09/05/2022
শিশুর নাক হতে রক্ত স্রাবের কারনঃশিশু ভূমিষ্ঠ হবার কয়েকদিন পরে নাক হতে রক্তস্রাব হতে পারে,তেমনি বয়ষ্ক শিশুদেরও নাক হতে রক্তস্রাব হতে পারে৷ মস্তিকে অথবা নাসিকায় আঘাতে,শারীরিক দুর্বলতা,ক্ষণ রক্ত বা রক্তসল্প শিশুদের রক্তের পরিবর্তিতাবস্থা ইত্যাদি কারনে রক্তস্রাব হতে পারে৷
ঔষধঃ
আর্নিকা মন্ট 6: মাথায় ও নাকে আঘাতজনিত রক্তস্রাবে ৷
বেলেডোনা 3×,6: উজ্জল লালবর্ণ রক্ত৷ মস্তিষ্কে রক্তসঞ্চয়, আরক্ত মুখমন্ডল৷
ইপিকাক 6,30: বমি ভাব এবং বমি সহ নাক হতে উজ্জ্বল লালবর্ণের রক্তস্রাব৷
ফিকাস রিলিজিওসা 6×ঃ নাক হতে রক্তস্রাব৷ইপিকাকের মত বমিভাব এবং বমি বর্তমান থাকিতে পারে৷ইপিকাকে উপকার না হলে এটা পরবর্তি ঔষধ৷
মিলিফোলিয়ামঃ এই রোগের উৎকৃষ্ট ঔষধ৷ প্রচুর পরিমানে উজ্জ্বল রক্তস্রাব ৷
ক্রোকাসঃ মলিনবর্ণের রক্ত সূত্রবৎ নির্গত হইলে৷
চায়না 6: অত্যন্ত দুর্বল শিশুদের রক্তস্রাবে ৷