Dr. MD. Mizanur Rahman- Eye Specialist

Dr. MD. Mizanur Rahman- Eye Specialist Professional Eye Specialist,
Best Eye care at Your service. Be positive, Be grateful.

চোখের যত্ন নিন, সুস্থ থাকুন👁️চোখের যে সকল অপারেশন করা হয়  ➡️ছানি অপারেশন (SICS)➡️ফ্যাকো অপারেশন(কম্পিউটারাইজ পদ্ধতিতে চো...
17/05/2025

চোখের যত্ন নিন, সুস্থ থাকুন👁️

চোখের যে সকল অপারেশন করা হয়

➡️ছানি অপারেশন (SICS)

➡️ফ্যাকো অপারেশন(কম্পিউটারাইজ পদ্ধতিতে চোখের ছানি অপারেশন)

➡️নেত্রনালী অপারেশন (DCR টিউব+কসমেটিক সেলাই)

➡️নেত্রনালী অপারেশন (DCT)

➡️টেরিজিয়াম অপারেশন (চোখের মাংস বৃদ্ধি অপারেশন)

➡️কেলাজিয়ন অপারেশন(চোখের পাতায় ভাসমান টিউমার)

অপারেশনের বিষয়ে সকল তথ্য জানতে
এবং সিরিয়াল নিতে যোগাযোগ করুন

☎️01756059786

✡️আপনার প্রিয় বাবা-মা
অথবা চোখের সমস্যায় কষ্ট পাওয়া
পরিবারের যেকোনো সদস্যকে
মেডিকেয়ার হসপিটালে চক্ষুবিভাগে নিয়ে আসুন,
সম্পূর্ণ নতুন আঙ্গিকে কম্পিউটারাইজড চিকিৎসার মাধ্যমে মানসম্মত সেবা নিন।

➡️কম্পিউটারাইজড পদ্ধতিতে ছানি অপারেশনের সুবিধা সমূহ:

➡️কাটাছেড়া ছাড়া অপারেশন তাই দ্রুত সেরে ওঠে।
➡️কম সময়ে স্বাভাবিক দৃষ্টি ফিরে আসে।
➡️আধুনিক লেন্স প্রতিস্থাপন করায় রোগী পুনরায় আগের মত চোখে দেখতে পায়।
দীর্ঘ সময় হাসপাতলে অবস্থান করা, অথবা
হাসপাতালে রাত্রি যাপন করতে হয় না।

✡️চোখের যে সকল সমস্যার সেবা দেওয়া হয়:

➡️চোখ দিয়ে পানি পড়া।

➡️চোখ দিয়ে পুঁজ পড়া।

➡️চোখ ব্যথা।

➡️মাথা ব্যথা।

➡️চোখ লাল হয়ে থাকা।

➡️কাছে অথবা দূরে কম দেখা।

➡️ঝাপসা দেখা।

➡️নবজাতক শিশুর চোখের সমস্যা।

➡️ডায়াবেটিস আক্রান্ত রোগীর চোখের চিকিৎসা।

➡️রেটিনা চিকিৎসা।

➡️চোখে ছানি পড়া।

➡️চোখের নেত্রনালী সমস্যা।

➡️চোখের মাংস বৃদ্ধি সমস্যা।

➡️চোখের পাতায় ভাসমান টিউমার (কেলাজিয়ন)।

➡️কাছের ছোট লেখা পড়তে সমস্যা হওয়া।

➡চোখের পাওয়ার নির্ণয় করে চশমা প্রদান।

➡️চোখ দিয়ে পানি পরা, চোখ জ্বালাপোড়া করা।

➡️চোখের ভাইরাস ইনফেকশন।

➡️রাতকানা রোগ।

➡️চোখের চুকানো।

➡️চোখের প্রেসার,গ্লোকোমা।

➡️চোখের কারণে মাথা ব্যাথা।

➡️নবজাতক শিশুর চোখ দিয়ে ময়লা আসা, পানি পড়া।

আমাদের সেবা সমূহ :

✡️এখানে প্রতিদিন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু, মাথাব্যথা রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।
✡️প্রতিদিন ডিজিটাল কম্পিউটার স্লীট-ল্যাম্পের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয়।
✡️আধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে চোখের ছানি অপারেশন করা হয়।
✡️উন্নত প্রযুক্তির ফ্যাকো মেশিনের মাধ্যমে ইনজেকশন এবং ব্যান্ডেজবিহীন ফ্যাকো অপারেশন করা হয়।
✡️কম্পিউটারাইজড বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে চোখের লেন্সের পাওয়ার নির্ণয় করা হয়।
✡️আধুনিক পদ্ধতিতে চোখের প্রেসার নির্ণয় করা হয়।
✡️মনোরম পরিবেশে স্বল্প সময়ে বিকাল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত চক্ষু সেবা প্রদান করা হয়।

✡️আধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ সর্তকতা,
বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ মেডিকেল সাপোর্ট, সেবাধর্মী মনোভাব,সকল কিছুর সমন্বয়ে প্রতিটি রোগীর
অপারেশন সম্পন্ন করা হয়।

✡️প্রতিটি রোগীর জন্য অপারেশন পরবর্তী ফলোআপের সু-ব্যবস্থা করা হয়।

✡️এখানে অসহায় ও দু:স্থ রোগীদের
স্বল্প খরচে চোখের সকল প্রকার চিকিৎসা দেওয়া হয়।

✡️শিক্ষার্থী এবং কোরআনে হাফেজদের জন্য বিশেষ ছাড়ে চোখের সু-চিকিৎসার ব্যবস্থা করা হয়।

চোখের অঞ্জনি বা স্টাই হলো চোখের পাতায় হওয়া এক ধরনের ফুসকুড়ি। এটি সাধারণত চোখের পাতার ভেতরের দিকে বা বাইরের দিকে হতে প...
18/02/2025

চোখের অঞ্জনি বা স্টাই হলো চোখের পাতায় হওয়া এক ধরনের ফুসকুড়ি। এটি সাধারণত চোখের পাতার ভেতরের দিকে বা বাইরের দিকে হতে পারে। অঞ্জনি হলে চোখের পাতায় লালচে ফোলাভাব দেখা যায় এবং ব্যথা হয়।

চোখের অঞ্জনি হওয়ার প্রধান কারণ হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ। এছাড়াও, চোখের পাতার গ্রন্থিগুলো বন্ধ হয়ে গেলে বা চোখের পাতার সঠিক পরিচর্যা না করলে অঞ্জনি হতে পারে।

অঞ্জনি হলে সাধারণত নিজে থেকেই সেরে যায়। তবে, কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে এটি দ্রুত ভালো হতে পারে। যেমন -

গরম সেঁক: একটি পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে চোখের উপর ১০-১৫ মিনিট ধরে সেঁক দিন। এটি দিনে কয়েকবার করতে পারেন।
পরিষ্কার পরিচ্ছন্নতা: চোখ এবং এর আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
অ্যান্টিবায়োটিক ওষুধ: যদি অঞ্জনি খুব বেশি বড় হয় বা ব্যথা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে পারেন।
কিছু ক্ষেত্রে, চোখের অঞ্জনি মারাত্মক রূপ নিতে পারে। তাই, যদি আপনার চোখে অঞ্জনি হয় এবং তা কয়েকদিনের মধ্যে ভালো না হয় বা দৃষ্টিতে সমস্যা হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

ডাঃ মোঃ মিজানুর রহমান
চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
মোবাইল: ০১৭১৭৭৪৪৩০১

চোখের মাংস বৃদ্ধি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ট্যেরিজিয়াম (Pterygium), কনজাংটিভার একটি সমস্যা। এটি চোখের সাদা অংশের উপর এক...
26/01/2025

চোখের মাংস বৃদ্ধি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ট্যেরিজিয়াম (Pterygium), কনজাংটিভার একটি সমস্যা। এটি চোখের সাদা অংশের উপর একটি মাংসপিণ্ড বা টিস্যু বৃদ্ধি যা কর্ণিয়ার দিকেও ছড়াতে পারে। এটি সাধারণত নাকের দিক থেকে শুরু হয়।

ট্যেরিজিয়ামের কারণ:
সূর্যের অতিবেগুনী রশ্মির (UV rays) সংস্পর্শে আসা।
শুষ্ক বাতাস এবং ধুলোবালি।

লক্ষণ:
চোখে লালচে ভাব।
জ্বালা বা অস্বস্তি।
শুষ্ক চোখ।
দৃষ্টি ঝাপসা হয়ে আসা (যদি কর্ণিয়া বেশি ঢেকে যায়)।
চোখে কিছু আটকে আছে এমন অনুভূতি।

চিকিৎসা: প্রাথমিক অবস্থায় ট্যেরিজিয়ামের জন্য সাধারণত কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। লুব্রিকেটিং আই ড্রপ: চোখের শুষ্কতা কমাতে ব্যাবহার করা যেতে পারে।

যদি ট্যেরিজিয়াম বড় হয়ে দৃষ্টিতে সমস্যা সৃষ্টি করে বা অস্বস্তি বেশি হয়, তাহলে অপারেশনের প্রয়োজন । দ্রুত অপারেশন করুন।

ডাঃ মোঃ মিজানুর রহমান শাহীন
এমবিবিএস, ডিও, এফভিআরএস
সার্জিক্যাল রেটিনা অবজারভারশীপ
( এস এন ই সি, সিঙ্গাপুর)
চক্ষু ও রেটিনা বিশেষজ্ঞ
ফ্যাকো সার্জন

ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের রোগ। এটিএকটি গুরুতর জটিলতা যা চিকিৎসা না করলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। ডায়াবেটিক রেটিনো...
23/01/2025

ডায়াবেটিক রেটিনোপ্যাথি চোখের রোগ।

এটিএকটি গুরুতর জটিলতা যা চিকিৎসা না করলে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে ঝাপসা দৃষ্টি, ফ্লোটার এবং রাতে দেখতে অসুবিধা।

রোগের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে রেটিনার রক্তনালীতে পরিবর্তন এবং ম্যাকুলার ফুলে যাওয়া। ডায়াবেটিক চোখের রোগের ব্যবস্থাপনায় প্রায়ই জীবনযাত্রার পরিবর্তন, ওষুধ এবং নিয়মিত চোখের পরীক্ষার সমন্বয় জড়িত থাকে।
আরও গুরুতর ক্ষেত্রে, আরও দৃষ্টিশক্তি হ্রাস রোধ করতে ইনজেকশন থেরাপি, লেজার সার্জারি বা ভিট্রেক্টমির মতো চিকিৎসার প্রয়োজন হতে পারে।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য তাদের চোখের স্বাস্থ্যের নিবিড় পর্যবেক্ষণ করা এবং দৃষ্টিশক্তির কোনো লক্ষণ বা পরিবর্তন ঘটলে দ্রুত চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ।

কাজের সময় সতর্কতা অবলম্বন করুন। চোখের যত্ন নিন।
12/01/2025

কাজের সময় সতর্কতা অবলম্বন করুন।
চোখের যত্ন নিন।

02/01/2025

ছানি অপারেশন চলমান...

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।নতুন দৃষ্টি নতুন চেতনার বাস্তবায়ন হোক।
16/12/2024

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
নতুন দৃষ্টি নতুন চেতনার বাস্তবায়ন হোক।

গত সপ্তাহে ছানি রোগীর পরবর্তী ফলোআপ। সঠিক সময়ে অপারেশন করুন, ভালো দেখুন।
23/11/2024

গত সপ্তাহে ছানি রোগীর পরবর্তী ফলোআপ।
সঠিক সময়ে অপারেশন করুন, ভালো দেখুন।

Address

229, Green Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. MD. Mizanur Rahman- Eye Specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share