BD kolikata herbal

BD kolikata herbal kolikata herbal dhaka 1207
01919878722
www.kolikataherbalmedicine.com

kolikata herbal dhakacall now-01919878722
14/11/2020

kolikata herbal dhaka
call now-01919878722

আয়ুর্বেদ জগতে সর্ব প্রথম আমাদের চিকিৎসা শুরু হয় বাংলাদেশে অনেক যুগ আগে। এটা ছিলো ১৯৬৮ সালের ঘটনা,কলিকাতা হারবাল "বিশেষ ...
23/06/2020

আয়ুর্বেদ জগতে সর্ব প্রথম আমাদের চিকিৎসা শুরু হয় বাংলাদেশে অনেক যুগ আগে।

এটা ছিলো ১৯৬৮ সালের ঘটনা,
কলিকাতা হারবাল "বিশেষ এক প্রতিষ্ঠান এবং সকল রোগের সুচিকিৎসা কেন্দ্র হবার কিছু ঘটনা রহিয়াছে,

বিশেষ করে অনেক পুরুষ চিকিৎসার অভাবে তাদের গোপন সমস্যা সহ সকল জটিল ও কঠিন রোগের জন্য সু চিকিৎসা করাতে পারতোনা এবং আয়ুর্বেদিক ঔষধবিদ্যার প্রভাব বাংলাদেশে মাত্রই শুরু হয়েছে,কেননা যৌন চিকিৎসা হারবাল ব্যাতীত তেমন একটা অন্যান্য চিকিৎসা ব্যাবস্থায় সেরে উঠতে অনেক সময় দরকার হই, কিন্তু হারবালের এক কোর্সই আপনার রোগ সারতে বাধ্য করবে।

কলিকাতা হারবাল যখন তাদের তৈরি ঔষধ দ্বারা দিনের পর দিন হাজার হাজার যৌন রুগি সুস্থ হতে শুরু করলো তখন থেকেই এই কলিকাতা হারবাল এর সুনাম এবং চিকিৎসার ধরন ছড়িয়ে পড়লো বিশ্ব জুরে।

আবুধাবি,সিঙ্গাপুর,বাহরাইন,
কুয়েত,কাতার,ওমান,দুবাই,সৌদিআরব,মালদ্বীপ,ইংল্যান্ড,অস্ট্রেলিয়ার মত দেশের প্রবাসীদের যাবতীয় রোগ সমস্যার সকল ঔষধ পাবার জন্য আগ্রহী হয়ে পড়লো,

তখন সরকারি ভাবে আমাদের কলিকাতা হারবাল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বৃন্দ বিদেশের বুকেতেও প্রবাসী চিকিৎসা ব্যাবস্থা শুরু করলো,
পোষ্ট অফিস " এর মাধ্যমে চার থেকে পাঁচ দিনের মধ্যে ঔষধ পাঠানোয় ১০০% সফলতা আসার কারনে এখনো সরকারি ভাবে সকল দেশে ঔষধ পাঠানো হয়, অথবা বন্ধু বান্ধব এর মাধ্যমে ইমিগ্রেশনের আগে আপনারা চাইলে ঔষধ বিদেশে বসেই নিতে পারেন।

অনেকেই আমাদের কে বলে থাকেন "আসল কলিকাতা কোনটা?
সে বিষয়ে খুজঁতে হলে আপনাকে সার্চ দিতে হবে
www.kolikataherbalheadoffice.com

এই নামে,
কারন এভাবেই আসল প্রতিষ্ঠান খুজে পাওয়া যায়।
আর যখনই এই ওয়েব সাইট খুজঁতে শুরু করবেন, তখনই দেখবেন আমাদের প্রতিষ্ঠান এর সত্যতা আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে।

এছাড়াও আসল ঔষধ আমাদের এখান থেকে প্রদান করা হয় কিনা? সে বিষয়ে জানতে সার্চ করুন,
www.kolikataherbalmedicine.com
তাহলেই চলে আসবে ঔষধের গুনাগুন।

তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন, "

✅01919878722🌀
Dhaka,Bangladesh

রোগ আপনার চিকিৎসা দিবো আমরা।
রোগ যত কঠিনই হোক,সুস্থতার দ্বায়ীত্ব আমাদের।

যৌন মিলনের স্বাস্থ্যগত উপকারবিয়ের পর বা আগে অনেকেই সঙ্গিনীর সঙ্গে যৌন মিলনে মিলত হন৷যৌন মিলন যে শুধু যৌন তৃপ্তি পাবার জ...
19/06/2020

