02/03/2024
স্ট্রেচ মার্ক
আমাদের শরীরের বিভিন্ন অংশে অনেক সময়েই দেখা যায় ‘স্ট্রেচ মার্ক’ পড়েছে। কিন্তু, আমরা স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ সম্পর্কে খুব কমই জানি। মূলত, ত্বকে কোলাজেন বা ইলাস্টিসিটি কমে যাওয়ার ফলে স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ দেখা যায়।
প্রেগনেন্সি বা প্রেগনেন্সি পরবর্তী সময়ে, বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন, ওজন বৃদ্ধি বা হ্রাসের ফলে ত্বকে তৈরি হওয়া স্ট্রেচ মার্কস, পোড়া দাগ, যে কোনো ধরনের নতুন ও পুরোনো দাগ দূর করতে 𝐃𝐢𝐯𝐚'𝐬 𝐒𝐞𝐜𝐫𝐞𝐭 নিয়ে এলো 𝐁𝐨𝐝𝐲 𝐎𝐢𝐥. সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এই অয়েলটি ত্বকের গভীর স্তরে পৌঁছে স্ট্রেচ মার্কস দূর করার পাশপাশি স্কার্স, স্কিন ড্রাইনেস, আনইভেন স্কিন টোন, এইজিং সাইন দূর করতেও কার্যকরী ভূমিকা রাখে।
𝐃𝐢𝐯𝐚'𝐬 𝐒𝐞𝐜𝐫𝐞𝐭 𝐁𝐨𝐝𝐲 𝐎𝐢𝐥 -এর কার্যকারিতাঃ
- সব ধরনের স্ট্রেচ মার্কস
- নতুন ও পুরোনো দাগ
- বয়সের ছাপ
- স্কিন টোন ইভেন
- স্কিন ড্রাইনেস
দূর করতে সাহায্য করে
𝐃𝐢𝐯𝐚'𝐬 𝐒𝐞𝐜𝐫𝐞𝐭 𝐁𝐨𝐝𝐲 𝐎𝐢𝐥 -এর ব্যবহারবিধিঃ
পর্যাপ্ত পরিমাণ 𝐃𝐢𝐯𝐚'𝐬 𝐁𝐨𝐝𝐲 𝐎𝐢𝐥 নিয়ে প্রতিদিন ২-৩ বার শরীরের প্রয়োজনীয় অংশে আলতোভাবে অ্যাপ্লাই করুন ও সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এটি সব ধরনের স্কিনে ব্যবহার উপযোগী।