আল শেফা হোমিও মেডিকেল গোপালগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আল শেফা হোমিও মেডিকেল গোপালগঞ্জ

আল শেফা হোমিও মেডিকেল গোপালগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল শেফা হোমিও মেডিকেল গোপালগঞ্জ, Medical Center, Gopalganj, Dhaka.

হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র।
এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।
যোগাযোগ করুনঃ👇📩
মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন ।
সরাসরি সাক্ষাৎ করুনঃ✅✅⏰
আপনার রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা গ্রহণ করুন অনলাইনে।
📩⏰🩺💊💊✅ এখানে আসল জার্মানি ঔষধ দ্বারা চিকিৎসা প্রদান ও অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা রোগ নির্ণয় করে চিকিৎসা সেবা দেওয়া হয়। বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট চিকিৎসা পেতে যোগাযোগ করুন।

আপনার রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন ❤️☎️
30/05/2025

আপনার রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন ❤️☎️

23/03/2024
15/03/2024
13/03/2024
ঔষধের মাধ্যমে উপশম পাওয়া আর ভালো হয়ে যাওয়া অনেক পার্থক্য আছে আবার সাময়িক চিকিৎসায় ক্ষতিকর দিক ও আছে। আর হোমিওপ্যাথিতে আপ...
12/03/2024

ঔষধের মাধ্যমে উপশম পাওয়া আর ভালো হয়ে যাওয়া অনেক পার্থক্য আছে আবার সাময়িক চিকিৎসায় ক্ষতিকর দিক ও আছে। আর হোমিওপ্যাথিতে আপনাকে ঔষধ সাজেষ্ট করে আপনি বেশি ফল পাবেন না। কারণ আপনাকে ঔষধের নাম বললে আপনি ফাইল ধরে কিনে খাবেন, এতে করে আপনার মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হোমিওপ্যাথি ঔষধ ডাইলেশন করে খেতে হয়, সেটা একমাত্র ডাক্তার ছাড়া রুগীদের পারার কথা নয়। সেই জন্য ডাক্তারের মাধ্যমে আপনাকে এগোতে হবে। ঔষধের ডোজ মেইনটেন করতে হবে। কিছু খাবার আছে এড়িয়ে চলতে হবে আবার কিছু খাবার যোগ করতে হবে। ধন্যবাদ। ভালো না লাগলে এড়িয়ে যাবেন। হোমিওপ্যাথিতে অসাধারণ কাজ করে যদি সঠিকভাবে রোগ নির্বাচন হয়।

প্রভাষক আলহাজ্ব ডাঃ মোঃ হাবিবুর রহমান
বি, এইচ, এম, এস, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রভাষক ও বিভাগীয় প্রধান
**মেডিসিন বিভাগ**
শেখ কামাল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
মাদারীপুর।

যোগাযোগ করুনঃ 01911612322

এন্টিবায়োটিকের বিকল্প হোমিওপ্যাথিক ঔষধ- ---------------------------------Alternative medicine list of homeopathyকিছু হোম...
26/02/2024