যৌন মিলনের স্বাস্থ্যগত উপকার
বিয়ের পর বা আগে অনেকেই সঙ্গিনীর সঙ্গে যৌন মিলনে মিলত হন৷যৌন মিলন যে শুধু যৌন তৃপ্তি পাবার জন্য তা কিন্তু না । অধিকাংশই জানেন না যৌন মিলনের ফলে কী কী উপকার হয়ে থাকে৷ আসুন জেনে নিই যৌন মিলনের স্বাস্থ্যগত উপকার ।
ভালো ব্যায়াম :
স্বামী-স্ত্রীর সহবাসে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়৷ তার ফলে যৌন মিলন একপ্রকার ব্যায়ামের কাজ করে৷পাশাপাশি শারীরিক মিলনের ফলে শরীর থেকে প্রচুর ক্যালোরি খরচ হয়, ফলে কোলেস্টেরলের মাত্রা কম হয়, রক্তপ্রবাহ ভালো হয় বলে গবেষকরা জানিয়েছে৷গবেষকরা জানিয়েছে, এক সপ্তাহ নিয়মিত হাঁটা-চলা করলে যে পরিমান ক্যালোরি খরচ হয়, সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে শারীরিক মিলনে লিপ্ত হলে আপনার সেই পরিমান ক্যালোরি খরচ হবে।
ওজন কমে :
যৌন মিলনের ফলে প্রচুর পরিমান ক্যালোরি কম হয়, তার ফলে ব্যক্তির ওজন কমে। নিয়মিতভাবে শারীরিক মিলনের ফলে পেটের স্থূলতা হ্রাস পায়, আর মাংসপেশীতে জড়তা কম দেখা যায়। অনেকে লক্ষ টাকা ব্যয় করেন ওজন কমানোর জন্য৷ এ ক্ষেত্রে তারা উপকার পাবেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:
রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বা আমাদের ইমিয়্যুন সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে শারীরিক মিলন৷ রোগ প্রতিরোধের ক্ষেত্রে এটি থেরাপির মত কাজ করে, এর মাধ্যমে পাচন কার্য ঠিক হওয়ার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে৷
ব্যাথা থেকে মুক্তি :
গনেষণায় দেখা গিয়েছে, যৌন মিলনের ফলে মাথা এবং হাড়ের জয়েণ্টের ব্যাথার ক্ষেত্রে আরাম পাওয়া যায়। ওর্গাজমের আগে অক্সিটোসিন হর্মোনের স্তর সামান্য থেকে পাঁচ গুন বেঁড়ে যাওয়ায় এণ্ড্রোফিন হর্মোন নিঃসৃত হতে থাকার ফলে মাথা ব্যাথা, মাইগ্রেন আর আর্থারাইটিসএর ব্যাথা থেকে আরাম পাওয়া যায়৷ তাই ব্যাথা কমানোর ওষুধ না খেয়ে শারীরিক মিলনের আনন্দ উপভোগ করুন আর ব্যাথা থেকে নিষ্কৃতি পান।
ভালো ঘুম হয়:
শারীরিক মিলনের শরীর থেকে অক্সিটসিন হরমোন রিলিজ হয়, ফলে মিলনের পরে ঘুমও খুব ভালো হয়৷ তাই যাদের ঘুমের ক্ষেত্রে কোন অসুবিধা আছে তারা অতি অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে উপকার পাবেন।
কর্ম ক্ষমতা বাড়ে :
শারীরিক মিলনের সময় শরীর থেকে প্রচুর পরিমানে হরমোন নিঃসরণ হয়৷ যার ফলে দু’জনেরই কার্য ক্ষমতা বাড়ে৷পাশাপাশি নিয়মিতভাবে শারীরিক মিলনের ফলে যৌবন বাড়ে বলেই মত গবেষকদের৷ শারীরিক মিলনের ফলে ব্যক্তি সারাদিন স্ফুর্তি অনুভব করে। সারাদিনের কাজে এই স্ফুর্তির প্রভাব দেখা যায়। এর দ্বারা সারাদিনের ক্লান্তি থেকে এবং নানা রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়।
সৌন্দর্য্য বাড়ে:
শারীরিক মিলনের হরমোন নিঃসরনের ফলে রক্তপ্রবাহের মাত্রা বেড়ে যায়। যার প্রভাব পড়ে ত্বকের ওপর। শারীরিক মিলন কালে নারীদের শরীর থেকে এস্ট্রোজেন হরমোন নিংসৃত হতে থাকে, যার দ্বারা তাদের চুল এবং ত্বক উজ্জ্বল আকর্ষনীয় হয়ে ওঠে।

Kolikata herbal dhaka
01919878722
www.kolikataherbalmedicine.com

Address

2
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when BD kolikata herbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category