
22/01/2025
✅জন্মগত ঠোঁট ও তালুকাটা শিশুদের চিকিৎসা!
👉জন্মের পরপরই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে। কিভাবে খাওয়াতে হবে জেনে নিতে হবে, অসুখ হলে চিকিৎসা নিতে হবে। তার আর কোন জন্মগত সমস্যা আছে কিনা বিশেষ করে হৃদপিণ্ডের সমস্যা, ইত্যাদি দেখতে হবে। অপারেশনই এই ধরনের সমস্যার একমাত্র সমাধান। শিশুর শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে চিকিৎসকই অপারেশনের সঠিক সময় নির্ধারন করবেন। সাধারণভাবে শিশু শারিরীক ভাবে সুস্থ থাকলে -
◾ ঠোঁট : ৩ মাস বয়স থেকে
◾ তালু (টাক্রা) : ৬-১২ মাস বয়সের মধ্যে অপারেশন করলে ভালভাবে কথা বলতে পারবে, যদিও এরপরে যে কোন বয়সে করা যায় এবং অপারেশন করলে কথার কিছুটা হলেও উন্নতি হয়।
◾ নাক ও সাথে ঠোঁটের কোন সমস্যা: ৪-৫ বৎসর বয়সে থাকলে।
◾ দাঁতের মাড়ি : ২-৫ বৎসর বয়সে (যদি অন্যের হাড় পাওয়া যায়) : ৫-৮ বৎসর বয়সে (নিজের হাড়)।
◾উঁচু-নীচু দাঁত : ১৪-১৫ বৎসর বয়সে।
---
অধ্যাপক ডাঃ বি কে দাস (বিজয়)
এমবিবিএস, এমসিপিএস, এমএস, এফআইসিএস, এফএসিএস (আমেরিকা)
প্লাস্টিক সার্জারীতে প্রশিক্ষণপ্রাপ্ত (ভারত ও আমেরিকা)
শিশু-কিশোর সার্জারী বিশেষজ্ঞ
সিনিয়র কনসালট্যান্ট, এভারকেয়ার হসপিটাল ঢাকা
এবং তাঁর দল
--
ঢাকা চেম্বারঃ
নিউ লাইফ হসপিটাল লিমিটেড
ঠিকানাঃ ২৫/এ, বীর উত্তম কে এম শফিউল্লাহ সড়ক, (গ্রীন রোড), ঢাকা, বাংলাদেশ।
প্রয়োজনে যোগাযোগ করুনঃ ০১৮৪৬-২৪৮১৩৭
--
ডেল্টা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেড
চট্টগ্রাম পাঁচলাইশ থানার সামনে
মোবাইলঃ ০১৮৪৯-৬৬৬ ৮০৮
প্রয়োজনে যোগাযোগ করুনঃ মোবাইলঃ ০১৮৪৯-৬৬৬ ৮০৮,০১৮৪৬-২৪৮-১৩৭
-