Nutritionist Md. Raisul Haque

Nutritionist Md. Raisul Haque Masters in Biochemistry & Food Analysis
BSc (Hons) in Nutrition & Food Science
from Patuakhali Science & Technology University.

CCND from Bangladesh Academy of Dietetics and Nutrition

ইদানীং আমাদের অনেকেরই কমন অভিযোগ—"খাবার ঠিকমতো হজম হচ্ছে না" কিংবা "সারাক্ষণ পেট ভার হয়ে থাকে।" আমরা অনেকেই এটাকে সাধার...
08/12/2025

ইদানীং আমাদের অনেকেরই কমন অভিযোগ—"খাবার ঠিকমতো হজম হচ্ছে না" কিংবা "সারাক্ষণ পেট ভার হয়ে থাকে।" আমরা অনেকেই এটাকে সাধারণ গ্যাস্ট্রিক বা এসিডিটি মনে করে এন্টাসিড খেয়ে সাময়িক আরাম খুঁজি। কিন্তু আপনি কি জানেন, এগুলোর মূল কারণ হতে পারে আপনার দুর্বল গাট হেলথ।

গাট হেলথ দুর্বল হলে পেটের অস্বস্তি, খাবার হজমের সমস্যা, ব্লোটিং, এসিডিটি, ঘুমের সমস্যা—সবকিছুই ধীরে ধীরে শুরু হতে থাকে। অনেক ক্ষেত্রেই IBS (Irritable Bowel Syndrome) এর উপসর্গ ও গাটের ডিসব্যালান্স থেকে বাড়তে থাকে।

গাট হিলিং করার জন্য নিচের কাজগুলো করতে পারেন—
১) নিয়মিত ও পর্যাপ্ত ঘুম গাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
গাট রিপেয়ার প্রধানত রাতে হয়।রাত ১১টার আগে ঘুমাতে পারলে হরমোন, হজম ও মাইক্রোবায়োম সব কিছু ব্যালান্সড থাকে।

২) সকালে খালি পেটে প্রোবায়োটিক–সমৃদ্ধ খাবার খাওয়া - দিনের শুরুতে গাটকে হালকা প্রোবায়োটিক সাপোর্ট দিলে হজম শক্তি বেটার হয় এবং বাওয়েল মুভমেন্ট নিয়মিত থাকে।
এক্ষেত্রে প্রোবায়োটিক হিসেবে—
• ২–৩ চা চামচ কিমচি বা টকদই খেতে পারেন।
• যারা ঝালের জন্য কিমচি খেতে পারেন না তারা অ্যাপেল সিডার ভিনেগার ২ চামচ + ১ গ্লাস পানির সাথে মিক্স করে খেতে পারেন। এটা গাট ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

৩) নর্মাল দুধের বদলে ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট খেতে পারেন।টকদই, পনির, মাখন—এসব খাবার হজম সাপোর্ট করে এবং প্রাকৃতিক প্রোবায়োটিক হিসেবে কাজ করে।
প্রোবায়োটিক হিসেবে আরেকটা চমৎকার খাবার কেফির। কিন্তু দু:খের ব্যাপার অত্যন্ত কার্যকর হলেও সহজলভ্য নয়। তাই কেফিরের বিকল্প হিসেবে টকদই বা পান্তা ভাত ভালো অপশন।

৪) রান্নাতে অবশ্যই তেলের ব্যাবহার কমাতে হবে কারণ এগুলো গাট ইনফ্লেমেশন বাড়ায়।এর পরিবর্তে Extra Virgin Olive Oil, নারকেল তেল, সরিষা কোল্ড-প্রেসড তেল ব্যাবহার করতে পারলে ভালো। এগুলো গাট ইনফ্লেমেশন কমিয়ে ডাইজেস্টিভ সিস্টেমকে সাপোর্ট করে।

৫) রসুন,আদা আর মধুর মিশ্রণ অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, ফলে গাটের অস্বস্তি কমে।ফার্মেন্টেড সয় ও সিসেমি প্রোডাক্ট গুলো গাট মাইক্রোবায়োম কে শক্তিশালী করতে কাজ করে।

৬) ফার্মেন্টেড সয় ও সিসেমি প্রোডাক্ট গুলো গাট মাইক্রোবায়োম কে শক্তিশালী করতে কাজ করে।

৭) এছাড়াও ঘি খাওয়া যেতে পারে। এটি গাট কোটিং ও হিলিংয়ে সহায়ক হিসেবে কাজ করে।

৮) রসুনের আচার প্রিবায়োটিক হিসেবে কাজ করে এবং লার্জ ইন্টেস্টাইনের ভালো ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়ায়।
তবে সেটা অবশ্যই চিনি ছাড়া হতে হবে।

৯) রেজিস্ট্যান্ট স্টার্চ হিসেবে আলু এড করতে পারেন।সেদ্ধ আলু গাট ব্যাকটেরিয়ার জন্য অত্যন্ত কার্যকর।
এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার গাটকে ভালো রাখতে হেল্প করবে।

