব এড়িয়ে চলুন।

টিপস:
ফল সবসময় খালি পেটে বা খাবারের অন্তত ১ ঘণ্টা আগে খান।
দুপুরে ভারী খাবার, রাতে হালকা খাবার রাখুন।
পানি খাবারের ঠিক আগে বা ৩০ মিনিট পরে পান করুন।

✅অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01949605525
Visit: www.hellodoctorzone.com

একজন সুস্থ শিশুই গড়তে পারে, একটি সুন্দর ভবিষ্যৎ!!!আর আপনার শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে পাশে আছে আমাদের শিশু ন...
04/08/2025

একজন সুস্থ শিশুই গড়তে পারে, একটি সুন্দর ভবিষ্যৎ!!!
আর আপনার শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে পাশে আছে আমাদের শিশু নিউরোলজি বিশেষজ্ঞগণ
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
ডা. শারমিন আফরোজ
এমবিবিএস, এমডি (নবজাতক)
ফেলোশীপ ট্রেনিং ইন এডভান্সড নিওনেটোলজি (সিঙ্গাপুর)
সহযোগী অধ্যাপক এন্ড হেড (নবজাতক)
ডাঃ এম আর খান শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ, মিরপুর, ঢাকা
চেম্বার: আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার, বাড়ি-৩, রোড-৪, ব্লক-এ, সেকশন-৬, মিরপুর-ঢাকা
সময়: শনি, সোম ও বুধবার, বিকাল ৪ টা - সন্ধ্যা ৭ টা
রিপোর্ট: রবি, মঙ্গল ও বৃহস্পতিবার, রাত ৮ টা - রাত ১০ টা পর্যন্ত
শিশু রোগ বিশেষজ্ঞ
ডা. হুমায়রা রফিকা কাদেরী
এমবিবিএস, ডিসিএইচ, এফসিপিএস (পেডিয়েট্রিকস)
এফসিপিএস (পেডিয়েট্রিক নিউরোলজী)
সহযোগী অধ্যাপক (নিউরোসাইন্স বিভাগ)
বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট, শেরে-ই-বাংলা নগর, ঢাকা।
চেম্বার: আলোক হেলথকেয়ার, পল্লবী শাখা
সময়: রবি, মঙ্গল ও বৃহস্পতিবার, বিকাল ৩টা - সন্ধ্যা ৬ টা পর্যন্ত

✅অ্যাপয়েন্টমেন্ট বা বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01949605525
Visit: www.hellodoctorzone.com
------------------------------------------------




#শিশু_বিশেষজ্ঞ
#শিশু_নিউরোলজি



আমরা শোকাহত!!!
22/07/2025

আমরা শোকাহত!!!

শুভ নববর্ষ ১৪৩২"নতুন বছরের প্রতিটি দিন কাটুক আনন্দে ও সুস্থতায়,হ্যা‌লো ডাক্তার জোন এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শ...
13/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

"নতুন বছরের প্রতিটি দিন কাটুক আনন্দে ও সুস্থতায়,
হ্যা‌লো ডাক্তার জোন এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা"

হটলাইন - 0 1949-605525
Visit: https://www.hellodoctorzone.com/

ঢাকার সরকারি হাসপাতালগুলোর তালিকা তাদের ঠিকানা , ফোন , ই-মেইল ও ওয়েবসাইটের নামযন্ত্রস্বরূপ মানুষের এই শরীরে কত রকমই না অ...
06/04/2025

ঢাকার সরকারি হাসপাতালগুলোর তালিকা তাদের ঠিকানা , ফোন , ই-মেইল ও ওয়েবসাইটের নাম
যন্ত্রস্বরূপ মানুষের এই শরীরে কত রকমই না অসুখ বাসা বাঁধে, কোনোটি প্রকাশ্যে আবার কোনোটি গোপনে। স্বভাবতই আমরা অসুখে আক্রান্ত হলে ডাক্তার খানায় যাই, ডাক্তার সাহেব রোগীর গায়ে একটি যন্ত্র লাগিয়ে কিছু একটা শোনার চেষ্টা করেন এবং কিছু ঔষধের নাম লিখে দেন, তা খেয়ে রোগী ভালো হয়ে যায়। বরাবরই যদি শুধু এমনটাই ঘটতো, তবে ভাবনার কোনো বিষয়ই ছিলো না। কিন্তু সমস্যা হল যে, বর্তমান যুগে এমন ঘটনা বিরল বললেই চলে। অনেক সময় রোগীকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করাতে হয়। আর তাই সাবধান থাকাটাই শ্রেয়। আপনার এই সাবধানতাকে আরও একটু তড়ান্বিত করতে পেশ করছি ঢাকার হাসপাতালগুলো (hospitals in dhaka) –র তালিকা। এই মুহুর্তে আপনি যেখানে আছেন সেখান থেকে আপনার নিকটবর্তী হাসপাতাল কোনটি তা ঝটপট দেখে নিন ঢাকার হাসপাতালগুলো (hospitals in dhaka) –র তালিকা থেকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
বকশী বাজার, ১০০ রমনা, ঢাকা-১০০০।
ফোনঃ ৮৬২৬৮১২-১৯, ৮৬২৬৮২৩, ৯৬৬৯৩৪০, ৯৫০৫০২৫-২৯, ৯৫০০১২১-৫।
ফ্যাক্স: ৮৬১৫৯১৯।
ই-মেইল: info@dmc.edu.bd,
dmc_principal@yahoo.com
ওয়েব: www.dmc.edu.bd

ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
নয়াবাজার ব্রীজ সংলগ্ন স্থানে অবস্থিত।
নওয়াব ইউসুফ রোড, নয়াবাজার, ঢাকা-১১০০।
ফোন- ৭৩৯০৮৬০।

সরকারী ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
মিরপুর ১০ নম্বর গোল চক্কর থেকে সোজা দক্ষিনে প্রায় ৩০০ গজ রাস্তা পেরিয়ে হাতের বামে এসওএস হারমাইন কলেজের পার্শ্বে কলেজটি অবস্থিত।
মিরপুর ১৩, কাফরুল, ঢাকা।
ফোন: ৮০১২০৪৮।

শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
ঢাকার শেরে-ই-বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট এর পাশে অবস্থিত ।
যোগাযোগ নম্বর- ৯১৩০৮০০-১৯।

বারডেম জেনারেল হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
শাহবাগের চৌরাস্তার পূর্ব উত্তর কোনে এবং জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ ভবনের বরাবর দক্ষিনে অবস্থিত।
টেলিফোন- ৮৬১৬৬৪১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল
(BSMMU)ঠিকানা ও যোগাযোগঃ
শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের উত্তরে এর অবস্থান।
যোগাযোগ: 9661051-56, 9661058-60
ই-মেইল: info@bsmmu.org
ওয়েবসাইট: www.bsmmu.org

ঢাকা শিশু হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
শ্যামলী বাস স্ট্যান্ডের ২০ – ৩০ গজ পূর্ব দিকে শিশুমেলার পূর্বে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্রের পশ্চিম পাশে এটি অবস্থিত।
যোগাযোগ: ৮১১৬০৬১-৬২, ৮১১৪৫৭১-৭২।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ৫০ গজ উত্তর দিকে মিরপুর রোডের পূর্ব পাশে অবস্থিত।
শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭
ফোন- ০২- ৯১২২৫৬০
ফ্যাক্স- ৮৮-০২- ৮১৪২৯৮৬

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
শেরে বাংলা নগর, ঢাকা।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
মিরপুর রোডের শ্যামলীতে অবস্থিত শিশু মেলার পূর্ব-উত্তর কোণে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এর অবস্থান।
শেরেবাংলা নগর, ঢাকা- ১২১৭
ফোন- ০২- ৯১১৮৩৩৬, ৮১১৪৮০৭
ফ্যাক্স- ৮৮-০২- ৮১১৭২০২

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ৫০ গজ উত্তরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের অবস্থান।
মহাখালী, ঢাকা- ১২১২
ফোন: ৯৮৮০০৭৮

জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ১০০ গজ উত্তরে হাতের ডান পাশে এবং জাতীয় মানসিক ইনষ্টিটিউট হাসপাতালের দক্ষিন পাশে।
শেরে বাংলা নগর, ঢাকা।
ফোন: ৯১৩৬৫৫৬০-৩।

জাতীয় পঙ্গু হাসপাতাল
ঠিকানা ও যোগাযোগঃ
শ্যামলীতে অবস্থিত শিশু মেলার পূর্বে জাতীয় শিশু হাসপাতালের সাথেই অবস্থিত।
শেরে বাংলানগর, ঢাকা- ১২০৭
ফোন: ৯১৪৪১৯০-৪, ৯১১২১৫০
মোবাইল: ০১৮৪১-২২২২২৪
ই-মেইল: nitortz@yahoo.com

কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ
ঠিকানা ও যোগাযোগঃ
প্লট ৫/২, সড়ক ০১, সেকশন ০২
মিরপুর, ঢাকা-১২১৬।
ফোন: +৮৮-০২-৮০৫৫৮২৭, +৮৮-০২-৮০৫৩৭৮৬
ইমেইল: rashid@bol-online.com

আইসিডিডিআরবি (ICDDRB)
ঠিকানা ও যোগাযোগঃ
মহাখালি কাঁচা বাজার থেকে মহাখালি আন্ত:জেলা বাস টার্মিনালের দিকে ২০০ গজ সামনে হাতের বাম দিকে আইসিডিআরবি অবস্থিত।
ফোন: ৮৮০৬৫২৩-৩২।
ফ্যাক্স: ৮৮-০২-৮৮১৯১৩৩, ৮৮২৩১১৬
জরুরী বিভাগের নম্বর – ৯৮৯৯০৬৭।

✅ প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর আল্ট্রাসনোগ্রাম জরুরি কেন? শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।গত ২মাসে আল্ট্রাসনোগ্রা...
05/04/2025

✅ প্রেগন্যান্সি কনফার্ম হওয়ার পর আল্ট্রাসনোগ্রাম জরুরি কেন? শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।

