Dr Md Abul Bashar Maruf

Dr Md Abul Bashar Maruf Specialist cardiovascular and thoracic surgeon

22/03/2025

#করোনারি_এনজিওগ্রাম
#বাইপাস_সার্জারী

আমাদের হার্ট এ মুলত ৩টি প্রধান ধমনী(রক্তনালী) থাকে, যেটা হার্ট মাংসপেশিতে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন প্রবাহিত করে। এই ধমনীতে( রক্তনালী) কোলেস্টেরল জমে জমে বিভিন্ন মাত্রায় ব্লক তৈরী করে, একসময় যখন ব্লক ৭৫% এর উপরে হয় বা ফেটে যায় তখন হার্ট অ্যাটাক হয়।

হার্ট এর ধমনীর ব্লক নির্নয় এর গোন্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি হলো এনজিওগ্রাম।

নিচের এনজিওগ্রামটি ৫৩ বছর বয়সী একজন পুরুষ রোগীর, তিনি গত ৬ মাস যাবত হাটাচলা করলে বুকে হালকা চাপ অনুভব করতেন এর পরে হঠাত একদিন প্রচন্ড বুকে ব্যাথা নিয়ে হাসপাতাল এ ভর্তি হলেন এবং হার্ট অ্যাটাক আক্রান্ত হন।

পরবর্তিতে এ হার্ট এর রক্তনালির এনজিওগ্রাম করা হয়, এখানে ডান পাশের করোনারি আর্টারি(রক্তনালী) ১০০% বন্ধ, বাম পাশের প্রধান রক্তনালি( এল এ ডি)৮০-৯০% বন্ধ, বাম পাশের আরেকটি রক্তনালি(এল সি এক্স) ৯৫-৯৯% বন্ধ দেখা যায়।

পরবর্তীতে রোগীকে আমরা হার্ট বাইপাস অপারেশন করি।

বুকে ব্যাথা অনুভব হলে কোনভাবেই অবহেলা করা যাবেনা। হার্ট এর যত্ন নিন, ভালো থাকুন।

ডা মো আবুল বাসার মারুফ
এমবিবিএস
এমএস( সিভিটিএস)
কার্ডিওভাস্কুলার সার্জন
ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।

19/03/2025

#হৃদরোগ

প্রতিদিন কমপহ্মে ৩০মিনিট হাটুন এতে করে আপনার হৃদরোগ এ আক্রান্ত হবার প্রবনতা ১০% কমে যাবে।

হার্ট এর যত্ন নিন, ভালো থাকুন।

ডা মো আবুল বাসার মারুফ
এমবিবিএস
এমএস( সিভিটিএস)
কার্ডিওভাস্কুলার সার্জন
ইউনাইটেড হসপিটাল লিমিটেড।

17/03/2025

#হৃদরোগ

হৃদরোগ এ আক্রান্ত হওয়ার বেশি কয়েকটি রিস্ক ফ্যাক্টর এর মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস। দিনে দিনে হৃদরোগ এ আক্রান্ত হওয়ার প্রবনতা বেড়ে চলছে। যাদের লম্বা সময় জুরে ডায়াবেটিস বা অল্প বয়সে ডায়াবেটিস তাদের রেগুলার হার্ট চেকাপ করানো উচিত। এতে করে প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পরবে এবং চিকিৎসা নেয়া সহজ হবে।

হার্ট এর যত্ন নিন, ভালো থাকুন।

ডা মো আবুল বাসার মারুফ
এমবিবিএস
এমএস(সিভিটিএস)
স্পেশালিষ্ট কার্ডিওভাস্কুলার সার্জন
ইউনাইটেড হসপিটাল লিমিটেড।

07/03/2025

#হার্ট এর রোগের মধ্যে অন্যতম রোগ হার্ট এর রক্তনালীতে ব্লক হওয়া।

আমাদের হার্ট প্রধানত ৩টি রক্তনালী রয়েছে। এই রক্তনালী হার্ট পুস্টি, অক্সিজেন সরবরাহ করে। এই রক্তনালীতে লিপিড/চর্বি জমে ব্লক তৈরী করে।সাধারনত ৭০% এর বেশী ব্লক না হলে কোন লহ্মন প্রকাশ পায় না।

হার্ট এর রক্তনালীতে ব্লক হলে সাধারণত কিছু লহ্মন প্রকাশ পায় যেমন-
১. বুকে ব্যাথা হওয়া
২. সিড়ি দিয়ে উপরে উঠলে/ সমতল রাস্তায় বেশি সময় হাটলে/ একটু পরিশ্রম এর কাজ করলে বুকে ব্যাথা হওয়া, আবার বিশ্রাম নিলে ঠিক হয়ে যাওয়া।
৩. বুকের ব্যাথা বাম হাত, গলা, থুতনি তে ছড়িয়ে যাওয়া।
৪. বুক ধরপর করা।
৫. এমনকি বিশ্রাম এ থাকা অবস্থায় বুকে ব্যাথা অনুভব হওয়া।

এরকম কোন লহ্মন যদি অনুভুত হলে দ্রুত হার্ট বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।

ডা মো আবুল বাসার মারুফ
এমবিবিএস,
এম এস(সিভিটিএস), বিএসএমএমইউ
কার্ডিওভাস্কুলার সার্জন
ইউনাইটেড হাসপাতাল
গুলশান, ঢাকা

হার্ট এর যত্ন নিন, ভালো থাকুন।

হার্ট এর যেকোন সমস্যায় ইরাজি হার্ট সেন্টার আছে আপনার পাশে।

#ইরাজি_হার্ট_সেন্টার
ইরাজি ডায়াগনস্টিক ল্যাব এন্ড কনসাল্টেশন সেন্টার
হাসনাবাদ, সাউথ কেরানীগঞ্জ
হটলাইন ০১৮৯৭৯৬০৪৪৪

24/01/2025

#হৃদরোগ_কথন

বুকে ব্যাথা কে কখনো অবহেলা করবেন না,কখনো বুকে ব্যাথা অনুভব হলে হার্ট স্পেশালিষ্ট এর পরামর্শ নিন। এতে করে দ্রুত আপনার রোগ ধরা পরবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে পারবেন।

আপনার হার্ট কে জানুন, হার্ট এর যত্ন নিন,ভালো থাকুন।

ইরাজি হার্ট সেন্টার আছে আপনার পাশে।

হটলাইন: ০১৮৯৭৯৬০৪৪৪

21/01/2025

#হৃদরোগ_কথন

আপনার মা, বাবা, ভাই-বোন কেউ যদি হৃদরোগ আক্রান্ত হয়ে থাকে, তাহলে আপনি হাইরিস্ক গ্রুপ এর অন্তর্ভুক্ত। নিদিষ্ট সময় পর পর আপনার হার্ট এর চেকাপ করুন।

হার্ট এর যত্ন নিন, ভালো থাকুন

17/01/2025

#হৃদরোগ_কথন

হার্ট কে সুস্থ রাখতে কয়েকটি নিয়ম মেনে চলে খুব জরুরি,
- নিয়মিত ৩০মিনিট থেকে ১ ঘন্টা ব্যায়াম করা
- ধুমপান পরিহার করা
- রক্তের অতিরিক্ত চর্বি নিয়ন্ত্রণ এ রাখা
- অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করা
- পরিমিত পরিমান ঘুম
- নিজেকে এক্টিভ রাখা।

হার্ট যত্ন নিন, ভালো থাকুন।

15/01/2025

#হৃদরোগ কথন

যেকোন বয়সেই হার্ট অ্যাটাক এ আক্রান্ত হতে পারেন, বয়স এখন একটা সংখ্যা মাত্র। তাই প্রতিদিন অন্তত ১০০০ স্টেপ/ ৩০মিনিট হাটু এতে করে হৃদরোগ এর ঝুকি ১০% কমে যাবে।

