01/12/2025
ব্রেস্ট ক্যানসার সচেতনতার শুরু হয় নিজের যত্ন থেকেই, আর নিয়মিত শেল্ফ স্ক্রিনিং, ডাক্তারের পরামর্শ ও টেস্ট ঝুঁকি কমানোর সবচেয়ে সহজ উপায়। পরিবারে নিকট আত্মীয়ের যদি কখনও ব্রেস্ট ক্যানসার থাকার ইতিহাস থাকে, কিংবা বয়স বা জীবনযাপনের কারণেও ঝুঁকি বাড়তে পারে, তাই সচেতন থাকাও জরুরি। ব্রেস্ট ক্যানসারসহ যেকোনো ক্যান্সারের চিকিৎসা ও পরামর্শের জন্য কল করুন মাদানী এভিনিউর ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে 01917010666 নম্বরে।
“রোগটি যত দ্রুত শনাক্ত হয়, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি,” বলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের এ চিকিৎসক।