Multi Health Care service

Multi Health Care service This page is for Bangladeshi patients
An online platform.This page is a multi-specialty hospital whi

Our mission is to deliver high quality, affordable healthcare services to the broader population in bangladesh. Our core values are represented by the acronym "Precision with Empathy", which encompasses innovation and efficiency, Compassionate care.

19/07/2025

শিশুদের খাওয়ানোর সময় যে সব ভুল করা যাবে না:-

#১.বাচ্চাদের খাওয়ানোর সময় ভুলেও জোর করবেন না।

#২.অতিরিক্ত গরম খাবার খাওয়াবেন না।

#৩.খাওয়ানোর সময় টিভি, মোবাইল দেখাবেন না।

#৪.বাচ্চাদের অতিরিক্ত শক্ত খাবার দিবেন না।

#৫.প্যাকেট জাত চিপস, চকলেট এবং বাজারের রং দেয়া জুস ও অন্যান্য তরল জাতীয় খাবার খাওয়াবেন না।

19/07/2025

ডেংগু জ্বরে রোগীরা কি কি খাবেন এবং কি কি খাবেন না:



# #ডেংগুতে যা খাওয়া যাবে:
1. পর্যাপ্ত পানি ও তরল:
• স্যালাইন (ওরস্যালাইন)
• ডাবের পানি
• লেবুর শরবত
• ফলের রস (চিনি ছাড়া)
• স্যুপ
2. ফলমূল:
• পেঁপে (প্লেটলেট বাড়াতে সাহায্য করে)
• কমলা, মাল্টা (ভিটামিন C এর উৎস)
• আপেল, কলা, ডালিম
3. সবজি:
• সেদ্ধ সবজি (গাজর, লাউ, শসা, কুমড়া)
• সবুজ শাক (যেমন পালং শাক)
4. প্রোটিনসমৃদ্ধ হালকা খাবার:
• সেদ্ধ ডিম
• সেদ্ধ মাছ বা চিকেন (অত্যন্ত হালকা করে রান্না করা)
• ডাল
5. হালকা খাবার:
• খিচুড়ি (হালকা তেলে রান্না করা)
• ওটস বা সুজি



❌ ❌❌ডেংগুতে যা খাওয়া যাবে না:
1. চর্বিযুক্ত বা ভাজা খাবার:
• ভাজাপোড়া খাবার (সমুচা, পুরি, ফাস্টফুড)
• অতিরিক্ত তেলে রান্না করা খাবার
2. মিষ্টি বা কৃত্রিম পানীয়:
• কোমল পানীয় (Coke, Pepsi)
• অতিরিক্ত চিনি বা হাই ফ্রুক্টোজ যুক্ত জুস
3. অ্যালার্জি বা হজমে সমস্যা করে এমন খাবার:
• অতিরিক্ত ঝাল বা মসলা
• দুধ বা দুগ্ধজাত খাবার (অনেকের ক্ষেত্রে হজমে সমস্যা করে)
4. অ্যালকোহল ও ধূমপান:
• সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে



বিশেষ টিপস:
• বারবার পানি খাওয়াতে হবে, যেন শরীর ডিহাইড্রেট না হয়
•চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াতে হবে (প্যারাসিটামল ছাড়া অন্য কিছু নিজে থেকে খাওয়ানো উচিত নয়)
• অতিরিক্ত বমি,পেট ব্যাথা,কোন কারণ ছাড়াই শরীরের যে কোন জায়গায় রক্ত ক্ষরণ শুরু হলে, অতিরিক্ত দুর্বল হলে ,প্লেটলেট অনেক কমে গেলে চিকিৎসক এর পরামর্শে হাসপাতালে ভর্তি করা জরুরি।



ডা: মো:হাছান উদ্দিন আজমী
এম বি বি এস,এম সি পি এস,এফ সি জি পি,এম এন এফ এস

09/05/2025
30/03/2025

সবাইকে ঈদ মোবারক 🌙আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ।

24/03/2025
23/12/2024

মানসিক স্বাস্হ সমস্যর সাধারণ লক্ষ‍্যণ সমুহঃ-

১।ভীষণ দুশ্চিন্তা করা।

২।কোন কারণ ছাড়াই দুর্বলতা বোধ করা।

৩।মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা।

৪।গায়েবী আওয়াজ শোনা।

৫।অল্পতেই সহিংস আচরণ করা।

৬।অহেতুক ভয় পাওয়া ।

৭।আত্মহত্যার চেষ্টা করা ।

৮।অযথা অতিরিক্ত সন্দেহ করা বা অবিশ্বাস করা।

৯।মন খারাপ থাকা ।

১০।নিজেকে বারবার অযোগ্য মনে হওয়া বা ব‍্যর্থ মনে হওয়া ।

১১।সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা।

১২।ঘুম বা খাবার ক্ষেত্রে কম বা বেশি হওয়া ।

১৩।বাস্তবে নাই এমন কিছু দেখা বা অনুভব করা।

১৪।অতিরিক্ত অস্থিরতা বা উদ্বেগ অনুভব করা ।

১৫। রাগ করে ভাংচুর করা।

১৬।প্রতিদিন এর যে কোনো কাজে মনোযোগ দিতে না পারা ।

১৭।মাদক এর অপব্যবহার ।

১৮।পছন্দের কাজে আগ্রহ হারিয়ে ফেলা ।

১৯। কোন সমস‍্যা সমাধান করতে না পারায় অনবরত চিন্তা করা।

২০।দীর্ঘস্থায়ী নেতিবাচক চিন্তার সাথে মৃত্যুচিন্তা করা ।

18/12/2024

Address

17/F-1, Nayatola, Moghbazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Multi Health Care service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram