12/09/2022
নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
☑️ সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা ব্যবহার করে— নাইট্রিক এসিড ।
☑️ আইপিএস , গাড়ি , মাইক বাজানোর সময় , সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহৃত হয় তাতে ব্যবহৃত হয়— সালফিউরিক এসিড
☑️ বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় তা হলো— কার্বলিক এসিড
☑️ আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অত্যাবশকীয় এসিড হলো— হাইড্রোক্লোরিক এসিড ।
☑️ ইস্পাত তৈরির কারখানায় , চামড়া শিল্পে ব্যবহৃত হয়— হাইড্রোক্লোরিক এসিড ( HCl ) ।
☑️ সার কারখানায় , বিস্ফোরক প্রস্তুতি , খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা আহরণে ও রকেটে জ্বালানির সাথে ব্যবহৃত হয়— নাইট্রিক এসিড ( HNO3 ) ।
☑️ কোনো একটি দেশ কতটা শিল্পোন্নত তা বিচার করা হয় যার ব্যবহারের ওপর ভিত্তি করে তা হলো— H2SO4
☑️ অম্ল / এসিড— টক স্বাদযুক্ত ।
☑️ আম , জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে ব্যবহৃত হয়— ভিনেগার বা এসিটিক এসিড ( CH3COOH ) ।
☑️ কেক , বিস্কুট বা পাউরুটি ফোলানো হয়— বেকিং সোডা ( NaHCO3 ) ব্যবহার করে ।
☑️ বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন আইন ১৯৯৫ অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি হলো— যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড ।
☑️ আমরা সচরাচর যেসব পানীয় ও ফলের রস পান করে থাকি সেগুলো হলো – অম্লীয় পদার্থ ।
☑️ কোনো দ্রবণের pH এর মান 7 এর কম হলে তা হবে— অম্লীয় বা এসিডীয় দ্রবণ ।
☑️ মানবদেহে রক্তের pH হলো— ৭.৪ ।
☑️ মানুষের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারী pH হলো –2 ।
☑️ মাটির pH— সাধারণত ৪-৮ হয়ে থাকে ।
☑️ ধাতব অক্সাইড ও হাইড্রোঅক্সাইডসমূহ হলো— ক্ষারক
☑️ ক্ষারকের একটি ধর্ম হলো— এরা লাল লিটমাসকে নীল করে ।