MediMart-মেডিমার্ট

MediMart-মেডিমার্ট Faithful Friend In Your Medi Path..

এত্ত সুন্দর প্রিমিয়াম মার্কিং বোন্স সুলভ মূল্যে MediMart-মেডিমার্ট ছাড়া আর কে দিবে!!আজ শেষ হয়ে গেলে অরিয়েন্টেশন। আগামি ৭...
17/06/2025

এত্ত সুন্দর প্রিমিয়াম মার্কিং বোন্স সুলভ মূল্যে MediMart-মেডিমার্ট ছাড়া আর কে দিবে!!
আজ শেষ হয়ে গেলে অরিয়েন্টেশন। আগামি ৭ দিন বোন্স এবং এপ্রোনে থাকবে অবিশ্বাস্য ছাড়!!!
খুবই লিমিটেড স্টক।দ্রুত অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করুন Medi Mart /কল করুন 01887905756

একটা এপ্রোনে কয় টাকাই লাভ হয়?তার উপর যদি হয় আরও ১০০ টাকা ছাড়!তারপরও দিন শেষে বড় লাভ-ই হল নিজের কমিউনিটির মানুষগুলোকে অথে...
15/06/2025

একটা এপ্রোনে কয় টাকাই লাভ হয়?তার উপর যদি হয় আরও ১০০ টাকা ছাড়!তারপরও দিন শেষে বড় লাভ-ই হল নিজের কমিউনিটির মানুষগুলোকে অথেনটিক প্রোডাক্ট দিয়ে সন্তুষ্ট করা!ব্যবসা অবশ্যই আমরা করি তবে সেটা মেডিকেল শিক্ষার্থীবান্ধব। MediMart-মেডিমার্ট একদিন সারা বাংলাদেশের সকল মেডিকেল শিক্ষার্থীদের কাছে আস্থার প্রতীক হবে,ইনশাআল্লাহ!
-আজ কাল ২ দিন ১২০০ টাকার ২ টি প্রিমিয়াম কেটিসি এপ্রোন অফার মূল্যে পাবেন মাত্র ১০০০টাকায়।
অর্ডার করতে এখনি ইনবক্স করুন Medi Mart / কল করুন ০১৮৮৭৯০৫৭৫৬

সতর্কতাঃ-নবীনরা যারাই বোন্স ক্রয় করবে,হোক সেটা নিজের মেডিকেল থেকে অথবা বাহির থেকে অবশ্যই  MediMart-মেডিমার্ট এর ফুল সেট...
15/06/2025

সতর্কতাঃ
-নবীনরা যারাই বোন্স ক্রয় করবে,হোক সেটা নিজের মেডিকেল থেকে অথবা বাহির থেকে অবশ্যই MediMart-মেডিমার্ট এর ফুল সেট বোন্স চেকলিস্টটা মিলিয়ে নেবে।

হাড় সমাচারঃ০৪বোন্স কিনতে যে ৩টা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেনঃ১.মাথার বোন্স(স্কাল)আলাদা করা আছে কিনা অথাব বেস করা আছে কিনা।ই...
14/06/2025

হাড় সমাচারঃ০৪
বোন্স কিনতে যে ৩টা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেনঃ

১.মাথার বোন্স(স্কাল)আলাদা করা আছে কিনা অথাব বেস করা আছে কিনা।ইনটেক ফুল স্কাল পড়া যায় না।সাজানো ছাড়া উপায় থাকবেনা।আপনি যদি নিজে কলেজের মামাদের দিয়ে আলাদা করে নিতে চান খরচ পড়বে ১৫০০-২০০০/-মতো।

২.হাত আর পা আর্টিকুলেটেড(জোড়া লাগানো)আছে কিনা।যদি আলাদা ছোট টুকরা টুকরা থাকে সে ক্ষেত্রেও পড়া যাবেনা।আপনি যদি নিজে কলেজের মামাদের দিয়ে আর্টিকুলেটেড করে নিতে চান খরচ পড়বে ১৫০০-২০০০/-মতো।

এখন আমরা যদি ২-৩ হাজার টাকা ডিসকাউন্টের কথা বলে এই অসুবিধায় আপনাকে ফেলি নিশ্চয়ই ভালো লাগবেনা।তাই সস্তায় শুনেই বস্তায় না ভরে যাচাই করুন।এভাবে Medi Mart ছাড়া কেউ বলবেনা এবং বুঝাবেওনা।

