Health Recovery Mission

Health Recovery Mission A Homeopathic healthcare institute.

08/10/2025

একজন নারী তার স্বামীকে ছেড়ে দিয়েছেন অভিযোগ, স্বামী নাকি অক্ষম।
ছেলেটার বাবা ব্যথিত হৃদয়ে তাকে আমার চেম্বারে পাঠালেন।

চোখে জল নিয়ে ছেলেটি বলল,
ডাক্তার সাহেব, আমি বুঝতে পারছি না আমার কী সমস্যা… আমি তো চেষ্টা করি, ভালো সহবাস করি, তবুও কেন সে আমাকে ছেড়ে গেল?

আমি ধীরে ধীরে বিশ্লেষণ করলাম,
দেখলাম তার কোনো শারীরিক সমস্যা নেই, কোনো দুর্বলতাও নেই। তবুও, তার মানসিক আঘাত এত গভীর যে, সে নিজেকেই বিশ্বাস করতে পারছে না।

আমি তাকে চিকিৎসা দিলাম, সাহস দিলাম,
বললাম তুমি পারবে, নিজের উপর বিশ্বাস রাখো।
সময়ের পর চিকিৎসা শেষে সে দ্বিতীয় বিয়ে করল, আর তার নতুন স্ত্রী বললেন...এই মানুষটি আমার প্রাণের স্বামী। ❤️

কিন্তু সত্যিটা হলো,
অনেক নারী এখনো মনে করেন,
স্বামী মানেই যেন যন্ত্র
যেভাবে চাইবো, সেভাবেই সে সাড়া দেবে, ক্লান্তি থাকবে না, দুর্বলতা থাকবে না।

কিন্তু ভুলে যান পুরুষও রক্ত-মাংসের মানুষ,
তারও থাকে ভয়, ক্লান্তি, চাপ, মানসিক ভার।
অনেকেই বোঝেন না পুরুষ ভালোবাসা পেলে পাহাড় সরানোর শক্তিও পায়।

আজকাল অনেক সংসার ভাঙে এক মিথ্যা অভিযোগে .....স্বামী অক্ষম।
কারণ এই অভিযোগ প্রমাণ করা যায় না,
আর সমাজও চুপচাপ বিশ্বাস করে নেয়।

কিন্তু মনে রাখবেন
মানুষের আদালত থেকে পার পাওয়া সহজ,
কিন্তু আল্লাহর আদালত থেকে নয়।
তিনি জানেন, কে সত্য, কে মিথ্যা।

🌺🌺🌺🌺
আপনি যদি যৌন জীবনে অ-সুখী থাকেন, তবে আমার এক দশকের চিকিৎসা অভিজ্ঞতা দিয়ে তৈরি " সেক্স রিকভারি কমপ্লিট কোর্সটি" আপনার জন্য।

আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি যদি আমার নির্দেশনা মেনে চেষ্টা করেন, তাহলে আপনি পুরুষত্বের পূর্ণতা পাবেন।
👉 আপনি হবেন একজন S*x Master,
👉 আপনি পারবেন স্ত্রীকে বারবার তৃপ্ত করতে।

✅ কোর্স ফি ৩০% ছাড়া চলছে।
বন্ধ হওয়ার আগেই কনফার্ম করুন।
📌প্রবাস থেকেও কোর্সটি করা যাবে।

❤️ আপনার দাম্পত্য জীবন হয়ে উঠুক মধুময়, তৃপ্তিতে ভরা।

✅ বিস্তারিত জানতে WhatsApp করুন

Homeopathic
Dr. M M Khandoker
Motivational Coach | Entrepreneur.
S*xual Health & Infertility Specialist.
WhatsApp : 01917378459

08/10/2025

সেক্স রিকভারি কমপ্লিট কোর্সটি শুধু মেডিসিন নির্ভর নয়, শেখানো অসংখ্য সিক্রেট কৌশল, যার ফলে কেহ হতশ হয় না, বরং সবাই ভালো একটি অবস্থায় পৌঁছে যায়। এ্যাডভান্স লেভেলের সেক্স উপভোগ করতে পারবেন। কোর্স ফি-তে আগামী ১০ তারিখ পর্যন্ত বিশেষ ছাড় থাকবে। ইনবক্স➡️ WhatsApp 01917378459

08/10/2025

আমার সকল নতুন পুরাতন পেশেন্টদের এই ➡️ WhatsApp 01812-218277 এ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে বলছি। Dr.MM Khandoker

08/10/2025

মানুষ শরীরের শক্তি হারালে দূর্বল হয় না, দূর্বল হয় মনের শক্তি হারালে।

08/10/2025

৫০ জন পাত্রের মধ্যেও একজন সিলেক্ট করা যায়নি, এত ডিমান্ড নিয়ে ডিভোর্সি নারীর বিয়ে কিভাবে সম্ভব, আমার বুঝে আসে না। পাত্র যদি ভালো হয়, ইনসাফ পরায়ন হয়, কর্মঠ হয়, তহলে আর এত বিষয় দেখতে হবে কেন? পরিবার ভালো চিন্তা করে সত্যি, আবার এরাই বিয়ে জটিল করে ফেলেন।

08/10/2025

প্রতিদিনের খাদ্য তালিকায় ৩/৪ টি ডিম রাখুন, আপনার যৌন সমস্যা রিকভার কিংবা দীর্ঘ জীবন ধরে রাখতে দারুণ কাজে দিবে।

07/10/2025

ভালো সেক্স হলে ভালো ঘুম হয়, তাহলে ঘুমের বরি কেন খাবেন?

07/10/2025

সেক্স সমস্যার কারণে সংসার ভেঙ্গে যায়,
টিকে থাকলেও থাকেনা কোন আন্তরিকতা, সম্মান ভালোবাসা। একে অপরের মধ্যে গভির প্রেমবন্ধন থাকলেও শারিরীক চাহিদার কাছে হেরে যায়, বাধ্য হয়ে আলাদা হয়, এই গ্রুপে অনেক আছেন যাদের সংসার ভাঙ্গার পথে, তাদের জন্য আমার পরামর্শ ফোর সাইকেল মজবুত করে ফলো করুন, সম্ভব হলে
"সেক্স রিকভারি কমপ্লিট কোর্স"টি করুন,
আপনার হতাশা কেটে যাবে।
ইনশাআল্লাহ।

📌 কোর্স ফি-তে বিশেষ ছাড় চলছে, দ্রুত কনফার্ম করতে WhatsApp করুন ➡️01917378459

07/10/2025

প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নারী পুরুষের
সেক্স চাহিদার বিশেষ ভাব রয়েছে, বিশেষ করে নারী সাথে। মুক্ত পরিবেশ, শান্ত পরিবেশ, নির্জন পরিবেশ, বর্ষণ সিক্ত সন্ধ্যা, জ্যোৎস্নারাত্রি নারীর মনে পুরুষের সঙ্গ কামনা জাগ্রত করে এবং এই সময়ে যৌন মিলন নারীর কাছে খুব আনন্দের, এমন মূহুর্তগুলো নারী স্মরণ রাখে, স্বামী এটি বুঝতে পাড়লে স্ত্রী
খুবই হ্যাপি থাকেন।

এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে এমন সময়গুলোতে সেক্স করা, যদি সেক.. করার সুযোগ না থাকে তবে
এই সময় গুলোতে ফোন কলে প্রেমপূর্ণ আলাপের
মাধ্যমে স্ত্রীকে সন্তুষ্ট রাখা।

07/10/2025

ভালোবাসা মানে একে অপরের পূর্ণতা নয় বরং একে অপরের অসম্পূর্ণতাকে সুন্দরভাবে ধারণ করা, সেখানেই থাকে আসল পরিপূর্ণতা। ❤️

