21/11/2022
✅ বর্তমান যুগে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে৷ সেক্ষেত্রে এই আয়ুবের্দিক চিকিৎসার কার্যকারিতা এখন কতুটুক?
👉 বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে দেখেছে আয়ুবের্দিক চিকিৎসার গুরুত্ব রয়েছে৷ কারণ, এখানে ওষুধ তৈরি হয় গাছ থেকে৷ যেমন ধরেন, কুইনাইন৷ এটা ম্যালেরিয়ার ওষুধ৷ এটা একটা গাছ থেকে তৈরি হয়৷ এখন যে কেমোথেরাপি দেয়া হয়, সেটাও একটা গাছ থেকে তৈরি ওষুধ৷ হ্যাঁ, এটা নয়নতারা গাছ থেকে তৈরি হয়৷ যতগুলো ‘ক্রনিক ডিজিজ' আছে তার সবগুলোর ওষুধই তৈরি হয় গাছ থেকে৷ লিভারের সমস্যা বা নারীদের যে গাইনি সমস্যা – এই চিকিৎসাগুলোতে মর্ডান মেডিসিনের তুলনায় আয়ুবের্দিক চিকিৎসা অনেক বেশি কার্যকর৷ অনেক গবেষণা হয়েছে এগুলো নিয়ে৷ সেখানে দেখা গেছে, অ্যালোপ্যাথি ওষুধ খেলে কোনো একটা রোগ তাৎক্ষণিকভাবে হয়ত সেরে যাচ্ছে৷ তবে পরে সমস্যা থেকেই যাচ্ছে৷ কিন্তু আয়ুবের্দিক চিকিৎসায় সে ধরনের কোনো সুযোগ নেই৷ যে রোগটা সারছে, সেটা একবারেই সেরে যাচ্ছে৷
ডা. বাবুল আক্তার,
নূরমজিদ আয়ুবের্দিক কলেজের সহযোগী অধ্যাপক