এন্টিবায়োটিকের বিকল্প হোমিওপ্যাথিক ঔষধ-
---------------------------------
Alternative medicine list of homeopathy
কিছু হোমিও ঔষধ আছে যাদেরকে লক্ষণ মিলিয়ে প্রয়োগ করতে পারলে দেখা যাবে,এরা বাজারের যে-কোন হাই-পাওয়ারের এন্টিবায়োটিকের চাইতেও ভালো এবং দ্রুত কাজ করছে।যেমন-একোনাইট নেপিলাস, আর্সেনিকএলবম, বেলেডোনা, ব্যাপটেসিয়া, ফসফরাস,ল্যাকেসিস, ফেরমফস, পালসেটিলা,হিপার সালফার,মার্কসল,আর্নিকা,ভেরেট্রাম এলবম,
কেলি বাইক্রম, পাইরোজিনাম,ইচিনিসিয়া ঔষধগুলিকে বিপদজ্জনক পরিস্থিতিতে হোমিও এন্টিবায়োটিক রূপে ব্যবহার করতে পারেন।এদের বাইরেও আরো অনেক হোমিও ঔষধ আছে, যাদেরকে লক্ষণ মিলিয়ে প্রয়োগ করলে এন্টিবায়োটিকের মতো ফল পাবেন।সাধারণত মারাত্মক কোন জীবাণুর আক্রমণ নিয়ন্ত্র্রণ এবং নিমূর্ল করতে যে-কোন হাই-পাওয়ারের এন্টিবায়োটিকেরও দুই থেকে তিন দিন সময় লেগে যায় ; কিন্তু যদি ঠিক-ঠাক মতো লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধগুলো উচ্চ শক্তিতে প্রয়োগ করতে পারেন, তবে দেখবেন দু’য়েক ঘণ্টার মধ্যেই যে-কোন মারাত্মক ইনফেকশানও কন্ট্রোলে এসে যায়।
আরেকটি কথা হলো এন্টিবায়োটিকগুলো সাধারণত ব্যাকটেরিয়া নিধন করতে পারে কিন্তু ভাইরাস দমন করতে পারে না;কিন্তু হোমিও ঔষধগুলো যথাযথ ভাবে ব্যবহার করতে পারলে সেগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস সবই মুহূর্তের মধ্যে বিনাশ করে দিবে। এ‍্যালোপ্যাথিতে যদিও অল্পকিছু এন্টিভাইরাল ঔষধও আছে, কিন্তু দাম এতো বেশী যে তাতে রোগীদের ভিটেমাটি বিক্রি করা লাগতে পারে। অনেক ক্ষেত্রে এন্টিবায়োটিক কাজ না করলে রক্তের কালচার টেস্ট করে জানতে হয়, কোন জাতের কোন বেজাতের জীবাণু আক্রমণ করেছে এবং কোন এন্টিবায়োটিকে তাকে মারা সম্ভব ! কিন্তু হোমিও ঔষধগুলো ঠিকমতো, লক্ষণ মিলিয়ে দিতে পারলে, জীবাণু নিশ্চিতই বিনাশ হবে, তাদের জীবাণুর জাতকুল জানা যাক আর না যাক।তাছাড় উচ্চ শক্তির এন্টিবায়োটিক গুলোর সাইড ইফেক্ট এতই মারাত্মক যে, তাতে যে কারও অকাল মৃত্যুও হয়ে যেতে পারে। এগুলো মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের এবং হাড়ের মেরুমজ্জার এতই ক্ষতি করে যে, তাতে যে কেউ প্যারালাইসিস, ব্রেন ড্যামেজ, ব্লাড ক্যানসার, সারাজীবনের জন্য কংকালসার হয়ে যেতে পারেন। কিন্তু হোমিও ঔষধগুলোর মধ্যে এমন জঘন্য ধরনের কোন সাইড ইফেক্ট নাই, এমনকি ছোট্ট শিশুরাও যদি ভুল ঔষধ খেয়ে ফেলে তাতেও না। আরেকটি কথা হলো, এন্টিবায়োটিকগুলো ক্ষতিকর জীবাণুর সাথে সাথে আমাদের শরীরের অনেক উপকারী জীবাণুকেও বিনাশ করে দেয়, কিন্তু হোমিও ঔষধগুলো উপকারী জীবাণু হত্যা করে না।এজন্য অনেক বিজ্ঞানী এন্টিবায়োটিককে মনে করেন আন্দাজে বোমা মারার সমান, যাতে দুশমনও মরে আবার নিরীহ মানুষও মরে আবার কখনও কখনও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও মরে সাফ হয়ে যায়।

#একোনাইট নেপিলাস:
যে-কোন রোগই হউক না কেন, যদি সেটি হঠাৎ শুরু হয় এবং শুরু থেকেই মারাত্মকরূপে দেখা দেয় অথবা দুয়েক ঘণ্টার মধ্যে সেটি মারাত্মক আকার ধারণ করে, তবে একোনাইট হলো শ্রেষ্ট এন্টিবায়োটিক। রোগের উৎপাত এত বেশী হয় যে, তাতে রোগী মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়ে। এক ফোটা বা ৫টি বড়ি করে রোজ তিনবেলা বা আরো ঘন ঘন খেতে পারেন যতদিন প্রয়োজন মনে করেন।সাধারণত ৩০ বা ২০০ শক্তি হইল স্ট্যান্ডার্ড পাওয়ার।

#ব্রাইয়োনিয়া এলবম:
যদি রোগীর গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে,নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায়, পায়খানা শক্ত হয়ে যায়ইত্যাদি লক্ষণ থাকে, তবে হোক না তা টাইফয়েড-নিউমোনিয়া-এপেন্ডিসাইটিস বা আরো মারাত্মক কোন ইনফেকশান, ব্রায়োনিয়া হবে তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। উচ্চ শক্তিতে (১০০০, ১০০০০, ৫০০০০) এক ডোজ ব্রায়োনিয়া খাইয়ে দিন, সম্ভবত দ্বিতীয় ডোজ খাওয়ানোর আর প্রয়োজন হবে না।

#রাসটক্স:
রাস টক্সের প্রধান প্রধান লক্ষণ হলো প্রচণ্ড অস্থিরতা, রোগী এতই অস্থিরতায় ভোগে যে এক পজিশনে বেশীক্ষণ স্থির থাকতে পারে না, রোগীর শীতভাব এমন বেশী যে তার মনে হয় কেউ যেন বালতি দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ঢালতেছে, নড়াচড়া করলে (অথবা শরীর টিপে দিলে) তার ভালো লাগে অর্থাৎ রোগের কষ্ট কমে যায়, স্বপ্ন দেখে যেন খুব পরিশ্রমের কাজ করতেছে। বর্ষাকাল, ভ্যাপসা আবহাওয়া বা ভিজা বাতাসের সময়কার যে-কোন জ্বরে (বা অন্যান্য রোগে) রাস টক্স এক নাম্বার ঔষধ। রাস টক্স খাওয়ার সময় ঠান্ডা পানিতে গোসল বা ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে শরীর মোছা যাবে না। বরং এজন্য কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। কেননা ঠান্ডা পানিতে গোসল করলে রাস টক্সের একশান নষ্ট হয়ে যায়।
(* ব্রায়োনিয়া এবং রাস টক্সের প্রধান দুটি লক্ষণ মনে রাখলেই চলবে ; আর তা হলো - নড়াচড়া করলে ব্রায়োনিয়ার রোগ বেড়ে যায় এবং রাস টক্সের রোগ হ্রাস পায় / কমে যায়।)

#বেলেডোনা:
যে-কোন রোগেযদি সারা শরীরে বা আক্রান্ত স্থানে উত্তাপ বেশী থাকে, যদি আক্রান্ত স্থান লাল হয়ে যায়, শরীর জ্বালা পোড়া করতে থাকে, তবে বেলেডোনা হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক। যে-কোন রোগের সাথে যদি রোগী প্রলাপ বকতে থাকে (অর্থাৎ এলোমেলো কথা বলতে থাকে), তবে বুঝতে হবে যে রোগীর ব্রেনে ইনফেকশান হয়েছে এবং এসব ক্ষেত্রে বেলেডোনা হলো তার সেরা এন্টিবায়োটিক।

#আর্সেনিক এলবম:
যে-কোন রোগে বা ইনফেকশনের সাথে যদি রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা (অর্থাৎ রোগী নড়াচড়া ছাড়া থাকতে পারে না), শরীরের বিভিন্ন স্থানে ভীষণ জ্বালা-পোড়া ভাব, অল্পতেই রোগী দুর্বল-কাহিল-নিস্তেজ হয়ে পড়ে,অতিমাত্রায় মৃত্যুভয়, রোগী মনে করে ঔষধ খেয়ে কোন লাভ নেই- তার মৃত্যু নিশ্চিতইত্যাদি লক্ষণ থাকে, তবে আর্সেনিক হলো তার শ্রেষ্ট এন্টিবায়োটিক।

#ব্যাপটেসিয়া টেনাক্স :
যদিও ব্যাপটিশিয়া ঔষধটি হোমিওপ্যাথিতে টাইফয়েড জ্বরের চিকিৎসায় বেশী ব্যবহৃত হয় কিন্তু এই ঔষধটির লক্ষণসমূহ পাওয়া গেলে যে-কোন মারাত্মক ধরনের ইনফেকশনে এটি চমৎকার এন্টিবায়োটিকের কাজ দেবে। ব্যাপটিশিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো অবশ অবশ ভাব, এখনই প্যারালাইসিস হয়ে যাবে এমন ভয় হওয়া, চেতনা আধা লোপ পাওয়া (অনেকটা মাতালদের মতো), সারা শরীরে যেন ঘা হয়ে গেছে এমন ব্যথা, মুখ থেকে এবং নিঃশ্বাসে মরা লাশের গন্ধ, ঘুমঘুম ভাব, কথা শেষ করার আগেই ঘুমিয়ে পড়ে, মনে হয় তার শরীর টুকরা টুকরা হয়ে সারা ঘরে ছড়িয়ে আছে ইত্যাদি ইত্যাদি।

#ফেরম ফস:
ফেরাম ফস ঔষধটি যে-কোন নতুন ইনফেকশানে ব্যবহার করে দারুণ ফল পাবেন। ইনফেকশনের মূল ঝামেলা হলো স্থানীয় রক্ত সঞ্চয় এবং ফেরাম ফস কনজেশান দূর করতে সেরা ঔষধ। সাধারণত অন্যকোন ঔষধের লক্ষণ পাওয়া না গেলে যে-কোন ইনফেকশনে ফেরাম ফস একটি উৎকৃষ্ঠ এন্টিবায়োটিকের কাজ দেবে।

#হিপার সালফ:
হিপার সালফ চর্ম এবং কোমল কলাতন্তু একটি শ্রেষ্ঠ এন্টিবায়োটিক। সাধারণত ফোড়া , দাঁতের গর্তের ইনফেকশান, ইরিসিপেলাস , কান পাকা ইত্যাদি রোগে ইহার প্রয়োগ বেশী হয়ে থাকে। পাশাপাশি ফুসফুসের রোগেও এটি একটি সেরা এন্টিবায়োটিক।কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, হুপিং কাশি ইত্যাদি রোগেও হিপারের কথা এক নাম্বারে মনে রাখা দরকার। হিপার সালফের প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এতো ব্যথা থাকে যে স্পর্শই করা যায় না এবং ঠান্ডা বাতাসে রোগের মাত্রা বৃদ্ধি পায়।

#আর্নিকা মন্টেনা:
আমরা সবাই জানি যে, আঘাতের ব্যথার জন্য আনির্কা একটি শ্রেষ্ঠ ঔষধ।কিন্তু আনির্কা যে একটি শক্তিশালী এন্টিবায়োটিক বা জীবাণু বিনাশী ঔষধ তা আমরা অনেকেই জানি না। টাইফয়েড, নিউমোনিয়া, হুপিং কাশি ইত্যাদির মতো মারাত্মক ইনফেকশনেও লক্ষণ থাকলে চোখ বুজে আনির্কা দিতে পারেন। সাধারণত যে-কোন ধরনের আঘাত, থেতলানো, মচকানো, মোচড়ানো, ঘুষি, লাঠির আঘাত বা উপর থেকে পড়ার কারণে কোন ইনফেকশান বা ক্ষত হলে; এমনকি গ্যাংগ্রিন হলেও আনির্কাহবে তার শ্রেষ্ঠ এন্টিবায়োটিক।আনির্কার প্রধান প্রধান লক্ষণ হলো আক্রান্ত স্থানে এমন তীব্র ব্যথা থাকে যে, কাউকে তার দিকে আসতে দেখলেই সে ভয় পেয়ে যায় (কারণ ধাক্কা লাগলে ব্যথার চোটে তার প্রাণ বেরিয়ে যাবে), রোগী ভীষণ অসুস্থ হয়েও মনে করে তার কোন অসুখ নেই, সে ভালো আছ।

