Nursing help group

  • Home
  • Nursing help group

Nursing help group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nursing help group, Medical and health, .

25/10/2022

❤️

02/10/2022

আমি অল্পতেই অনেক খুশি,

এই ধরেন আমি ১০মিনিট পড়ালেখা করে ১০দিন খুশি থাকি!🙂

02/10/2022

এক হসপিটালে প্রতি রবিবার সকাল 11 টার সময় ICU এর একটি নির্দিষ্ট বেডের পেসেন্ট মারা যায়।
😕এই ঘটনা প্রত্যেক রবিবার নিয়ম মাফিক ঘটতেই থাকে।
🤔ডাক্তার নার্স সবাই এই ঘটনার জন্য খুবই চিন্তিত।
🤓এমন কি আছে ICU এর ঐ বেডে?
👻কোন অলৌকিক শক্তি নাকি কোন অশুভ আত্মার ছায়া।
👩‍⚕সমস্ত ডাক্তার নার্স মিলে একদিন মিটিং করল, যেমন করেই হোক এই রহস্যের কুল কিনারা খুজে বের করতেই হবে।
রবিবার এল।
🤓সমস্ত ডাক্তাররা ICU এর ঐ বেড টা কে ঘিরে ফেলল। সেই বেডের শয্যাগত রোগীর দিকে তাকিয়ে রইল।
⏰ঘড়ির কাঁটা 10.30
☠সকলের মুখে চোখে এক অজানা ভয়।
ঘড়ির কাঁটা 10.50
😳😷সকলের হৃৎস্পন্দন রাজধানী এক্সপ্রেসের মত চলতে শুরু হয়ে গেল। ভয়ে একে অপরের হাত চেপে ধরল।
🙈এমন সময়।
👣ICU এর দরজা খোলার শব্দ।( ক্যাআআআআচচচচচ)
👀ডাক্তারদের একদম হার্টফেল হবার অবস্থা।
🤕😇এক সাদা কাপড়ে আবৃত এক মহিলার প্রবেশ।
🕘ICU এর নিস্তব্ধতার মধ্যে একটাই আওয়াজ ভেসে আসছিল, ঘড়ির কাঁটার টিক টিক টিক।
🕚সময় 10.55 ।
🌚সাদা কাপড়ে আবৃত মহিলা ধিরে ধিরে সেই বেডের দিকে এগিয়ে গেল।
🔌📟গিয়েই অক্সিজেনের প্লাগ টা খুলে দিল আর নিজের মোবাইল চার্জে লাগিয়ে, ঘর পরিষ্কার করতে শুরু করে দিল।
😠ডাক্তার- কে তুমি....????
🤡আমি তো ঝাড়ুদার, কুদ্দুসের বউ, রবিবার দিন ও আসতে পারেনা তাই ওর জায়গাতে আমি এসে ওর কাজটা করে যাই।🤣🤣🤣

13/09/2022

- জানেন কি?
পৃথিবীর সমস্ত ভালোবাসা ৪ বছর পর নেতিয়ে যায়! কারণ তখন একপর্যায়ে এসে ডোপামিন হরমোন তেমন নিঃসরণ হয় না!🖤

তবে মায়া কাজ করে আজীবন! 🙂

13/09/2022

😂🤣😂🤣

12/09/2022

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
☑️ সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা ব্যবহার করে— নাইট্রিক এসিড ।
☑️ আইপিএস , গাড়ি , মাইক বাজানোর সময় , সৌর বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহৃত হয় তাতে ব্যবহৃত হয়— সালফিউরিক এসিড
☑️ বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় তা হলো— কার্বলিক এসিড
☑️ আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অত্যাবশকীয় এসিড হলো— হাইড্রোক্লোরিক এসিড ।
☑️ ইস্পাত তৈরির কারখানায় , চামড়া শিল্পে ব্যবহৃত হয়— হাইড্রোক্লোরিক এসিড ( HCl ) ।
☑️ সার কারখানায় , বিস্ফোরক প্রস্তুতি , খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা আহরণে ও রকেটে জ্বালানির সাথে ব্যবহৃত হয়— নাইট্রিক এসিড ( HNO3 ) ।
☑️ কোনো একটি দেশ কতটা শিল্পোন্নত তা বিচার করা হয় যার ব্যবহারের ওপর ভিত্তি করে তা হলো— H2SO4
☑️ অম্ল / এসিড— টক স্বাদযুক্ত ।
☑️ আম , জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে ব্যবহৃত হয়— ভিনেগার বা এসিটিক এসিড ( CH3COOH ) ।
☑️ কেক , বিস্কুট বা পাউরুটি ফোলানো হয়— বেকিং সোডা ( NaHCO3 ) ব্যবহার করে ।
☑️ বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন আইন ১৯৯৫ অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি হলো— যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড ।
☑️ আমরা সচরাচর যেসব পানীয় ও ফলের রস পান করে থাকি সেগুলো হলো – অম্লীয় পদার্থ ।
☑️ কোনো দ্রবণের pH এর মান 7 এর কম হলে তা হবে— অম্লীয় বা এসিডীয় দ্রবণ ।
☑️ মানবদেহে রক্তের pH হলো— ৭.৪ ।
☑️ মানুষের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারী pH হলো –2 ।
☑️ মাটির pH— সাধারণত ৪-৮ হয়ে থাকে ।
☑️ ধাতব অক্সাইড ও হাইড্রোঅক্সাইডসমূহ হলো— ক্ষারক
☑️ ক্ষারকের একটি ধর্ম হলো— এরা লাল লিটমাসকে নীল করে ।

11/09/2022

বাংলাদেশ বিষয়াবলি

✪করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ- বিশ্বে ৫ম।
✪দক্ষিণ এশিয়ায়- ১ম।
✪দক্ষিণ এশিয়ার মধ্যে শতভাগ বিদ্যুতের দেশ হিসেবে প্রথম -১ম
✪ পাট রপ্তানিতে -১ম
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ১ম
✪ পাঠ উত্পাদনে -২য়
✪ তৈরি পোশাক রপ্তানিতে-২য়
✪ ফ্রিল্যাংন্সিয়ে - ২য়
✪সবজি ও মিঠা পানির মাছ উত্পাদনে -৩য়
✪ ধান উৎপাদনে -৪র্থ
✪ রেমিট্যান্স অর্জনে -৮ম
✪ স্যাটেলাইট উৎক্ষেপণে -৫৭তম
✪ পারমানবিক বিদ্যুতের দেশ -৩২তম
✪ এভারেস্ট জয়ী দেশ : ৬৭তম
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪তম
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪ জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪র্থ
✪ জাতিসংঘের সদস্য রাষ্ট্র: ১৩৬তম
✪ OIC এর সদস্য রাষ্ট্র: ৩২তম
✪ ই পাসপোর্ট এ সূচকে - ১১৯ তম
✪ মানব উন্নয়ন সূচক-২০২২ এ = ১৩৩ তম
✪ সাবমেরিন জাহাজ ব্যবহারকারী দেশ হিসেবে-৪১তম
✪ বৈশ্বিক জলবায়ু ঝুঁকিতে -৬ষ্ঠ

✅কিছু গুরুত্বপূর্ণ সাল ✅
✪ ৮ম পন্চ বার্ষিক পরিকল্পনা -
=জুলাই ২০২০ -জুন ২০২৫
✪ LDC থেকে উত্তরণ
-২০২৬
✪ টেকসই উন্নয়ন অভীষ্ট
-২০৩০,
✪ উচ্চ মধ্যম আয়ের আয়ের দেশ
-২০৩১ ,
✪ উচ্চ আয়ের দেশ
-২০৪১,
✪ ব-দ্বীপ পরিকল্পনা
-২১০০

🟢কতবার 🟢
✪গনভোট অনুষ্ঠিত হয়: ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
✪ আদমশুমারি হয়েছে: ৫বার
✪জরুরী অবস্থা ঘোষিত হয়েছে: ৫বার
✪ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট: ৫বার
✪সংবিধান সংশোধিত হয়েছে: ১৭ বার

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nursing help group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram