
13/07/2025
এইবার আসি কেন মানুষের খাদ্যাভ্যাসটা উদ্ভিজ্জ খাবার থেকে বেশি আসা দরকার এই বিষয়ে। নৃবিজ্ঞানী অর্থাৎ যারা মানুষ নিয়ে গবেষণা করেন তাঁরা বলছেন মানুষের খাদ্যাভ্যাস মূলত হওয়া উচিত ভেজিটেরিয়ান জাতীয়। অর্থাৎ মানুষ যা খাবে সে খাবারগুলো হতে হবে ভেজিটেরিয়ান বা গাছপালা থেকে আসা। তাঁরা বলছেন মানুষের দৈহিক গঠন পর্যালোচনা করলে দেখা যায় , মানুষের পরিপাকতন্ত্র আর তৃণভোজ্জী প্রাণীদের পরিপাকতন্ত্রের গঠন প্রায় কাছাকাছি এবং তাঁরা
এও দেখেছেন মানুষের ৩২ টি দাঁতের মাঝে ২৮টি দাঁতই তৃণভোজী প্রাণীর সাথে মিলে যায়। এছাড়াও মানুষ যখন প্রাণীজ খাবার বেশি খাওয়া শুরু করলো তখন থেকেই মানুষের নানা রোগ হওয়ার হার বেড়ে গেলো।
ফ্রিজ আবিষ্কারের পর মানুষ প্রয়োজনের চেয়ে বেশি মাছ , মাংস ফ্রিজে জমা রাখা শুরু করলো। মাছ, মাংস, ডিম, দুধ প্রচুর থাকার কারণে এগুলোর আধিক্য খাবার তালিকায় থাকা শুরু হল। সাথে সাথে শুরু হয়ে গেলো নানা রকম লাইফস্টাইল ডিজিস।
তাই প্রতিদিন খাবার খাওয়ার সময় অবশ্যই একটু সচেতন হওয়া দরকার। যদি খিদে না থাকে তা হলে নিজের প্রতিদিনের খাবারের রুটিনের বাইরে বাড়তি খাবার না খাওয়াই ভালো। প্রতিদিনের খাবার তালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ফল বা সবজির সালাদ, ডাল, মিক্স সবজি এগুলো যোগ করতে হবে।
ভেজিটেরিয়ানদের খাবারে একটা ভিটামিন কম পাওয়া যায় তা হচ্ছে বি ১২। তাই বি ১২ ভিটামিনটা ভেজিটেরিয়ানদের সাপ্লিমেন্ট আকারে মুখে খেতে হয়।
বই: একডজনেই সুস্থতা
লেখক: মিশু দাস