Little Fighter Safir

Little Fighter Safir My 6 year old son, Rashid has been fighting High Risk Neuroblastoma since 2022.

25/08/2025

জীবন নিয়ে লিখতে আমার বেশ লাগে।
একটা সময় ছিল যখন প্রায়ই লিখতাম। সাফির অসুস্থ হওয়ার পর থেকে আর সেভাবে লেখা হয়নি।
আজ একটা গান নিয়ে কিছু লেখার চেষ্টা করবো।
গান: মন মাঝি খবরদার
কথা ও সুর: সংগ্রহ
গানের সাধক প্রতীকীভাবে জীবনের পথ, সময় ও জীবনের আত্মোপলব্ধি গুলো কথামালায় গেঁথেছেন।
১ম শ্লোক লিখেছেন-
"মন মাঝি খবরদার
আমার তরী যেন ভেড়ে না
আমার নৌকা যেন ডুবে না ॥"
সাধক এখানে "মন মাঝি " বলতে নিজেকে বা স্ব-অস্তিত্ব কে বুঝিয়েছেন। আর নৌকা বলতে জীবনকে বুঝিয়েছেন। জীবন নৌকার মাঝি- সাধক নিজেই।
সাধক বলেছেন - সাবধান, আমার জীবন নৌকার পথ যেন না থেমে যাই।
২য় শ্লোক লিখেছেন-
"সাড়ে তিন হাত নৌকার খাঁচা
মন মাঝি রে ঘন ঘন জোড়া
সেই নৌকা খান বাইতে আমার তো
মন মাঝি রে হাড় হইলো গুড়া রে ॥"
কি আশ্চর্য , প্রতিটি মানুষ তার হাতের সাড়ে তিন হাত দৈর্ঘ্য হয়। আর এই সাড়ে তিন হাত শরীরে ২০০ টাই বেশি হার আছে। শত শত লিগামেন্টের জোড়া দিয়ে এই শরীরটা চলে।
সাধকের শরীরটা ভেঙে যাচ্ছে দিনে দিনে। ক্লান্তি , যন্তনা আর সংগ্রাম ফুটে উঠেছে প্রতিটি শব্দে। জীবনে যত গভীর হচ্ছে, যত দিন যাচ্ছে- সাধক ততো ক্লান্ত হচ্ছে।
শেষ শ্লোক লিখেছেন-
"মাস্তুলে উঠিয়া রে মাঝি
মন মাঝি রে এদিক ওদিক চায়
পেছন ফিরে চাইয়া দেখ রে
মন মাঝি রে বেলা ডুইবা যায় ও রে ॥"
জীবনের পথে সাধক কোন এক সময়, একদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আর কত কি ভাবে- জীবনের হিসাব নিয়ে বসে সে। জীবন খাতার হিসাব হয়তো শূন্যই রয়ে যাই। তবুও সময় বহমান। এ বেলায় সাধকের শেষ সময় ঘনিয়ে আসছে।
হয়তো অপেক্ষা ! ওপারের !
গানের কথার গভীরতা এতো অতল! আমি সেভাবে কিছুই লিখতে পারলাম না।
এই সাধক আমি নিজেও।
আমিও সাধকের মতো বড্ড ক্লান্ত কিন্তু থেমে গেলে তো চলবে না।
আমার সাথে আমার সাফীরের জীবন জড়িত।
গত তিন বছর আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি তার জন্য।
ঝিনুক যেমন তার খোলসের ভিতর মুক্তাকে আগলে রাখে , আমিও ঠিক সেই ভাবে আমার সবটুকু দিয়ে আমার ছেলেকে আগলিয়ে রেখেছি।
এই যেমন এখন রাত প্রায় তিনটা। আমি জেগে জেগে ভাবছি আর লিখছি। পশে সাফীর ঘুমুচ্ছে। আমরা হাসপাতালে ভর্তি ICU তে আছি। সাফীরের Immunotherapy চলছে।
কিছুক্ষন আগে নার্স এসে বললো - তুমি ঘুমিয়ে পর। আমরা আছি। কোনো প্রব্লেম হবে না।
আমি বললাম - "শেষ হোক "
IV লাইনে Immunotherapy drug, NS, DS, Morphine আরো কত কি চলে। মাঝে মাঝে এয়ার ইন লাইন হয় , ইনফুসিওন কমপ্লিট হয় , লাইন জ্যাম হয় আর তখনই ব্রীফ ব্রীফ শব্দ হয়। আমি তখন মেশিনটা পজ করি , নার্সকে কল করি। নার্স এসে টিক করে দেয়। ব্রীফ ব্রীফ শব্দে যদি সাফীরের ঘুম ভেঙে যাই , তাই আমি জেগে থাকি।
এই রকম প্রতিদিন শত শত চিন্তা আমাকে করতে হয়। যাতে সাফির আর একটু ভালো থাকে।
মাঝে মাঝে ওই সাধকের মতো আমারও মনে হয় "হাড় হইলো গুড়া রে"
কিন্তু খবরদার আমার নৌকা যেন ডুবে না। আমি যেন শেষ না হয়ে যাই।
জীবন যুদ্ধে আমিও ক্লান্ত, বিধ্বস্ত, বাস্তবতার কাছে হেরে যাচ্ছি প্রতিনিয়ত। তবুও আমি আশা ছাড়ি না।
সাধকের মতো আমিও এদিক ওদিক চায়।
পেছন ফিরে জীবনের হিসাব মিলাতে যাই।
একটা সুখের আলোর অপেক্ষায় বেলা চলে যাই।
সবশেষে দেখি সাফীর বাদে আমার কিছু নাই।
বেরঙিন জীবন খাতার সব রং আজ ফিকে হয়ে এক জায়গায় এসে দাঁড়িয়েছে।
আমার সাফীর ...
পুনশ্চ: ভিডিওটা আমি গতবছর আমাদের মেহেরপুরের তেরোঘরিয়া বিলে ধারণ করেছিলাম। আজ পূর্ণতা পেলো।


Supporting Cancer
American Cancer Society
Wes' Fight Against Neuroblastoma
Kendal's fight against neuroblastoma
বাংলাদেশি ফটোগ্রাফি
Friends
Bangladesh Cancer Support Group

12/07/2025

In October 2022, our world changed when our little warrior was diagnosed with Neuroblastoma.
We started treatment in India, and after nearly two years of painful but powerful battles, Rashid was declared cured.

But after nine months of peace, the monster returned.
This time, doctors told us there was no more hope — just palliative care…
To accept his death.

But we didn’t.

Because Rashid is not just a patient.
He is a fighter, a believer, a dreamer.

We came to the USA, to Hassenfeld Children’s Hospital at NYU Langone.
We walked into the unknown — with faith.
And after 101 days of fighting, praying, struggling, and holding on — Rashid stood up again.

Today, he is walking, smiling, and dreaming again.
And so are we.

We share this video not just as a memory — but as a message to every family fighting Neuroblastoma:

🕊️ Never lose hope. Where there is hope, there is a chance.
This is not the end —
This is a new beginning.

ঐ নতুনের কেতন ওড়ে...
03/08/2024

ঐ নতুনের কেতন ওড়ে...

09/04/2023
সাফীর ! আমাদের সবার ছোট্ট সাফীর।ক্যান্সার। শব্দটা তার জন্য খুব ভয়ঙ্কর। যদিও এতো ছোট হয়েও ক্যান্সারের যন্ত্রণা নীরবে সহ্...
08/04/2023

