
25/06/2025
সোরিয়াটিক আর্থ্রাইটিস (Psoriatic Arthritis) একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত (inflammatory) জয়েন্টের রোগ, যা সোরিয়াসিস (Psoriasis) নামক ত্বকের রোগের সাথে সম্পর্কযুক্ত। এই রোগে ত্বক এবং জয়েন্ট—দুটোতেই সমস্যা দেখা দেয়।
মূল কারণ ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা
এটি অটোইমিউন রোগ, অর্থাৎ শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের শরীরের কোষকে আক্রমণ করে।সাধারণত যাদের সোরিয়াসিস আছে, তাদের ৩০% এর মতো মানুষের মধ্যে Psoriatic Arthritis হয়।জেনেটিক বা পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে।৩০–৫০ বছর বয়সে বেশি দেখা যায়।