22/03/2025
#করোনারি_এনজিওগ্রাম
#বাইপাস_সার্জারী
আমাদের হার্ট এ মুলত ৩টি প্রধান ধমনী(রক্তনালী) থাকে, যেটা হার্ট মাংসপেশিতে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন প্রবাহিত করে। এই ধমনীতে( রক্তনালী) কোলেস্টেরল জমে জমে বিভিন্ন মাত্রায় ব্লক তৈরী করে, একসময় যখন ব্লক ৭৫% এর উপরে হয় বা ফেটে যায় তখন হার্ট অ্যাটাক হয়।
হার্ট এর ধমনীর ব্লক নির্নয় এর গোন্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো এনজিওগ্রাম।
নিচের এনজিওগ্রামটি ৫৩ বছর বয়সী একজন পুরুষ রোগীর, তিনি গত ৬ মাস যাবত হাটাচলা করলে বুকে হালকা চাপ অনুভব করতেন এর পরে হঠাত একদিন প্রচন্ড বুকে ব্যাথা নিয়ে হাসপাতাল এ ভর্তি হলেন এবং হার্ট অ্যাটাক আক্রান্ত হন।
পরবর্তিতে এ হার্ট এর রক্তনালির এনজিওগ্রাম করা হয়, এখানে ডান পাশের করোনারি আর্টারি(রক্তনালী) ১০০% বন্ধ, বাম পাশের প্রধান রক্তনালি( এল এ ডি)৮০-৯০% বন্ধ, বাম পাশের আরেকটি রক্তনালি(এল সি এক্স) ৯৫-৯৯% বন্ধ দেখা যায়।
পরবর্তীতে রোগীকে আমরা হার্ট বাইপাস অপারেশন করি।
বুকে ব্যাথা অনুভব হলে কোনভাবেই অবহেলা করা যাবেনা। হার্ট এর যত্ন নিন, ভালো থাকুন।
ডা মো আবুল বাসার মারুফ
এমবিবিএস
এমএস( সিভিটিএস)
কার্ডিওভাস্কুলার সার্জন
ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।