#মার্ক সল: মার্ক সল একটি বহুমুখী কার্যসম্পন্ন হোমিওপ্যাথিক এন্টিবায়োটিক। ইহার প্রধান প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয় কিন্তুরোগী আরাম পায় না, ঘামে এবং মুখে দুর্গন্ধ থাকে, পায়খানা করার সময় কোথানি লাগে, অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায় ইত্যাদি। মারকারী গ্রুপের অন্যান্য ঔষধগুলিও একই রকম এন্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন ঔষধ।যেমন- মার্ক কর, মার্ক ডলসিস, মার্ক আইয়োড, আইয়েডেট, মার্ক পডো আইয়োড ইত্যাদি প্রয়োজনের সময় যে-টাই হাতের কাছে পান,ব্যবহার করতে পারেন।

রোগীর ধাতুগত লক্ষণ, মানসিক লক্ষণ, রোগীর লক্ষণসমষ্টির সাদৃশ্যে সর্বাপেক্ষা অধীক সদৃশ ঔষধ নির্বাচন করতে সক্ষম হলেই দ্রুত রোগ নিরাময় সম্ভব। এ কাজটি অত্যন্ত কঠিন তাই নিজের ঔষধ নিজে নির্বাচন না করে একজন দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারের সাহায্য নিন।
প্রভাষক আলহাজ্ব ডাঃ মোঃ হাবিবুর রহমান
বি,এইচ,এম,এস, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Shout out to my newest followers! Excited to have you onboard! Liton Molla, Md Kalam, Ayub Rahman
21/02/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Liton Molla, Md Kalam, Ayub Rahman

 #হোমিও_ঔষধ_পরিচিতি  #হোমিও   বহুদিন পর্যন্ত স্বপ্নদোষ হতে হতে পরিশেষে ধ্ব*জভঙ্গ হয়েছে ।ঘুমের মধ্যে বারবার লি*ঙ্গ উত্থা...
19/02/2024

#হোমিও_ঔষধ_পরিচিতি
#হোমিও


বহুদিন পর্যন্ত স্বপ্নদোষ হতে হতে পরিশেষে ধ্ব*জভঙ্গ হয়েছে ।
ঘুমের মধ্যে বারবার লি*ঙ্গ উত্থান হয় ।
ঘুম থেকে জাগ্রত হলে লিঙ্গ আবার শিথিল হয়ে যায় । স্ত্রী সহবাসে অত্যন্ত ইচ্ছা কিন্তু ক্ষমতাহীন। সহবাস করে লিঙ্গ শক্ত হয় না, যদিও সামান্য হয় অল্পতেই বীর্যপাত হয়ে যায়
এইসব সমস্যার উৎকৃষ্ট ঔষধ Caladium Seg।
Note: হোমিওপ্যাথি হল একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা সেবা তাই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

আল শেফা হোমিও মেডিকেল গোপালগঞ্জ

আল-শেফা হোমিও মেডিকেলমাদারীপুর
15/02/2024

আল-শেফা হোমিও মেডিকেল
মাদারীপুর

Address

Gopalganj
Dhaka

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+8801954151611

Alerts

Be the first to know and let us send you an email when আল শেফা হোমিও মেডিকেল গোপালগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আল শেফা হোমিও মেডিকেল গোপালগঞ্জ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category