19/07/2025
ডেংগু জ্বরে রোগীরা কি কি খাবেন এবং কি কি খাবেন না:
⸻
# #ডেংগুতে যা খাওয়া যাবে:
1. পর্যাপ্ত পানি ও তরল:
• স্যালাইন (ওরস্যালাইন)
• ডাবের পানি
• লেবুর শরবত
• ফলের রস (চিনি ছাড়া)
• স্যুপ
2. ফলমূল:
• পেঁপে (প্লেটলেট বাড়াতে সাহায্য করে)
• কমলা, মাল্টা (ভিটামিন C এর উৎস)
• আপেল, কলা, ডালিম
3. সবজি:
• সেদ্ধ সবজি (গাজর, লাউ, শসা, কুমড়া)
• সবুজ শাক (যেমন পালং শাক)
4. প্রোটিনসমৃদ্ধ হালকা খাবার:
• সেদ্ধ ডিম
• সেদ্ধ মাছ বা চিকেন (অত্যন্ত হালকা করে রান্না করা)
• ডাল
5. হালকা খাবার:
• খিচুড়ি (হালকা তেলে রান্না করা)
• ওটস বা সুজি
⸻
❌ ❌❌ডেংগুতে যা খাওয়া যাবে না:
1. চর্বিযুক্ত বা ভাজা খাবার:
• ভাজাপোড়া খাবার (সমুচা, পুরি, ফাস্টফুড)
• অতিরিক্ত তেলে রান্না করা খাবার
2. মিষ্টি বা কৃত্রিম পানীয়:
• কোমল পানীয় (Coke, Pepsi)
• অতিরিক্ত চিনি বা হাই ফ্রুক্টোজ যুক্ত জুস
3. অ্যালার্জি বা হজমে সমস্যা করে এমন খাবার:
• অতিরিক্ত ঝাল বা মসলা
• দুধ বা দুগ্ধজাত খাবার (অনেকের ক্ষেত্রে হজমে সমস্যা করে)
4. অ্যালকোহল ও ধূমপান:
• সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে
⸻
বিশেষ টিপস:
• বারবার পানি খাওয়াতে হবে, যেন শরীর ডিহাইড্রেট না হয়
•চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়াতে হবে (প্যারাসিটামল ছাড়া অন্য কিছু নিজে থেকে খাওয়ানো উচিত নয়)
• অতিরিক্ত বমি,পেট ব্যাথা,কোন কারণ ছাড়াই শরীরের যে কোন জায়গায় রক্ত ক্ষরণ শুরু হলে, অতিরিক্ত দুর্বল হলে ,প্লেটলেট অনেক কমে গেলে চিকিৎসক এর পরামর্শে হাসপাতালে ভর্তি করা জরুরি।
⸻
ডা: মো:হাছান উদ্দিন আজমী
এম বি বি এস,এম সি পি এস,এফ সি জি পি,এম এন এফ এস