21/06/2023
কুরআনের আয়াত:
আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবে জানেন। অভিভাবকত্বে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যে আল্লাহই যথেষ্ট। [কুরআন ০৪ : ৪৫]
যদি তাহারা মুখ ফিরায়, তবে জানিয়া রাখো, আল্লাহই তোমাদের অভিভাবক। কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী! [কুরআন ০৮ : ৪০]
এবং জিহাদ করো আল্লাহর পথে, যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করিয়াছেন। তিনি দীনের ব্যাপারে তোমাদের ওপর কোনো কঠোরতা আরোপ করেন নাই। ইহা তোমাদের পিতা ইবরাহীমের মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করিয়াছেন ‘মুসলিম’ এবং এই কিতাবেও—যাহাতে রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হয় এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানবজাতির জন্য। সুতরাং তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো, তিনিই তোমাদের অভিভাবক। কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি ! [কুরআন ২২ : ৭৮]
সংশ্লিষ্ট ব্যাখ্যা:
আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সঠিক পথ দেখান এবং তাদেরকে সকল ক্ষতি থেকে সুরক্ষিত রাখেন, তাদেরকে ভালোবাসেন এবং তাদের প্রতি দয়া দেখান। তিনি হচ্ছেন সাহায্যকারী এবং সমর্থক, যিনি মুমিনদের সহায়তা দেন এবং তাদের শক্তিশালী করেন।
প্রয়োগ:
আল্লাহ তাআলা সাহায্যকারী—এই বিশ্বাস তাঁর বান্দাদের মনে তাঁর প্রতি অসীম ভালোবাসা এবং ভক্তিতে ভরিয়ে তোলে। তাদের অন্তর প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। তারা তাদের এই বিশ্বাসের ওপর শান্ত থাকে, প্রশান্তি লাভ করে। তারা প্রতিনিয়ত দুআ ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করে এবং তাঁরই ওপর ভরসা করে। এর মাধ্যমেই মুমিন বান্দাদের অন্তর থেকে সকল রকম দুশ্চিন্তা দুর্দশা বিদূরিত হয়।
বই: তাঁর পরিচয়
লেখক: উম্মে আবদুর রহমান সাকিনা হার্শফেল্ডার