হার্ট এর যন্ত নিন, ভালো থাকুন।

হৃদরোগ, রক্তনালি ও বক্ষব্যাধি সমস্যার সমাধান এখন আপনার হাতের নাগালেই, এখন থেকে ইরাজি ডায়াগনস্টিক ল্যাব এন্ড কনসালটেশন সে...
20/06/2024

হৃদরোগ, রক্তনালি ও বক্ষব্যাধি সমস্যার সমাধান এখন আপনার হাতের নাগালেই, এখন থেকে ইরাজি ডায়াগনস্টিক ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার-এ নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করছি।

যে সকল বিষয়ে পরামর্শ নিবেন :

১. হৃদপিন্ড(হার্ট) এর রক্তনালি ব্লক ও বাইপাস অপারেশন।
২. হৃদপিন্ড(হার্ট) এর ভালব এর জটিলতার চিকিৎসা এবং অপারেশন।
৩. হৃদপিন্ড(হার্ট) এর জন্মগত ছিদ্র বা জন্মগত ত্রুটির চিকিৎসা এবং অপারেশেন।
৪. হৃদপিন্ড(হার্ট) এর টিউমার এর চিকিৎসা এবং অপারেশন।
৫. হৃদপিন্ড(হার্ট)এর কার্যক্ষমতা কমে যাওয়ার চিকিৎসা এবং অপারেশন।
৬. হৃদপিন্ড(হার্ট) থেকে উঠা রক্তনালির চিকিৎসা এবং অপারেশন।
৭. হাত ও পায়ের রক্তনালির ব্লক এর চিকিৎসা এবং অপারেশন।
৮. রক্তনালির টিউমার এর চিকিৎসা এবং অপারেশন।
৯. পায়ের আকা বাকা রক্তনালি বা ভেরিকোস ভেইন এর চিকিৎসা এবং অপারেশন।
১০. হাত ও পায়ের রক্তনালিতে রক্ত জমাট এর চিকিৎসা এবং অপারেশন।
১১. কিডনি রোগীদের ডায়ালাইসিস এর জন্য পারমানেন্ট ডায়ালাইসিস ক্যাথেটার এবং ফিস্টুলা অপারেশন।
১২. এক্সিডেন্ট এ কেটে যাওয়া রক্তনালি রিপেয়ার করা।
১৩. পেট ও বুকের রক্তনালী ফুলে যাওয়া রোগের চিকিৎসা এবং অপারেশন।
১৪. বুকের ভিতর পানি,পুজ, বাতাস জমা এর চিকিৎসা এবং অপারেশন।
১৫. এক্সিডেন্ট এ বুকের ভিতর রক্ত জমা এর চিকিৎসা এবং অপারেশন।
১৬. ফুসফুস এর টিউমার এর চিকিৎসা এবং অপারেশন।
১৭. টিবি রোগের কারনে নস্ট হয়ে যাওয়া ফুসফুস এর চিকিৎসা।
১৮. খাদ্যনালী সরু হয়ে যাওয়া এর চিকিৎসা।
১৯. খাদ্যনালীর টিউমার আবং ক্যান্সার এর চিকিৎসা।

ইরাজি মানেই সাশ্রয়ী খরচে, মানসস্মত ও সর্বোত্তম সেবা।

ইরাজি ডায়াগনস্টিক ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার
২য় তলা, লুবনা ট্রেড সেন্টার
হাসনাবাদ, সাউথ কেরানীগঞ্জ
হট লাইন : ০১৮৯৭৯৬০৪৪৪

12/04/2024

ঈদ মুবারক।

Address

Munshiganj
Dhaka

Telephone

+8801723825067

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Abul Bashar Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Abul Bashar Maruf:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category