ক্যান্সার এটুজেড Cancer AtoZ

ক্যান্সার এটুজেড Cancer AtoZ Fight Together

"গ্রীন টি"ক্যান্সার প্রতিরোধে সহায়ক যদিও খেতে তিতা 🫢
07/08/2025

"গ্রীন টি"
ক্যান্সার প্রতিরোধে সহায়ক
যদিও খেতে তিতা 🫢

🔴 পান-সুপারি-তামাক: নীরব ঘাতক!এই ছবিটি দেখে আপনি চমকে উঠবেন — কিন্তু এটাই বাস্তবতা!এমন ভয়ঙ্কর মুখের ক্যান্সার প্রতিদিনই ...
29/06/2025

🔴 পান-সুপারি-তামাক: নীরব ঘাতক!

এই ছবিটি দেখে আপনি চমকে উঠবেন — কিন্তু এটাই বাস্তবতা!
এমন ভয়ঙ্কর মুখের ক্যান্সার প্রতিদিনই বাড়ছে আমাদের আশেপাশে।

🛑 কারণ কী?
✅ নিয়মিত পান খাওয়া
✅ সুপারি ও জর্দা ব্যবহার
✅ গুল, খৈনি, বিড়ি ও তামাক পাতা মুখে রাখা
✅ মুখে তামাক-সুপারি চিবিয়ে ঘন্টার পর ঘন্টা রাখা

📌 ফলাফল কী হতে পারে?
☠️ মুখের ক্যান্সার
☠️ চোয়াল পচে যাওয়া
☠️ জিহ্বা কেটে ফেলা
☠️ খাদ্য ও কথা বলার অক্ষমতা
☠️ ভয়াবহ মৃত্যু

🔍 শুরুর উপসর্গগুলো কী কী?
➡️ মুখে ঘা, যা সারছে না
➡️ মুখের ভেতরে লাল বা সাদা ছোপ
➡️ দাঁত নড়বড়ে হয়ে যাওয়া
➡️ মুখ খুলতে কষ্ট হওয়া

⚠️ এগুলোকে অবহেলা করবেন না!
➡️ প্রথম ধাপেই ধরা পড়লে ক্যান্সার চিকিৎসাযোগ্য।
➡️ দেরি করলে জীবন ঝুঁকির মুখে পড়বে।

📣 আজই বন্ধ করুন পান-সুপারি-তামাক!
সুস্থ জীবনই সবচেয়ে বড় সম্পদ।


#পানসুপারি
#তামাক

🟣 ফাইব্রোএডেনোমা – স্তনে একটি সাধারণ টিউমার👩‍⚕️ ফাইব্রোএডেনোমা হলো স্তনে একটি সাধারণ ও বিনাইন (non-cancerous) টিউমার, যা...
27/06/2025

🟣 ফাইব্রোএডেনোমা – স্তনে একটি সাধারণ টিউমার

👩‍⚕️ ফাইব্রোএডেনোমা হলো স্তনে একটি সাধারণ ও বিনাইন (non-cancerous) টিউমার, যা মূলত তরুণী ও যুবতী নারীদের মধ্যে বেশি দেখা যায়।

🔍 লক্ষণ:
✔️ গোলাকৃতি বা ডিম্বাকৃতির ছোট সাইজের গাঁট
✔️ ব্যথাহীন, নরম বা শক্ত অনুভব হতে পারে
✔️ সাধারণত চলমান ও ত্বকের নিচে অনুভবযোগ্য

💡 ভয়ের কিছু নেই:
ফাইব্রোএডেনোমা সাধারণত ক্যান্সার নয়, এবং অনেক ক্ষেত্রেই চিকিৎসার প্রয়োজন হয় না – কেবল পর্যবেক্ষণ যথেষ্ট।

🧪 যা করতে হবে:
👉 ক্লিনিক্যাল চেকআপ
👉 আল্ট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাম
👉 প্রয়োজনে বায়োপসি

✂️ চিকিৎসা:
যদি সাইজ বড় হয়, বা দ্রুত বাড়ে – তবে সার্জিকাল রিমুভাল করা হয়। তবে অনেক ক্ষেত্রেই অপারেশন প্রয়োজন হয় না।

🚺 নিজের প্রতি যত্ন নিন। স্তনে যেকোনো অস্বাভাবিক গাঁট বা পরিবর্তন অবহেলা করবেন না।


🔬 অপরিকল্পিত লাম্পেক্টমি ও ফ্রোজেন সেকশন বায়োপ্সির গুরুত্ব 🩸অনেক সময় রোগী স্তনে একটি চাকা বা লাম্প নিয়ে অপারেশন করাতে...
23/06/2025

🔬 অপরিকল্পিত লাম্পেক্টমি ও ফ্রোজেন সেকশন বায়োপ্সির গুরুত্ব 🩸

অনেক সময় রোগী স্তনে একটি চাকা বা লাম্প নিয়ে অপারেশন করাতে আসেন, যেটা আগে থেকে ক্যান্সার কিনা তা জানা যায় না। একে বলা হয় অপরিকল্পিত লাম্পেক্টমি।

এই অবস্থায় অপারেশনের সময়ই যদি টিউমারটি ফ্রোজেন সেকশন বায়োপ্সির মাধ্যমে পরীক্ষা করা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে জানা যায় টিউমারটি বিনাইন (সাধারণ) না ম্যালিগন্যান্ট (ক্যান্সারাস)।

🧊 ফ্রোজেন সেকশন কীভাবে সাহায্য করে?
✅ অপারেশনের সময়ই রোগ নির্ণয়
✅ অপ্রয়োজনীয় বড় অপারেশন এড়ানো যায়
✅ যদি ক্যান্সার হয়, তখনই পর্যাপ্ত মার্জিন সহ সার্জারি করা সম্ভব
✅ রোগীর জন্য সময়, অর্থ এবং মানসিক চাপ কমে

⚠️ ফ্রোজেন সেকশন না করলে কী হতে পারে?
❌ ক্যান্সার ধরা না পড়লে পরবর্তীতে আবার অপারেশন করতে হয়
❌ পর্যাপ্ত মার্জিন না থাকলে রিকারেন্সের ঝুঁকি বাড়ে
❌ পরবর্তীতে বেস্ট অপশন হিসেবে Mastectomy বা আরও আগ্রাসী চিকিৎসার দরকার পড়ে

📌 তাই যদি কোনো স্তনের টিউমার অপারেশন করতে হয় এবং তা ক্যান্সার কিনা সন্দেহ থাকে, অবশ্যই ফ্রোজেন সেকশন বায়োপ্সির কথা বিবেচনা করুন।

🩺 সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত = উন্নত চিকিৎসা ও সুস্থতা





যারা ব্রেস্ট রেখে অপারেশন (Breast Conserving Surgery) করতে চায়,তাদেরকে কেমোথেরাপি শুরুর আগে এই হাইড্রোজেল মার্কার টি দেও...
23/06/2025

যারা ব্রেস্ট রেখে অপারেশন (Breast Conserving Surgery) করতে চায়,

তাদেরকে কেমোথেরাপি শুরুর আগে এই হাইড্রোজেল মার্কার টি দেওয়া হয়।

কারন ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমোথেরাপি পাওয়ার পর টিউমার একদম নাই হয়ে যায়,

তখন এই হাইড্রোজেল মার্কার কে টার্গেট করে একটা ওয়্যার বসিয়ে,

টিউমার যে জায়গায় ছিল তা নিয়ে আসা হয়।

surgery




🛑 ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি: মরণফাঁদ 🛑বাংলাদেশে অনেক রোগী ক্যান্সার শনাক্ত হওয়ার পর প্রথমেই হোমিওপ্যাথির দ্বারস্থ হ...
22/06/2025

🛑 ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি: মরণফাঁদ 🛑

বাংলাদেশে অনেক রোগী ক্যান্সার শনাক্ত হওয়ার পর প্রথমেই হোমিওপ্যাথির দ্বারস্থ হন — কেউ ভয় থেকে, কেউ ভুল তথ্যের শিকার হয়ে।

⚠️ কিন্তু জানেন কি?
👉 হোমিওপ্যাথি কোনভাবেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসা নয়।
👉 ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথির একটিও কার্যকরী ক্লিনিক্যাল ট্রায়াল নেই।
👉 সময়মতো সঠিক চিকিৎসা না পেলে ক্যান্সার ছড়িয়ে পড়ে প্রাণনাশ ঘটায়।

🔬 আধুনিক চিকিৎসা যেখানে কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি ও টার্গেটেড থেরাপিতে রোগ নিরাময়ের চেষ্টা করে — সেখানে হোমিওপ্যাথি রোগ ধামাচাপা দেয়, সময় নষ্ট করে, রোগকে বাড়তে দেয়।

📌 বাস্তবতা হলো — ক্যান্সার দ্রুত ধরা ও সঠিক চিকিৎসাই জীবন বাঁচাতে পারে। ভুল পথে গেলে সময় আর ফেরে না।

🙏 একজন সচেতন নাগরিক হোন — হোমিওপ্যাথির মিথ্যাচারে কান না দিয়ে আধুনিক চিকিৎসার পথেই থাকুন। জীবন মূল্যবান।


#ক্যান্সারচিকিৎসা

🛑 কলিজা খাওয়া নিয়ে সতর্কবার্তা 🛑🐄🐐 কোরবানির সময় অনেকেই গরু বা ছাগলের কলিজা খেতে ভালোবাসেন। তবে এই অঙ্গগুলোর পুষ্টিগুণ...
07/06/2025

