14/06/2025
এত সুন্দর মার্কিং করা MBBS & BDS বোন্স কম দামে Medi Mart ছাড়া কেউ দিতে পারবেনা।মেডিকেলে ভর্তির পর প্রথম বড় ইনভেস্টমেন্ট হল বোন্স।প্রথমও দ্বিতীয় বর্ষে বোন্স পড়ার পর তৃতীয় বর্ষে বিক্রি করে দিতে হয়।তাই একটা বোন্স দুই বছর ব্যবহারের পর বিক্রি করে দেওয়ার জন্য অবশ্যই ভালো কোয়ালিটির কিনা জরুরি।সামান্য কিছু টাকা সাশ্রয় করার জন্য অনেকেই লো কোয়ালিটির হোয়াইট বোন্স, আর্টিফিশিয়াল বোন্স কিনে থাকেন কিন্তু সেটা দিয়ে ভালোভাবে পড়াও যায় না,সুক্ষ গ্রুভগুলো চেনা যায় না এবং পড়া শেষে বিক্রি করা যায়না। এজন্য বোন্স কিনতে নো কম্প্রোমাইজ।নতুনেরা সবচেয়ে বড় যে সমস্যায় পড়ে সেটা হল অনেক সময় কলেজের সিনিয়র দ্বারা প্রেশারাইজড হয়ে বেশি দামে লো কোয়ালিটির বোন্স কিনতে হয়।দামের চেয়ে সবচেয়ে বড় কনসার্ন হলো কোয়ালিটি।তাই আপনারা যারা নতুন মেডিকেলে ভর্তি হয়েছেন বোন্স কেনার সময় অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন। MediMart-মেডিমার্ট আপনাদের নিশ্চয়তা দিচ্ছে কম দামে ভালো কোয়ালিটির বোন্সের।আমাদের থেকে বোন্স নিলে যেসব সুবিধা পাবেন-
১.ভালো কোয়ালিটির হেবি,ফ্রেশ এবং মার্কিং করা সেকেন্ড হ্যান্ড বোন্স পাবেন।এজন্য নতুন বোন্সের যেসব কমপ্লিকেশন থাকে সেটার জন্য আপনাকে অসুবিধায় পড়তে হবেনা(নতুন বোন্সের অসুবিধা ও পুরাতন বোন্সর সুবিধা নিয়ে ডিটেইলস একটা পোস্ট দেওয়া হবে)
২.পড়া শেষে আবার আমাদের মাধ্যমেই বিক্রি করে দিতে পারবেন।আপনার জুনিয়রদের পিছনে দৌড়াদৌড়ির প্রয়োজন নেই।
৩.সবচেয়ে কম দামে পাবেন।কারন কোন বোন্সই আমাদের কিনতে হয়না।আমারা আমাদের রেগুলার মেডিকেল ইন্সট্রুমেন্টের পাশাপাশি যারা বোন্স সেল করতে দৌড়াদৌড়ি করতে চান না তাদের থেকে ভলো বোন্সগুলো কালেক্ট করে রাখি এবং সেটা নতুনদের কাছে সেল করার পর উনার টাকা উনাকে বুঝিয়ে দেওয়া হয়।
৪.সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা।পছন্দ না হলে রিপ্লেস অথবা রিফান্ডের সুযোগ।
৫.ঢাকা,সাভার,গাজীপুর জোনের জন্য হোম ডেলিভারির সুযোগ।আমাদের লিষ্ট অনুযায়ী আমাদের টিম মেম্বার আপনার বাসায় গিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে।
৬.মেডিমার্ট এর টিম মেম্বাররা সবাই ডাক্তার এবং বিভিন্ন সরকারি,বেসরকারি মেডিকেলের স্টুডেন্ট।তাই আমরা আমাদের জুনিয়রদের আস্থা রাখতে বদ্ধ পরিকর।
৭.বোন্সের সাথে মেডিমার্টের যাবতীয় ইন্সট্রুমেন্টের উপর বিশেষ মূল্য ছাড়!
অর্ডার করতে এখনই ইনবক্স করুন MediMart-মেডিমার্ট অথবা কল করুন 01887905756