14/01/2025
এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-
১৮ শে জানুয়ারি শনিবার, (১৭ই রজব)
২০ শে জানুয়ারি সোমবার, (১৯ই রজব)
২২ শে জানুয়ারি বুধবার, (২১ই রজব)
হিজামা সুন্নাহ তারিখ উপলক্ষে চলছে স্পেশাল ডিসকাউন্ট অফার!
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]
🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]
🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। (বুখারী শরীফ)
🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
(সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২)
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
👉হিজামার উপকারিতা হলোঃ-
- শরীর থেকে টক্সিন রিমুভ হয়।
- শরীরে প্রাকৃতিক ভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়।
- ইন্সটেন্ট ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়।
- নার্ভগুলো একটিভ হয়।
- শরীরের কোষগুলো তাদের শক্তি ফিরে পায়।
- শরীরের অঙ্গ-প্রতঙ্গের কার্যকারিতা বৃদ্ধি করে।
- যার ফলে শরীর হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।
আলহামদুলিল্লাহ, আমাদের চেম্বারে প্রতি নিয়ত চলছে হিজামা / কাপিং সুন্নাহ সম্মত চিকিৎসা। তাই আপনারা নির্ভয়ে ও নিশ্চিন্তে আমাদের কাছ থেকে হিজামা নিতে পারেন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
আমাদের সেন্টারে রয়েছে প্রশিক্ষিত হিজামা থেরাপিস্ট বৃন্দ, যাদের রয়েছে অভিজ্ঞতা, যারা আপনাকে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দিতে এখানে রয়েছে। এছাড়া মহিলাদের জন্য রয়েছে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট থেরাপিস্ট।
আমাদের সেন্টারের আকর্ষণ হচ্ছে এর অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
🚩 হিজামা খরচঃ
🔹 প্রতি কাপ বা পয়েন্ট ১১০ টাকা।
🔹 তবে সুন্নাহ তারিখ উপলক্ষ্যে রয়েছে ১০% ডিস্কাউন্ট।
প্রত্যেকের জন্য সম্পূর্ণ আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়। হিস্ট্রি (রোগীর বৃত্তান্ত এবং রোগের বৃত্তান্ত ) নিয়েই ট্রিটমেন্ট প্লান করা হয়।
👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা যা অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং আধুনিক মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
📌ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।
👉বিঃদ্রঃ-সেন্টারে আসার পূর্বে দয়া করে কল করে আসবেন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
"রফ রফ হিজামা সেন্টার"
স্থান:
৪৬৬/ এ রোড নাম্বার ১০, খিলগাঁও, তিলপাপাড়া,
ঢাকা ১২১৯
(ঢাকা হোটেলের পাশের গলি)
☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
+8801612363908 | প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)