🛑 কলিজা খাওয়া নিয়ে সতর্কবার্তা 🛑

🐄🐐 কোরবানির সময় অনেকেই গরু বা ছাগলের কলিজা খেতে ভালোবাসেন। তবে এই অঙ্গগুলোর পুষ্টিগুণ যেমন রয়েছে, তেমনি ঝুঁকিও কম নয়।

🔬 কলিজা কেন ঝুঁকিপূর্ণ হতে পারে?
✅ কলিজা প্রাণীর শরীরের ডিটক্স অর্গান — অর্থাৎ, বিষাক্ত পদার্থ, ওষুধের অবশিষ্টাংশ, ভারী ধাতু ইত্যাদি ফিল্টার করে।

✅ এসব অঙ্গ অনেক সময় বিষাক্ত পদার্থ জমা করে রাখে, যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

🔴 কাঁচা বা অল্পসিদ্ধ কলিজা নয়!
✔ কলিজায় থাকতে পারে পরজীবী (parasite) বা ব্যাকটেরিয়া
➡ হেপাটাইটিস E ভাইরাস
➡ ইকোলাই, সালমোনেলা
➡ লিভার ফ্লুক
👉 তাই ভালো করে সিদ্ধ না করলে মারাত্মক ইনফেকশনের ঝুঁকি!

🍽️ পরামর্শ:
✅ অল্প পরিমাণে খান
✅ ভালোভাবে সিদ্ধ করে নিন
✅ প্রতিদিন না খেয়ে মাঝেমধ্যে খান

❤️ সুস্থ থাকুন, সচেতন থাকুন

Eid Mubarak 🌙💥⭐
May Allah Accept Our Sacrifice

#ক্যান্সার_সচেতনতা #কোরবানির_মাংস

🪶🦴কোরবানির সময় গরুর মাংস খাওয়া অনেক আনন্দের বিষয়, তবে ক্যান্সার রোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা জরুরি...
07/06/2025

🪶🦴কোরবানির সময় গরুর মাংস খাওয়া অনেক আনন্দের বিষয়, তবে ক্যান্সার রোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা জরুরি।🪶🦴

🛑 যাদের জন্য সতর্কতা বেশি দরকার:

🟣কেমোথেরাপি/রেডিওথেরাপি নিচ্ছেন

🟣লিভার, কিডনি বা প্যানক্রিয়াসের জটিলতা আছে

🟣ইমিউন সিস্টেম দুর্বল (low WBC, neutropenia)

✅ কি করবেন:
👉অল্প পরিমাণে মাংস খান: দিনে ৫০-৭৫ গ্রাম (১-২ পিস) পরিমিত পরিমাণে।

👉চর্বি বাদ দিয়ে খান: গরুর চর্বি saturated fat যুক্ত, যা কোলেস্টেরল ও প্রদাহ বাড়ায়।

👉সেদ্ধ বা গ্রিল করা মাংস: ভাজা বা পুড়ানো মাংসে ক্যান্সারজনিত উপাদান (heterocyclic amines) তৈরি হয়।

👉সবজি ও সালাদসহ খান: আঁশ যুক্ত খাবার হজমে সাহায্য করে ও টক্সিন দূর করে।

👉পানি বেশি খান: মাংস হজমে পানি সাহায্য করে, অন্ত্র পরিষ্কার রাখে।

❌ কি এড়িয়ে চলবেন:❓

🚫অতিরিক্ত লাল মাংস (red meat) একসাথে খাওয়া

🚫বারবার গরম করা মাংস

🚫মাংস দিয়ে রান্না করা তেলযুক্ত বা ঝাল খাবার

🚫কাবাব বা পোড়া অংশযুক্ত মাংস

🚫🚫গরুর যকৃৎ বা কিডনি (ভিতরের অঙ্গ)—বিশেষ করে কেমো চলাকালীন।🚫🚫

সবশেষে অতিরিক্ত মষলা,ঝাল, ঝোল এডিয়ে চলবেন।

Eid Mubarak 🌙💥⭐🐄🐄🐄🐄🐄🐃🐃🐃🐃🐃🦬🦬🦬🦬🦬🐂🐂🐂🐂🐂🐂🐂🐄🐄🐄




05/06/2025

আসন্ন কোরবানি তে গরুর মাংস খাওয়ার সময় ঝোল আর
চর্বি কম খাবেন।

Thank you My Moto is to aware people about cancerAnd prevent cancer mismanagement!  #ক্যান্সারএটুজেড
03/06/2025

Thank you
My Moto is to aware people about cancer
And prevent cancer mismanagement!

#ক্যান্সারএটুজেড



03/06/2025

Hi 500 Followers! Thank you ❤️

03/06/2025

২ টা ক্যান্সারে সবচেয়ে বেশি ভুল চিকিৎসা হয় পেরিফেরিতে
১.ব্রেস্ট ক্যান্সার
২ ওভারিয়ান ক্যান্সার

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যান্সার এটুজেড Cancer AtoZ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category