06/10/2025
                                            অফিসের ব্যস্ততা মানেই হার্টকে অবহেলা নয়!
ছোট ছোট অভ্যাস—হাঁটা, স্ট্রেচ, পানি ও স্বাস্থ্যকর স্ন্যাক্স—হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। যেমনঃ 
১. লাঞ্চের পরে কিছুক্ষণ হাঁটুন – রক্ত সঞ্চালন বাড়ায় এবং ক্লান্তি কমায়।
২.  পিঠ ও কাঁধ ঠিক রেখে সোজা হয়ে বসুন – দীর্ঘক্ষণ বসার চাপ কমায়।
৩.  পর্যাপ্ত পানি পান করুন – হাইড্রেশন বজায় রাখে এবং হার্ট সুস্থ রাখে।
৪.  চেয়ারে বসেই স্ট্রেচিং করুন – রক্ত চলাচল ঠিক রাখে এবং শরীর ফ্রেশ রাখে।
৫.  বাদাম, ফল বা দই খান – স্বাস্থ্যকর স্ন্যাক্স হার্টের জন্য ভালো।
৬.  মাঝে মাঝে ২-৩ মিনিট গভীর শ্বাস নিন – মানসিক চাপ কমায় এবং হার্টকে শান্ত রাখে।
ছোট ছোট অভ্যাসই হার্টকে সুস্থ রাখে। আজ থেকেই শুরু করুন!