Rof Rof Hijama Therapy & Training Centre

Rof Rof Hijama Therapy & Training Centre Our institution has been providing medical services to people following Sunnah-based Islamic methods

Call: +880 1612-363908

লন্ডনে আমাদের সিনিয়র থেরাপিস্ট উচ্চশিক্ষার জন্য গিয়েছেন। সেখানেও রফরফ হিজামা সেন্টারের সুনাম ছড়িয়ে আছে আলহামদুলিল্লাহ্‌।...
23/02/2025

লন্ডনে আমাদের সিনিয়র থেরাপিস্ট উচ্চশিক্ষার জন্য গিয়েছেন। সেখানেও রফরফ হিজামা সেন্টারের সুনাম ছড়িয়ে আছে আলহামদুলিল্লাহ্‌। তারই প্রেক্ষিতে গতকাল ৫ জন রোগীর হিজামা করার ছবি এগুলো।

সেখানে লোকের চাহিদা রফরফ হিজামা এর একটি শাখা সেখানে খোলা হোক। এই প্রেক্ষিতে আপনাদের সকলের মতামত জানাবেন।

27/01/2025

যারা দীর্ঘদিন থেকে ওষুধ খেতে খেতে এমন পর্যায়ে পৌঁছেছেন ওষুধ আর কাজ হয়না। অথবা ব্যথা বেদনার জন্য ওষুধ খেতে খেতে কিডনি বিকল হওয়ার পথে, শুধুমাত্র আপনাকে বলছি হিজামা রাসূল (সা:) এর সুন্নতি চিকিৎসা, আপনি একবারের জন্য হলেও হিজামা করে দেখুন, এতে নেই কোন পার্শপ্রতিক্রিয়া এবং দ্রুত রোগ থেকে নিরাময় পাবেন ইনশা'আল্লাহ।

কোমড় ব্যথা, হাঁটু ব্যথা, নিতম্বের ব্যথা, সায়াটিকা, গোড়ালি ব্যথা, পিঠে ব্যথা, ঘাড় ব্যথা, হার্নিয়েটেড ডিস্ক, বাতের ব্যথা জনিত রোগে ভুগে থাকলে অপারেশন, ওষুধ এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

হাদিসঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময় (বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)

🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম (আল হাকিম-৭৪৭০)

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
"রফ রফ হিজামা সেন্টার"
স্থান:
৪৬৬/ এ রোড নাম্বার ১০, খিলগাঁও, তিলপাপাড়া,
ঢাকা ১২১৯
(ঢাকা হোটেলের পাশের গলি)

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
+8801612363908 | প্রতিদিন (সকাল ০৮টা- রাত ১০টা)

মানুষের শরীর যখন কথা শোনে না, তখন কিন্তু বেশ সমস্যা। উঠতে ইচ্ছে করে না। কোথাও যেতে ইচ্ছা করে না। কাজের আগ্রহ থাকে কম। ঘু...
25/01/2025

মানুষের শরীর যখন কথা শোনে না, তখন কিন্তু বেশ সমস্যা। উঠতে ইচ্ছে করে না। কোথাও যেতে ইচ্ছা করে না। কাজের আগ্রহ থাকে কম। ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়া !

এভাবে করেই জীবনের দৌড়ে আস্তে আস্তে পিছিয়ে পড়তে হয়। সমাধান কি? কাপিং বা হিজামা থেরাপির এর মাধ্যমে নিজের কর্মোদ্যম বাড়িয়ে এগিয়ে যান জীবনের দৌড়ে।

কাপিং বা হিজামা এর পরে খুব কমন একটা ফিডব্যাক হচ্ছে, শরীর খুব হালকা হয়ে যায় এবং হাটার গতি বাড়ে।
শরীরটা হালকা হয়ে যায়। কাজের আগ্রহ ফিরে আসে, বাড়ে কর্মস্পৃহা। শরীর ও মন থাকে চাঙ্গা ও ফুরফুরে।

এছাড়াও নানা রকম ব্যথার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিভিন্ন চিকিৎসা করে যারা কোন প্রকার উপকার পাচ্ছেন না তাদের জন্য হিজামা খুবই উপকারী। একবার হিজামা করলেই ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

হাদিসঃ
🌹রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন,"নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময় (বুখারী-৫২৯৪/সহিহ মুসলিম-২২০৫)

🌹রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,"হিজামাকারী কতইনা উত্তম লোক,সে দুষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে (সুনানে তিরমিযীঃ২০৫২)

🌹মানুষ চিকিৎসার জন্য যেসব উপায় অবলম্বন করে তন্মধ্যে হিজামাই হল সর্বোত্তম(আল হাকিম-৭৪৭০)

Our institution has been providing medical services to people following Sunnah-based and Islamic methods with fidelity and trust for a long time.

Call us for an appointment:
📞 01612363908

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-১৮ শে জানুয়ারি শনিবার, (১৭ই রজব) ২০ শে জানুয়ারি সোমবার, (১৯ই রজব) ২২ শে ...
14/01/2025

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-

১৮ শে জানুয়ারি শনিবার, (১৭ই রজব)
২০ শে জানুয়ারি সোমবার, (১৯ই রজব)
২২ শে জানুয়ারি বুধবার, (২১ই রজব)

হিজামা সুন্নাহ তারিখ উপলক্ষে চলছে স্পেশাল ডিসকাউন্ট অফার!

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে, এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। (বুখারী শরীফ)

🌹হযরত ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি‘রাজে যাওয়ার সময় তিনি ফিরিশতাদের যে দলের নিকট দিয়ে অতিক্রম করেন তারা বলেন, ‘আপনি অবশ্যই হিজামা করাবেন’।
(সহীহ তিরমিযী শরীফ, হা/৩৪৬২)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামার উপকারিতা হলোঃ-

- শরীর থেকে টক্সিন রিমুভ হয়।
- শরীরে প্রাকৃতিক ভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়।
- ইন্সটেন্ট ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়।
- নার্ভগুলো একটিভ হয়।
- শরীরের কোষগুলো তাদের শক্তি ফিরে পায়।
- শরীরের অঙ্গ-প্রতঙ্গের কার্যকারিতা বৃদ্ধি করে।
- যার ফলে শরীর হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।

আলহামদুলিল্লাহ, আমাদের চেম্বারে প্রতি নিয়ত চলছে হিজামা / কাপিং সুন্নাহ সম্মত চিকিৎসা। তাই আপনারা নির্ভয়ে ও নিশ্চিন্তে আমাদের কাছ থেকে হিজামা নিতে পারেন।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে প্রশিক্ষিত হিজামা থেরাপিস্ট বৃন্দ, যাদের রয়েছে অভিজ্ঞতা, যারা আপনাকে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দিতে এখানে রয়েছে। এছাড়া মহিলাদের জন্য রয়েছে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট থেরাপিস্ট।

আমাদের সেন্টারের আকর্ষণ হচ্ছে এর অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🚩 হিজামা খরচঃ

🔹 প্রতি কাপ বা পয়েন্ট ১১০ টাকা।
🔹 তবে সুন্নাহ তারিখ উপলক্ষ্যে রয়েছে ১০% ডিস্কাউন্ট।
প্রত্যেকের জন্য সম্পূর্ণ আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়। হিস্ট্রি (রোগীর বৃত্তান্ত এবং রোগের বৃত্তান্ত ) নিয়েই ট্রিটমেন্ট প্লান করা হয়।

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা যা অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং আধুনিক মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📌ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।
👉বিঃদ্রঃ-সেন্টারে আসার পূর্বে দয়া করে কল করে আসবেন।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
"রফ রফ হিজামা সেন্টার"
স্থান:
৪৬৬/ এ রোড নাম্বার ১০, খিলগাঁও, তিলপাপাড়া,
ঢাকা ১২১৯
(ঢাকা হোটেলের পাশের গলি)

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
+8801612363908 | প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

18/12/2024

সুন্নাহ তারিখ উপলক্ষে হিজামায় থাকছে স্পেশাল ডিস্কাউন্ট অফার!

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-

২০ শে ডিসেম্বর শুক্রবার, (১৭ই জমাদিউস সানি)
২২ শে ডিসেম্বর রবিবার, (১৯ই জমাদিউস সানি)
২৪ শে ডিসেম্বর মঙ্গলবার, (২১ই জমাদিউস সানি)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামার উপকারিতা হলোঃ-

- শরীর থেকে টক্সিন রিমুভ হয়।
- শরীরে প্রাকৃতিক ভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়।
- ইন্সটেন্ট ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়।
- নার্ভগুলো একটিভ হয়।
- শরীরের কোষগুলো তাদের শক্তি ফিরে পায়।
- শরীরের অঙ্গ-প্রতঙ্গের কার্যকারিতা বৃদ্ধি করে।
- যার ফলে শরীর হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।

আলহামদুলিল্লাহ, আমাদের চেম্বারে প্রতি নিয়ত চলছে হিজামা / কাপিং সুন্নাহ সম্মত চিকিৎসা। তাই আপনারা নির্ভয়ে ও নিশ্চিন্তে আমাদের কাছ থেকে হিজামা নিতে পারেন।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে প্রশিক্ষিত হিজামা থেরাপিস্ট বৃন্দ, যাদের রয়েছে অভিজ্ঞতা, যারা আপনাকে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দিতে এখানে রয়েছে। এছাড়া মহিলাদের জন্য রয়েছে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট থেরাপিস্ট।

আমাদের সেন্টারের আকর্ষণ হচ্ছে এর অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🚩 হিজামা খরচঃ
🔹 প্রতি কাপ বা পয়েন্ট ১১০ টাকা।
🔹 তবে সুন্নাহ তারিখ উপলক্ষ্যে রয়েছে ১০% ডিস্কাউন্ট।

প্রত্যেকের জন্য সম্পূর্ণ আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়। হিস্ট্রি (রোগীর বৃত্তান্ত এবং রোগের বৃত্তান্ত ) নিয়েই ট্রিটমেন্ট প্লান করা হয়।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে,এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা যা অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং আধুনিক মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📌ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।

👉বিঃদ্রঃ-সেন্টারে আসার পূর্বে দয়া করে কল করে আসবেন।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ

"রফ রফ হিজামা সেন্টার"
স্থান:
৪৬৬/ এ রোড নাম্বার ১০, খিলগাঁও, তিলপাপাড়া,
ঢাকা ১২১৯
(ঢাকা হোটেলের পাশের গলি)

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
+8801612363908 | প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

04/12/2024
22/11/2024

আজ সুন্নাহ তারিখ এ ৩ নাম্বার রুগি আমাদের। তিনি এশেছেন ঘারে এবং কোমরে সাথে সায়াটিকার সমস্যা জন্য নিচ্ছেন।আজি এপোয়েন্মেন্ট নিন

17/11/2024

সুন্নাহ তারিখে রফ রফ হিজামা সেন্টারে থাকছে ১০% ডিস্কাউন্ট অফার!

এই মাসের হিজামা চিকিৎসার সুন্নতি তারিখ গুলো হল:-
২০ শে নভেম্বর বুধবার, (১৭ই জমাদিউল আউয়াল)
২২ শে নভেম্বর শুক্রবার, (১৯ই জমাদিউল আউয়াল)
২৪ শে নভেম্বর রবিবার, (২১ই জমাদিউল আউয়াল)

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামার উপকারিতা হলোঃ-

- শরীর থেকে টক্সিন রিমুভ হয়।
- শরীরে প্রাকৃতিক ভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়।
- ইন্সটেন্ট ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়।
- নার্ভগুলো একটিভ হয়।
- শরীরের কোষগুলো তাদের শক্তি ফিরে পায়।
- শরীরের অঙ্গ-প্রতঙ্গের কার্যকারিতা বৃদ্ধি করে।
- যার ফলে শরীর হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।

আলহামদুলিল্লাহ, আমাদের চেম্বারে প্রতি নিয়ত চলছে হিজামা / কাপিং সুন্নাহ সম্মত চিকিৎসা। তাই আপনারা নির্ভয়ে ও নিশ্চিন্তে আমাদের কাছ থেকে হিজামা নিতে পারেন।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে প্রশিক্ষিত হিজামা থেরাপিস্ট বৃন্দ, যাদের রয়েছে অভিজ্ঞতা, যারা আপনাকে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দিতে এখানে রয়েছে। এছাড়া মহিলাদের জন্য রয়েছে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট থেরাপিস্ট।

আমাদের সেন্টারের আকর্ষণ হচ্ছে এর অত্যাধুনিক সরঞ্জাম ও শীততাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ। ফলে চিকিৎসা চলাকালীন সময় আপনি অনুভব করবেন আরামদায়ক অভিজ্ঞতা।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🚩 হিজামা খরচঃ
🔹 প্রতি কাপ বা পয়েন্ট ১১০ টাকা।
🔹 তবে সুন্নাহ তারিখ উপলক্ষ্যে রয়েছে ১০% ডিস্কাউন্ট।

প্রত্যেকের জন্য সম্পূর্ণ আলাদা নিউ কাপ ব্যবহার করা হয়। হিস্ট্রি (রোগীর বৃত্তান্ত এবং রোগের বৃত্তান্ত ) নিয়েই ট্রিটমেন্ট প্লান করা হয়।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে,এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা যা অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং আধুনিক মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📌ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।

👉বিঃদ্রঃ-সেন্টারে আসার পূর্বে দয়া করে কল করে আসবেন।
ট্রেনিং এবং ট্রিটমেন্ট নিতে যোগাযোগ করুন।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ

"রফ রফ হিজামা সেন্টার"
স্থান:
৪৬৬/ এ রোড নাম্বার ১০, খিলগাঁও, তিলপাপাড়া,
ঢাকা ১২১৯
(ঢাকা হোটেলের পাশের গলি)

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
+8801612363908 | প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

07/11/2024

আলহামদুলিল্লাহ আজকের আমাদের দ্বিতীয় রোগি।উনার অনেকদিন যাবত কোমরে ব্যথা। এবং এর এ সাথে উনি নিয়মিত ক্রিকেট খেলেন সেই জন্য ঘারের পাশেও ব্যথা রয়েছে উনার। উভয় সমস্যার জন্য হিজামা নিচ্ছেন আজকে উনি।

06/11/2024

খাদ্যে ভেজাল, বায়ু দূষন, করোনা ভ্যাক্সিন গ্রহণ ইত্যাদি নানা কারণে ইদানিং এলার্জি সমস্যা প্রকট আকার ধরন করেছে।

এছাড়া শীতকাল আসলেই অনেকের চর্ম রোগ, শরীর ব্যথা, মাথা ব্যথা, সাইনোসাইটিজ, নাক বন্ধ, হাচি-কাশি, এজমা এইসব সমস্যা এসে হাজির হয়। এমন অবস্থার সমাধান কি?

যদি অনেক চেষ্টার পরেও সুস্থ অর্জনের লক্ষ্য অর্জিত না হয়, তাহলে চলে আসুন আমাদের সেন্টারে। আমরা শুধু অন্যদের চিকিৎসা করিই না, বরং নিজেরাও এই হিজামা চিকিৎসা থেকে উপকৃত হই, আলহামদুলিল্লাহ।

রোগের চিকিৎসার প্রথম ধাপ হচ্ছে রোগ নির্ণয়। আমাদের অভিজ্ঞ হিজামা থেরাপিষ্ট বৃন্দ রোগীর কথা বিস্তারিত শুনে তার রোগ নির্নয় করেন। এরপরে রোগের ধরণ অনুযায়ী হিজামা / কাপিং এর বিস্তারিত সেশান প্ল্যান করেন। সবার জন্য যেমন একই ঔষধ কাজ করে না, ঠিক তেমনি সবার জন্যে কাপিং একই রকম হবে না। এই পুরো প্রসেসের মাধ্যমেই আমরা একটা কার্যকর সমাধান প্ল্যান করি। এরকম প্ল্যান অভিজ্ঞ হিজামা থেরাপিষ্ট ও মান সম্পন্ন হিজামা সেন্টার ছাড়া কি সম্ভব!

আমাদের একজন সম্মানিত পেসেন্টের মুখেই শুনুন হিজামা চিকিৎসা গ্রহনের পর ওনার অনুভুতি।

তাই আপনিও আসতে পারেন আপনার সমস্যা গুলোর সঠিক সমাধান কাপিং থেরাপী নিতে আমাদের সেন্টারে।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📌ইসলামি শরিয়াহ মোতাবেক পর্দায় আবদ্ধ থাকা রুমে মহিলাদের জন্য মহিলা থেরাপিষ্ট দ্বারা হিজামা/কাপিং করানো হয়।
👉বিঃদ্রঃ-সেন্টারে আসার পূর্বে দয়া করে কল করে আসবেন।
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

🔹 #হিজামা / #কাপিং থেরাপি এমন এক চিকিৎসা পদ্ধতি, যার কোন প্রকার সাইড ইফেক্ট নেই, এর জন্যে কোন মেডিসিন নিতে হয়না।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ

"রফ রফ হিজামা সেন্টার"
স্থান: ৪৬৬/ এ রোড নাম্বার ১০, খিলগাঁও, তিলপাপাড়া,
ঢাকা ১২১৯
(ঢাকা হোটেলের পাশের গলি)

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
+8801612363908 | প্রতিদিন (সকাল ৭টা- রাত ১০টা)

01/11/2024

মাইগ্রেন এবং শরীর ব্যথার জন্য হিজামা দেওয়া হচ্ছে

Address

466/A, Road No-10, Tilpapara Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Rof Rof Hijama Therapy & Training Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rof Rof Hijama Therapy & Training Centre:

Share