সাফীর ! আমাদের সবার ছোট্ট সাফীর।
ক্যান্সার। শব্দটা তার জন্য খুব ভয়ঙ্কর। যদিও এতো ছোট হয়েও ক্যান্সারের যন্ত্রণা নীরবে সহ্য করে চলেছে।
কদিন আগেও ওর চঞ্চলতায় ঘর মুখরিত হয়ে থাকতো, অবুঝ কথায় ঘরে হাসির রোল উঠতো, দেয়ালজুড়ে আঁকিবুঁকি আরও কত কি!
অসম্ভব পছন্দ স্কুলে যাওয়া আর বাবার সাথে ঘুরতে যাওয়া। কিন্তু গত তিন মাস ওর স্কুলে যাওয়া হয়নি, বাবার সাথে ঘুরতে যায়নি, মায়ের আঙ্গুল ধরে শপিংয়ে গিয়ে টয় কেনেনি....
মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে ছোট্ট সাফীর লড়ছে ক্যান্সারের সাথে।
সে এ লড়াই জিততে চায়, স্বাভাবিক হতে চায়, ফিরে আসতে চায় সবার মাঝে।
চলুন হাত বাড়াই, এ লড়ায়ে সঙ্গী হই সাফীরের, ফিরিয়ে আনি ছোট্ট সাফীরকে।

বিকাশ, নগদ ও রকেট এ অনুদান দিতে
০১৭২৩০০৪২০০
ভিসা কার্ড , মাস্টার কার্ড বা অনলাইন এ অনুদান দিতে
https://invoice.sslcommerz.com/invoice-form...
পার্সোনাল ব্যাংক একাউন্ট এ অনুদান দিতে
Standard Chartered Bank
A/C Number: 18358046901
A/C Name: SM Rashedul Islam
Gulshan Branch
Routing Number: 215261726

সবে মাত্র কেমো থেরাপি শেষ হলো।যেতে হবে বহুদূর....কঠিন রাস্তা প্রায়ই সুন্দর গন্তব্যে নিয়ে যায়।ইনশাআল্লাহ ! সব ঠিক হয়ে ...
08/04/2023

সবে মাত্র কেমো থেরাপি শেষ হলো।
যেতে হবে বহুদূর....
কঠিন রাস্তা প্রায়ই সুন্দর গন্তব্যে নিয়ে যায়।
ইনশাআল্লাহ ! সব ঠিক হয়ে যাবে।

প্রতিদিন একটু করে স্বপ্ন বুনছিবাবার হাতের আঙ্গুল ধরে হাঁটার স্বপ্ন স্কুলে বন্ধুদের সাথে আঁকি-বুকি করার স্বপ্ন রোজ রাতে ম...
08/04/2023

প্রতিদিন একটু করে স্বপ্ন বুনছি
বাবার হাতের আঙ্গুল ধরে হাঁটার স্বপ্ন
স্কুলে বন্ধুদের সাথে আঁকি-বুকি করার স্বপ্ন
রোজ রাতে মাকে জড়িয়ে ঘুমোতে যাবার স্বপ্ন।

--এই বাবা কাল সকালে কি আমরা হসপিটালে যাবো ?না বাবা--কাল আমাদের ছুটিহা বাবাকি মজা কাল আমি বাসায় থাকবো, তোমার সাথে খেলবো (...
08/04/2023

--এই বাবা কাল সকালে কি আমরা হসপিটালে যাবো ?
না বাবা
--কাল আমাদের ছুটি
হা বাবা
কি মজা কাল আমি বাসায় থাকবো, তোমার সাথে খেলবো (ইয়েয়য়...)
!
!
সবাইকে সাথে নিয়ে হাসিটা আরও দীর্ঘস্থায়ী হোক
বিকাশ, নগদ ও রকেট পেমেন্ট
০১৭২৩০০৪২০০
ভিসা কার্ড , মাস্টার কার্ড বা অনলাইন পেমেন্ট
https://invoice.sslcommerz.com/invoice-form...
পার্সোনাল ব্যাংক একাউন্ট পেমেন্ট
Standard Chartered Bank
A/C Number: 18358046901
A/C Name: SM Rashedul Islam
Gulshan Branch
Routing Number: 215261726
Please support and share

Fight till you win!
08/04/2023

Fight till you win!

Address

1 Mehedibag, Adabor
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little Fighter Safir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram