Sharmin Counselor Psychologist

  • Home
  • Sharmin Counselor Psychologist

Sharmin Counselor Psychologist মনো চিকিৎসা নিন, নিজে ভালো থাকুন সমাজকে প্রানোবন্ত করুন।

11/10/2025

আসসালামুআলাইকুম
১০ ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
World Health Organisation এ এবছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে প্রতিপাদ্য স্লোগান রেখেছে,
Access to services - Mental Health in Catastrophes and Emergencies.
অর্থাৎ বিপর্যয় বা জরুরী পরিস্থিতিতেও মানসিক স্বাস্থ্য সেবা যেন সবার নাগালে পৌঁছে যায় এই বার্তায় আজ আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই।
বিপর্যয় ক্ষণস্থায়ী কিন্তু সহানুভূতি চিরস্থায়ী।
এটি জীবনের গভীর সত্যতা।
প্রতিটি মানুষের জীবনে দুঃসময় আসে কখনো তা প্রাকৃতিক দুর্যোগে, আবার কখনো তা ব্যক্তিগত কষ্টে, আবার কখনো সামাজিক বিপর্যয়।
কিন্তু এসব কষ্টে ব্যক্তির প্রয়োজন,
সহানুভূতি, মমতা, ভালোবাসা, আর মানবিক আচরণ।
কেবল সহানুভূতির বাক্য, একটি শ্রবণশীল মন,
দুঃসময়ে ব্যক্তির মনে আলো জ্বালাতে পারে।
মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এটাই সবচেয়ে বড় শক্তি।

দর্পণ কাউন্সিলিং সোশাল ওয়েলফেয়ার সেন্টার
যেকোনো সংকটে দুঃসময়ে ব্যক্তির পাশে থেকে ব্যক্তিকে তার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে ব্যক্তিকে ভালোবাসা ও সহানুভূতি দিতে সদা প্রস্তুত।

শারমিন রহমান
সাইকোলজিস্ট
দর্পণ কাউন্সিলিং ও সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার
বনানী ডিওএইচএস
বনানী ঢাকা।

04/08/2025

Obsessive Compulsive Personality Disorder (OCPD)

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা তাদের এত বেশি মনোযোগী যার ফলে অতিমাত্রায় মনোযোগে ব্যক্তিগত আনন্দ বা বিশ্রাম ত্যাগ করে। সব সময় এক ধরনের কঠোর নৈতিকতা বা মূল্যবোধের ভেতর নিজেকে চালিত রাখতে তারা পছন্দ করে। এ ধরনের ব্যক্তিরা খুবই জেদি ও অনমনীয় মনো ভাবের বৈশিষ্ট্য সম্পন্ন। সব সময় তাদের মধ্যে পারফেকসনিজম কাজ করে। ভবিষ্যৎ নিয়ে অতি ভাবনার দরুন তারা সবসময় খরচের কৃপণতার দরুন ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখে।
ডিএসএম ফাইভ অর্থাৎ ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিকাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিজঅর্ডার অনুযায়ী এই ধরনের লক্ষণ সম্পন্ন ব্যক্তিকে পার্সোনালিটি ডিসঅর্ডার অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পন্ন ব্যক্তি বলা হয়। ডিএসএম ফাইভ অনুযায়ী এই ধরনের ব্যক্তিরা অতিরিক্ত নিয়ন্ত্রণ, পারফেকসনিজম এবং শৃঙ্খলার প্রতি আসক্ত।

সাধারণত শৈশবের পারিবারিক অতি শাসন, শৈশবের ভালোবাসার অভাব, এবং জিনগত প্রভাবকে এই অবসেসিভ কমপালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণ মনে করা হয়।

তবে উপযুক্ত কাউন্সেলিং চিকিৎসা সেবাই পারে এ ধরনের লক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের চিন্তা ও আচরণের নমনীয়তা এনে এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার পরিবর্তনের ফলে একজন অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তি তার আবেগ, জেদি আচরণ গভীরভাবে পরিবর্তন করতে পারে।

শারমিন রহমান
সাইকোলজিস্ট
দর্পণ কাউন্সিলিং এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার
বনানী ডিওএইচএস
ঢাকা

04/08/2025

Narcissistic Personality Disorder

কিছুদিন আগে এক ভদ্রলোকের সাথে আমার আলাপ হল আমার একটি কাজের সুবাদে তার সঙ্গে আলাপ হয়েছে। লক্ষ্য করলাম বিষয়টি নিয়েই যতবার তার সঙ্গে কথা বলি না কেন, বিষয়টিকে তিনি এমন ভাবে উপস্থাপন করেন আমার কোন কিছুই যেন তার মনের মত হচ্ছে না। কিন্তু তিনি যা বলছেন তার সবকিছুই সঠিক। মজার বিষয় হচ্ছে, তার কথা থেকে বুঝতে পারলাম শুধু আমি নই, তার মতে, বেশিরভাগ মনোবিজ্ঞানী বাংলাদেশের, তারা নাকি তেমন কিছুই জানেন না।
তিনি মনোবিজ্ঞানের অনেক গভীর বিষয়ে যেমন জানে তার মতো করে খুব কম মানুষই মনো বিজ্ঞান বিষয় সম্পর্কে নাকি জানেন। এমনকি রাজনৈতিক জ্ঞান, ইংরেজি গ্রামার, এবং বাংলা ব্যাকরণে তার মতো করে জানা লোকের সংখ্যা নাকি খুবই কম আছে। আরো মজার বিষয় হল, তিনি দাবি করেন বাংলাদেশ হাইকমিশনের করেসপন্ডেন্স লেটারেও নাকি একটি শুদ্ধ চিঠি উনার চোখে পড়েনি।
এই ব্যক্তির সাথে কাজ করতে যেয়ে আমি প্রথমে মানসিকভাবে অনেকটা চাপ অনুভব করেছিলাম। পরবর্তীতে ধীরে ধীরে তার সাথে কাজের সুবাদে বিভিন্ন কথোপকথন থেকে বুঝলাম আসলে তিনি একজন নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পন্ন ব্যক্তি।
আমাদের সমাজে আমাদের আশেপাশে আমরা এই ধরনের স্বভাবসুলভ অনেক ব্যক্তিকে দেখতে পাই।
DSM 5 (Diagnostic Statistical Manual of Mental Disorders 5th edition) অনুযায়ী এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি নিজের গুরুত্ব অতিরঞ্জিত ভাবে দেখে অতিরিক্ত প্রশংসা চায় এবং অন্যের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হয় না।

ডিএসএম অনুযায়ী এই রোগের লক্ষণসমূহ,

১ নিজেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা।
২ সীমাহীন সাফল্য, ক্ষমতা, সৌন্দর্য বা আদর্শ প্রেম নিয়ে কল্পনা করা।
৩ নিজেকে বিশেষ মনে করা এবং কেবল উচ্চ মর্যাদার মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে চাওয়া।
৪ অতিরিক্ত প্রশংসা চাহিদা।
৫ অন্যের অনুভূতি বোঝার, বা সহানুভূতি দেখানোর অক্ষমতা।
৬ অন্যদের কাজে নিজের স্বার্থে ব্যবহার করা।
৭ অহংকারী, দাম্ভিক, বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ।

একজন ব্যক্তির মধ্যে উপরের লক্ষণ গুলোর মধ্যে কমপক্ষে পাঁচটি লক্ষণ যদি দেখতে পান তবে তিনি একজন নারসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পন্ন ব্যক্তি।

সাধারণত পারিবারিক ইতিহাসে ব্যক্তিত্বের সমস্যা থাকলে কিংবা শৈশবের উপেক্ষা, অপমান বা মানসিক অবহেলা থাকলে ব্যক্তি নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।

তবে ব্যক্তি যদি তার সমস্যা বুঝতে পারে সে ক্ষেত্রে সাইকো থেরাপি একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি।
এক্ষেত্রে সিভিটি( কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির) মাধ্যমে ব্যক্তিকে অন্যদের বোঝা ও সহানুভূতিশীল আচরণ শেখানো হয়। তার ভেতরের negative core belief বা ভুল মানসিক বিশ্বাস পরিবর্তিত হয়ে তার মধ্যে positive core belief গড়ে তুলে।

শারমিন রহমান
সাইকোলজিস্ট

দর্পণ কাউন্সেলিং এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার

বনানী ডিওএইচএস,
ঢাকা

Alhamdulillah  for everything
29/07/2025

Alhamdulillah for everything

26/06/2025
21/06/2025

Alhamdulillah successfully completed workshop regarding evidence based parenting training course UK jointly run by Dorpon counselling and social welfare center and Edu prompt London

Assalamualikum Evidence based parenting 13 weeks training course will be start on 04th July Those who are interest pleas...
17/06/2025

Assalamualikum
Evidence based parenting 13 weeks training course will be start on 04th July
Those who are interest please contact 01726693425
Seats are short

Certificate will be provide Edu prompt London

17/06/2025

Assalamualikum
Evidence based parenting 13 weeks training course will be start on 04th July
Those who are interest please contact 01726693425
Seats are short
Certificate will be provide Edu prompt London

Address

Dhaka Cantonment

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Counselor Psychologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram