Nasima Homoeo & Health Care

Nasima Homoeo & Health Care Dr. Md Ohedul Islam
DHMS(BHMCH) Dhaka. A modern standard homeopathic treatment center. A high quality side-effect free treatment is our first and last word.

Follow and massage to get treatment and advice.

Alhumdulillah,cricket analyst Deb chowdhury converted to Islam.
31/01/2025

Alhumdulillah,cricket analyst Deb chowdhury converted to Islam.

14/10/2024

গ্যাস্ট্রাইটিস হলো পাকস্থলিতে প্রদাহ,
আপনার প্রদাহটি হয়েছে পাকস্থলীর ফান্ডাসে,
আর মেক্সিমাম প্রদাহ এখানেই হয়ে থাকে,
আর এর অন্যতম কারন হলো একটি ব্যাক্টেরিয়া যার নাম
হেলিকোব্যাক্টার পাইলরী,
এই ব্যাক্টেরিয়াটি মেক্সিমাম সময় প্রদাহকে আলসারে রুপ নিতে সাহায্য করে,
এছাড়া অনেক সময় এক্সেসিভ এডিস পেপসিন সিক্রেশন এর কারনে ও ফান্ডাল ইনফ্লামেশন হয়ে থাকে,
বিলম্ব না করে চিকিৎসা নিন
এবং পাশাপাশি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন
ধন্যবাদ

30/09/2024

সময় সব ক্ষত মুছে দেয়' এই কথা একটি প্রতিষ্ঠিত মিথ্যা। সত্যিটা হলো 'সময়' শুধু আমাদের মেনে নিতে শেখায়, অভ্যস্ত হতে শিখায়, এ ছাড়া সময়ের আলাদা কোন ক্ষমতা নেই। যারা বলে সময় সব ক্ষত মুছে দেয় তারা হয়তো জানেনা যে, বইয়ের কভারের উপরে ধুলো জমলেও বইয়ের ভিতরের গল্প কখনো বদলে যায় না।

08/07/2024

জীব জন্তু পোকা থেকে তৈরি হোমিওপ্যাথিক ঔষধের তালিকা
১. মশা দিয়ে তৈরি হয় – Culex Musca.
২.ছারপোকা দিয়ে তৈরি হয় – Cimex Lectularius.
৩.তেলাপোকা দিয়ে তৈরি হয় – Blatta orientalis & Blatta americana.
৪. মৌমাছি দিয়ে তৈরি হয় – Apis Mellifica.
৫. ইউরোপিয়ান জায়ান্ট ভীমরুল দিয়ে তৈরি হয় – Vespa Crabo.
৬. Spanish মাছি দিয়ে তৈরি হয় – Cantharis.
৭. জীবন্ত মাকড়শা (New zealand এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় – Lactrodectus katipo.
৮. বড় কালো রঙের কিউবান মাকড়শা দিয়ে তৈরি হয় – Mygale.
৯.কিউবার বিষাক্ত এক ধরনের মাকড়সা দিয়ে তৈরি হয় – Terentula Cubensis.
১০.স্পেনের এক ধরনের মাকড়শা মিউজিকের তালে নাচতে থাকে সেটা দিয়ে তৈরি হয় (রোগীও মিউজিকের তালে নৃত্য করে) – Terentula Hispanica.
১১. কমলা রঙের মাকড়শা দিয়ে তৈরি হয় – Theridion.
১২. হাঙর মাছের তেল (Cod Liver Oil) দিয়ে তৈরি হয় – Oleum Jecoris Aselli.
১৩.সবুজ বর্ণের টিকটিকি (USA এ পাওয়া যায়) দিয়ে তৈরি হয় – Lacerta.
১৪. রাজহাঁস (Tundra Swan) থেকে তৈরি হয় – Lactis Vaccini Flos.
১৫. সামুদ্রিক কিং ক্র্যাব বা কাঁকড়ার শুকনো রক্ত দিয়ে তৈরি হয় – Limulus.
১৬.পাগলা কুকুরের লালা দিয়ে তৈরি হয় – Lyssinum/Hydrophobinum.
১৭.বিচ্ছুর বিষাক্ত বিষ দিয়ে হয় – Scorpio.
১৮.বিড়ালের দুধ দিয়ে তৈরি হয় – Lac Felinum.
১৯.কুকুরের দুধ দিয়ে তৈরি হয় – Lac Caninum.
২০.গরুর দুধ দিয়ে তৈরি হয় – Lac Vaccinum.
২১.গরুর দুধের সর (Skimmed milk) দিয়ে তৈরি হয় – Lac defloratum.
২২.গরুর দুধের দই দিয়ে তৈরি হয় – Lac Vaccinum Coagulatum. (গর্ভবতী মহিলাদের বমির ভাবে ভালো কাজ করে)
২৩. ঘরের কুনোব্যাঙের গ্ল্যান্ড থেকে নিঃসৃত সাদা রঙের আঠালো পদার্থ দিয়ে তৈরি হয় – Bufo Rana.
২৪. জীবন্ত পিঁপড়া গুঁড়া করে তৈরি হয় – Formica Rufa/Myrmexine.
২৫.গরুর চামড়ার ভস্ম দিয়ে তৈরি হয় – Carbo Animalis.
২৬.গরুর gallbladder (Ox gall) থেকে তৈরি হয় – Fel Tauri.
২৭.সদ্য প্রসূত গরু বা ঘোড়ার বাছুরের জিহবার লালা দিয়ে তৈরি হয় (যৌনশক্তি বৃদ্ধি করে যা গ্রীক সৈন্যরা সেবন করত) – Hippomanes

২৮. ভেড়া বা ষাঁড়ের অগ্ন্যাশয় ও লালাগ্রন্থি দিয়ে তৈরি হয় – Pancreatinum.
২৯.ভেড়া ও গরুর ওভারির জুস দিয়ে তৈরি হয় – Oophorinum/Ovininum.
৩০.ভেড়া ও গরুর টেস্টিসের জুস দিয়ে তৈরি – Orchitinum.
৩১.ভেড়া ও বাছুরের থাইরয়েড দিয়ে তৈরি হয় – Thyroidinum.
৩২. শুকরের পাকস্থলীর জুস থেকে তৈরি হয় – Pepsinum.
৩৩.মাছের ফসিল (ফসিল বলতে মৃত প্রাণী বা উদ্ভিদের অংশবিশেষ পাথরে পরিণত হওয়া এমন ধরনের বস্তুকে বোঝায়) দিয়ে তৈরি হয় – Ichthyolum.
৩৪. তিমি মাছের বমি দিয়ে তৈরি হয় – Ambra Grisea.
৩৫. হরিণ/মৃগনাভ (কস্তুরী) দিয়ে তৈরি হয় – Moschus.
৩৬. এক ধরনের চিংড়ি মাছ (Crawfish) দিয়ে তৈরি হয় – ASTACUS FLUVIATILIS (CANCER ASTACUS).
৩৭.সামুদ্রিক Cuttle fish এর বিষাক্ত কালো কালি দিয়ে তৈরি হয় – Sepia Officinalis.
৩৮. সামুদ্রিক Red Starfish দিয়ে তৈরি হয় – Asterias Rubens.
৩৯.শুয়োপোকা বা রেশমপোকার গুটি দিয়ে তৈরি হয় – Bombyx.
৪০.মুরগীর ডিমের খোসার ভস্ম দিয়ে তৈরি হয় – Ova Tosta.
৪১.Yellow Viper সাপের বিষ দিয়ে তৈরি হয় – Brothops.
৪২.পদ্মগোখরা সাপের বিষ দিয়ে তৈরি হয় – Naja tripudians.
৪৩. জার্মান দেশের ভাইপার নামক সাপের বিষ দিয়ে তৈরি হয় – Vipera Berus.
৪৪.Moccasin সাপের বিষ দিয়ে তৈরি হয় – Toxicophis.
৪৫.Bush Master/Surucucu সাপের বিষ দিয়ে তৈরি হয় – Lachesis Mutus.
৪৬.Rattle Snake এর বিষ দিয়ে তৈরি হয় – Crotalus Horridus.
৪৭.সামুদ্রিক Coral Snake এর বিষ দিয়ে তৈরি হয় – Elaps Corallinus.
৪৮.Cactus গাছের পোকা দিয়ে তৈরি হয় – Coccus Cacti.
৪৯.ঘোড়ার পায়ের নখ দিয়ে তৈরি হয় – Castor Equi.
৫০.সামুদ্রিক ঝিনুকের খোলস ভস্ম (Indian Cockle) দিয়ে তৈরি হয় – Cocculus Indicus.
৫১. সামুদ্রিক লাল কোরাল দিয়ে তৈরি হয় – CORALLIUM RUBRUM.
৫৩.জীবন্ত Lobster এর পরিপাকতন্ত্রের রস দিয়ে তৈরি হয় – Homarus.
৫৪. অগ্ন্যাশয়ের রস দিয়ে তৈরি হয় – Insulinum.
৫৫.মানুষের যৌনাঙ্গ থেকে নিঃসৃত গণোরিয়ার পুঁজ দিয়ে তৈরি হয় – Medorrhinum.
৫৬.মানুষের যৌনাঙ্গের ঘা থেকে নিঃসৃত সিফিলিসের পুঁজ দিয়ে তৈরি হয় – Syphilinum.
৫৭.Purple Fish দিয়ে তৈরি হয় – Murex Purpurea (যা মেয়েদের অত্যধিক যৌন আকাঙ্খা দূর করে)
৫৮.শিয়ালের ফুসফুস দিয়ে তৈরি হয় – Pulmo vulpis(হাঁপানির জন্য অত্যন্ত ফলপ্রদ ঔষধ)
৫৯.জেলিফিশ দিয়ে তৈরি হয় – Medusa.
৬০. মাথার উঁকুন দিয়ে তৈরি হয় – Pediculus.
৬১.ম্যালেরিয়ার জীবানু দিয়ে তৈরি হয় – Malaria officinalis.
৬২.ঘাস ফরিং দিয়ে তৈরি হয় – Bombyx.
৬৩.বড় কাঁকড়া দিয়ে তৈরি হয় – Astacus fluviatilis.
৬৪.লাল স্টারফিস দিয়ে তৈরি হয় -Asterius rubens.
(জীব জন্তু পোকা থেকে তৈরি যে সব হোমিওপ্যাথিক ঔষধ সে সব কি ক্ষতিকর?
না, এগুলো শক্তিকরণ প্রক্রিয়ায় তৈরীকৃত। হোমিওপ্যাথি নিয়মনীতি মেনে প্রয়োগ করলে রোগী সুস্থতা অর্জন করতে সক্ষম হবে।
Collected

29/06/2024
08/04/2024

সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, সবকিছুই ঠিক হবে, শুধু থেকে যাবে; আপনার প্রতি কিছু লোকের নির্দয় ও নিষ্ঠুর ব্যবহার!🙂

19/01/2024

অভি"শাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে! যাকে কুরআনের ভাষায় বলে "ফিকারাহ" কারো ক্ষতি করে ভুলে গেলেও প্রকৃতি ভুলে না! প্রকৃতি ক্ষমা করে না! কষ্ট থেকে আসা এক একটা দীর্ঘশ্বাস এর "হায়" আপনাকে কখনোই ছাড়বে না !!

আল্লাহ কখনো কাউকে ঠকায় না!🖤

16/12/2023

ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রান। সব কটা জানালা খুলে দাও না। আমি গাইবো গাইবো বিজয়ের গান।

Address

Dhaka

Telephone

+8801787470054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasima Homoeo & Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nasima Homoeo & Health Care:

Share