গত ২মাসে আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে প্রায়ই এই কেসটি পাচ্ছি। রোগীকে কাউন্সিলিং করাটা কস্টসাধ্য, তাদের যতোই বুঝাই শুধু কান্না আর কান্না।

এটা স্বাভাবিক, একজন মা ৪-৫ বা ৬মাসের সময় আল্ট্রা করতে এসে যদি শুনে বাচ্চার হাত-পা-হার্টবিট সব ঠিক আছে, মেশিনে দেখা যাচ্ছে শিশুটি নড়াচড়া করছে কিন্তু মাথার (খুলির) স্ক্যাল অংশ নাই +ব্রেইন তৈরি হয় নাই তখন সেই মা অসহায়ের মতো তাকিয়ে থাকে আর চোখ থেকে জল গড়িয়ে পরে।

#তাদের_অনেক_প্রশ্নঃ⁉️
🔵 "কেন এমনটা হলো?
কোনো বাতাস লাগে নাইতো, আমি কি এমন পাপ করলাম, আল্লাহ আমার উপর নারাজ কেন ইত্যাদি? "

এখন তাহলে কি হবে? এটা কি ভালো হবে? ট্রীটমেন্ট কি?

#আসুন_বিষয়টা_একটু_জানিঃঃ------------------------
👉এই সমস্যাকে Anencephaly বলা হয়। এটা সাধারণত নিউরাল টিউব ডিফেক্টে হয়। এই নিউরাল টিউব কনসিভের পর ৪-৫ সপ্তাহ বা ২৮-৩২ দিনের মধ্যে তৈরি হয়ে বন্ধ হয়ে যায়। যদি কোনোক্ষেএে টিউবের কোনো অংশ বন্ধ না হয় তখনই নিউরাল টিউব ডিফেক্ট হয়ে জন্মগত এই ত্রুটি Anencephaly হয়।

আর এই নিউরাল টিউব ডিফেক্টের কিছু কারন যেমনঃ 👉মা-বাবার জীনগত কিছু সমস্যা,
👉ফলিক এসিড এর ঘাটতি,
👉কিছু এন্টিসাইকোটিক ড্রাগস,
👉ওপিয়ড ঔষধ যা গর্ভকালীন সময়ের প্রথম ২মাসে খেলে ইত্যাদি।

#ডায়াগনোসিস_বা_কিভাবে_এই_সমস্যা_বুঝা_যাবে?

১২-১৪ সপ্তাহের মধ্যে আল্ট্রাসনোগ্রাম করলেই ডায়াগনোসিস করা সম্ভব। এছাড়াও মায়ের Serum Alpha-fetoprotein(elevated), MRI, Amniocentesis ইত্যাদি টেস্টের মাধ্যমে জানা সম্ভব।

িকিৎসা_কি?⁉️

❌ এর কোনো চিকিৎসা এখন পর্যন্ত নাই।

#কোনো_প্রতিরোধ_ব্যবস্থা??⁉️

✅অবশ্যই অবশ্যই অবশ্যই কনসিভ করার পর থেকে প্রথম ৩মাস ফলিক এসিড সেবন করতে হবে। এমনকি যারা কনসিভ করতে চাচ্ছেন তাদেরকেও কনসিভের আগে থেকেই ফলিক এসিড খেতে হবে। প্রথম দুইমাস কোনো প্রকার ওপিয়ড মানে ব্যথানাশক ঔষধ খাবেন না, এন্টিসাইকোটিক ড্রাগস খাওয়া যাবেনা।

িশু_কি_জন্মের_পর_বেঁচে_থাকবে?⁉️

এরা অনেক সময় গর্ভেই নস্ট হয়ে যায় অথবা মারা যায়।
আর জন্মের সাথে সাথে বা কয়েক ঘন্টা/দিন/সপ্তাহের মধ্যেই মারা যায়। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে এটা প্রমানিত এই ধরনের শিশুরা জন্মের পর ১বছরের মধ্যে ১০০% ক্ষেএে মারা যায়। এরা হয় অন্ধ নয়তো বধির আর এদের কনসাসনেস থাকে না।

#কেন_এই_পোস্ট?⁉️

✅সচেতনতা বৃদ্ধি।

অনেকেই অনেক কথা বলেনঃ
"আগেকার যুগের মানুষতো ডাক্তার দেখাতোনা, আমারতো এখন কোনো সমস্যা নাই তাহলে কেন ডাক্তার দেখাবো, আমি ঔষধ খেতে পারিনা বমি আসে, ৬মাসে আল্ট্রা করবো এতো আগে আল্ট্রা করে কি লাভ",
আবার অনেকে বলেন হয় ৮মাসে আল্ট্রা করবো অথবা আল্ট্রাই করবোনা।
আশা করি যারা পোস্টটি ভালোভাবে পড়েছেন তারা বুঝতে পেরেছেন কেন প্রথমদিকে একটা আল্ট্রাসনোগ্রাম করতে হয় আর কেন সবসময় ডাক্তারের চেকআপে থাকতে হয়।


সংগৃহীত।

সৃষ্টিকর্তা আমাদের সকলকে সুস্থ ও ভালো রাখুন।

Address

Mirpur 12
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Hello Doctor Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category