Hijama Center Kushtia - হিজামা সেন্টার কুষ্টিয়া

  • Home
  • Hijama Center Kushtia - হিজামা সেন্টার কুষ্টিয়া

Hijama Center Kushtia - হিজামা সেন্টার কুষ্টিয়া নবী সা: বলেন,তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা হিজামার মধ্যে আছে।

11/11/2023

🟢"যে সকল রোগের চিকিৎসা করা হয় হিজামায়"🟢

👉হিজামা বা কাপিং মূলত মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য সুন্নাহ সম্মত এক চিকিৎসার পদ্ধতি; যার মাধ্যমে শরীরের ত্বকের বিভিন্ন অংশ থেকে দূষিত র'ক্ত চোষণ বা শোষণের মাধ্যমে বের করা হয়।

১. মাথা ব্যথা
২. বাত ব্যথা
৩. পেট ব্যথা
৪. কোমর ব্যথা
৫. পায়ে ব্যথা
৬. হাটু ব্যথা
৭. ঘাড়ে ব্যথা
৮. মাংস পেশির ব্যথা
৯. দীর্ঘ মেয়াদি মাথা ব্যথা
১০. মেরুদন্ড ব্যথা
১১. গোড়ালি ব্যথা
১২. মাইগ্রেন
১৩. চর্মরোগ
১৪. আমাশয়
১৫. স্পোর্টস ইঞ্জুরি
১৬. হাই ব্লাড প্রেশার
১৭. গেটে বাত
১৮. চুল পড়া সমস্যা
১৯. কোষ্ঠকাঠিন্য সমস্যা
২০. থাইরয়েড গ্রন্থির সমস্যা
২১. কাশি,কফ ও ফুসফুসের সমস্যা
২২. রিউমাটয়েড আর্থ্রাটিস
২৩. সায়েটিকা
২৪. ঘুমের সমস্যা
২৫. মানসিক সমস্যা
২৬. দুঃশ্চিন্তা/হতাশা/অবসাদ
২৭. স্মরন শক্তির দূর্বলতা
২৮. প্যারালাইসিস
২৯. হাত পা অবশ
৩০. ইউরিক এসিড
৩১. কোলস্টরল
৩২. হরমোনাল সমস্যা
৩৩. সাইনোসাইটিস
৩৪. লিভারের সমস্যা
৩৫. গ্যাষ্টিক
৩৬. আলসার
৩৭. হাড় ক্ষয়
৩৮. বডি ডিটক্স ইত্যাদি।

🟢 বিঃদ্রঃ হিজামা বা কাপিং এর কোন পার্শপ্রতিক্রিয়া নেই। 🟢

পিঠে ব্যাথা নিয়ে সম্মানিত ভাই এসেছিলেন Hijama Center Kushtia - হিজামা সেন্টার কুষ্টিয়া তে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আ...
08/11/2023

পিঠে ব্যাথা নিয়ে সম্মানিত ভাই এসেছিলেন Hijama Center Kushtia - হিজামা সেন্টার কুষ্টিয়া তে। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হিজামা গ্রহণের পরে আল্লাহর রহমতে তার পিঠের ব্যাথা ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।

আল্লাহ ওনার এই সুস্থতার নেয়ামত দীর্ঘায়িত করুক, দুয়া করি।

05/11/2023

✅ (১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয় হিজামায় রয়েছে রো*গমুক্তি”
[সহীহ মুসলিম, হাদীস নম্বর: ২২০৫]

✅ (২) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত র*ক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।”
[সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ২০৫৩]

✅ (৩) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরাঈল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকি*ৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।”
[আল-হাকিম, হাদীস নম্বর: ৭৪৭০]

হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে এবং আমাদের কাছে হিজামা করতে পেইজে মেসেজ দিন কিংবা যোগাযোগ করুন এই নম্বরে: 01730264316

(বি দ্রঃ আমাদের এখানে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যাবস্থা রয়েছে। নারীদের জন্য রয়েছেন দক্ষ নারী থেরা'পিস্ট।)

01/11/2023

কঠিন বিপদে পড়েছেন? দেওয়ালে পিঠ ঠেকে গেছে? তাহলে এই ৪টি আমল বেশি বেশি করুন ইনশাআল্লাহ।




‘‘যে ব্যক্তি প্রত্যেক সলাতের পরে ‘সুবহা-নাল্লা-হ’ ৩৩ বার, ‘আলহাম্‌দুলিল্লা-হ’ ৩৩ বার, ‘আল্লা-হু আকবার’ ৩৩ বার সর্বমোট ৯৯...
27/10/2023

‘‘যে ব্যক্তি প্রত্যেক সলাতের পরে ‘সুবহা-নাল্লা-হ’ ৩৩ বার, ‘আলহাম্‌দুলিল্লা-হ’ ৩৩ বার, ‘আল্লা-হু আকবার’ ৩৩ বার সর্বমোট ৯৯ বার এবং ১০০ পূরণ করার জন্য এই দু‘আ-

لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَه لَا شَرِيكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيرٌ

উচ্চারণ : লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুওয়া ‘আলা- কুল্লি শাইয়িন ক্বদীর।

অর্থ : আল্লাহ ছাড়া সত্যিকারের কোনও ইলাহ নেই, তাঁর কোনও অংশীদার নেই, তাঁর জন্যই রাজত্ব এবং তাঁর জন্যই সকল প্রশংসা, এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান।

পাঠ করবে, তার পাপরাশি (সগীরা) ক্ষমা করে দেয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়।

[সহিহ মুসলিম -১৩৮০]

[সমুদ্রের ফেনা কি পরিমান হয় তার নমুনা যুক্ত করে দিলাম ছবিতে।]

25/10/2023

জীবনে দুঃখ কষ্ট নেই, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ যখন মানুষকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন, তখন তার বিনিময়ে অনেক বড় পুরষ্কার রেডি করে রাখেন। মূলত আল্লাহ আমাদেরকে পুরষ্কৃত করতে চান বলেই পরীক্ষা করেন।

শায়েখ অনেক সংক্ষিপ্ত কথাতেই বিষয়টি ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে মাশাআল্লাহ।

11/10/2023

শিঙ্গা, হিজামা বা কাপিং নাম গুলো ভিন্ন হলেও জিনিস একই। এটা ৩ হাজার বছর পুরোনো একটা চিকিৎসা ব্যাবস্থা। প্রাচীন মিসরীয় সভ্যতায় সর্বপ্রথম এটার প্রচলন শুরু হয়। পরবর্তীতে এই চিকিৎসা ব্যবস্থা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমাদের দেশে হিজামা গ্রহণের হার অনেক কম হলেও উন্নত দেশ গুলোতে হিজামা গ্রহণের হার অনেক বেশি। বর্তমানে পৃথিবীতে সবথেকে বেশি হিজামা গ্রহণকারী রাষ্ট্রগুলো হলো: ইংল্যান্ড, থাইল্যান্ড, চীন, সৌদি আরব, মিসর, মালেয়শিয়া, অ্যামেরিকা, এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ।

আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম নিজে শিঙ্গা বা হিজামা নিয়েছেন। হিজামার ব্যাপারে অসংখ্য হাদীস এসেছে।

🟢 হিজামা সংক্রান্ত উল্লেখযোগ্য কয়েকটি হাদীস দেখে নিতে পারেন। এছাড়াও আরও হাদিস রয়েছে।

✅ ক) হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেছেন, নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

✅ খ) হযরত আবদুল্লাহ্ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হিজামাকারী কতইনা উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে।” সুনানে তিরমিযী, হাদীছ নম্বর: ২০৫৩

✅ গ) হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০

✅ ঘ) হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেছেন, খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭

✅ ঙ) হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেছেন, কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবী মাসের ১৭, ১৯ কিংবা ২১ তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

✅ চ) ইবনু আব্বাস (রাঃ) এর সূত্রে নবী (সাঃ) থেকে বর্নিত, “তিনি বলেন রোগমুক্তি তিন জিনিসের মধ্যে রয়েছে। হিজামা লাগানো, মধু পাণ করা এবং আগুন দিয়ে দাগ দেয়ার মধ্যে। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ দিতে নিষেধ করি”

✅ ছ) কালো যাদু বা কুফুরী বিনষ্ট করার উদ্দেশ্যেঃ
ইবনুল কাইয়্যূম (রহঃ) মন্তব্য করেন, রাসুলুল্লাহ রাসুলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যখন যাদু দ্বারা পীড়িত হন তখন তিনি মাথায় সিঙ্গা লাগান এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিকভাবে করা হয়। (যাদ আল মাআদঃ ৪/১২৫-১২৬)

🟥 সতর্কতা: বাংলাদেশের বেদে সম্প্রদায় যেভাবে হিজামা করেন, সেটা অত্যন্ত আনহাইজেনিক। এতে একজনের শরীরের রোগ অন্য জনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। হিজামা নিতে হলে অবশ্যই ট্রেনিং প্রাপ্ত হাজেম বা হিজামা থেরাপিস্ট এর কাছে নিতে হবে। সঠিকভাবে হিজামা গ্রহণ না করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

© Hijama Center Kushtia - হিজামা সেন্টার কুষ্টিয়া

Address

সার্কিট হাউজের সামনে, কুষ্টিয়া সদর।

KUSHTIA7000

Opening Hours

Monday 08:00 - 18:00
Tuesday 08:00 - 18:00
Wednesday 08:00 - 18:00
Thursday 07:00 - 18:00
Friday 07:00 - 11:00
Saturday 08:00 - 18:00
Sunday 08:00 - 18:00

Telephone

+8801730264316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Center Kushtia - হিজামা সেন্টার কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share