অনলাইন বা অফলাইন এপয়েন্টমেন্ট নিতে ইনবক্সে নক করুন।

কোলিন (Choline) পিত্ত রসের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে লিভার ফ্যাট বা চর্বি প্রক্রিয়াকরণে সাহায্য করে, যার ফলে লিভার আরও দক্...
25/11/2025

কোলিন (Choline) পিত্ত রসের প্রবাহ বৃদ্ধির মাধ্যমে লিভার ফ্যাট বা চর্বি প্রক্রিয়াকরণে সাহায্য করে, যার ফলে লিভার আরও দক্ষতার সাথে টক্সিন এবং অতিরিক্ত কোলেস্টেরল বের করে দিতে পারে।

পর্যাপ্ত কোলিন ছাড়া, ফ্যাট লিভারে জমা হতে পারে এবং ডিটক্সিফিকেশন (detoxification) প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে।

ডিমের কুসুম ছাড়াও স্যামন মাছ এবং গরুর মাংসের কলিজা হলো কোলিনের কিছু সমৃদ্ধ প্রাকৃতিক উৎস।

#কোলিন #লিভার_স্বাস্থ্য #সুস্থ_যকৃত #ফ্যাট_ক্লিনজিং #ডিটক্স_টিপস #স্বাস্থ্য_কথা #পুষ্টি_তথ্য #স্বাস্থ্যকর_খাবার #সুষম_ডায়েট #হেলথ_টিপস #ডিমের_কুসুম

25/11/2025

So true 😂😂

এই 9টি রুলস মেনে চললে আপনার জীবন আরও স্বাস্থ্যকর ও আনন্দময় হয়ে উঠবে। #সুস্বাস্থ্যের_জন্য_প্রতিদিনের_৯টি_গোল্ডেন_রুলস  ...
24/11/2025

এই 9টি রুলস মেনে চললে আপনার জীবন আরও স্বাস্থ্যকর ও আনন্দময় হয়ে উঠবে।
#সুস্বাস্থ্যের_জন্য_প্রতিদিনের_৯টি_গোল্ডেন_রুলস #স্বাস্থ্যকর_জীবন #ফিটনেস #মানসিক_শান্তি #ভালো_ঘুম #মেডিটেশন

24/11/2025

প্রতিদিন মাত্র ১৫ মিনিট হাঁটলে👇
#১৫মিনিটহাঁটা #সুস্থহৃদয় #দৈনিকহাঁটা #ফিটনেসটিপস #স্বাস্থ্যসচেতনতা

স্বাস্থ্য রক্ষায় আদার চমৎকার গুন👇 #আদার_উপকারিতা  ্তি  #পুষ্টি_শোষণ  #আদা    #স্বাস্থ্যকর_খাবার
24/11/2025

স্বাস্থ্য রক্ষায় আদার চমৎকার গুন👇
#আদার_উপকারিতা ্তি #পুষ্টি_শোষণ #আদা #স্বাস্থ্যকর_খাবার

24/11/2025

যে রুলসগুলো মেনে চললে আপনার জীবন আরও স্বাস্থ্যকর ও আনন্দময় হয়ে উঠবে।
#সুস্বাস্থ্যের_জন্য_প্রতিদিনের_৯টি_গোল্ডেন_রুলস #স্বাস্থ্যকর_জীবন #ফিটনেস #মানসিক_শান্তি #ভালো_ঘুম #মেডিটেশন

19/11/2025

প্রতিদিন আপনার খাদ্য তালিকায় আখরোট রাখুন👇👇

19/11/2025

ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণ 👇
#ম্যাগনেসিয়াম #চোখেরকাঁপুনি #স্বাস্থ্যসচেতনতা

19/11/2025

সুস্থ থাকতে 5 2 1 0 রুলস মেনে চলুন 👇
#স্বাস্থ্যকর_অভ্যাস #সুস্থজীবনধারা #স্বাস্থ্যসচেতনতা

আপেলের খোসায় ‘কুয়েরসেটিন’ নামক এক ধরণের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বা ফ্ল্যাভোনয়েড থাকে। এটি ফুসফুসের জন্য জাদুকরী ...
18/11/2025

আপেলের খোসায় ‘কুয়েরসেটিন’ নামক এক ধরণের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বা ফ্ল্যাভোনয়েড থাকে।

এটি ফুসফুসের জন্য জাদুকরী ভূমিকা পালন করে। এটি ফুসফুসের প্রদাহ (Inflammation) কমাতে সাহায্য করে এবং এটি প্রাকৃতিক অ্যান্টি-হিস্টামিন হিসেবে কাজ করে, যা অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট কমাতে সহায়ক।

#আপেল #স্বাস্থ্যকথা #পুষ্টিতথ্য #অ্যালার্জি #শ্বাসকষ্ট #প্রাকৃতিক_উপাদান #অ্যান্টিঅক্সিডেন্ট

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutritionist Md. Raisul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category