07/10/2025

মেয়েরা প্রায়ই ভাবে, একজন পুরুষ হবে অপরাজেয়, যেন তার কোনো দুর্বলতা নেই, কোনো ভয় নেই, কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু এ ধারণা বাস্তবতার সঙ্গে যায় না। একজন পুরুষও রক্ত-মাংসের মানুষ, তারও ভেতরে থাকে ক্লান্তি, ভয়, অস্থিরতা, এবং অনুভূতি।

যৌন জীবনে প্রিম্যাচিউর ইজ্যাকুলেশন কোনো ত্রুটি নয় বরং তা মানসিক স্নিগ্ধতা, পারস্পরিক বোঝাপড়া ও আত্মিক সংযোগের ঘাটতির প্রতিফলন। দুজনার আন্তরিক চেষ্টায় এটি কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু নারী যদি সহযোগিতা না করে অনেক বড় চিকিৎসা নিয়েও পরিপূর্ণতা পাওয়া সম্ভব নয়।

একজন নারী চাইলে তার পুরুষের ভেতরকার নায়ককে জাগিয়ে তুলতে পারেন, বড় কোনো ম্যাজিক নয়, বরং ভালোবাসার নরম ছোঁয়া, ধৈর্যের হাত, আর মমতার ভাষায়।

যখন কোনো নারী তার সঙ্গীকে অতিমানব ভেবে নয় বরং রক্ত-মাংসের স্পর্শে তৈরি এক কোমল প্রাণ বলে উপলব্ধি করে, তখন তাদের সম্পর্ক পেয়ে যায় এক অদ্ভুত শক্তি, যেখানে পুরুষ হয়ে ওঠে নির্ভরতার প্রতীক, আর নারী হয়ে ওঠে তার সাহসের উৎস।

আমার পেশেন্টদের রেজাল্ট হওয়ার একটি গোপন রহস্য হচ্ছে তাদেরকে অনেক কৌশল শেখানো হয়, মূলত দ্রুত বীর্যপাতের সমাধান শুধু ঔষধের উপর নির্ভর করলে হবে না।

Homeopathic
Dr. M M Khandoker
Motivational Coach | Entrepreneur.
S*xual Health & Infertility Specialist.
WhatsApp : 01917378459

07/10/2025

ভোররাতে সহবাস করুন, পারফরম্যান্স ভালো হবে। তখন অন্য সময়ের তুলনায় ভালো সেক্স হয়, এর মাধ্যমে কনফিডেন্স বৃদ্ধি পায়, ফলে ধীরে ধীরে আপনি অন্য সময়ও ভালো করবেন। যৌন দুর্বলদের জন্য এ সময়টি গুরুত্বপূর্ণ।

ভোর রাতে সেক্স কেন ভালো হবে?
ভোর রাতে যৌন ইচ্ছা ও শক্তির বৈজ্ঞানিক ভিত্তি কি?

👉ভোর বেলায় সাধারণত পুরুষদের টেস্টোস্টেরন লেভেল (Testosterone Level) সর্বোচ্চ থাকে।
👉এটি "মর্নিং উড" বা নাইট্রাল টিউমেসেন্স (Nocturnal Pe**le Tumescence) সৃষ্টি করে, মানে ঘুমের সময় বা ঘুম থেকে জাগার আগে স্বাভাবিকভাবেই লিঙ্গ শক্ত হয়।
👉এই সময় শরীরে কর্টিসল লেভেলও বেশি থাকে, যা মানসিক উদ্দীপনা ও শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে

✅ তাই স্বাভাবিকভাবেই এ সময় সেক্স করলে উত্তেজনা, শক্তি এবং পারফরম্যান্স ভালো হয়।

Homeopathic
Dr. M M Khandoker
Motivational Coach | Entrepreneur.
S*xual Health & Infertility Specialist.
WhatsApp : 01917378459

Address

৯/গ, (২য় তলা) পশ্চিম ফুলবাড়িয়া, আনন্দবাজার, শাহবাগ
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Health Recovery Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Recovery Mission:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram