Healing tea bd Enterprise

Healing tea bd Enterprise Healing tea is a Premium and Herbel tea brand in Bangladesh. ,

গোলাপের চা নতুন নিউজ স্টক এভেলেবেল,,,
01/12/2025

গোলাপের চা নতুন নিউজ স্টক এভেলেবেল,,,

আধুনিক গবেষণার আলোকে:🔷অপরাজিতা ফুলে Flavonoids ও Antioxidants আছে যা মস্তিষ্কের স্নায়ু কোষকে রিল্যাক্স করে।🔷এতে থাকা Ac...
30/11/2025

আধুনিক গবেষণার আলোকে:

🔷অপরাজিতা ফুলে Flavonoids ও Antioxidants আছে যা মস্তিষ্কের স্নায়ু কোষকে রিল্যাক্স করে।

🔷এতে থাকা Acetylcholine স্মৃতি ও মনোযোগ বাড়ায়।

🔷এক কাপ গরম অপরাজিতা চা স্নায়ুকে শান্ত করে, ফলে মন প্রশান্ত হয়।

30/11/2025

গ্রিন টি কখন এবং কতবার খাবেন?

গ্রিন টি খাওয়ার সর্বোত্তম সময়:
* সকালে: খাওয়ার ৩০ মিনিট পরে।
* খাবারের মাঝখানে: দুটি ভারী খাবারের মাঝখানের বিরতিতে।
* ব্যায়ামের আগে: শক্তি বৃদ্ধির জন্য।
* বিকেলে: মনোযোগ বৃদ্ধির জন্য।
* রাতের খাবারের অন্তত ২ ঘণ্টা আগে: ঘুমের ব্যাঘাত এড়াতে।

✅এতে সাধারণ গ্রিন টির তুলনায় ১৩৭ গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।✅ক্যাটেচিন (EGCG) নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ক...
30/11/2025

✅এতে সাধারণ গ্রিন টির তুলনায় ১৩৭ গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।

✅ক্যাটেচিন (EGCG) নামক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ক্যান্সার প্রতিরোধ ও কোষের ক্ষতি কমাতে সাহায্য করে।

✅মাচা খেলে শরীরে ধীরে ধীরে ক্যাফেইন কাজ করে, ফলে শক্তি ধরে রাখে দীর্ঘক্ষণ, কিন্তু অস্থিরতা বা ঝাঁকুনি আনে না।

ওলং চা,,,
30/11/2025

ওলং চা,,,

30/11/2025

✅stevia নিয়ে কাস্টমারের কিছু প্রশ্ন ⁉️

👉চিনি থেকে ২০০–৩০০ গুণ বেশি মিষ্টি।

👉ক্যালরি মুক্ত বা খুব সামান্য ক্যালরি থাকে।

👉রান্না বা বেকিংয়েও ব্যবহার করা যায়।

👉পানিতে সহজে গলে যায়।

👉রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ায় না।

নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন চা এবং কফিতে

30/11/2025

স্পিরুলিনা ভারী ধাতু ও টক্সিন শরীর থেকে বের করতে সাহায্য করে, যা ক্যান্সার চিকিৎসায় অতিরিক্ত সুরক্ষা দিতে পারে।

30/11/2025

এটি ভিটামিন, প্রোটিন, খনিজ ও ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা ক্যান্সার রোগীদের শারীরিক দুর্বলতা ও পুষ্টিহীনতা কাটিয়ে উঠতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও স্পিরুলিনা কার্যকর।

মাচ টিয়ের হেল্প  বেনিফিট গুলো গায়ে লেখা আছে। 🌿মাচা টি এনার্জি ও ফোকাস বৃদ্ধি করে। 🌿মাচাটি হজম শক্তি বৃদ্ধি করে। 🌿মাচা ...
29/11/2025

মাচ টিয়ের হেল্প বেনিফিট গুলো গায়ে লেখা আছে।

🌿মাচা টি এনার্জি ও ফোকাস বৃদ্ধি করে।
🌿মাচাটি হজম শক্তি বৃদ্ধি করে।
🌿মাচা টি শরীরকে ডিটক্সিকেশন করে।
🌿ভিজাানো গ্রিন টি থেকে ১৩৭ গুণ বেশি এন্টিঅক্সিডেন্ট থাকে।

ধাপে ধাপে গ্রিন টি তৈরি করার প্রক্রিয়া:✅ ১. পাতা তোলা (Plucking):তাজা ও কচি চা পাতাগুলো হাতে বা যন্ত্রে তুলে নেওয়া হয়...
29/11/2025

ধাপে ধাপে গ্রিন টি তৈরি করার প্রক্রিয়া:

✅ ১. পাতা তোলা (Plucking):

তাজা ও কচি চা পাতাগুলো হাতে বা যন্ত্রে তুলে নেওয়া হয়।

✅ ২. উষ্ণতা দিয়ে শুকানো (Withering & Steaming/Pan-Frying):

পাতাগুলোকে তাপ দিয়ে দ্রুত শুকানো হয়।

জাপানি গ্রিন টি সাধারণত স্টিম (ভাপে) করা হয়।

চীনা গ্রিন টি সাধারণত প্যান-ফ্রাই (কড়াইতে ভাজা) করা হয়।
এতে পাতার রঙ ও অ্যান্টিঅক্সিডেন্ট বজায় থাকে।

✅ ৩. রোলিং (Rolling):

পাতা গুটিয়ে নেয়া হয় যাতে স্বাদ ও সুগন্ধ ভালোভাবে সংরক্ষিত হয়।

✅ ৪. চূড়ান্তভাবে শুকানো (Drying):

শেষ ধাপে পাতাগুলো সম্পূর্ণভাবে শুকিয়ে প্যাকেটজাত করা হয়।

29/11/2025

“এক কাপ ব্ল্যাক কফি আর একটু একান্ত সময়—perfect combo for overthinking ☕🖤”
হ্যাশট্যাগ:

29/11/2025

অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার – দেহের টক্সিন দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Healing tea bd Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Healing tea bd Enterprise:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram