
17/05/2025
চোখের যত্ন নিন, সুস্থ থাকুন👁️
চোখের যে সকল অপারেশন করা হয়
➡️ছানি অপারেশন (SICS)
➡️ফ্যাকো অপারেশন(কম্পিউটারাইজ পদ্ধতিতে চোখের ছানি অপারেশন)
➡️নেত্রনালী অপারেশন (DCR টিউব+কসমেটিক সেলাই)
➡️নেত্রনালী অপারেশন (DCT)
➡️টেরিজিয়াম অপারেশন (চোখের মাংস বৃদ্ধি অপারেশন)
➡️কেলাজিয়ন অপারেশন(চোখের পাতায় ভাসমান টিউমার)
অপারেশনের বিষয়ে সকল তথ্য জানতে
এবং সিরিয়াল নিতে যোগাযোগ করুন
☎️01756059786
✡️আপনার প্রিয় বাবা-মা
অথবা চোখের সমস্যায় কষ্ট পাওয়া
পরিবারের যেকোনো সদস্যকে
মেডিকেয়ার হসপিটালে চক্ষুবিভাগে নিয়ে আসুন,
সম্পূর্ণ নতুন আঙ্গিকে কম্পিউটারাইজড চিকিৎসার মাধ্যমে মানসম্মত সেবা নিন।
➡️কম্পিউটারাইজড পদ্ধতিতে ছানি অপারেশনের সুবিধা সমূহ:
➡️কাটাছেড়া ছাড়া অপারেশন তাই দ্রুত সেরে ওঠে।
➡️কম সময়ে স্বাভাবিক দৃষ্টি ফিরে আসে।
➡️আধুনিক লেন্স প্রতিস্থাপন করায় রোগী পুনরায় আগের মত চোখে দেখতে পায়।
দীর্ঘ সময় হাসপাতলে অবস্থান করা, অথবা
হাসপাতালে রাত্রি যাপন করতে হয় না।
✡️চোখের যে সকল সমস্যার সেবা দেওয়া হয়:
➡️চোখ দিয়ে পানি পড়া।
➡️চোখ দিয়ে পুঁজ পড়া।
➡️চোখ ব্যথা।
➡️মাথা ব্যথা।
➡️চোখ লাল হয়ে থাকা।
➡️কাছে অথবা দূরে কম দেখা।
➡️ঝাপসা দেখা।
➡️নবজাতক শিশুর চোখের সমস্যা।
➡️ডায়াবেটিস আক্রান্ত রোগীর চোখের চিকিৎসা।
➡️রেটিনা চিকিৎসা।
➡️চোখে ছানি পড়া।
➡️চোখের নেত্রনালী সমস্যা।
➡️চোখের মাংস বৃদ্ধি সমস্যা।
➡️চোখের পাতায় ভাসমান টিউমার (কেলাজিয়ন)।
➡️কাছের ছোট লেখা পড়তে সমস্যা হওয়া।
➡চোখের পাওয়ার নির্ণয় করে চশমা প্রদান।
➡️চোখ দিয়ে পানি পরা, চোখ জ্বালাপোড়া করা।
➡️চোখের ভাইরাস ইনফেকশন।
➡️রাতকানা রোগ।
➡️চোখের চুকানো।
➡️চোখের প্রেসার,গ্লোকোমা।
➡️চোখের কারণে মাথা ব্যাথা।
➡️নবজাতক শিশুর চোখ দিয়ে ময়লা আসা, পানি পড়া।
আমাদের সেবা সমূহ :
✡️এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু, মাথাব্যথা রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।
✡️প্রতিদিন ডিজিটাল কম্পিউটার স্লীট-ল্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়।
✡️আধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে চোখের ছানি অপারেশন করা হয়।
✡️উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিনের মাধ্যমে ইনজেকশন এবং ব্যান্ডেজবিহীন ফ্যাকো অপারেশন করা হয়।
✡️কম্পিউটারাইজড বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে চোখের লেন্সের পাওয়ার নির্ণয় করা হয়।
✡️আধুনিক পদ্ধতিতে চোখের প্রেসার নির্ণয় করা হয়।
✡️মনোরম পরিবেশে স্বল্প সময়ে বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত চক্ষু সেবা প্রদান করা হয়।
✡️আধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ সর্তকতা,
বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ মেডিকেল সাপোর্ট, সেবাধর্মী মনোভাব,সকল কিছুর সমন্বয়ে প্রতিটি রোগীর
অপারেশন সম্পন্ন করা হয়।
✡️প্রতিটি রোগীর জন্য অপারেশন পরবর্তী ফলোআপের সু-ব্যবস্থা করা হয়।
✡️এখানে অসহায় ও দু:স্থ রোগীদের
স্বল্প খরচে চোখের সকল প্রকার চিকিৎসা দেওয়া হয়।
✡️শিক্ষার্থী এবং কোরআনে হাফেজদের জন্য বিশেষ ছাড়ে চোখের সু-চিকিৎসার ব্যবস্থা করা হয়।