Priyodorshini Shop

Priyodorshini Shop A piece of village in the town

18/01/2021
যশোরের বিশুদ্ধ দানাদার ঝোলা গুড়। বাজার থেকে বা কোন কমার্শিয়াল উৎপাদক থেকে কেনা নয়। সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে মনিরামপ...
18/01/2021

যশোরের বিশুদ্ধ দানাদার ঝোলা গুড়। বাজার থেকে বা কোন কমার্শিয়াল উৎপাদক থেকে কেনা নয়। সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে মনিরামপুর উপজেলার এক গ্রামীণ গৃহস্থ গাছি দিয়ে বানানো। গুড় উৎপাদনের পুরো প্রক্রিয়াটি লাইভ ভিডিওতে গত ১১-০১-২০২১ তারিখ সকাল ৭.৩০ থেকে ১১.০০টা পর্যন্ত আমাদের গ্রুপ মেম্বাররা স্বচক্ষে প্রত্যক্ষ করেছেন। সুতরাং বিশুদ্ধতার ২০০ ভাগ নিশ্চয়তা আছে। মূল্য পড়বে ৩৭০/- প্রতি কেজি। ২৫০/- আধা কেজি। ১৫০ টাকা ২৫০ গ্রাম।

পুনশ্চঃ ১) এক কেজির কম ঝোলা গুড় কিনতে চাইলে অবশ্যই আমাদের অন্য যে কোন দুইটি পন্য অর্ডার করতে হবে। অর্ডার করতে পারেন প্রাকৃতিক চাকের মধু, কোল্ড প্রেসড সরিষার তেল, আচার, হোমমেড মিষ্টি, দই, পায়েস, যশোর / সিরাজগঞ্জের ভেজালমুক্ত পাটালি গুড়, নাটোরের তরল ঝোলা গুড়, হিমালয়ান পিংক সল্ট। অর্থাৎ, আমাদের পন্য তালিকা থেকে যে কোন দুইটি পন্য।

২) রাসুল (সাঃ)-এর সুন্নাহ মোতাবেক বিক্রিত পন্য বিনা প্রশ্নে সসম্মানে ফেরত নেয়া হয়।

আগামীকাল ১১.০১.২০২১ তারিখ সোমবার সকাল ৭.০০টায় Priyodorshini Shop-এর আয়োজনে যশোরের মনিরামপুরে চিনিমুক্ত, হাইড্রোজমুক্ত, ফ...
10/01/2021

আগামীকাল ১১.০১.২০২১ তারিখ সোমবার সকাল ৭.০০টায় Priyodorshini Shop-এর আয়োজনে যশোরের মনিরামপুরে চিনিমুক্ত, হাইড্রোজমুক্ত, ফিটকিরিমুক্ত পাটালি গুড়ের উৎপাদন প্রক্রিয়া লাইভে দেখানো হবে। আপনারা যারা খেজুরের গুড় তৈরির পুরো প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহী, এবং বিশুদ্ধ গুড় অর্ডার করতে চান, আশা করি তারা লাইভটিতে অংশগ্রহন করবেন।

বিশুদ্ধ ভেজালমুক্ত খাদ্যপন্য উৎপাদন ও বিক্রয়ে আমরা হতে চাই অনলাইনে সবচাইতে নির্ভরযোগ্য মাধ্যম।

বিশ্বকে নাড়িয়ে দেয়া ৭টি খাবার কেলেংকারী।
09/01/2021

বিশ্বকে নাড়িয়ে দেয়া ৭টি খাবার কেলেংকারী।

আজ রাতে Zuriz Kitchen থেকে লাইভে আসব এই চার ধরণের সরিষার তেলের ওপর একটি তুলনামূলক পর্যালোচনা নিয়ে। সকলকে অংশগ্রহণের আমন্...
08/01/2021

আজ রাতে Zuriz Kitchen থেকে লাইভে আসব এই চার ধরণের সরিষার তেলের ওপর একটি তুলনামূলক পর্যালোচনা নিয়ে। সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি, লাইভটি থেকে সবাই উপকৃত হবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ধন্যবাদ

কাঠের ঘানিতে ভাঙানো ১ম চাপের কোল্ড প্রেসড দেশি সরিষার তেল। কোন রকম রঙ / কেমিক্যাল নেই। প্রতি লিটার ২৫০/- মিনিমাম অর্ডার ...
02/01/2021

কাঠের ঘানিতে ভাঙানো ১ম চাপের কোল্ড প্রেসড দেশি সরিষার তেল। কোন রকম রঙ / কেমিক্যাল নেই। প্রতি লিটার ২৫০/- মিনিমাম অর্ডার ৫ লিটার।

বিঃদ্রঃ কাস্টমাইজড কম্বো প্যাক।
সরিষার তেল + যে কোন ৩টি পন্য।

যারা সরিষার তেল ৫ লিটারের কম নিতে চান, তারা সরিষার তেলের সাথে নিম্নের তালিকা থেকে যে কোন তিনটি পন্য বেছে নিয়ে নিজেদের পছন্দমত কাস্টমাইজড কম্বো প্যাক সাজিয়ে নিতে পারেনঃ

১) হিমালয়ান পিংক সল্ট চূর্ণ ১ কেজি।
২) সিরাজগঞ্জের পাটালি গুড় ১ কেজি।
৩) খেজুরের গুড়ের পায়েসঃ হাফ কেজি।
৪) যে কোন আচারঃ হাফ কেজি।
৫) মালাই চপ (মিষ্টি) : হাফ কেজি।
৬) ঘরে পাতানো মিষ্টি দই : ১ কেজি।

>> মূল্য পড়বে ১০৫০ টাকা (সরিষার তেল এক লিটারের বেশি নিলে বাড়তি পরিমানের দাম এর সাথে এড হবে)।

নাটোর হতে বানিয়ে আনা খেজুরের গুড়ের সাথে সিরাজগঞ্জ হতে আনা গুড়ের পার্থক্য হচ্ছে, নাটোরের গুড়ের সাইজ ছোট, একেকটি চাকের ওজন...
31/12/2020

নাটোর হতে বানিয়ে আনা খেজুরের গুড়ের সাথে সিরাজগঞ্জ হতে আনা গুড়ের পার্থক্য হচ্ছে, নাটোরের গুড়ের সাইজ ছোট, একেকটি চাকের ওজন ২২০ গ্রাম থেকে শুরু করে সর্বোচ্চ ৪৫০ গ্রাম। সেখানে সিরাজগঞ্জের পাটালি গুড়ের একেকটা চাকের ওজন সর্বনিম্ন ৪৫০ গ্রাম। উপরে ৫৫০ গ্রাম পর্যন্ত।

আরেকটা পার্থক্য হচ্ছে, নাটোরের গুড়ের ভূমিতলটি খোড়ল করা। আর সিরাজগঞ্জ হতে আনা গুড়ের ভূমিতলটি সমান/প্লেইন।

পার্থক্য আছে স্বাদ, গন্ধ এবং দামেও। সিরাজগঞ্জের গুড়ের দাম নাটোরের গুড়ের চেয়ে সামান্য বেশি। সুগন্ধির পার্থক্য ১৮/২০। স্বাদও তুলনামূলক ভালো।

প্রতি কেজি দাম পড়বে ২৭০ টাকা। অর্ডার করতে চাইলে আপনার পূর্ণ ঠিকানা + দুইটি মোবাইল নাম্বার ইনবক্স করুন। ধন্যবাদ :)

Address

Chauni Harun Faruk Tower, Lalbag Kellar More, Shoshanghat
Dhaka

Telephone

+8801511200650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyodorshini Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram