Home Care Physiotherapy

  • Home
  • Home Care Physiotherapy

Home Care Physiotherapy Our skilled Physiotherapists provide personalized care for pain relief,injury recovery and mobility enhancement. Let’s move forward together!

With expertise and compassion, we help you regain strength, achieve your goals, and live life to the fullest. আমরা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা বাত, ব্যথা, হাড় ক্ষয়জনিত রোগ, আর্থ্রাইটিস, মাংসপেশীর দুর্বলতা, প্যারালাইসিস, নার্ভ ইনজুরি, শারীরিক প্রতিবন্ধিতা, বিকলাঙ্গতা, সাধারণ ইনজুরি, স্পোর্টস ইনজুরি, সাধারণত অসুস্থতা, আঘাত ও শারীরিক প্রতিবন্ধিতা থেকে সৃষ্ট শারীরিক সমস্যা নির্ণয় ও চিকিৎসার কাজ করে থাকি।

আপনারা যারা রোগীকে ফিজিওথেরাপি কেন্দ্রে নিয়ে আসতে পারেন না তাদের
জন্য আমাদের এই স্পেসাল "হোম কেয়ার ফিজিথেরাপি" সেবা প্রদান করে থাকে।

সোরিয়াটিক আর্থ্রাইটিস (Psoriatic Arthritis) একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত (inflammatory) জয়েন্টের রোগ, যা সোরিয়াসিস (Psori...
25/06/2025

সোরিয়াটিক আর্থ্রাইটিস (Psoriatic Arthritis) একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত (inflammatory) জয়েন্টের রোগ, যা সোরিয়াসিস (Psoriasis) নামক ত্বকের রোগের সাথে সম্পর্কযুক্ত। এই রোগে ত্বক এবং জয়েন্ট—দুটোতেই সমস্যা দেখা দেয়।

মূল কারণ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা
এটি অটোইমিউন রোগ, অর্থাৎ শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের শরীরের কোষকে আক্রমণ করে।সাধারণত যাদের সোরিয়াসিস আছে, তাদের ৩০% এর মতো মানুষের মধ্যে Psoriatic Arthritis হয়।জেনেটিক বা পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে।৩০–৫০ বছর বয়সে বেশি দেখা যায়।

13/06/2025

আপনি কি বাসায় ফিজিওথেরাপি সেবার জন্য অভিজ্ঞ এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট খুঁজছেন??

আপনার নিজ এরিয়ার মধ্যে আমাদের তালিকাভুক্ত গ্র্যাজুয়েট ডিগ্রীধারী অভিজ্ঞ এবং কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

আমাদেন ফিজিওথেরাপিস্টদের থেকে বাসায় বসে যে যে রোগের ফিজিওথেরাপি সেবা নিতে পারবেনঃ-

১)স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস ।
২)পারকিনসন্স ডিজিজ।
৩) জিবিএস
৪)ঘাড়ে ব্যথা,
৫)হাঁটু ব্যথা,
৬)PLID বা কোমর ব্যথা,
৭)ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথা।
৮) পায়ের গোড়ালি ব্যথা
৯)সায়াটিকার ব্যথা
১০)অস্টিওআর্থ্রাইটিস বা বাঁত ব্যাথা।
১১)হাত-পা অবশ বা ঝিনঝিন হওয়া।
১২)মাংশ পেশিতে ব্যথা,
১৩)হিজামা বা কাপিং থেরাপি ।
১৪)আকুপাংচার বা ড্রাই নিডলিং।
১৫)লিগামেন্ট,টেন্ডন,সফট টিস্যু ইন্জুরি প্রতৃতি।

আপনি কেন আমাদের সেবা নিবেন? কারণঃ

✅ আমরা আছি ঢাকা শহরের সব এরিয়াতে।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট বিএসসি ডিগ্রিধারী ।
✅ আমাদের সকল ফিজিওথেরাপিস্ট নূন্যতম ২ থেকে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
✅ অভিজ্ঞতার জন্য আপনি পাবেন সর্বোচ্চ মানের সেবা ।
✅এরিয়া ভিত্তিক হওয়ায় সময় এবং অর্থ দুটোই সাশ্রয়ী হবে এবং ইমার্জেন্সি কল এ কাছে পাবেন সহজেই।
✅ রোগীর সুবিধা মতো সময়ে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার ব্যবস্হা।
✅ আছে মহিলা রোগীদের জন্য মহিলা ফিজিওথেরাপিষ্ট এবং পুরুষ রোগীদের জন্য পুরুষ ফিজিওথেরাপিষ্ট।
✅ আপনার নিরাপত্তা বিঘ্ন হওয়ার কোনো সুযোগ নেই।কারণ আমরা সবরকম তথ্য যাচাই বাছাই করে ফিজিওথেরাপিস্ট সিলেক্ট করে থাকি।
তাই ফিজিওথেরাপির প্রকৃত সেবা পেতে এখনই কল করুন

আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট পৌছে যাবে আপনাদের ঠিকানায়।





হাঁটু ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হতে পারে। এটি হালকা থেকে গুরুতর হতে পারে এবং সঠিক চিকিৎসা নির্ভর করবে সমস্যার মূল কারণ...
12/12/2024

হাঁটু ব্যথা সাধারণত বিভিন্ন কারণে হতে পারে। এটি হালকা থেকে গুরুতর হতে পারে এবং সঠিক চিকিৎসা নির্ভর করবে সমস্যার মূল কারণের উপর। হাঁটু ব্যথার সাধারণ কারণগুলো নিচে দেওয়া হলো:

হাঁটু ব্যথার কারণসমূহ
আঘাত বা চোট:

লিগামেন্ট ছিঁড়ে যাওয়া (ACL ইনজুরি)।
মেনিস্কাস ইনজুরি (হাঁটুর কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হওয়া)।
পেশি টান বা আঘাত।
অর্থ্রাইটিস (গেঁটেবাত):

অস্টিওআর্থ্রাইটিস (বয়সজনিত ক্ষয়জনিত রোগ)।
রিউমাটয়েড আর্থ্রাইটিস (ইমিউন সিস্টেম-সম্পর্কিত সমস্যা)।
গাউট (ইউরিক অ্যাসিড জমে ব্যথা)।
ওভারইউস বা অতিরিক্ত ব্যবহার:

দীর্ঘ সময় হাঁটা বা দৌড়ানো।
শারীরিক পরিশ্রমের কারণে হাঁটু ক্ষতিগ্রস্ত হওয়া।
ওজন বৃদ্ধি:

অতিরিক্ত ওজন হাঁটুর উপর চাপ সৃষ্টি করে।
সংক্রমণ বা ইনফেকশন:

হাঁটুতে সংক্রমণের কারণে ফোলা বা ব্যথা।
অন্যান্য কারণ:

টেন্ডোনাইটিস (টেন্ডন প্রদাহ)।
ব্যাকার্স সিস্ট (হাঁটুর পেছনে ফোলা)।
প্রাথমিক চিকিৎসা
বিশ্রাম নিন: হাঁটুকে বিশ্রাম দিন এবং অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন।
বরফ ব্যবহার করুন: ১৫-২০ মিনিট বরফ লাগান ফোলাভাব কমানোর জন্য।
চাপ প্রয়োগ করুন (কমপ্রেশন): ব্যান্ডেজ ব্যবহার করে হাঁটুকে সাপোর্ট দিন।
উঁচুতে রাখুন: হাঁটু উঁচুতে রাখুন যাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে।
ব্যথার ওষুধ: প্যারাসিটামল বা আইবুপ্রোফেন নেওয়া যেতে পারে (ডাক্তারের পরামর্শে)।
ডাক্তার দেখানোর সময়
ব্যথা দীর্ঘস্থায়ী বা তীব্র হলে।
হাঁটু ফুলে গেলে বা লাল হয়ে গেলে।
হাঁটাচলায় অসুবিধা হলে।
জ্বর বা সংক্রমণের লক্ষণ থাকলে।
প্রতিরোধমূলক ব্যবস্থা
নিয়মিত হাঁটু শক্তিশালী করার ব্যায়াম করুন।
সঠিক পদ্ধতিতে বসুন বা হাঁটুন।
ওজন নিয়ন্ত্রণে রাখুন।
আঘাত থেকে বাঁচতে হাঁটুর সাপোর্ট ব্যবহার করুন।
আপনার ব্যথা দীর্ঘস্থায়ী বা তীব্র হলে বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার দেখানো উচিত।

কোমর ব্যথা (Low Back Pain) একটি সাধারণ সমস্যা, যা বিভিন্ন কারণে হতে পারে। এটি সাধারণত পেশি, হাড়, স্নায়ু বা সংযুক্ত টিস...
12/12/2024

কোমর ব্যথা (Low Back Pain) একটি সাধারণ সমস্যা, যা বিভিন্ন কারণে হতে পারে। এটি সাধারণত পেশি, হাড়, স্নায়ু বা সংযুক্ত টিস্যুর সমস্যার কারণে হয়। কোমর ব্যথা তীব্র বা দীর্ঘস্থায়ী হতে পারে।

কোমর ব্যথার কারণসমূহ:
পেশি বা লিগামেন্ট স্ট্রেইন: ভারী জিনিস তোলার সময় বা হঠাৎ ভুল ভঙ্গিতে শরীর নাড়ানোর ফলে হতে পারে।
ডিস্ক সমস্যা: মেরুদণ্ডের ডিস্কের সমস্যা (যেমন, স্লিপড ডিস্ক বা হেরনিয়েটেড ডিস্ক)।
আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস: মেরুদণ্ডের জয়েন্টে প্রদাহ বা ক্ষয়।
সায়াটিক স্নায়ুর সমস্যা: সায়াটিকা হতে পারে, যা পায়ের দিকেও ব্যথা ছড়ায়।
অস্থি ক্ষয় (Osteoporosis): হাড় দুর্বল হয়ে গেলে।
অতিরিক্ত ওজন: মেরুদণ্ডের ওপর বেশি চাপ সৃষ্টি করে।
ভুল ভঙ্গি: দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে কাজ করলে।
প্রাথমিক করণীয়:
বিশ্রাম: ব্যথা বেড়ে গেলে হালকা বিশ্রাম নিন।
ঠাণ্ডা বা গরম সেঁক: প্রথম ২-৩ দিনে ঠাণ্ডা সেঁক, এরপর গরম সেঁক ব্যবহার করুন।
ব্যায়াম: ডাক্তারের পরামর্শে হালকা স্ট্রেচিং বা ফিজিওথেরাপি করতে পারেন।
পেইন রিলিফ ক্রিম বা জেল: ডাক্তারের পরামর্শে ব্যথা কমানোর জন্য ব্যবহার করুন।
ওষুধ: প্যারাসিটামল বা নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগ (NSAIDs) গ্রহণ করুন (ডাক্তারের নির্দেশে)।
ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন হলে:
ব্যথা দীর্ঘস্থায়ী হলে (৩ সপ্তাহের বেশি)।
ব্যথা পায়ে বা অন্য স্থানে ছড়ালে।
কোমরে সঙ্গে সঙ্গে ঝিমঝিম ভাব বা দুর্বলতা অনুভব করলে।
প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ হারালে।
জ্বর বা অস্বাভাবিক ওজন কমে গেলে।
আপনার সমস্যার ধরন অনুযায়ী উপযুক্ত পরামর্শ দিতে কোনো বিশেষজ্ঞ অর্থোপেডিক বা ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন।

থাইরয়েডের লক্ষণ সমূহ• অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া• শক্তির অভাব বা ক্লান্তি অনুভব করা• অতিরিক্ত দুশ্চিন্তা করা• পেশী এবং জয়ে...
14/06/2024

থাইরয়েডের লক্ষণ সমূহ

• অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া

• শক্তির অভাব বা ক্লান্তি অনুভব করা

• অতিরিক্ত দুশ্চিন্তা করা

• পেশী এবং জয়েন্টে দূর্বলতা

• চুলের গোড়া দূর্বল হয়ে অতিরিক্ত চুল পড়া চ2

• বেশি শীত না পড়লেও ঠান্ডা অনুভব করা...

• অবসন্নতা অনুভব করা

• ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়া

• গলার সামনের দিকে যেখানে থাইরয়েড

গ্রন্থি থাকে সেখানে ফোলাভাব

12/06/2024

দীর্ঘদিনের কোমর ব্যথায় নিরাময়ে ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী এবং আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। ওষুধ বিহীন ও কাটা ছেঁড়া মুক্ত একমাত্র ফিজিওথেরাপি চিকিৎসা পারে আপনাকে ব্যথা মুক্ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।

শরীরে ভিটামিন 'এ'র অভাব বোঝা যাবে• চোখ শুষ্কভাব• ত্বকের শুষ্কতা• রাতকানা রোগ• বন্ধ্যাত্ব ও গর্ভধারণে সমস্যা• শিশুদের বৃদ...
11/06/2024

শরীরে ভিটামিন 'এ'র অভাব বোঝা যাবে
• চোখ শুষ্কভাব
• ত্বকের শুষ্কতা
• রাতকানা রোগ
• বন্ধ্যাত্ব ও গর্ভধারণে সমস্যা
• শিশুদের বৃদ্ধি কমে যাওয়া বা দেরি হওয়া
• গলা এবং বুকে সংক্রমণ
• ক্ষত নিরাময়ে সমস্যা

সেদ্ধ ডিমের যত উপকার• ওজন কমায়• হাড় সুদৃঢ় করে• বিপাক বৃদ্ধি করে• কোলিনের ভালো উৎস• চোখ, চুল ও নখের জন্য উপকারী• চোখের ছা...
10/06/2024

সেদ্ধ ডিমের যত উপকার

• ওজন কমায়
• হাড় সুদৃঢ় করে
• বিপাক বৃদ্ধি করে
• কোলিনের ভালো উৎস
• চোখ, চুল ও নখের জন্য উপকারী
• চোখের ছানি হওয়ার ঝুঁকি কমায়

09/06/2024

কোমর ব্যথা এড়াতে যা করবেন

• ৩০ মিনিটের বেশি সময় একটানা দাঁড়িয়ে বা বসে থাকবেন না।
• নরম চেয়ার ব্যবহার করা যাবে না
• দিনে ১.৫-২ লিটার পানি পান করবেন।
• ভিটামিন ডি যুক্ত খাবার খাবেন।

08/06/2024

দীর্ঘ দিন হিল জুতা পড়ার কারণে কোমর ব্যথা ও পায়ের গোড়ালি ব্যথা হতে পারে।

Address

Shstmoshjid Housing, Mohammadpur, Dhaka, 1207

1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Home Care Physiotherapy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram