Nursing Admission BD

Nursing Admission BD Bangladeshi Nurse, Nurse Repoter.
(1)

11/07/2025

নার্সিং এ এতো ছেলে আছে ইবনেসিনা মেল নার্সদের আলাদা ভাবে পরিক্ষা না নিলে জানায় হতো না।

এ কেমন বর্বরতা! এটি আমাদের সভ্যতা, মনুষ্যত্ব এবং রাষ্ট্রীয় আইনের মুখে এক বীভৎস থাপ্পর!এই সব পিচাশ, সন্ত্রাসী কখনোই কোন দ...
11/07/2025

এ কেমন বর্বরতা!
এটি আমাদের সভ্যতা, মনুষ্যত্ব এবং রাষ্ট্রীয় আইনের মুখে এক বীভৎস থাপ্পর!
এই সব পিচাশ, সন্ত্রাসী কখনোই কোন দলের কর্মী হতে পারে না কারন এরা জঘন্যতম সন্ত্রাসী, মানুষ নামের পশু আর জানোয়ার এরা কোন দলের কর্মী না।
এদের সরাসরি জনসন্মুক্ষে ফাসী দেয়ার জোর দাবী জানাচ্ছি।।

আজ অনুষ্ঠিত The Ibn Sina Trust এর পরীক্ষার প্রশ্নপত্র ১ -২৩ থেকে পর্যন্ত। সাথে ০.২৫ নেগেটিভ মার্ক ফ্রি।সকাল ৮:৩০ এর পরীক...
11/07/2025

আজ অনুষ্ঠিত The Ibn Sina Trust এর পরীক্ষার প্রশ্নপত্র
১ -২৩ থেকে পর্যন্ত। সাথে ০.২৫ নেগেটিভ মার্ক ফ্রি।
সকাল ৮:৩০ এর পরীক্ষার প্রশ্নপত্র।

10/07/2025

হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষক
১৭ জন পরীক্ষার্থী
৩ জন পাশ
১৪ জন ফেল😁

10/07/2025
গত বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ ৫
10/07/2025

গত বছরের তুলনায় কমেছে পাসের হার ও জিপিএ ৫

09/07/2025

যারা ৪০ মার্ক পেয়ে পাশ করেছেন,, ইউনিক নার্সিং কলেজে ভর্তি হলে ইনবক্সে অথবা 01784-278127 এই নাম্বার কল করুন।

নার্সিং এ জ্বিন নাই পরী আছে।😁😁
03/07/2025

নার্সিং এ জ্বিন নাই পরী আছে।😁😁

এখানে যে এক্স-রে ছবিটি দেখছেন, সেটি হাইপারডনশিয়া (Hyperdontia) নামক একটি বিরল ডেন্টাল কন্ডিশনের। এই অবস্থায় একজন মানুষের...
03/07/2025

এখানে যে এক্স-রে ছবিটি দেখছেন, সেটি হাইপারডনশিয়া (Hyperdontia) নামক একটি বিরল ডেন্টাল কন্ডিশনের। এই অবস্থায় একজন মানুষের স্বাভাবিক ৩২টি দাঁতের চেয়ে অনেক বেশি দাঁত গজায়। ছবিতে থাকা এই রোগীর ক্ষেত্রে, তার চোয়ালে সব মিলিয়ে ৮১টি দাঁত ছিল! এর মধ্যে বেশিরভাগই ছিল সুপারনিউমেরারি বা অতিরিক্ত দাঁত, যা পুরো চোয়ালকে ভিড়ে ঠাসা করে রেখেছিল।

কেন এমন হয়?

এই অস্বাভাবিক অবস্থা সাধারণত দুটি প্রধান কারণে হয়ে থাকে:

১. কমপ্লেক্স ওডোনটোমাস (Complex Odontomas): এটি এক ধরনের বিনাইন (non-cancerous) টিউমার যা দাঁতের টিস্যু দিয়ে তৈরি। এই টিউমারগুলো এলোমেলোভাবে দাঁতের মতো কাঠামো তৈরি করে, যা দেখতে স্বাভাবিক দাঁতের মতো না হয়ে একটি পিণ্ডের আকার নেয়।

২. ক্লিডোক্রেনিয়াল ডিসপ্লেসিয়া (Cleidocranial Dysplasia): এটি একটি বিরল জেনেটিক বা বংশগত রোগ যা কঙ্কাল এবং দাঁতের বিকাশকে প্রভাবিত করে। এই রোগে আক্রান্তদের কলারবোন (কলার) অনুপস্থিত থাকতে পারে এবং তাদের অতিরিক্ত দাঁত গজানোর প্রবণতা দেখা যায়।

অতিরিক্ত দাঁত থাকলে কী সমস্যা হতে পারে?

অতিরিক্ত দাঁত থাকা কেবল সংখ্যার ব্যাপার নয়, এটি মারাত্মক কিছু সমস্যারও কারণ হতে পারে:

❥ অতিরিক্ত দাঁতের চাপে অন্য স্বাভাবিক দাঁতগুলো
বেঁকে যায় বা স্থানচ্যুত হয়।
❥ চোয়ালে অতিরিক্ত দাঁতের চাপে প্রচণ্ড ব্যথা হতে
পারে।

❥ দাঁতের অস্বাভাবিক বিন্যাসের কারণে খাবার
চিবানো এবং স্পষ্টভাবে কথা বলা কঠিন হয় পড়ে।
❥ অতিরিক্ত দাঁত পাশের সুস্থ দাঁতের শিকড়ের ক্ষতি
করতে পারে বা তাদের উঠতে বাধা দেয়।

চিকিৎসা কী?

এই অবস্থার প্রধান চিকিৎসা হলো সার্জারি বা অস্ত্রোপচার। ডেন্টাল সার্জনরা অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত দাঁতগুলো অপসারণ করেন। এরপর রোগীর প্রয়োজন অনুযায়ী অর্থোডন্টিক চিকিৎসার (Orthodontic Treatment) মাধ্যমে বাকি দাঁতগুলোকে সঠিক অবস্থানে ফিরিয়ে আনা হয়।

এই ধরনের ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে, মানবদেহ কতটা জটিল ও বিস্ময়কর হতে পারে।

অনুবাদ: AH Abubakkar Siddique




Address

Fulbaria

Telephone

+8801784278127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Admission BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nursing Admission BD:

Share