তাই ঝামেলামুক্ত ভাবে ন্যায্য মূল্যে বোন্স কিনতে আজই মেডিমার্টে যোগাযোগ করুন।মেসেজ করুন MediMart-মেডিমার্ট অথবা কল করুন ০১৮৮৭৯০৫৭৫৬ নাম্বারে।
ধন্যবাদ🥼🩺

হাড় সমাচার-০১ পড়তে ক্লিক করুন এই লিংকে-
https://m.facebook.com/groups/1347541315345815/permalink/5745323935567509/?mibextid=Nif5oz

হাড় সমাচার-০২ পড়তে ক্লিক করুন এই লিংকে-
https://www.facebook.com/groups/1347541315345815/permalink/5753215174778385/?mibextid=Nif5oz

হাড় সমাচার-০৩ পড়তে ক্লিক করুন এই লিংকে-
https://www.facebook.com/groups/1347541315345815/permalink/5759157524184150/?mibextid=Nif5oz

সতর্কতা এই লিংকে-
https://www.facebook.com/groups/1347541315345815/permalink/5751889824910920/?mibextid=Nif5oz

হাড় সমাচারঃ০৩নতুন কাচা বোন্স = পুরাই লস প্রজেক্ট!!!না পড়তে পারবেন,না বিক্রি করার মত অবস্থা থাকে।নতুন বোন্স প্রধানত দুই র...
14/06/2025

হাড় সমাচারঃ০৩

নতুন কাচা বোন্স = পুরাই লস প্রজেক্ট!!!
না পড়তে পারবেন,না বিক্রি করার মত অবস্থা থাকে।
নতুন বোন্স প্রধানত দুই রকমের হয়ঃ তেল যুক্ত এবং তেল মুক্ত।একটা বোন্স পড়ার উপযুক্ত হওয়া পর্যন্ত কয়েকটা প্রসেস পার হয়ে আসতে হয়।শুধুমাত্র সঠিক পদ্ধতিতে বোন্স সংরক্ষণ করলেই ভালো বোন্স পাওয়া সম্ভব।নতুন বোন্সের প্রধান সমস্যা হল লং বোন্সের ২টা প্রান্ত থেকে প্রচুর তেল বের হয় এবং এ তেলের সাথে বিভিন্ন অর্গানিজম এর রিয়েকশনের ফলে হলুদাভ একটা কালার চলে আসে।এটা কোনভাবেই কেমিক্যাল ছাড়া দূর করা সম্ভব না।পাশাপাশি বোন্স থেকে প্রচুর পরিমানে দুর্গন্ধ সৃষ্টি হয়।এজন্য নতুন বোন্স কিনার ক্ষেত্রে বোন্স থেকে কেমিক্যালের মাধ্যমে তেল অপসারণ করা হয়েছে কিনা নিশ্চিত হয়ে নিবেন।সাদা চকচকে বোন্স অথচ ১-২সপ্তাহ পর দুই পাশে হলুদ ও দুর্গন্ধ সৃষ্টি করলে কেমন লাগবে?এ যাবতীয় সমস্যার কারনে নতুন বোন্সের দামও পুরাতন থেকে কিছুটা কম।আর বোন্স পুরাতন মানি কম দামি,নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এমন না।একটা ভালো হেভি বোন্সে ২০-৩০ বছরে ও কিছু হবেনা।সুতরাং বোন্স কিনতে সাবধান!!!!!

দিন শেষে ঝামেলামুক্তভাবে,অথেনটিক জায়গা থেকে ন্যায্য মূল্যে বোন্স কিনতে MediMart-মেডিমার্ট ই একমাত্র ভরসা

অর্ডার করতে এখনই যোগাযোগ করুন Medi Mart t অথবা কল করুন ০১৮৮৭৯০৫৭৫৬ এই নাম্বারে।

ধন্যবাদ👨‍⚕️👩‍⚕️

হাড় সমাচার-০১ পড়তে ক্লিক করুন এই লিংকে-
https://m.facebook.com/groups/1347541315345815/permalink/5745323935567509/?mibextid=Nif5oz

হাড় সমাচার-০২ পড়তে ক্লিক করুন এই লিংকে-
https://www.facebook.com/groups/1347541315345815/permalink/5753215174778385/?mibextid=Nif5oz

MediMart-মেডিমার্ট দ্যা কনফিডেন্ট সেলার💪-মেডিমার্টের এপ্রোন খারাপ হতে পারেই না! প্রিমিয়াম প্রিমিয়ামই;১পিছ ৫৫০ টাকা /2 পি...
14/06/2025

MediMart-মেডিমার্ট দ্যা কনফিডেন্ট সেলার💪
-মেডিমার্টের এপ্রোন খারাপ হতে পারেই না!
প্রিমিয়াম প্রিমিয়ামই;১পিছ ৫৫০ টাকা /2 পিছ ১০০০ টাকা মাত্র!
অর্ডার করতে এখনই ইনবক্স করুন Medi Mart /কল করুন 01887905756

হাড় সমাচারঃ০২অনেকেই প্রশ্ন করেন ভাই প্রিমিয়াম ও রেগুলার?হেভি ওয়েট ও লো ওয়েটের?হাই ও লো কোয়ালিটির মধ্যে পার্থক্য কি?আশা...
14/06/2025

হাড় সমাচারঃ০২
অনেকেই প্রশ্ন করেন ভাই প্রিমিয়াম ও রেগুলার?হেভি ওয়েট ও লো ওয়েটের?হাই ও লো কোয়ালিটির মধ্যে পার্থক্য কি?আশা করি ছবি দেখে অনেক কিছুই ধারণা করতে পারবেন।এদের মধ্যে যেমন আকার গত পার্থক্য আছে তেমনি ওজনে ও অনেক কম বেশি পার্থক্য আছে।আমরা শুধু কয়েকটা পার্টসের উদাহরণ দিলাম।এভাবে একটা ফুল সেটের প্রত্যেকটা বোন্স তার কোয়ালিটির উপর নির্ভর করে।সুতরাং যারা ভাই, আরো কমে পেয়েছি,কমে শুনেছি এসব বলে থাকেন তারা দয়া করে এসব ব্যাপারগুলো মিলিয়ে নিবেন।আমরা গত কয়েক বছর যাবত বোন্স সহ মেডিকেলের যাবতীয় ইন্সট্রুমেন্ট মেডিকেল শিক্ষার্থীদের কাছে ন্যায্য মূল্য সঠিক পণ্যটি পৌঁছে দিয়েছি।সুতরাং MediMart-মেডিমার্ট বরাবরের মত নিজের কমিউনিটির সদস্যদের আস্থা রাখতে বদ্ধপরিকর।

-মনে রাখবেন মেডিকেলে ভর্তির পর কোন শিক্ষার্থী প্রথম যদি কোন ধরা খায়,সেটা খায় বোন্স কিনে।সুতরাং মেডিকেল জীবনের প্রথম ইনভেসমেন্ট সঠিকভাবে করতে মেডিমার্টের উপর আস্থা রাখুন।আমরা আপনার পছন্দের প্রোডাক্টি আপনার হাতে পৌঁছে দিতে সব সময় প্রস্তুত।ধন্যবাদ 🧑‍⚕️👨‍⚕️

যেকোনো প্রয়োজনে মেসেজ করুন Medi Mart অথবা কল করুন 01887905756

বোন্সর ব্যাপার ডিটেইলস আইডিয়া পেতে নিচের লিংকে ক্লিক করুন-
https://www.facebook.com/groups/1347541315345815/permalink/5745323935567509/?mibextid=Nif5oz

এত সুন্দর মার্কিং করা MBBS & BDS বোন্স কম দামে Medi Mart ছাড়া কেউ দিতে পারবেনা।মেডিকেলে ভর্তির পর প্রথম বড় ইনভেস্টমেন্ট...
14/06/2025

এত সুন্দর মার্কিং করা MBBS & BDS বোন্স কম দামে Medi Mart ছাড়া কেউ দিতে পারবেনা।মেডিকেলে ভর্তির পর প্রথম বড় ইনভেস্টমেন্ট হল বোন্স।প্রথমও দ্বিতীয় বর্ষে বোন্স পড়ার পর তৃতীয় বর্ষে বিক্রি করে দিতে হয়।তাই একটা বোন্স দুই বছর ব্যবহারের পর বিক্রি করে দেওয়ার জন্য অবশ্যই ভালো কোয়ালিটির কিনা জরুরি।সামান্য কিছু টাকা সাশ্রয় করার জন্য অনেকেই লো কোয়ালিটির হোয়াইট বোন্স, আর্টিফিশিয়াল বোন্স কিনে থাকেন কিন্তু সেটা দিয়ে ভালোভাবে পড়াও যায় না,সুক্ষ গ্রুভগুলো চেনা যায় না এবং পড়া শেষে বিক্রি করা যায়না। এজন্য বোন্স কিনতে নো কম্প্রোমাইজ।নতুনেরা সবচেয়ে বড় যে সমস্যায় পড়ে সেটা হল অনেক সময় কলেজের সিনিয়র দ্বারা প্রেশারাইজড হয়ে বেশি দামে লো কোয়ালিটির বোন্স কিনতে হয়।দামের চেয়ে সবচেয়ে বড় কনসার্ন হলো কোয়ালিটি।তাই আপনারা যারা নতুন মেডিকেলে ভর্তি হয়েছেন বোন্স কেনার সময় অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন। MediMart-মেডিমার্ট আপনাদের নিশ্চয়তা দিচ্ছে কম দামে ভালো কোয়ালিটির বোন্সের।আমাদের থেকে বোন্স নিলে যেসব সুবিধা পাবেন-

১.ভালো কোয়ালিটির হেবি,ফ্রেশ এবং মার্কিং করা সেকেন্ড হ্যান্ড বোন্স পাবেন।এজন্য নতুন বোন্সের যেসব কমপ্লিকেশন থাকে সেটার জন্য আপনাকে অসুবিধায় পড়তে হবেনা(নতুন বোন্সের অসুবিধা ও পুরাতন বোন্সর সুবিধা নিয়ে ডিটেইলস একটা পোস্ট দেওয়া হবে)

২.পড়া শেষে আবার আমাদের মাধ্যমেই বিক্রি করে দিতে পারবেন।আপনার জুনিয়রদের পিছনে দৌড়াদৌড়ির প্রয়োজন নেই।

৩.সবচেয়ে কম দামে পাবেন।কারন কোন বোন্সই আমাদের কিনতে হয়না।আমারা আমাদের রেগুলার মেডিকেল ইন্সট্রুমেন্টের পাশাপাশি যারা বোন্স সেল করতে দৌড়াদৌড়ি করতে চান না তাদের থেকে ভলো বোন্সগুলো কালেক্ট করে রাখি এবং সেটা নতুনদের কাছে সেল করার পর উনার টাকা উনাকে বুঝিয়ে দেওয়া হয়।

৪.সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা।পছন্দ না হলে রিপ্লেস অথবা রিফান্ডের সুযোগ।

৫.ঢাকা,সাভার,গাজীপুর জোনের জন্য হোম ডেলিভারির সুযোগ।আমাদের লিষ্ট অনুযায়ী আমাদের টিম মেম্বার আপনার বাসায় গিয়ে আপনাকে বুঝিয়ে দিয়ে আসবে।

৬.মেডিমার্ট এর টিম মেম্বাররা সবাই ডাক্তার এবং বিভিন্ন সরকারি,বেসরকারি মেডিকেলের স্টুডেন্ট।তাই আমরা আমাদের জুনিয়রদের আস্থা রাখতে বদ্ধ পরিকর।

৭.বোন্সের সাথে মেডিমার্টের যাবতীয় ইন্সট্রুমেন্টের উপর বিশেষ মূল্য ছাড়!

অর্ডার করতে এখনই ইনবক্স করুন MediMart-মেডিমার্ট অথবা কল করুন 01887905756

Premier Quality Apron available 🥼Fabric :BTC,KTC & TorayPlease DM for details 📩
14/06/2025

Premier Quality Apron available 🥼
Fabric :BTC,KTC & Toray
Please DM for details 📩

আলহামদুলিল্লাহ!গত ২ মাসে MediMart-মেডিমার্ট এর Private Medical Admission Helpline 2025�(Dr's team) প্রায় ২৫০০+ নতুন মেম...
30/04/2025

আলহামদুলিল্লাহ!গত ২ মাসে MediMart-মেডিমার্ট এর Private Medical Admission Helpline 2025�(Dr's team) প্রায় ২৫০০+ নতুন মেম্বার যুক্ত হয়েছে।বর্তমানে আমাদের মেম্বার সংখ্যা ১৫ হাজারের বেশী।এই যাত্রায় আমরা আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।আমাদের টিম সর্বোচ্চ চেষ্টা করেছে প্রাইভেট মেডিকেলে ভর্তির সকল ধরনের গাইডলাইন দিয়ে আপনাদের সাহায্য করার।ভবিষ্যতেও মেডিমার্ট টিম এ ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
এ বিশেষ উপলক্ষে মেডিমার্টের যাবতীয় ইন্সট্রুমেন্টের উপর রয়েছে বিশেষ ছাড়!অফার লুফে নিতে এখনই মেসজ করুন Medi Mart / কল করুন 01887905756

Address

Dhaka

Telephone

+8801887905756

Website

Alerts

Be the first to know and let us send you an email when MediMart-মেডিমার্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MediMart-মেডিমার্ট:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram