16/03/2025
✅ অপারেশন ছাড়াই পাইলস, এনাল ফিশার ও ফিষ্টুলা সমস্যা, মলের সাথে রক্তপড়া ফুলে থাকা তীব্র ব্যথা ও জ্বালাপোড়ার স্থায়ী সমাধান 👇
🛑 পাইলস, অর্শ্ব, গেজ, এনাল ফিসার হওয়ার কারণ 👇
✅ দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্যে ভোগা।
✅ মলত্যাগে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা।
✅ দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকা।
✅ অতিরিক্ত ভার বহন করা ।
✅ নারীদের ক্ষেত্রে গর্ভ ধারন করা।
✅ স্থুলতা বৃদ্ধি পাওয়া। টয়লেট ক্লিয়ার না হওয়া।
✅ অতিরিক্ত কায়িক পরিশ্রম করা।
🛑 কিভাবে বুঝবেন পাইলস বা গেজ, এনাল ফিশার, ফিষ্টুলা, বা অর্শরোগ হয়েছে❓
✅ মলত্যাগের পর রক্ত যাওয়া।
✅ মল অতিক্রম করার সময় অতিরিক্ত চাপ বা জ্বালা হতে পারে।
✅ মলত্যাগের সময় ব্যথাহীন রক্তপাত।
✅ পায়ুপথের মুখের অংশগুলো বেরিয়ে আসা।
✅ মলদ্বারের চারপাশে চুলকানি।
✅ বসার সময় ব্যথা বা অস্বস্তি।
🛑 পাইলস মুক্তি পাউডার কি কি সমস্যা সমাধান করবে
✅ রক্ত পরা বন্ধ করবে।
✅ পায়খানা নরম করবে।
✅ পায়ু পথের জ্বালাপুরা বন্ধ করবে।
✅ পায়ুপথের ভিতরে হওয়া ক্ষতকে শুকাবে।
✅ ক্ষত হতে পুজ বা পানি পরা বন্ধ করবে।
✅ পায়ুপথে ভিতরে ছিদ্রগুলো শুকিয়ে স্কিনের সাথে মিশে যাবে।
✅ বিস্তারিত জানতে:- 01783775053